পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার মাধ্যমে এড়াতে পারেন প্রতারণা! জ্বি এখন ঘরে বসেই সহজে অনলাইনে চেক করতে পারবেন কাতার ভিসা। 




আজকে আপনাদের সাথে কাতার ভিসা কিভাবে চেক করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যারা কাতার ওয়ার্ক, কাতার ই-ভিসা, কাতার স্টুডেন্ট ও কাতার টুরিস্ট ভিসা চেক করতে চান তাদের জন্য খুব সহজে পুরো প্রক্রিয়া তুলে ধরেছি। 

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক

গ্রামে বিদেশে পাঠানোর নাম করে অনেকে ভুয়া কাতার ভিসা ও পাসপোর্ট ধরিয়ে দেয়। এটি নতুন কিছু নয় তবে আপনি MOI Qatar এ আপনার ভিসা সঠিক কিনা তা চেক করে প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। 

বাংলাদেশ থেকে প্রবাসীদের পাশাপাশি বিপুল পরিমাণ মানুষ ভ্রমণ, পড়াশোনা, চিকিৎসা, ব্যবসাসহ নানান কাজে কাতারে যান। মূলত প্রবাসীদের সাথে Qatar Visa সংক্রান্ত প্রতারণা বেশি হয়ে থাকে। কথা না বাড়িয়ে এবার কাতার ভিসার মূল আলোচনায় যাওয়া যাক। 

কাতার ভিসা চেক করার নিয়ম

কাতার ভিসা চেক করতে চাইলে প্রথমে আপনাকে https://portal.moi.gov.qa এই লিংকে যেতে হবে। এখানে সকল লেখা আরবি ভাষায় দেখাবে। তবে এটি কিভাবে ইংরেজিতে দেখবেন তা এই পোস্টের শেষের দিকে বলেছি। ওয়েবসাইটে প্রবেশ করে নিচের পদ্ধতি ও ছবি দেখে কাজ করবেনঃ- 

১. প্রথমে MOI Services লেখায় ক্লিক করবেন। 

২. এরপর Inquiries লেখায় ক্লিক করবেন। বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটি দেখুন। 

Qatar visa check 

৩. এবার আপনাকে নতুন একটি উইন্ডোতে নিয়ে যাবে। সেখানে “Visa Services” লেখা মেনুতে ক্লিক করবেন। 

qatar er visa check online

৪. এই ধাপে আপনি “Visa Inquiry and Printing” এই বাটনে চাপ দিবেন। এখানেই মূলত আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে হবে।  

passport number diye qatar visa check

৫. এই ধাপটি কিছুটা বুঝতে শুনে পূরণ করতে হবে। এখানে ছবির সাহায্যে তথ্যগুলো পূরণ করবেন। এই অংশে আপনার পাসপোর্ট বা ভিসা যেকোনো একটির নম্বর দিতে হবে। এরপর আপনার জাতীয়তা (Nationality) অর্থাৎ দেশের নাম দিবেন। তারপর ছবিতে থাকা লেখাটি পাশের বক্সে পূরণ করে সাবমিট বাটনে চাপ দিবেন। যদি কোন ভুল হয়ে থাকে তবে Reset বাটনে ক্লিক করবেন। 

qatar visa check online

এই পদ্ধতিতে সহজেই কাতার ভিসা চেক করতে পারবেন। আশা করি আপনাকে বুঝাতে পেরেছি কিভাবে কাতার ভিসা চেক করতে হয়। 

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করে কিভাবে? 

আপনার কাতার ভিসা এপ্লিকেশন নাম্বার জানা নেই? কোন সমস্যা নেই, কারণ এখন আমি পাসপোর্ট নম্বর দিয়ে কাতার ভিসা চেক করার পদ্ধতি জানিয়ে দিচ্ছি। 

  • প্রথমে এই লিংকে ক্লিক করে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাবেন। 
  • এই পর্যায়ে আপনি পাসপোর্ট বা ভিসা নম্বর লিখুন এবং জাতীয়তা (দেশের নাম) নির্বাচন করুন।
  • ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই কাতার ভিসা দেখতে পারবেন।

