ওয়েব পেজ কাকে বলে – ওয়েব পেইজ তৈরি করার নিয়ম ২০২৪

আপনি ইন্টারনেট সম্পর্কে জানেন কিন্তু ওয়েব পেজ কাকে বলে তা জানেন না, এটা মোটেও ভালো কথা না। কারন, ইন্টারনেটে বিদ্যমান প্রত্যেকটি পেজই হলো ওয়েব পেজ।

আজকের আর্টিকালে ওয়েব পেজ নিয়ে বিস্তারিত কথা হবে। যেমন ওয়েবপেজ কি, ওয়েব পেজ কাকে বলে, ওয়েব পেজ তৈরি করার নিয়ম, ওয়েব পেজের এড্রেসকে কি বলে, লোকাল ওয়েব পেজ কি, হোমপেজ কাকে বলে ইত্যাদি।

তো চলুন আলোচনা শুরু করি,

ওয়েব পেজ কাকে বলে?

সংজ্ঞাঃ ওয়েব পেজ (Webpage) হলো এক ধরণের ওয়েব ডকুমেন্ট যা এইচটিএমএল ব্যাবহার করে লেখা হয় এবং এটি একত্রিত হয়ে একটি ওয়েবসাইট গঠন করে।

ওয়েব পেজের একটি নির্দিষ্ট ইউআরএল থাকে যাকে ওয়েবপেজের ঠিকানা বা এড্রেস বলা হয়। এটি ব্যবহার করে খুব সহজেই একটি ওয়েব পেজে যাওয়া যায়।

সকল উন্মোক্ত ওয়েব পেজ এবং ওয়েবসাইটকে একসাথে World Wide Web (www) বা বিশ্বব্যাপি জাল নামে আখ্যায়িত করা হয়।

সহজ কথায় বলতে গেলে, ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে।

ওয়েব পেজের উদাহরন

চলুন একটি উদাহরনের মাধ্যমে আরেকটু ভালো করে বুঝে নিই যে ওয়েব পেজ কাকে বলে।

মনে করুন, আপনি একজন ইন্টারনেট ব্যাবহারকারী এবং আপনি আমাদের আজকের আর্টিকালটি “ওয়েব পেজ কাকে বলে – ওয়েব পেইজ তৈরি করার নিয়ম” ইন্টারনেটের মাধ্যমে পড়তে পারতেছেন। অর্থাৎ, এটি একটি ওয়েব পেজ।

আমাদের ওয়েবসাইটে এরকম আরো অনেক ওয়েব পেজ রয়েছে। আপনি যদি এখান থেকে অন্য আরেকটি আর্টিকাল পড়ার জন্য কোনো লিংক এ ক্লিক করেন, তাহলে আপনি অন্য ওয়েব পেজে চলে যাবেন।

অন্যভাবে চিন্তা করলে, বাস্তবে আমাদের কোনো কিছু লেখার জন্য কিংবা আকার জন্য কাগজের পেজ দরকার হয়। কিন্তু , ইন্টারনেটে কোনো কিছু লেখার জন্য কিংবা ছবি, অডিও, ভিডিও যুক্ত করার জন্য যে পেজের দরকার হয় তাকে ওয়েব পেজ বলে।

ছবি, অডিও, ভিডিও আরো অনেক জায়গায় রাখা যায় যেমন মাইক্রোসফট ওয়ার্ড, নোটপেড ইত্যাদি, কিন্তু ঐ গুলো ওয়েবপেজ না।

মনে রাখবেন, কেবল ইন্টারনেটের সকল পেজই হলো ওয়েব পেজ বা ওয়েব পৃষ্টা।

যেমন, আপনি ইন্টারনেট ব্যবহার করে আপনার মোবাইলে ফেসবুক চালু করেছেন। তারমানে আপনি একটি ওয়েব পেজ এ ডুকেছেন যেটি কিনা ফেসবুকের নিউজ ফিড।

ওয়েব পেজের এড্রেসকে কি বলে?

উত্তরঃ ইউআরএল (URL)

ওয়েব পেজের এড্রেসকে ইউআরএল (ইংরেজীতে URL) বলে।

ইন্টারনেটে প্রত্যেকটি জিনিসেরই একটি নির্দিষ্ট ঠিকানা বা এড্রেস থাকে। যেহেতু ইন্টারনেটের যা কিছু আছে সবই ওয়েব পেজ। তাই, প্রতিটি ওয়েব পেজেরও আলাদা আলাদা এড্রেস থাকে।

আর এই এড্রেসকেই বলা হয় ইউআরএল।

এখানে উল্লেক্ষ্য যে, ইন্টারনেটে একটি ওয়েব পেজের এড্রেসের সাথে অন্য আরেকটি ওয়েব পেজের এড্রেসের কোনো মিল থাকে না। প্রত্যেকটি এড্রেসই হলো ইউনিক।

কোনো ইন্টারনেট ব্যবহারকারী যদি কোনো পেইজের ইউআরএল তাদের ব্রাউজারে এড্রেসবারে গিয়ে টাইপ করে ইন্টার করে তাহলে সহজেই সে পেইজটি খুজে পায়।

যেমনঃ ছবিটির দিকে লক্ষ করুন-

page url
ওয়েব পেজ কাকে বলে - ওয়েব পেইজ তৈরি করার নিয়ম ২০২৪ 9

আপনি যদি আপনার ব্রাউজারের এড্রেস বার এর মধ্যে “techbdtricks.com/what-is-fiverr”এই ইউআরএল লিখে সার্চ করেন তাহলে আমাদের একটি ওয়েব পেইজে চলে আসবেন সেখানে ফাইবার কি এই সম্পর্কে একটি আর্টিকাল লিখা আছে।

চেষ্ঠা করে দেখুন।

ওয়েব পেজের এড্রেস বনাম ওয়েবসাইটের এড্রেস

ওয়েব পেজের এড্রেসকে বলা হয় ইউআরএল এটা আমরা জেনেছি। কিন্তু ওয়েবসাইটের ঠিকানাকে কি বলে?

ওয়েবসাইটের ঠিকানা বা এড্রেসকে বলা হয় ডোমেইন। সহজে জেনে নিন- ডোমেইন কি এবং কত প্রকার

এখানে উল্লেখ্য যে, সকল ডোমেইনই ইউআরএল কিন্তু সকল ইউআরএল ডোমেইন নয়।

হোমপেজ কাকে বলে?

একটি ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকে বলা হয় হোমপেজ।

আমরা জানি অনেকগুলো ওয়েব পেজ মিলিত হয়ে একটি ওয়েবসাইট গঠন করে। আর এই ওয়েবসাইটের মূল পেইজকে হোমপেজ বলে।

ইন্টারনেটে অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে। আর প্রতিটি ওয়েবসাইটেই অনেক অনেক ওয়েব পেজ থাকে। কিন্তু ওয়েবসাইটের প্রধান একটি পেজ থাকে যাকে ওয়েবসাইটের হোমপেজ কিংবা মূল-পাতা বলে।

ব্রাউজারের এড্রেসবারে ওয়েবসাইটের ডোমেইন নামটি লিখে ইন্টার করলেই হোমপেজ প্রদর্শিত হয়। যেমন, আপনার ব্রাউজারে গিয়ে যদি TechbdTricks.com লিখে সার্চ করেন তাহলে আমাদের সাইটের হোমপেজ পেয়ে যাবেন।

লোকাল ওয়েব পেজ কি?

স্থানীয়ভাবে ডিজাইন ও সংরক্ষনকৃত ওয়েবপেইজকে লোকাল ওয়েবপেইজ বলে। এ ধরনের পেইজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না।

আমরা আগে জেনেছি, ওয়েবপেইজ এইচটিএমএল ভাষায় তৈরি। এখানে জেনে রাখা ভালো এইচটিএমএল মানে হচ্ছে Hyper Text Markup Language যাকে সংক্ষেপে বলা হয় html.

তো আপনি যদি এইচটিএমএল সম্পর্কে অবগত থাকেন তাহলে এটি দিয়ে কোডিং করে একটি লোকাল ওয়েব পেজ তৈরি করতে পারবেন।

উদাহরনস্বরূপ আমি আমার Notepad ওপেন করলাম এবং সেখানে কিছু html কোড লিখলাম।

লোকাল ওয়েব পেজ তৈরি
ওয়েব পেজ কাকে বলে - ওয়েব পেইজ তৈরি করার নিয়ম ২০২৪ 10

এখন যদি ফাইলটি সেভ করি তাহলে txt ফরমেটে ফাইলটি সেভ হবে। কিন্তু যদি আমরা ফাইলটির ফরমেট html করে দেই। তাহলেই এটি লোকাল পেজে পরিবর্তন হয়ে যাবে। এবং আমাদের নিজস্ব ব্রাউজার থেকে পেজটি দেখতে পাবো।

নিচের ছবিটি লক্ষ করুন-

লোকাল ওয়েব পেজ রান করুন
ওয়েব পেজ কাকে বলে - ওয়েব পেইজ তৈরি করার নিয়ম ২০২৪ 11

এখানে আমরা ফাইলটির ফরমেট পরিবর্তন করেছি। অর্থাৎ, Txt থেকে html এ রূপান্তর করেছি।

এখন যদি পরিবর্তীত ফাইলটিতে ক্লিক করি তাহলে কোডগুলো আমাদের ব্রাউজারের লোকাল পেজে ওপেন হবে।

চলুন ক্লিক করে দেখি কি ওপেন হয়-

এটি হচ্ছে একটি লোকাল ওয়েব পেজ
ওয়েব পেজ কাকে বলে - ওয়েব পেইজ তৈরি করার নিয়ম ২০২৪ 12

এখানে, দেখতে পারছেন, ফাইলটিতে ক্লিক করার পর একটি লোকাল ওয়েব পেজ ওপেন হয়েছে। যেই কম্পিউটারে এই ফাইলটি থাকবে কেবলমাত্র সেই কম্পিউটারেই এই লোকাল পেজটি চালু করতে পারবে।

ওয়েব পেজ তৈরি করার নিয়ম কি?

ওয়েব পেজ কাকে বলে এইটা আমরা খুব ভালোভাবে জেনেছি। এখন প্রশ্ন আসতে পারে যে কিভাবে এই ওয়েব পেজ তৈরি করা হয়। অর্থাৎ, ওয়েব পেজ তৈরি করার নিয়ম কি?

চলুন দেখে আসি,

আসলে, আপনি বিভিন্ন উপায়ে একটি ওয়েব পেজ তৈরি করতে পারবেন। নিচে আমি কয়েকটি উপায় বা নিয়ম বলে দিচ্ছি।

যেহেতু ইন্টারনেটে দর্শনযোগ্য সকল পেইজই ওয়েব পেইজ সেহেতু আপনি যদি ফেসবুকে একটি পোস্ট করেন কিংবা নতুন একটি ফেসবুক পেজ তৈরি করেন, তাহলেই আপনার একটি ওয়েব পেইজ তৈরি করা হয়ে গেল।

কিন্তু, সেটি আপনার নিজস্ব ওয়েবসাইটের ওয়েব পেজ নয়। সেটি হচ্ছে ফেসবুকের একটি পেজ।

তাছাড়া, আপনি যদি ইউটিউবে একটি চ্যানেল তৈরি করেন তাহলেও আপনার চ্যানেলের নামের একটি ওয়েব পেজ তৈরি করা হয়ে যাবে। এটাও আপনার নিজস্ব ওয়েব পেজ না।

তাহলে কিভাবে আপনি আপনার নিজস্ব একটি ওয়েবসাইটের ওয়েবপেজ তৈরি করবেন?

আপনার নিজস্ব ওয়েবসাইটের ওয়েব পেজ তৈরি করতে হলে আপনাকে প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি চাইলে খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন।

তারপর ওয়ার্ডপ্রেস ডেসবোর্ড থেকে Create a New Page এ ক্লিক করে আপনার নিজস্ব একটি ওয়েবপেইজ তৈরি করে নিতে হবে।

নিচের ছবিটি লক্ষ করুন –

ওয়েব পেজ তৈরি
ওয়েব পেজ কাকে বলে - ওয়েব পেইজ তৈরি করার নিয়ম ২০২৪ 13

কিন্তু এই পদ্ধতিতে ওয়েব পেজ তৈরি করতে হলে আপনাকে টাকা খরচ করে আগে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে।

কিন্তু আপনি চাইলে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করেও একটি ওয়েব পেজ তৈরি করে নিতে পারেন।

ফ্রিতে কিভাবে ওয়েব পেজ তৈরি করতে হয়

ফ্রিতে ওয়েব পেজ তৈরির ২ টি উদাহরন উপরে দিয়েছি। একটি হলো ফেসবুক পেইজ আরেকটি হলো ইউটিউব চ্যানেল।

কিন্তু এখন বলবো ফ্রিতে নিজস্ব ওয়েবসাইটের ওয়েব পেইজ তৈরি করার নিয়ম।

ফ্রিতে নিজস্ব ওয়েব পেইজ তৈরি করতে হলে প্রথমে আপনাকে একটি বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করতে হবে যা আপনি ব্লগার ব্যবহার করে করতে পারেন।

এর পর ব্লগার থেকে প্রথমে Pages এবং পরে New Page এ ক্লিক করুন

ব্লগারে ফ্রি ওয়েব পেজ তৈরি
ওয়েব পেজ কাকে বলে - ওয়েব পেইজ তৈরি করার নিয়ম ২০২৪ 14

New Page এ ক্লিক করার পর নতুন পেইজ ওপেন হবে। আপনাকে সেখানে একটি টাইটেল দিয়ে যা ইচ্ছা তা যুক্ত করতে হবে।

এখন তারপর পাব্লিশ করে দিন।

পেইজ পাব্লিস করার নিয়ম
ওয়েব পেজ কাকে বলে - ওয়েব পেইজ তৈরি করার নিয়ম ২০২৪ 15

ব্যাস!

হয়ে গেল আপনার ফ্রি ওয়েব পেজ তৈরি।

সর্বশেষ কথা

ওয়েব পেইজ কি বা ওয়েব পেজ কাকে বলে নতুন অবস্থায় আপনি নাও জেনে থাকতে পারেন। কিন্তু এখন আশা করি জেনে গেছেন। আর কোনো সমস্যা থাকার কথা না।

তবুও যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান।

Avatar of Shakib Hasan

Blogger and SEO Expert. Founder of Techbdtricks. I always try to explore something new and let the people know about that. Keep me in your prayers.

1 thought on “ওয়েব পেজ কাকে বলে – ওয়েব পেইজ তৈরি করার নিয়ম ২০২৪”

Leave a Comment