বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন এখন সবার হাতে হাতে। কেমন হবে যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বিনোদন পাওয়ার সাথে সাথে কিছু ইনকামও করতে পারেন !!! হ্যা, কথা বলছি মোবাইলে ডাটা এন্ট্রি করে আয় করা নিয়ে।
আজকের এই আর্টিকেলটি তাদের জন্যে যাদের কম্পিউটার নেই কিন্তু অনলাইনে ফ্রিল্যান্সিং করে কিছু ইনকাম করতে চায়।
মোবাইলের সাহায্যে ডাটা এন্ট্রির কাজ করে খুব সহজেই এখন যে কেউ ইনকাম করতে পারছেন। এই আর্টিকেলে আমরা জানবো মোবাইল ফোন থেকে কিভাবে ডাটা এন্ট্রি করা যায় এবং কোন কোন ওয়েবসাইটের ডাটা এন্ট্রির কাজ মোবাইল দিয়ে করা যায়।
ডাটা এন্ট্রি (Data Entry) কি?
ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে কমন এবং পরিচিত শব্দ হলো ডাটা এন্ট্রি। কারণ ফ্রিল্যান্সিং বলতে বেশীর ভাগ মানুষ ডাটা এন্ট্রিকেই বুঝায়। সহজ ভাষায় বলতে গেলে, ডাটা এন্ট্রি মানে কম্পিউটারে কোনো তথ্য প্রবেশ করানোকে বুঝায়। বিভিন্ন বিষয়ের উপর তথ্য সংগ্রহ করে সেগুলোকে কম্পিউটারে সংরক্ষণ করা অর্থাৎ হার্ড কপি থেকে ডাটাকে সফট কপিতে রূপান্তরিত করা। এই কাজটি বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে করা যায়। যেমন MS-Office, MS-Excell ইত্যাদি।
ডাটা এন্ট্রির কাজের যোগ্যতা
মার্কেট প্লেসগুলোতে বিভিন্ন ধরণের ডাটা এন্ট্রির কাজ রয়েছে। আপনার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ করলে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজন একটি স্মার্ট ফোন আর কিছু বেসিক ইংলিশ জানার দরকার। মার্কেট-প্লেসগুলোতে সিংহ ভাগ ক্লায়েন্ট বিদেশি হবার কারণে তাদের ভাষা বোঝার মত ও তাদের সাথে কথা বলার মত ইংরেজি জানাটা অতীব জরুরি।
ডাটা এন্ট্রির কাজ করার জন্যে তেমন বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় না। তবে দুইটি কাজে আপনাকে পারদর্শী হতে হবে।
প্রথমত, আপনাকে টাইপিং-এ পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই দ্রুত টাইপ করতে জানতে হবে।
দ্বিতীয়ত, অনলাইন রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। কারণ ডাটা এন্ট্রির কাজ করতে হলে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে যেতে হবে । সেখানে আপনার একাউন্ট খুলতে হবে। এরপর ক্লায়েন্ট খুঁজে, কাজ করে টাকা তোলা পর্যন্ত একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়। এগুলো সম্পর্কে আগে থেকে ধারনা না থাকলে শুরুতেই শেষ হয়ে যেতে পারে আপনার ক্যারিয়ার।
Suggested to Read:
মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করার উপায়
প্রফেশনালি কাজ করতে চাইলে সবচেয়ে বেস্ট অপশন হবে কম্পিউটারে কাজ করা। তবে যদি কম্পিউটার না থেকে তাহলে মোবাইল দিয়েও অনেক ধরণের কাজ করা যায়। ডাটা এন্ট্রির যে কাজগুলো মোবাইল দিয়ে করা যায় সেগুলো সম্পর্কে এখন আমরা জানবো।
১। কপি-পেস্ট (Copy-Paste)
কপি-পেস্ট এর জন্যে খুব বেশি দক্ষতা বা যোগ্যতার প্রয়োজন হয় না। এ ধরণের কাজে সাধারণত বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য কপি করে একটি নির্দিষ্ট ফরম্যাটে পেস্ট করতে হয়। অথবা পিডিএফ ফাইল থেকে ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইলে ডাটা পেস্ট করা অর্থাৎ এক ফাইল থেকে ডাটা কপি করে অন্য ফাইলে পেস্ট করাই মূলত কপি পেস্ট এর কাজ।
ক্লায়েন্ট এর নির্দেশনা অনুযায়ী কাজ করলে সহজেই মোবাইল দিয়ে কপি পেস্ট এর কাজ করেও সফল হতে পারবেন।
২। ডাটা কনভার্সন (Data Conversion)
ডাটা কনভার্সন অর্থ তথ্য রূপান্তর। এক্ষেত্রে মূলত নির্ধারিত ফাইলের ফরম্যাট চেঞ্জ করা হয় অর্থাৎ ফাইলটিকে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তরিত করা হয়। যেমন, এমএস ওয়ার্ড থেকে পিডিএফ ফাইল অথবা পিডিএফ ফাইল থেকে এক্সেল ফাইলে রূপান্তরিত করা ইত্যাদি।
এজন্যে অবশ্যই মোবাইলে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পিডিএফ ইত্যাদি সফটওয়্যার গুলো ইন্সটল করে রাখতে হবে।
৩। ট্রান্সলেশন (Translation)
ডাটা এন্ট্রির ট্রান্সলেশন সেক্টরে বিভিন্ন ধরনের কাজ করা যায়। যেমন ক্লায়েন্ট এর চাহিদা অনুযায়ী বই অথবা কোন ডকুমেন্টকে এক ভাষা থেকে অন্য ভাষাতে অনুবাদ করা। এছাড়া অডিও বা ভিডিও ফাইল থেকে ভয়েস শুনে সেগুলোকে ওয়ার্ড ফাইল অথবা অন্য ভাষায় রূপান্তর করা। কাজের ধরণ শুনে এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন এই কাজটিও আপনি মোবাইল দিয়ে সহজেই করতে পারবেন।
এই সেক্টরে কাজ করার জন্যে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে বিশেষ করে ইংরেজি ভাষায়।
৪। স্পেলিং চেকিং (Spelling Checking)
ডকুমেন্ট বা বই এর বানান চেক করার জন্যে ডাটা এন্ট্রি অপারেটরের প্রয়োজন হয়। বর্তমানে প্রতিটি বড় বড় কোম্পানির নিজস্ব ব্লগ অথবা অনলাইন পোর্টাল থাকে তাদের বিজ্ঞাপনের জন্যে। এসব অনলাইন পোর্টালের লেখা চেক করার জন্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেয়া হয়। স্পেলিং চেকিং এ দক্ষ হলে আপনি মোবাইল ফোন দিয়ে খুব সহজেই করতে পারবেন।
৫। ইমেইল মার্কেটিং (Email Marketing)
ডাটা এন্ট্রির কাজগুলোর মধ্যে আরেকটি সহজ কাজ হলো ইমেইল মার্কেটিং যেটি কম পরিশ্রমে কম সময়ে শুধু মোবাইল দিয়েই করা যায়। এজন্যে আপনাকে জানতে হবে প্রফেশনাল ইমেইল কিভাবে করতে হবে এবং এক সাথে ৪০ থেকে ৫০ টা নম্বরে কিভাবে ইমেইল পাঠাতে হবে।
ক্লায়েন্ট আপনাকে একটি লেখা বা ফাইল দিবে এবং একটি নির্দিষ্ট সংখ্যক ইমেইল এ্যড্রেস দিবে। সেই এ্যড্রেসগুলোতে আপনাকে ওই লেখাগুলো ইমেইল করে পাঠাতে হবে। এছাড়া প্রতিদিন ক্লায়েন্ট এর প্রতিষ্ঠানের বা ব্যক্তিগত যে ইমেইলগুলো আসবে সেগুলোর রিপ্লাই দেয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ইমেইল এ্যড্রেস সংগ্রহ করাও ইমেইল মার্কেটিং এর অন্তর্ভুক্ত।
৬। এইচটিএমএল (HTML)
ডাটা এন্ট্রি সেক্টরের সবচেয়ে কঠিন কাজ হলো এইচটিএমএল এর কাজ। ক্লায়েন্ট আপনাকে কিছু HTML কোড দিবে সেগুলো ওয়েবসাইটের নির্দিষ্ট স্থানে ইনপুট দিতে হবে অথবা অনলাইন থেকে HTML কোড কপি করে ক্লায়েন্টকে দিতে হবে। এই কাজটি মোবাইলের মাধ্যমে করা যাবে কিন্ত এটা করতে হলে HTML এর ব্যাপারে বিশদ জ্ঞান অর্জন করতে হবে।
৭। স্ক্যান কপি (Scan copy)
এক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে স্ক্যান মেশিন থেকে স্ক্যান করা কিছু ডকুমেন্ট দিবে সেগুলো দেখে দেখে টাইপ করতে হবে অথবা সেখান থেকে নির্দিষ্ট কিছু তথ্য ওয়ার্ড ফাইলে নিয়ে ক্লায়েন্ট কে দিতে হবে। এ কাজটি মোবাইলে করা যাবে সহজেই।
৮। এম-এস ওয়ার্ড ও এক্সেল (MS Word & MS Excel)
কোনো পত্রিকায় প্রবন্ধ বা তথ্যভিত্তিক ডকুমেন্ট বা বিজ্ঞপ্তি তৈরিতে লেখালেখির কাজে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয়। আর লেখার মাঝে হিসেবের জন্যে টেবিল বা চার্ট তৈরিতে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করা হয়।
সুতরাং ক্লায়েন্ট যদি আপনাকে ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইলের কাজ দেয়, আপনি অনায়াসেই মোবাইল দিয়ে করতে পারবেন।
৯। ওয়েব রিসার্চ (Web research)
ডাটা এন্ট্রির আরেকটি সহজ কাজ ওয়েব রিসার্চ। এখানে ক্লায়েন্ট আপনাকে কিছু ওয়েবসাইটের লিংক দেবে সেখান থেকে প্রয়োজনমত তথ্য যেমন কোম্পানির নাম, ঠিকানা, ফোন নম্বর, ইত্যাদি তথ্য ঠিকানা ওয়েব সার্চ করে বের করতে হবে।
১০। ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং ( E-commerce Product Listing)
ই-কমার্স সাইটগুলোতে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন পণ্যের তালিকা তৈরি করতে হয়। যেমনঃ ছেলে-মেয়েদের পোশাক, বাচ্চাদের পোশাকের ডিজাইন ও দাম অনুযায়ী আলাদা আলাদা তালিকা তৈরি করতে হয়। ই-কমার্স সাইটগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে দারাজ, আমাজন, আলিবাবা, দারাজ ইত্যাদি। এ কাজগুলো মোবাইল দিয়ে করা যায়।
ডাটা এন্ট্রির ওয়েবসাইট
অনলাইনে ডাটা এন্ট্রির কাজ করে ইনকাম করা যাবে এমন সেরা কিছু ওয়েবসাইটের নাম এখানে দেওয়া হলো
- Upwork
- Fiverr
- Freelancer
- Scribie
- Axion Data Services
- Support Ninja
- Truelancer
- Value Coders
- People Per Hour.
- Insight Global
- Ardem Incorporated
এতক্ষণে নিশ্চয় মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করে কিভাবে ইনকাম করবেন সে ব্যাপারে কিছুটা আইডিয়া পেয়েছেন। সুতরাং ডাটা এন্ট্রির কোন সেক্টরে আপনি কাজ করবেন সেটা একান্তই আপনার বিষয়। আপনার যোগ্যতা ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী উপরে উল্লিখিত যে কোনো সেক্টরে আপনি মোবাইল দিয়ে কাজ করতে পারবেন।
আরো পড়ুনঃ Top Data Entry Services in Bangladesh