google.com, pub-2818299811453184, DIRECT, f08c47fec0942fa0

গুগল এডসেন্স কি, কিভাবে কাজ করে – বিস্তারিত ২০২৪

গুগল এডসেন্স হলো গুগলের বিজ্ঞাপন প্রচার প্রোগ্রাম। সারা বিশ্বব্যাপি যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা গুগল এডসেন্স এর মাধ্যমে তাদের চ্যানেল মনিটাইজেশন করে টাকা আয় করে। আজকের পোস্ট পুরোটা পড়লে গুগল এডসেন্স কি এবং গুগল এডসেন্স কিভাবে কাজ করে বিস্তারিত জানতে পারবেন।

আপনি যদি ঠিক করে থাকেন গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন তাহলে আজকের পোস্টটি পড়া আপনার জন্য বাধ্যতামূলক।

যদি খুব সহজে এডসেন্স এর কাজ কি তা বর্ণতা করি, এডসেন্স একটি ওয়েবসাইটে কিংবা ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর জন্য ঐ প্লাটফর্মের মালিককে টাকা প্রদান করে থাকে। এটি মূলত বিজ্ঞাপন দাতার কাছ থেকে ১০০% নিয়ে নিজে ২০% রেখে বাকি ৮০% পাবলিশারদের দিয়ে থাকে।

উদাহরনস্বরূপ, আপনি একটি ওয়েবসাইট তৈরি করলেন এবং সেখানে অনেক পরিমানে ভিজিটর নিয়ে আসতে সক্ষম হলেন। তাহলে একটি AdSense অ্যাকাউন্ট তৈরি করুন এবং মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন।

যদি এডসেন্স এপ্রোভাল পেয়ে যান তাহলে আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখাতে পারবেন। এবং এসব বিজ্ঞাপন দেখানোর জন্য এডসেন্স থেকে টাকা পাবেন।

গুগল এডসেন্স কি?

যদিও এতক্ষনে গুগল এডসেন্স সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, তারপরও গুগল এডসেন্স কি সে বিষয়ে আরো একটু আলোচনা না করলেই নয়।

ধরুন, আপনি একটি ওয়েবসাইট/ইউটিউব চালাচ্ছেন এবং সেখানে বিপুল পরিমানে ভিজিট/ভিউ হয়। তাহলে আপনি এর থেকে টাকা আয় করার জন্য অনেকগুগো কাজ করতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে গুগল এডসেন্স বিজ্ঞাপন থেকে টাকা আয়।

অর্থাৎ, আপনার চ্যানেল/ওয়েবসাইটে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখাবেন এবং প্রতিটি বিজ্ঞাপন দেখানোর জন্য আপনি গুগল থেকে অর্থ পাবেন।

গুগল এডসেন্স কিভাবে কাজ করে?

বিজ্ঞাপন দাতার কাছ থেকে অর্থ নিয়ে সে বিজ্ঞাপনগুলো গুগল এডসেন্স এর মাধ্যমে পাবলিশারদের দিয়ে প্রচার করার মাধ্যমে গুগল এডসেন্স কাজ করে।

যখন কোনো কম্পানি বিজ্ঞাপন দিতে চায়, তখন তারা বিভিন্ন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ব্যবহার করে। এর মধ্যে একটি হচ্ছে Google Ads, যা মূলত AdSense এর বাকি অংশ।

যখন কোনো ব্যাবসার অথবা পণ্যে বিজ্ঞাপন দিতে হয় তখন প্রথমে Google Ads এ সাইন-আপ করতে হয়। গুগল এডস ব্যাবসার মালিকদেরকে Ad campaigns চালু করতে দেয়।

Ad campaigns চালু করলে বিজ্ঞাপন দাতার কাছ থেকে নির্দিষ্ট পরিমান গুগল ডলার কেটে রাখবে।

তারপর bidding করার মাধ্যমে বিজ্ঞাপনটি বিভিন্ন জায়গায় প্রদর্শিত হবে। সে জায়গাগুলোকে বলা হয় Ad Space.

এখানেই গুগল এডসেন্স এর কথা চলে আসে। আপনি গুগল এডসেন্স এ আকাউন্ট খোলার মাধ্যমে Ad Space তৈরি করেন। এবং বিজ্ঞাপনদাতারা এই Ad Space এ এড দেখানোর জন্য bidding করে। যার bidding এ সবচেয়ে এগিয়ে থাকে তার এডগুলো আগে প্রদর্শন করা হয়।

এভাবে বিজ্ঞাপন দাতার বিজ্ঞাপনগুলো বিডিং পদ্ধতিতে পাবলিশারদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে মূলত গুগল এডসেন্স কাজ করে থাকে।

বিজ্ঞাপন পাবলিশারদের এডসেন্স কত টাকা দেয়?