ইতোমধ্যে কাতার ভিসা অনলাইনে চেক করার নিয়ম বুঝে গিয়েছেন বলে আশা রাখছি। এবার আমরা 

Application Number দিয়ে কাতার ভিসা চেক

  • প্রথমে এই লিংকে ক্লিক করে কাতার ভিসা চেক ওয়েবসাইটে যাবেন। 
  • এবার সঠিকভাবে নিজের Application Number নম্বরটি লিখবেন।
  • এরপর আপনার Application Date (এই ফরম্যাটে – yyyy/mm/dd) অথবা QID Sponsor / Person in charge লিখবেন। 
  • এবার ক্যাপচা পূরণ করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। আশা করি কাতার ভিসা আবেদন সংক্রান্ত তথ্য পেতে যাবেন। 

এভাবে করে আপনার কাতার ভিসার সকল তথ্য এভাবে অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়া পুরো প্রক্রিয়াটি নিচের ছবির মাধ্যমে সহজে তুলে ধরেছি। 

application id diye qatar visa check

কাতার ই-ভিসা চেক

কাতার ই-ভিসা চেক করা খুবই সহজ কাজ। বর্তমানে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ কাতার ই-ভিসা করে থাকেন। ফলে অনেকে কাতার ই-ভিসা চেক করার নিয়ম জানতে চান। 

কাতার ই-ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/visaservices/enquiryandprinting এই লিংকে গিয়ে উপরে বর্ণিত বাকি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

কাতার কলিং ভিসা চেক

যার মূলত প্রবাসী তারা কলিং ভিসায় (বা ওয়ার্ক ভিসায়) কাতার গিয়ে থাকেন। এই কাতার যাওয়ার পূর্বে আপনার কলিং ভিসাটি সঠিক কিনা তা চেক করা খুবই গুরুত্বপূর্ণ। কাতার কলিং ভিসা চেক করার নিয়মঃ 

প্রথমে আপনার Visa Inquiry & Printing এই লিংকে যাবেন। এবার Passport অথবা Visa Number দিয়ে আপনার কাতার কলিং ভিসা চেক করে নিবেন। 

কলিং ভিসা চেক করার সময় অনেকক্ষেত্রে কিছু জায়গায় কোম্পানির বা স্পন্সরের নাম আরবিতে দেখায়। সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটর ব্যবহার করে তা বাংলা বা ইংরেজিতে দেখতে পারবেন। 

QID Sponsor দিয়ে কাতার ভিসা চেক

সরকারিভাবে শ্রমিক হিসেবে কাতার যেতে চাইলে আপনার কলিং ভিসা থাকা জরুরী। আপনাকে যে QID Sponsor / Person in charge এর মাধ্যমে কাতার নেওয়া হবে উক্ত তথ্য দিয়ে কাজের জন্য নেওয়া হবে উক্ত QID Sponsor এর মাধ্যমে আগেই চেক করতে পারবেন যে ভিসাটি আসল কিনা। 

আসল ভিসা হলে সেটির তথ্য অবশ্যই সাথে সাথে ওয়েবসাইটে পাবেন। নাহলে বুঝে নিতে হবে আপনাকে দেওয়া ভিসাটি প্রকৃতপক্ষে আসল নয়। QID Sponsor এর তথ্য দিয়ে চেক করার জন্য এই লিংকে ভিজিট করবেন। 

কাতার ভিসা ওয়েবসাইট ইংরেজিতে অনুবাদ 

কাতার ভিসার ওয়েবসাইটটি আরবি ভাষায় হয়ে থাকে। আমরা অনেকে হয়তো আরবি ভাষা স্পষ্ট বুঝতে পারি না। তারা নিচের ছবিটি অনুসরণ করে MOI Services ওয়েবসাইটটি আরবি থেকে ইংরেজি ভাষায় রূপান্তর করবো। 

qatar visa website translate

তবে MOI Services ওয়েবসাইটটি শুধু ইংরেজি ও আরবি ভাষাতে রূপান্তর করা যাবে। বাংলা ভাষায় কাতার ভিসা চেক ওয়েবসাইট রূপান্তর করা যায় না।

কাতার বাংলা অনুবাদ করার নিয়ম

কাতার ভিসা চেক করার সময় স্পন্সর কিংবা কোম্পানির নাম আরবিতে শো করবে। এছাড়া আরও কিছু তথ্য রয়েছে যা আরবি ভাষায় দেখাতে পারে।

atar visa translate

এক্ষেত্রে আপনি উপরের ছবির মত গুগল ট্রান্সলেটরে গিয়ে বামপাশে আরবি লেখা (ফোনের ক্ষেত্রে উপরের অংশে) কপি-পেস্ট করবেন। তাহলে এটির বাংলা ও ইংরেজি অথবা যেকোনো ভাষায় ট্রান্সলেশন দেখতে পারবেন।

কাতার ভিসা চেক সংক্রান্ত প্রশ্নোত্তর 

কাতার ভিসা করতে কত টাকা খরচ হয়?

কাতারের ভিসা করতে ক্যাটাগরিভেদে খরচ বিভিন্ন রকম হয়ে থাকে। তবে সাধারনত কাতার ভিসা তৈরি করার জন্য ৩ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়।

কাতারের শ্রমিকদের বেতন কত?

কাতারে বাংলাদেশি কর্মীদের খুবই কম বেতন। ন্যূনতম মাসিক ৭০০ কাতারি রিয়াল বা ১৫ হাজার টাকা বেতন হয়ে থাকে।

কাতার যাওয়ার জন্য কি কি লাগে?

কাতার ভিসা করার জন্য যা যা প্রয়োজন – 
১। লিগ্যাল পাসপোর্ট
২। জন্ম নিবন্ধন
৩। জাতীয় পরিচয়পত্র
৪। পার্সোনাল আইডেন্টিটি ডকুমেন্ট/ টিন সার্টিফিকেট
৫। কাতার ভিসার এপ্লিকেশন ফর্ম
৬। সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
৭। কোভিট ভ্যাকসিন গ্রহণের সনদ
৮। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট

কাতারে ভিসা ক্রয় বিক্রয়/ ফ্রি ভিসায় কাজ করা কি বৈধ নাকি অবৈধ?

কাতারে ভিসা ক্রয়-বিক্রয়/ ফ্রি ভিসায় কাজ করা উভয়ই অবৈধ এবং দন্ডনীয় অপরাধ।

আমি ওয়ার্ক পারমিট ভিসায় কাতারে এসেছি। কিন্তু কোম্পানি আমার নামে কাতারি আইডি ইস্যু করেনি। আমি কিভাবে কাতারি আইডি পেতে পারি?

এক্ষেত্রে আপনার নিয়োগদাতা বা কোম্পানির যথাযথ কর্তৃপক্ষ যথা মানদুব (পিআরও), মুদির (ম্যানেজার) বা এইচআরকে  অনুরোধ করুন।

অনলাইনে কাতারের ভিসা চেক করতে কি কি লাগে?

অনলাইনে কাতারের ভিসা চেক করতে শুধু পাসপোর্ট নাম্বার লাগবে।

কাতারে ফ্যামিলি ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে? 

কাতারে ফ্যামিলি ভিসা তৈরী হতে ১৫-৩০ দিন এর মতো সময় লাগবে। 

বর্তমানে কাতারের ভিসা চালু আছে কি?

হ্যাঁ। বাংলাদেশ থেকে কাতার যাওয়ার ভিসা কার্যক্রম কিছুদিন বন্ধ ছিলো। কিন্তুু বর্তমানে অর্থাৎ ২০২৩ সালে আবার নতুন করে কাতার ভিসা চালু করা হয়েছে।

শেষ কথা – কাতার ভিসা চেক অনলাইন

আশা করি পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক ও কাতারর ভিসা সংক্রান্ত সকল খুঁটিনাটি বিষয় বুঝাতে পেরেছি। পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করতে যেকোনো সমস্যা ফেস করলে কমেন্ট করে জানাবেন। Tech BD Tricks এর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো। 

Check Also

দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার

দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার, লোকেশন এবং বন্ধের দিন ২০২৪

দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী অনেক প্রবাসি ভাই-বোনেরা বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার অনুসন্ধান করে ...

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *