কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

আপনি কি আপনার ওয়েবসাইট ট্রাফিক কে মনিটাইজ করতে চান? তাহলে গুগল এডসেন্স ব্যবহার করুন। প্রতিবছর গুগল কন্টেন্ট পাবলিশার-দের ১০ বিলিয়ন ডলার দিয়ে থাকে। গুগল এডসেন্স ওয়েবসাইটের মালিকদের ওয়েব কন্টেন্ট ব্যবহার করে আয় করার সুযোগ দেয়। এটি ব্যবহার করা একদম ফ্রি এবং আপনি Ads Click এবং Ads Impression এর উপর ভিত্তি করে এখান থেকে আয় করতে পারবেন। তাই, চলুন দেখে নিই কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব এবং সেখান থেকে টাকা আয় করবো বিস্তারিত।

গুগল এডসেন্স একাউন্ট খোলার নিয়ম

গুগল এডসেন্স একাউন্ট তৈরি করার আগে আপনাকে কিছু জিনিস নিশ্চিত করতে হবে।

  • আপনার বয়স অবশ্যই ১৮ বছর বা এর বেশি হতে হবে।
  • আপনার একটি active Gmail account থাকতে হবে। এবং এটি গুগল এডসেন্স এর সাথে linked করানো অবস্থায় থাকা যাবে না।
  • আপনার ওয়েবসাইট Google’s terms of service এর নিয়ম মেনে চলতে হবে।

Step 1: প্রথমে official AdSense website এ যান এবং ‘Get Started’ বাটনে ক্লিক করুন।

get started adsense account

Step 2: আপনার গুগল একাউন্ট দিয়ে Sign In করুন। যদি আপনার গুগল একাউন্ট না থাকে তাহলে আগে একটি গুগল একাউন্ট তৈরি করুন।

গুগল একাউন্ট দিয়ে শুরু করুন

Step 3: তারপর আপনাকে একটি পেইজে নিয়ে যাওয়া হবে যেখানে Google AdSense sign up বাটন থাকবে। গুগল এডসেন্স একাউন্ট খুলার জন্য সে sign up বাটনে ক্লিক করুন।

Step 4: আপনি যে ওয়েবসাইট মনিটাইজেশন করতে চান সে সাইটের URL দিয়ে দিন। আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে এই ফিল্ডটি খালি রাখতে পারেন সেজন্য ‘I don’t have a site yet.’ অপশন সিলেক্ট করুন।

Google AdSense Sign-Up Window

এখানে কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে।

  • সাইটটি অবশ্যই আপনার হতে হবে।
  • সাইটের URL একদম ফ্রেশ হতে হবে। সাবডোমেইন (e.g., subdomain.sample.com) অথবা অন্য পেইজের URL (e.g., sample.com/path) দেওয়া উচিত নয়।
  • URL-এ কোনো parameters রাখা যাবে না।
  • “http://” ছাড়া URL লিখুন।

Step 5: তারপর আপনাকে তাদের দেওয়া instructions অনুসরন করে আপনার ওয়েবসাইটকে এডসেন্স এর সাথে সংযুক্ত করতে হবে। তারা আপনাকে একটি snippet of code দিবে যেটি আপনার ওয়েবসাইটের <head> </head> সেকশনে রাখতে হবে।. কোডটি আপনার ওয়েবসাইটের হেডিং সেকশনে রাখা হয়ে গেলে submit বাটনে ক্লিক করতে হবে।

গুগল এডসেন্স এর সাথে ওয়েবসাইট যুক্তকরন

কোডটি ঠিকঠাক মতো ওয়েবসাইটের হেডার ফাইলে না রাখলে এডসেন্স এর সাথে আপনার ওয়েবসাইট সংযুক্ত হবে না। ফলে আপনি এডসেন্স একাউন্ট খুলতে বারবার ব্যার্থ হবেন।

Step 6: এডসেন্স আপনাকে performance suggestions and help মেইল করবে কিনা তা বাছাই করতে দিবে। আপনি চাইলে এটি না করে দিতে পারেন। যদি কোনো সময় দরকার পরে তাহলে পরবর্তীতে তা পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই।

Step 7: এখন পেমেন্ট নেওয়ার জন্য আপনার বর্তমান ঠিকানা সিলেক্ট করুন। এখানে যে ঠিকানা দিবেন সে ঠিকানায় আপনাকে PIN ভেরিফিকেশনের জন্য চিঠি পাঠাবে। আপনাকে এই অপশনটি খুব যত্নসহকারে পূরন করতে হবে কারন এটি আপনি পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন না।

এডসেন্স একাউন্ট তৈরির শেষ ধাপ

Step 8: আপনাকে terms and conditions এর সাথে একমত হতে হবে সেজন্য accept বাটনে ক্লিক করুন। আপনি এখন আপনার Google AdSense অ্যাকাউন্টে সাইন ইন করেছেন৷ এখন ‘Start using AdSense’ অপশনটিতে ক্লিক করে গুগল এডসেন্স ব্যবহার করতে পারবেন। .

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট-এ login. করবেন

আপনি একবার গুগল এডসেন্স একাউন্ট খুলে ফেললে যেকোনো সময় একাউন্টে লগিন করতে পারবেন।

অনেকেই গুগল এডসেন্স একাউন্ট লগিন পেইজ খুজে পেতে রীতিমতো যুদ্ধ করে। কিন্তু আপনি একাউন্ট তৈরি করার সময় যে পেইজ থেকে তৈরি করেছিলেন খুব সহজে সেই একই পেজ থেকে লগিন করতে পারেন।

এখানে পার্থক্য হচ্ছে আপনাকে Get Started বাটনের পরিবর্তে Sign In বাটনে ক্লিক করতে হবে।

তারপর, গুগল একাউন্টের মাধ্যমে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এডসেন্স একাউন্টে সাইন-ইন করুন।

গুগল এডসেন্স একাউন্ট সাইন-ইন

৫ টি ভুল যা গুগল এডসেন্স এর ক্ষেত্রে করা যাবে না

এডেসেন্স এ একাউন্ট খোলা সহজ, কিন্তু অনেক সময় পাবলিশার ভুল এবং ঠক ট্রিকস প্রয়োগ করার কারনে প্রত্যাখ্যাত হয়ে যায়।

এখানে ৫ টি সাধারন ভুলের কথা তুলে ধরা হলো যা আপনাকে এড়াতে হবে,

  •  Google’s Guidelines for AdSense মেনে না চলা।
  • AdSense code সঠিক জায়গায় না রাখা।
  • multiple AdSense আচ্চউন্তস খোলা: আপনি একটি এডসেন্স একাউন্ট থেকে একাধিক ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রোগ্রাম চালাতে পারবেন।তাই, একাধিক এডসেন্স একাউন্ট খোলার কোনো দরকার নাই। যদি আপনার কোনো কিছু ভুল হয় তাহলে নতুন আরেকটি একাউন্ট খোলার পরিবর্তে আপনি গুগলের সাথে যোগাযোগ করতে পারেন।
  • নিজের বিজ্ঞাপনে ক্লিক করা: নিজেই নিজের বিজ্ঞাপনে ক্লিক করা Invalid Activity -এর আওতায় পরে। এভাবে চলতে থাকলে আপনার একাউন্ট বন্ধ করে দেওয়া হবে। যদি ভুলবসত নিজের বিজ্ঞাপরে নিজে ক্লিক দিয়ে দেন তাহলে গুগলের সাথে যোগাযোগ করুন।
  • Privacy policy, Disclaimer, 404 error, Terms and conditions, Contact page, Sitemap, and Blank page ইত্যাদি পেইজের মধ্যে বিজ্ঞাপন দেখানো।

উপসংহারে, একটি AdSense অ্যাকাউন্ট তৈরি করা খুব সহজ। আপনাকে যা করতে হবে তা হল উপরে দেওয়া আমাদের নির্দেশাবলী অনুসরণ করুন, সাইন আপ করুন, এবং Google AdSense এ মনিটাইজেশন করে টাকা ইনকাম করা শুরু করুন৷

FAQ:

গুগল এডসেন্স সাইন আপ করতে কত টাকা লাগে?

গুগল এডসেন্স এ সাইন আপ করা একদম ফ্রি। অর্থাৎ, গুগল এডসেন্স এ সাইন আপ করতে আপনার এক টাকাও লাগবে না। বরং, এডসেন্স একাউন্ট খোলার পর প্রতিটি বিজ্ঞাপন ক্লিক এবং ইম্প্রেশনের জন্য গুগল আপনাকে টাকা দিবে।

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট বন্ধ করবো?

গুগল এডসেন্স একাউন্ট বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরন করুন-
১। একাউন্ট-এ সাইন ইন করুন।
২।Accounts সেকশনে যান এবং account’s information এ ক্লিক করুন।
৩।  Close account অপশনটিতে ক্লিক করুন।
৪। কেন আপনি আপনার একাউন্ট বন্ধ করতে চান সে কারন সিলেক্ট করুন।
৫। “I agree” তে চাপ দিয়ে “close account” বাটন চাপলে আপনার গুগল এডসেন্স একাউন্ট বন্ধ হয়ে যাবে।

গুগল এডসেন্স থেকে কত টাকা আয় করা যায়?

গুগল এডসেন্স থেকে আপনি কত টাকা আয় করতে পারবেন তা নির্ভর করে cost-per-click এর উপর। অর্থাৎ, একটি বিজ্ঞাপনের ক্লিকের জন্য বিজ্ঞাপনদাতার কাছ থেকে কত টাকা নিবে সেটার উপর আপনার ইনকাম নির্ভর করে। একটি বিজ্ঞাপনের জন্য গুগল তার পাবলিশার-কে ৬৮% দিয়ে দেয়।

আমদের শেষকথা

আশা করি কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব সে বিষয়ে আপনার আর কোনো সমস্যা নাই। এখন চাইলে আপনি অন্যকে গুগল এডসেন্স খোলার নিয়ম শিখাতে পারবেন। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর আমাদের পোস্টগুলো শেয়ার দিতে ভুলবেন না।

Check Also

ব্লগ থেকে কি ধরনের আয় হয়

ব্লগ থেকে কি ধরনের আয় হয় -Passive Income and Active Income

ব্লগ থেকে কি ধরনের আয় হয় এটি নিয়ে অনেক মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। ...

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *