গুগল এডসেন্স থেকে টাকা আয় করার নিয়ম – 2024 আপডেট

গুগল এডসেন্স হলো বিজ্ঞাপন নিয়ে কাজ করার একটি মাধ্যম। ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখি বহু মানুষ গুগল এডসেন্স থেকে টাকা আয় করছে। আপনিও কি গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করতে চান? আজকের আর্টিকালে গুগল এডসেন্স থেকে টাকা আয় করার উপায় নিয়ে বিস্তারিত কথা বলবো।

গুগল এডসেন্স থেকে আয় করার জন্য আপনাকে ওয়েব ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার হতে হবে না। বরং আপনার কাছে যদি ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং মোবাইল অ্যাপ্লিকেশান এর যেকোনো একটি থাকে তাহলেই এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন। এখানে শুধু দরকার হবে দর্শক।

যেমন, আপনার কাছে যদি একটি ওয়েবসাইট থাকে এবং সেখানে পর্যাপ্ত পরিমানে ভিজিটর থাকে তাহলে আপনার ওয়েবসাইটকে গুগল এডসেন্স দ্বারা মনিটাইজেশন করে সেখানে বিজ্ঞাপন দেখাতে পারবেন।

আপনার দর্শকদের বিজ্ঞাপন দেখনো এবং বিজ্ঞাপনে ক্লিক করানোর জন্য আপনি এডসেন্স থেকে টাকা পেয়ে থাকবেন। ইউটিউবের এবং মোবাইল এপ্লিকেশন এর ক্ষেত্রেই ঠিক একই প্রসেস।

এখন আসুন, কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন সে বিষয়টি নিয়ে বলি। প্রথমেই জেনে কি গুগল এডসেন্স কি।

গুগল এডসেন্স কি?

গুগল এডসেন্স (Google AdSense) হলো গুগলের একটি সার্ভিস বা বিজ্ঞাপন প্রচার প্রোগ্রাম।

সহজ ভাষায় বলতে গেলে গুগল এডসেন্স হলো বিজ্ঞাপন প্রচার করার একটি মাধ্যম। ইউটিউব কিংবা ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার করার মাধ্যমে গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায়।

এটি এমন একটি সার্ভিস যার মাধ্যমে Advertiser তার পণ্যের বিজ্ঞাপন দিতে পারে।

অন্যদিকে Publisher বিজ্ঞাপন প্রচার করার মাধ্যমে Online Income করতে পারে।

এটি এমন একটি Advertising Network যার মাধ্যমে বিজ্ঞাপন দাতা এবং বিজ্ঞাপন প্রচারক উভয়ে লাভবান হয়।

কেন গুগল এডসেন্স?

আমি বলি বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আয় করার জন্য আপনারা Google AdSense কেই বেছে নেন। কারন এখান থেকে টাকা আয় করা সহজ এবং সর্বাধিক CPC পাওয়া যায়।

প্রতিমাসে গুগল এডসেন্স থেকে হাজার হাজার ডলার আয় করছে এরকম মানুষের অভাব নেই। কিন্তু তারা কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় করছে? চ

আপনি হয়তো Blogging বা You tubing সম্পর্কে আগে থেকে জেনে আসবেন। Blogging বা You tubing করেই গুগল থেকে টাকা আয় করা হয়। শুধু ব্লগিং করলেই কি আয় হবে?

কক্ষনোই না। সঠিক নিয়মে ব্লগিং করতে হবে।

অন্যদিকে যারা গুগল এডসেন্স সম্পর্কে মোটামোটি জানেন তাদের মনে আবার এটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে।

যেমন, কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব,কিভাবে এটি কাজ করে, এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি কি, গুগল এডসেন্স থেকে কত টাকা আয় করা যায় ইত্যাদি।

তাই আজকের পর্যালোচনায় আমি আপনাদের গুগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত জানাবো। কিভাবে একটি গুগল এডসেন্স একাউন্ট খুলবেন এবং সেখান থেকে ব্লগিং করে কিভাবে Google এডসেন্স থেকে টাকা আয় করা যায়।

গুগল এডসেন্স কিভাবে কাজ করে?

মূলত Advertiser এর বিজ্ঞাপনগুলো কোনো ব্লগ বা ভিডিও Publisher দের দিয়ে প্রচার করার মাধ্যমে গুগল এডসেন্স কাজ করে।

আপনি যদি একজন Publisher হন অর্থাৎ আপনার যদি একটি Website, YouTube Channel অথবা Mobile Application থাকে তাহলে গুগল এডসেন্সের সাথে কাজ করে টাকা আয় করতে পারবেন।

এক্ষেত্রে গুগল এডসেন্স এর নিয়ম মেনে আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলকে Monetized করাতে হবে।

Monetization করার পর গুগল এডসেন্স বিভিন্ন Advertisement আপনার ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে দেখাবে।

আপনার ওয়েবসাইটের প্রতিটি Visitor কিংবা ইউটিউবের viewer প্রতিটি বিজ্ঞাপনে দেখা এবং ক্লিক করার বিনিময়ে গুগল আপনাকে টাকা দিবে।

সেই টাকাগুলো Google Adsense Account এ জমা হবে।

এবং সেই একাউন্টে ১০০ ডলার জমা হলে এডসেন্স একাউন্ট থেকে আপনি সরাসরি আপনার ব্যাংক একাউন্টে টাকাটি নিয়ে আসতে পারবেন।

তবে মনে রাখবেন, ১০০ ডলার না হলে কিন্তু আপনি টাকা হাতে পাবেন না। সেটি এডসেন্স একাউন্টেই পরে থাকবে।

গুগল এডসেন্স এর কাজ কি

বিজ্ঞাপন দাতার কাছ থেকে টাকা নিয়ে প্রচারকের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করাই হলো গুগল এডসেন্স এর মূল কাজ। আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট ভিজিট করার সময় কিংবা ইউটিউবে ভিডিও দেখার সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে পাই। ঐ প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দেখানোর জন্য গুগলকে টাকা দিয়ে থাকে।

এবং গুগলের একার পক্ষে এত বিজ্ঞাপন সঠিক কাস্টমারদের কাছে পৌছানো সম্ভব নয় বলে এডসেন্সের মাধ্যমে প্রচারক দিয়ে বিজ্ঞাপনগুলো প্রচার করিয়ে নেয়। এক্ষেত্রে একটি বিজ্ঞাপন প্রচারের জন্য বিজ্ঞাপন দাতার কাছ থেকে যদি ১ ডলার নেওয়া হয় তাহলে প্রচারককে সর্বোচ্চ ০.৬৮ ডলার দিয়ে দেওয়া হয়।

আপনি যদি ইউটিউব এর হয়ে গুগল এডসেন্সে কাজ করেন তাহলে আপনার বিজ্ঞাপন প্রচারনার জন্য ১ ডলারে ইউটিউব নিজে ০.৬৮ ডলার পাবে। এবং সেখান থেকে ইউটিউব নিজে ৪৫% রেখে তারপর আপনাকে ৫৫% দিয়ে দিবে।

তো বুঝতেই পারছেন, ইউটিউব দিয়ে গুগল এডসেন্স থেকে টাকা আয় করার পরিমান সাধারণত কম হয়। যেখানে ওয়েবসাইট দিয়ে এডসেন্স থেকে টাকা আয় করতে পারবেন ৬৮ ডলার সেখানে ইউটিউবে আয় হবে মাত্র ৩৭ ডলার। বলতে গেলে প্রায় অর্ধেক।

গুগল এডসেন্স থেকে টাকা আয় করা শুরু হতে কত দিন লাগে?

গুগল এডসেন্স এবং ব্লগিং যেহেতু একটি ব্যবসা তাই একটি ব্যবসা দাড় করাতে কিছু সময় লাগবে, এটাই স্বাভাবিক।

গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে অনেকের ৬ মাস লেগে যায় আবার অনেকের ২ বছরও লাগে। তাই ধৈর্য হারানো হওয়া যাবে না।

নিয়মিত কাজ করে যেতে হবে। ধৈর্য ধরে নিয়মিত কাজ করলে একটা সময় পর গুগল এডসেন্স থেকে আপনার ভালো পরিমান টাকা ইনকাম হবে।

কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায়?

গুগল এডসেন্স কি এবং কিভাবে কাজ করে এই বিষয়ে তো আমরা জানলাম এইবার চলুন আলোচনা করি এর থেকে কিভাবে টাকা আয় করা যায়।

গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে হলে প্রথমেই আপনাকে একটি ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল খুলে নিতে হবে। মোবাইল এপ্লিকেশন দিয়েও এডসেন্স থেকে আয় করা যায়। কিন্তু সেটি একটু জটিল প্রক্রিয়া।

আর যেহেতু ইউটিউব দিয়ে গুগল এডসেন্সের আয়ও অনেক কম হয় তাই আমি পরামর্শ দিবো একটি ওয়েবসাইট বানিয়ে কাজ করার জন্য। ওয়েবসাইট বানাতে কিন্তু এখন অনেক টাকার প্রয়োজন হয় না। বরং ২ হাজার টাকার মধ্যে ডোমেইন এবং ভালো একটি হোস্টিং কিনে আপনি নিজে নিজেই ওয়েবসাইট তৈরি করতে পারেন।

কিভাবে একটি ওয়েবসাইট বানাবো?

যেহেতু গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য ওয়েবসাইটের প্রয়োজন হয়, তাই কিভাবে একটি ওয়েবসাইট বানানো যায় সে বিষয়ে আগে জেনে নেওয়া উচিত।

ভালো মানের ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার ২টি জিনিসের দরকার হবে। যথাঃ

১।ডোমেইন,

২।হোস্টিং।

একটি ডোমেইন এবং একটি হোস্টিং হলেই ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। এবং সেই ওয়েবসাইটে কিছু দিন নিয়মিত পোস্ট করে গুগল এডসেন্স এপ্রোভ করিতে নিতে পারবেন।

এডসেন্স মনিটাইজেশন এর জন্য ওয়েবসাইটে কতটি পোস্ট করতে হবে?

গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য দরকার একটি ওয়েবসাইট। এবং সে ওয়েবসাইটে থাকতে হবে কিছু সংখ্যক আর্টিকেল। এখন কথা হচ্ছে এডসেন্স মনিটাইজেশনের জন্য ওয়েবসাইটে কতটি পোস্ট থাকা লাগবে?

এডসেন্স পেতে হলে ওয়েবসাইটে কতটি পোস্ট করতে হবে তা নির্ভর করে আপনার পোস্টের ধরনের উপর। আপনি যদি আপনার ওয়েবসাইটে খুব ভালো কন্টেন্ট লিখেন এবং সেগুলো ১০০% কপিরাইটমুক্ত হয়, তাহলে ১৫-২০ টা পোস্ট হলেই আপনি এডসেন্স এপ্রোভ পেয়ে যেতে পারেন।

আমি আমার এই ওয়েবসাইটে ১৭ টি কন্টেন্ট নিয়ে এডসেন্স এপ্রোভাল পেয়েছিলাম। কিন্তু অনেকে ৩০ থেকে ৫০ টি কন্টেন্ট নিয়েও গুগল এডসেন্স এপ্রোভাল পায় না।

তাই এখানে আপনার কন্টেন্টের ধরনের উপর নির্ভর করে আপনি এডসেন্স মনিটাইজেশন পাবেন কিনা।

কিন্তু যদি আপনি নিজে নিজেই কন্টেন্ট লিখেন অর্থাৎ অন্য কোনো যায়গা থেকে কন্টেন্ট কপি না করেন এবং রি-রাইট না করেন তাহলে আপনি অবশ্যই খুব তাড়াতারি এডসেন্স এপ্রোভাল পাবেন এবং সহজেই গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে পারবেন।

এডসেন্স এর জন্য ওয়েবসাইটের আর্টিকাল কত শব্দের লিখতে হবে?

আপনার ওয়েবসাইটের মূল বিষয়ই হচ্ছে আপনার আর্টিকাল বা কন্টেন্ট। আপনার ওয়েবসাইটে যদি কোয়ালিটিফুল কন্টেন্ট না থাকে তাহলে গুগল আপনাকে কম অগ্রাধিকার দিবে। তাছাড়াও কোয়ালিটি কন্টেন্ট ছাড়া ওয়েবসাইটের কোনো মূল্যই নেই। কেননা কোয়ালিটি কন্টেন্ট না হলে গুগলে রেংক করা কষ্টসাধ্য হয়ে যায়।

ফলে গুগল থেকে ট্রাফিক আশার কোনো সুযোগ থাকে না। আর ট্রাফিক না আসলে গুগল এডসেন্স থেকে টাকা আয় করাও হবে না।

আপনি সোশ্যাল মিডিয়া থেকে অল্প ট্রাফিক আনতে পারবেন। কিন্তু, গুগল এডসেন্স চায় যে আপনার ওয়েবসাইটের সকল ট্রাফিক গুগল সার্চ করার মাধ্যমে আপনার ওয়েবসাইটে প্রবেশ করুক।

আমি বলবো যদি কেবল গুগল এডসেন্সের জন্যই আর্টিক্যাল লিখেন তাহলে সর্বনিন্ম ১০০০ শব্দের আর্টিকাল লিখার চেষ্টা করুন। আর যদি গুগলে সাইট রেংক করিয়ে সেখান থেকে অনেক অনেক ভিজিটর নিয়ে আসার জন্য আর্টিক্যাল লিখেন তাহলে আর্টিকালগুলো ১৫০০+ শব্দের লেখা উচিত।

এখানে জেনে রাখা ভালোঃ ট্রাফিক মানে হচ্ছে ওয়েবসাইটে প্রবেশকৃত ভিজিটর।

গুগল থেকে কিভাবে ফ্রি ভিজিটর নিয়ে আসবো?

গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে হলে অর্গানিক সার্চ রেজাল্ট থেকে আপনাকে ট্রাফিক নিয়ে আসতেই হবে। তা না হলে এখান থেকে আয় করতে পারবেন না। তাই এটা জানা আপনার জন্য জরুরী যে কিভাবে গুগল অর্গানিক সার্চ রেজাল্ট থেকে ট্রাফিক আনা যায়।

সার্চ রেজাল্ট থেকে ট্রাফিক আনতে হলে আপনাকে এসইও সম্পর্কে একটি পূর্নাঙ্গ ধারনা রাখতে হবে। এসইও(SEO) হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। অর্থাৎ, সার্চ ইঞ্জিনের প্রথম দিকে যায়গা করে নেওয়ার জন্য ওয়েবসাইটকে যেইভাবে অপ্টিমাইজ করতে হয় তাকেই এসইও বলে।

এসইও করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে গুগল সার্চ রেজাল্ট থেকে ট্রাফিক নিয়ে আসতে পারেন। তাই আপনাকে আগে এসইও শিখে নিতে হবে।

অবশ্যই পড়ুনঃ SEO কি এবং কিভাবে ওয়েবসাইটের এসইও করবো?

কত ক্লিকে কত টাকা আয় করা যায় ?

এডসেন্স কখনোই নির্দিষ্ট করে কোনো টাকায় দেয় না। তাই প্রতিটি ক্লিকের জন্যই যে আপনি সমান সংখ্যক অর্থ পাবেন এমনটি হয়। বরং, কত ক্লিকে কত টাকা এটা নির্ভর করে আপনার কিওয়ার্ডের CPC এর উপর।

আপনার কি-ওয়ার্ডের সিপিসি যদি বেশি হয় তাহলে প্রতিটি ক্লিকের জন্য আপনি বেশি বেশি ডলার আয় করবেন। এবং সিপিসি কম হলে আয়ও কম হবে। সিম্পল ব্যাপার।

গুগল এডসেন্স থেকে বেশি পরিমানে টাকা আয় করার জন্য আপনাকে উচ্চ সিপিসি সম্পূর্ন আর্টিকাল লিখতে হবে এবং উন্নত দেশ থেকে ভিজিটর নিয়ে আসতে হবে।

CPC কী?

CPC এর সম্পূর্ন অর্থ হচ্ছে Cost Per Click. অর্থাৎ সিপিসি বলতে বুঝায় প্রতিটি ক্লিকের কত মূল্য আছে। যদি আপনার কি-ওয়ার্ডের এর CPC $0.50 হয় তাহলে একটি বিজ্ঞাপনে ক্লিক পড়ার জন্য আপনি $0.50 পেয়ে যাবেন।

তাই গুগল এডসেন্স থেকে বেশি বেশি আয় করতে হলে আমাদের বেশি সিপিসি যুক্ত কি-ওয়ার্ড বাছাই করতে হবে। এবং এই কি-ওয়ার্ডের পর্যাপ্ত এসইও করতে হবে।

এখানে জেনে রাখা ভালোঃ কি-ওয়ার্ড হলো যেটি মানুষ গুগল লিখে সার্চ করে।

কত ভিউ হলে কত টাকা আয় হয়?

এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার CPM এর উপরে। বিভিন্ন দেশের ক্ষেত্রে অথবা কি-ওয়ার্ডের ক্ষেত্রে CPM এর ভিন্নতা দেখা যায়। আপনার CPM যদি অধিক হয়, তাহলে বিজ্ঞাপন ভিউ-এর জন্য আপনি বেশি টাকা পাবেন আর কম হলে অল্প টাকা পাবেন।

যেমনঃ যুক্তরাষ্ট্রের CPM অনেক বেশি আবার বাংলাদেশের টা কম। তাই যুক্তরাষ্ট্র থেকে ভিউ হলে বাংলাদেশ থেকে যত হতো তার চেয়ে একটু বেশি হবে।

RPM কি?

CPM হলো Cost Per Mille এর সংক্ষিপ্ত রূপ। Mille শব্দটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে Thousands. অর্থাৎ, এর অর্থ দাঁড়ায় Cost per Thousand impressions.

CPM বলতে বুঝায় প্রতি ১০০০ জন আপনার এড বা বিজ্ঞাপনটি দেখার জন্য গুগল আপনাকে কত টাকা পেমেন্ট করবে।

আপনার CPM যদি হয় $1.00 তাহলে প্রতি ১০০০ টি এড ভিউ এর জন্য আপনি গুগল এডসেন্স থেকে ১ ডলার পাবেন যা বাংলা মুদ্রায় ৮৫ টাকা।

গুগল এডসেন্স এর নিয়ম কি?

গুগল এডসেন্স এর কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তা না হলে আপনার গুগল এডসেন্স একাউন্টটি বাতিল হয়ে যেতে পারে।

নিয়মগুলো নিন্মরূপঃ

  • নিজের ওয়েবসাইটের বিজ্ঞাপনে নিজে ক্লিক করা যাবে না কিংবা কোনো বন্ধুকে বা পরিবারের কাউকে কিংবা চেনা-পরিচিত কাউকে বিজ্ঞাপনে ক্লিক করতে বলা যাবে না।
  • আপনি আপনার Google AdSense এর ads এমন কোনো পেইজে দেখাতে পারবেন না যেই পেইজটি Google Publisher Policies নিয়ম ভঙ্গ করে।
  • আপনার সাইটের আচরণ স্বাভাবিক থাকতে হবে। কোনো অস্বাভাবিক আচরণ যেমন pop-under বা pop-up ব্যবহার করা , ইউজারদের redirect করা, অটোমেটিক ফাইল ডাউনলোড হওয়া ইত্যাদি অস্বাভাবিক আচরন থাকলে ঐগুলো ঠিক করতে হবে।
  • গুগল এডসেন্স কেবল সার্চ ইঞ্জিন থেকে আশা ট্রাফিক পছন্দ করে । তাই চেষ্ঠা করবেন গুগল থেকে অর্গানিকভাবে ট্রাফিক নেওয়ার জন্য।
  • পিপিসি সাইট থেকে ট্রাফিক কিংবা বট ট্রাফিক নেওয়া যাবে না।
  • আপনি চাইলে বিভিন্ন উপায়ে পেইড ট্রাফিক নিতে পারেন। কিন্তু অবৈধ উপায়ে ট্রাফিক নেওয়া যাবে না। এবং ট্রাফিকদেরকে বিজ্ঞাপনে ক্লিক করার জন্য উৎসাহিত করা যাবে না।

এইগুলোই মূলত গুগল এডসেন্সের নিয়ম। মনে রাখবেন গুগল কিন্তু আপনার চেয়ে বেশি চালাক। আপনি যদি এখান থেকে কোনো নিয়ম ভঙ্গ করেন তাহলে আপনার একাউন্টটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ৯০%

গুগল এডসেন্স পাওয়ার উপায় কি?

গুগল এডসেন্স পাওয়া কোনো কঠিন একটা বিষয় না। একটু সতর্ক থেকে কাজ করলেই আপনি এটি পেয়ে যাবেন। তবুও ওয়েবসাইটে গুগল এডসেন্স পাওয়ার ১০টি উপায় নিচে দেওয়া হলোঃ

  1. ওয়েবসাইটের জন্য উচ্চমানের ডোমেইন সিলেক্ট করুন। যেমনঃ (.com, .info, .org )
  2. Privacy policyContact UsDisclaimerAbout Us এই পেইজগুলো অবশ্যই ওয়েবসাইটে যুক্ত করুন
  3. সুন্দর একটি মেনু তৈরি করুন
  4. ওয়েবসাইটের ডিজাইন ঠিকঠাক ভাবে করুন।
  5. কমপক্ষে ২৫ টি আর্টিকাল লিখুন।
  6. কন্টেন্ট ১০০% কপিমুক্ত রাখার চেষ্ঠা করুন
  7. কপিরাইট ইমেজ ব্যবহার থেকে বিরত থাকুন।
  8. আগে অন্য কোনো এড নেটওয়ার্ক ব্যবহার করে থাকলে তা সরিয়ে ফেলুন।
  9. আর্টিকালগুলো ১০০০ ওয়ার্ডের বেশি লেখার চেষ্ঠা করুন।
  10. সাইটে নিয়মিত এসইও করুন।

দ্রুত এডসেন্স এপ্রোভাল নিয়ে জানতে চাইলে এখানে ক্লিক করুন

এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি

গুগল এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি খুবই সহজ। এক্ষেত্রে আপনি আপনার ব্যাংক একাউন্টটি গুগলের সাথে এড করে দিলেই মাস শেষে টাকা সরাসরি ব্যাংক-এ চলে আসে।

Wire Transfer সিস্টেম আছে এমন যেকোনো ব্যাংক একাউন্ট আপনি যুক্ত করতে পারেন। কিন্তু, আমার সাজেশন থাকবে ডাচ বাংলা ব্যাংক। ডার্চ বাংলা ব্যাংকে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত টাকাটি আপনি পেয়ে যাবেন।

সর্বশেষ নির্দেশনাঃ

ওয়েবসাইটে গুগল এডসেসন্স এপ্রোভাল পাওয়ার আগে এবং পাওয়ার পরে কি কি করবেন এবং করতে হবে তার একটি ছোট দিক-নির্দেশনা নিচে দেওয়া হলোঃ

  • প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করুন।
  • সেই ওয়েবসাইটে কমপক্ষে ১০০০ শব্দের ২৫-৩০ টি কপিমুক্ত আর্টিকাল পাবলিশ করুন।
  • প্রতিটি আর্টিকালে অন-পেইজ এসইও করুন এবং কিছু কিছু অফ-পেইজ এসইও করুন।
  • গুগল থেকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কিছু ভিজটর নিয়ে আসুন। কিন্তু, এডসেন্স এপ্রোভাল পেতে ভিজিটর কোনো ফেক্ট না। আপনার ওয়েবসাইটে ভিজিটর না থাকলেও আপনি এপ্রোভাল পেয়ে যাবেন। কিন্তু সেখান থেকে আয় করতে হলে আপনার ভিজিটর লাগবে।
  • এরপর, সব ঠিকঠাক থাকলে গুগল এডসেন্স এর জন্য আবেদন করুন। মোটামোটি ১০-১২ দিনেই এপ্রুভাল পেয়ে যাবেন।
  • যদি না পান তাহলে চিন্তার কোনো কারণ নেই। সমস্যা সমাধান করে আবার এপ্লাই করুন। যতবার খুশি আপনি ততবার এপ্লাই করতে পারবেন।
  • এপ্রোভাল পেয়ে যাওয়ার পর এসইও এর দিকে খুব ভালো করে ফোকাস করুন। কষ্ট করে হলেও ১০-২০ টা ভালো কি-ওয়ার্ড র‍্যাংক করান। যাতে প্রতিমাসে ৫-৬ হাজার ভিজিটর সার্চ ইঞ্জিন থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করে।
  • ভালো সিপিসি যুক্ত কি-ওয়ার্ড বাছাই করুন। যেনো প্রতিটি বিজ্ঞাপনের ক্লিকের জন্য আপনি বেশি করে টাকা পান।
  • আর মানুষের উপকারে আসবে এমন কিছু সাইটে রাখার চেষ্ঠা করুন।
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন। যেহেতু মানুষ সোশ্যাল মিডিয়াতে বেশি সময় ব্যয় করতে পছন্দ করে তাই সেখান থেকে ট্রাফিক নিয়ে আসা অত্যন্ত সহজ।
  • এডসেন্স এপ্রোভাল পেয়ে যাওয়ার পর আপনি ২০% আর্টিকাল কপি করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
  • আপনার এডসেন্স একাউন্টে যখন ১০ ডলার পূর্ন হবে তখন আপনাকে এড্রেস ভেরিফাই করতে বলা হবে। এক্ষেত্রে আপনার এডসেন্স একাউন্টে একটি নোটিশ দেওয়া হবে। তখন আপনার একাউন্টে যেই ঠিকানাটি দেওয়া আছে, সেই ঠিকানায় একটি চিঠি চলে আসবে। এবং সেই চিঠিতে একটি পিন নম্বর থাকবে যেটি দিয়ে আপনার একাউন্ট ভেরিফাই করতে হবে।
  • ১০০ ডলার হলে আপনার গুগল এডসেন্স একাউন্টে একটি ব্যাংক একাউন্ট যুক্ত করতে হবে। প্রতি মাসের উপার্জন পরবর্তী মাসের ২০-২৭ তারিখের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে সরাসরি চলে আসবে।
  • আর অবশ্যই আপনি সবসময় ব্যবহার করেন না এমন জিমেল দিয়ে এডসেন্স-এ এপ্লাই করবেন। কেননা আপনি যদি আপনার ব্যবহৃত জিমেইল দিয়ে এপ্লাই করেন তাহলে পরবর্তীতে সেটি বিক্রি করতে পারবেন না। কারন সেই জিমেইলটি আপনার জন্য গুরুত্বপূর্ন।

আশা করি নিয়মগুলো ফলো করলে এবং ৬ মাস থেকে ১ বছর প্ররিশ্রম করলে আপনি শুধু গুগল এডসেন্স থেকে মাসে ৮০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

FAQ

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে গুগল এডসেন্স পেতে কত দিন সময় লাগে

এটি একদম সঠিকভাবে আপনাকে কেউই বলতে পারবে না। তবে সাধারনত গুগল এডসেন্স-এর জন্য আবেদন করার ২ সপ্তাহের মধ্যে ইমেইল আসে। আপনার ওয়েবসাইট যদি এডসেন্স এর সব নিয়ম মেনে তৈরি করা হয়ে থাকে তাহলে এপ্রোভাল পাবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে তা সংশোধন করার জন্য বলা হবে।

গুগল এডসেন্স পাওয়ার জন্য কি কি বিষয় গুরুত্বপূর্ন?

গুগল এডসেন্স পাওয়ার মূল শর্ত হলো এদের Privacy-Policy মেনে চলা। তবে আরো কিছু গুরুত্বপূর্ন বিষয় হলোঃ
1.সাইটের কন্টেন্ট কোয়ালিটি
2.ওয়েবসাইটের ডিজাইন
3.ডোমেইনের বয়স
4.গুরুত্বপূর্ন পেইজসমূহ(About us, privacy-policy, contact us)
5.কপিরাইটমুক্ত কন্টেন্ট

আমি কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় করব?

গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে হলে আপনাকে অনেক প্ররিশ্রম করতে হবে। কষ্ট করে একটি সাইট বানিয়ে সেই সাইটের এসইও করে ট্রাফিক নিয়ে আসতে পারলেই আপনি কেবল গুগল এডসেন্স থেকে আয় করতে পারবেন।
এর জন্য ডিজিটাল মার্কেটিং-এর সম্পূর্ন জ্ঞান থাকতে হবে। গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য এসইও এর কোনো তুলনা নেই।

এডসেন্স এর CTR কি?

CTR এর পূর্ণরূপ হচ্ছে Click Through Rate অর্থাৎ, কতটি পেজের ভিউ এর জন্য কতটি বিজ্ঞাপনে ক্লিক পড়লো এর অনুপাত।
এখন মনে করুন, আপনার ওয়েবসাইটে ১০০ টি পেইজ ভিউ করেছে এবং সেখান থেকে ১০ টি ক্লিক পড়েছে। তাহলে আপনার এডসেন্সের CTR হবে ১০%

গুগল এডসেন্স-এর CTR আর কত থাকা ভালো?

এরকম কোনো কথা গুগল এডসেন্স থেকে বলা হয় নাই যে CTR এত থেকে এত এর ভেতরে থাকতে হবে। কিন্তু, গুগলের নিয়মের মধ্যে আছে যে- কাউকে বিজ্ঞাপনে ক্লিক করার জন্য বলা যাবে না বা অনুরোধ করা যাবে না।
তাই যদি CTR বেশি হয় তাহলে গুগল ভেবে নেয় ক্লিকগুলো কাউকে দিয়ে ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে। এবং আপনার এডসেন্স একাউন্ট বন্ধও করে দিতে পারে অনেক সময়। তাই সবসময় CTR কম রাখা ভালো। এটি ১০% এর নিচে থাকলে ঠিক আছে। কিন্তু ১০% এর উপরে চলে গেলে আপনার একাউন্টের একটি রিস্ক থেকে যায়।

বাংলাদেশি ওয়েবসাইটে গুগল এডসেন্স-এর CPC রেট কত?

CPC এর অর্থ হচ্ছে cost per click. অর্থাৎ প্রতিটি ক্লিকের জন্য এডসেন্স আপনাকে কত ডলার দিবে সেটি। বাংলাদেশি সাইটে CPC খুবই কম থাকে। কিন্তু ভিজিটর বাড়ার সাথে সাথে CPC ও বৃদ্ধি পায় আর ইনকামও বেশি হয়। সাধারনত বাংলাদেশি সাইটে CPC 0.01- 0.10 এর মধ্যে থাকে। তবে অনেকের আবার বেশিও থাকতে পারে। এটি নির্ভর করে কি-ওয়ার্ডের উপর এবং কোন দেশ থেকে ভিজিটর আসসে এর উপর।

বাংলা ওয়েবসাইটে প্রতিমাসে গুগল এডসেন্স থেকে কত ভিজিটরে কত টাকা আয় করা যায়?

বাংলা ওয়েবসাইট দিয়ে গুগল এডসেন্সের মাধ্যমে ২-১ লাখ টাকা ইনকাম করে আবার কেউ ২০-৩০ হাজার টাকা আয় করে।
ওয়েবসাইটের ধরন, এবং এর পেছনে কে কেমন শ্রম দিচ্ছে তার উপর উপার্জন নির্ভর করে।

Avatar of Shakib Hasan

Blogger and SEO Expert. Founder of Techbdtricks. I always try to explore something new and let the people know about that. Keep me in your prayers.

1 thought on “গুগল এডসেন্স থেকে টাকা আয় করার নিয়ম – 2024 আপডেট”

  1. Hooligan Media দিয়ে মনিটাইজেশন অনেক সহজ। পেমেন্ট ও ভালো। এটা দিয়া website, blog, youtube channel সবই মনিটাইজ করা যায়। রেগুলার পেমেন্ট।

    Reply

Leave a Comment