গুগল জানিয়েছে, তারা বিজ্ঞাপনের লাভ্যংশ থেকে এডসেন্স এর পাবলিশারদের ৮০% অর্থ প্রদান করে থাকে।

কিন্তু আসলে ৬৮% টাকা পাবলিশারদের পকেটে ঢুকে।

এর কারণ হলো যখন বিজ্ঞাপনদাতা একটি বিজ্ঞাপন প্রচারের জন্য ১০০ টাকা গুগল দেয় তখন Google Ads ১৫ টাকা রেখে দেয়।

তাহলে, বাকি থাকে ৮৫ টাকা যা এডসেন্স পেয়ে থাকে। এখন এডসেন্স ৮০% অর্থ পাবলিশারদের দিয়ে দেয়।

৮৫ টাকার ৮০% হলো ৬৮ টাকা। অর্থাৎ, পরিশেষে পাবলিশারদের পকেটে ৬৮% রেভেনিউ ডুকে।

এডসেন্স কিভাবে টাকা দিয়ে থাকে?

গুগল এডসেন্স থেকে টাকা তোলার উপায় খুবই সহজ। গুগল এডসেন্স এর উপার্জিত টাকা প্রতিমাসে ব্যাংক একাউন্টে প্রেরন করা হয়।

১০০ ডলার পূর্ন হলেই কেবল গুগল এডসেন্স থেকে যেকোনো ব্যাংকে টাকা নেওয়া যায়।

যদি চলতি মাসে একাউন্টে ১০০ ডলার পূর্ন হয়, তাহলে পরবর্তী মাসের ২০-২৫ তারিখে টাকা প্রেরণ করা হয়। ব্যাংকের উপর নির্ভর করে সে টাকা এক সপ্তাহের মধ্যে যেকোনো হাতে এসে পৌছায়।

এডসেন্স থেকে কত টাকা আয় করা যায়?

গুগল এডসেন্স থেকে টাকা আয় করার বিষয়টা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। সেগুলো হলোঃ

  • কন্টেন্ট এর ধরনের উপর।
  • ভিজিটরদের লোকেশনের উপর।
  • বিজ্ঞাপনের ধরনের উপর।

এই তিনটি জিনিসের উপর নির্ভর করে সিপিসি এর ভিত্তিতে গুগল থেকে আয় হয়। যদি আপনার কন্টেন্ট ইংরেজীতে লেখা হয়ে থাকে তাহলে উন্নত দেশগুলো থেকে ভিজিটর আসবে। ফলে আপনি অনেক বেশি সিপিসি পাবেন।

আপনি যদি গুগল এডসেন্স থেকে কত আয় করতে পারবেন তা আরো সঠিকভাবে হিসাব করতে চান তাহলে আপনি AdSense revenue calculator ব্যবহার করতে পারেন। মনে রাখবেন এটি শুধুমাত্র আপনাকে একটি ধারনা দিবে, কখনোই সঠিক রেজাল্ট দেখাবে না।

গুগল এডসেন্স কি বাংলা ব্লগ সাপোর্ট করে?

অনেকের মনেই এটা একটা প্রশ্ন যে গুগল এডসেন্স কি বাংলা ব্লগ সাপোর্ট করে। হ্যা, বাংলা ব্লগের মাধ্যমেও গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করা যায়।

তবে, বাংলা ব্লগ তৈরি করলে সেখানে অধিকাংশ ভিজিটর বাংলাদেশ থেকে আসবে। সেক্ষেত্রে এডসেন্স এ সিপিসি খুব কম পাওয়া যায়।

যেখানে ইংরেজী ব্লগ থেকে ১০০ ডলার আয় করতে ৫০০০ ভিজিটর হলেই হয়, সেখানে বাংলা ব্লগের জন্য ৫০ হাজার ভিজিটর দরকার হবে।

AdSense ads এর প্রকারভেদ

একটি বিষয় মনে রাখবেন যে বিভিন্ন ধরনের  Google ads রয়েছে। এবং বিভিন্ন ধরনের ads এর জন্য  Google বিভিন্নভাবে টাকা পে করে।

যে এডগুলোর জন্য গুগল বেশি টাকা দেয় সেগুলো আবার ভিজিটরদের জন্য খানিকটা অসুবিধা সৃষ্টি করে।

Display ads

Display ads হলো সে সমস্ত বিজ্ঞাপন যেগুলো আপনি প্রায়ই দেখে অভ্যস্ত। এই বিজ্ঞাপনগুলো বিভিন্ন ধরনের কন্টেন্ট এবং native responsiveness এর জন্য খুব ভালো কাজ করে। এর মানে হলো যে বিজ্ঞাপনগুলো বিভিন্ন screen sizes এবং page layouts এর সাথে মানিয়ে নিতে পারে। ফলে এটি সে সকল সাইটের জন্য বেশ কার্যকর যে সাইটে মোবাইল এবং ডেস্কটপ উভয় ডিভাইজের ট্রাফিক রয়েছে।

তাছাড়া, display ad এর সাইজ কাস্টমাইজ করে ফিক্সড করে দেওয়া যায়। বর্তমানে কন্টেন্ট পড়ায় কোনো জিটিলতা সৃষ্টি না করে এডসেন্স থেকে টাকা আয় করার জন্য display ad বিরাট ভূমিকা পালন করে।

In-feed ads

In-feed ads সাধারনত list-based articles এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। ধরা যাক, আপনি 10 best mobile phone in Bangladesh নিয়ে একটি আর্টিকাল লিখেছেন এবং সেখানে ১০ টি ভালো মোবাইলের এর Heading সহ একটি লিস্ট তৈরি করেছেন।

এখন In-feed ads এর মাধ্যমে আপনি চাইলে এই লিস্টের মধ্যে একটি বিজ্ঞাপন যুক্ত করে দিতে পারেন।

উদাহরনস্বরূপ, আপনি দ্বিতীয় এবং তৃতীয় লিস্ট আইটেম এর মাঝে একটি In-feed ads এড রাখতে পারেন যেন পাঠক স্ক্রল করার সময় বিজ্ঞাপনটি দেখতে পায়। লিস্ট আইটেম এর সাথে যদি বিজ্ঞাপন প্রাসঙ্গিক হয় তাহলে এ ধরনের বিজ্ঞাপনগুলো বেশ কার্যকরী হয়।

In-article ads

In-feed ads-এর মতোই In-article ads-গুলো ওয়েবসাইটের একটি নির্দিষ্ট খালি জায়গায় থাকার পরিবর্তে সরাসরি আর্টিকালের মধ্যে বিরাজ করে।

পেইজের সবচেয়ে উপরে কিংবা পেইজের সবচেয়ে নিচে বিজ্ঞাপন যুক্ত করার পরিবর্তে আপনি In-article ads ব্যবহার করে ২ টি প্যারাগ্রাফ এর মর্ধবর্তী স্থানে বিজ্ঞাপন যুক্ত করতে পারেন।

পাঠক যখন আর্টিকাল পড়তে থাকবে তারা প্রায়ই উপরের দিকে স্ক্রল করবে এবং In-article বিজ্ঞাপনগুলোতে ক্লিক করবেন। এটি আপনার গুগল এডসেন্স ইনকাম বৃদ্ধি করতে খুব সহায়ক

Matched content

Matched content ads সেসকল বিজ্ঞাপনগুলো প্রদর্শন করে যেগুলো পাঠকদের পড়ার আগ্রহ আছে এবং আপনার ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক। এই বিজ্ঞাপন grid-style format এ থাকে যেখানে pictures, text, এবং URLs বিদ্যমান থাকে।.

এই ধরনের বিজ্ঞাপনগুলি আপনি সাধারণত একটি ব্লগ পোস্টের নীচে দেখতে পাবেন৷ এটি দেখতে সাধারন বিজ্ঞাপনের মতো দেখা যায় না বরং দেখে সাইটের অন্য আরেকটি আর্টিকালের মতো মনে হয়। পাঠক এই সমস্ত বিজ্ঞাপনগুলোকে সাইটের আসল কন্টেন্ট ভেবে ক্লিক করে, এটিই এই অ্যাড-এর সবচেয়ে বড় সুবিধা।

Search engine

Search engine ads সার্চ ইঞ্জিন ফলাফলের মধ্যে থাকে, সে জন্য আপনাকে আপনার সাইটে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হবে।

যখন লোকেরা আপনার সাইটের সার্চ বার-এ গিয়ে কোনো কিছু লিখে সার্চ করবে তখন তারা বিজ্ঞাপনসহ সার্চ রেজাল্টগুলো দেখতে পাবে।

এর মাধ্যমে আপনার সাইটের ভিজিটররা যে তথ্য খুজতেছিল তা খুজে পাবে এবং আপনি মনিটাইজেশন করে টাকা আয় করতে পারবেন।

আমাদের শেষ কথা

আশা করি গুগল এডসেন্স কি এবং কিভাবে গুগল এডসেন্স কাজ করে এ বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনি যদি অনলাইন থেকে টাকা আয় করবেন বলে ঠিক করেন তাহলে সবচেয়ে সহজ মাধ্যম হিসেবে গুগল এডসেন্স কে তালিকার প্রথমে রাখতে পারেন।

Check Also

মাসে ১০ হাজার টাকা আয় করার উপায়

প্রতি মাসে ১০ হাজার টাকা আয় করার ১০ টি উপায় ২০২৪

স্টুডেন্ট লাইফে কারো হাতেই তেমন টাকা থাকে না। আবার অনেকে বাসায় টাকা চাইতে অস্বস্তি বোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *