ফেসবুক পেজ খোলার নিয়ম – প্রফেশনাল গাইডলাইন

ফেসবুক হলো খুব জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। এখানে বিনোদন থেকে শুরু করে ব্যবসা, বানিজ্য, খবরাখবর, যোগাযোগ ইত্যাদি কর্মকান্ড করা যায়। আপনি চাইলেই ঘরে বসে ফেসবুকে ব্যবসা করতে পারবেন তবে তার জন্য আপনাকে একটি ফেসবুক বিজনেস পেজ খুলতে হবে। তাই আজকে আপনাদের সাথে প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে কথা বলবো।

আপনি যদি ফেসবুক ব্যবহার করে বিভিন্ন এডভান্টেজ নিতে চান তাহলে আপনার একটি প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ থাকার গুরুত্ব অপরিসীম।

কেননা ফেসবুক পেজ ব্যাতীত ফেসবুকের অনেক ফিচার যেমন Facebook Ad Management, Customer Management, Insight Analytics, Page role management ইত্যাদি আপনি সাধারন ফেসবুক আইডি দিয়ে ব্যবহার করতে পারবেন না।

তাই, চলুন ফেসবুকে একটি বিজনেস পেজ খোলার নিয়ম জেনে নেওয়া যাক।

যা যা লাগবেঃ
১। একটি ডিভাইস
২। ইন্টারনেট সংযোগ
৩। ফেসবুক অ্যাপ

মোবাইল দিয়ে ফেসবুক পেজ খোলার সঠিক নিয়ম

ফেসবুক পেজ খোলার নিয়ম আসলে অনেক সহজ। তবুও অনেকে ফেসবুক পেজ কিভাবে খুলবো এ প্রশ্নটি করে থাকে। তাই চলুন আর দেরি না করে ফেসবুক পেজ খোলার সিস্টেম ও পদ্ধতি জেনে নিই।

নিচে আমি ধাপে ধাপে দেখাচ্ছি, আপনারা ঠিকমতো আমাকে অনুসরন করুন-

স্টেপ ১ঃ ফেসবুক আইডিতে লগিন করুন।

একটি নতুন ফেসবুক পেজ তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার ফেসবুক আইডিতে লগ-ইন করতে হবে।

সেজন্য আপনার মোবাইল থাকা ফেসবুক অ্যাপ এ প্রবেশ করুন। তারপর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করুন।

স্টেপ ২ঃ ফেসবুক মেনু থেকে Pages অপশনে ক্লিক করুন

ফেসবুক আইডিতে লগিন করার পর ডানপাশে উপরের কোনায় ৩টি দাগকাটা একটি মেনু (Menu) দেখতে পাবেন, ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে সেখানে ক্লিক করতে হবে।

Menu তে ক্লিক করার সাথে সাথে আরো অনেকগুলো অপশন চলে আসবে। সেখান থেকে Pages অপশনে ক্লিক করতে হবে।

নিচের ছবিটি লক্ষ করুন-

বিজনেস পেজ খোলার নিয়ম

৩। নতুন ফেসবুক পেজ তৈরির জন্য Create বাটনে ক্লিক করুন

Facebook Menu থেকে Pages অপশনে গেলে আপনি আপনার সকল পেইজগুলো দেখতে পাবেন।

কিন্তু আপনি যদি চান নতুন একটি ফেসবুক পেজ তৈরি করবেন তাহলে সেখান থেকে Create বাটনে ক্লিক করতে হবে।

নিচের ছবিটি লক্ষ করুন,

ফেসবুক পেজ কিভাবে খুলবো

এখানে দেখা যাচ্ছে, আগে থেকে আমার একটি পেইজ তৈরি করা ছিল। এবং আমি নতুন আরেকটি ফেসবুক পেজ খুলতে চাই। তাই Create এ ক্লিক করেছি।

৪। Get Started এ ক্লিক করুন

আপনি যখন pages থেকে নতন পেজ খোলার জন্য Create এ ক্লিক করবেন তারপর আপনার কাছে একটি পেজ ওপেন হবে এবং সেখানে Get Started নামক একটি অপশন থাকবে।

ফেসবুক পেজ খোলার সঠিক নিয়ম

আপনাকে সেখান থেকে শুধুমাত্র Get Started এ ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার মানে হলো আপনি Facebook Pages Terms এর নিয়ম মানতে রাজি আছেন।

অর্থাৎ, আপনার কোনো ধরনের অনৈতিক কাজের জন্য ফেসবুক কতৃপক্ষ আপনার পেজ বন্ধ করে দিতে পারবে।

৫। আপনার নতুন ফেসবুক পেজের নাম দিন

এ ধাপে এসে আপনার ফেসবুক পেজের জন্য একটি নাম ঠিক করতে হবে।

এক্ষেত্রে এখানে একটি বক্স থাকে সে বক্সে আপনার ইচ্ছামতো নাম আপনি দিতে পারবেন।

বাংলা-ইংরেজী যেকোনো ভাষায় ফেসবুক পেজের নাম দেওয়া যায়।

কিন্তু কিছু কিছু নাম আছে যেগুলো ফেসবুক allow করে না। তাই, What names are allowed on Facebook তা দেখে নেওয়া উচিত।

ফেসবুক পেজ খোলার পদ্ধতি

আমার ক্ষেত্রে আমি আমার নতুন ফেসবুক পেজ খোলার জন্য Website Marketing নাম দিয়েছি এবং তারপর Next বাটনে ক্লিক করেছি।

৬। ফেসবুক পেজ ক্যাটাগরী সিলেক্ট করুন

আপনার ফেসবুক পেজ খোলার জন্য নাম দেওয়া হয়ে গেলে আপনাকে এক বা একাধিক ক্যাটাগরী সিলেক্ট করতে হবে।

অর্থাৎ, আপনার পেজটি কি রিলেটেড তা বলে দিতে হবে।

আপনি চাইলে এখান থেকে সার্চ করে ক্যাটাগরী সিলেক্ট করতে পারেন। কিংবা Popular Category থেকে ক্লিক করে সিলেক্ট করতে পারেন।

ফেসবুক পেজ খোলার সিস্টেম

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন, আমার ফেসবুক পেজের জন্য ২ টি ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি। যথাঃ Business Service এবং Personal Blog.

আপনি আপনার ইচ্ছামতো আপনার ফেসবুক পেজ এর জন্য Category সিলেক্ট করতে পারেন।

৭। ফেসবুক বিজনেস পেজ এর এড্রেস দিন

এরপর আপনাকে আপনার এড্রেস দিতে হবে।

Address দেওয়ার জন্য সেখানে একটি বক্স পাবে যেখানে লেখা থাকবে Enter address or town/city.

যেখানে ক্লিক করে জাস্ট আপনি যেই এড্রেস দিতে চান তা সিলেক্ট করে দিবেন।

আপনি যদি Address বা ঠিকানা দিতে না চান তাহলে উপরে ডানপাশ থেকে Skip বাটনে ক্লিক করতে পারেন কিংবা “I Don’t want to add an address” লেখাটির পাশে টিক মার্ক দিয়ে Next বাটনে ক্লিক করতে পারেন।

বিজনেস পেজ খোলার নিয়ম

আপনি যদি আপনার ব্যবসা-প্রতিষ্ঠান বা যেকোনো সংস্থার কার্যকলাপের জন্য ফেসবুকে পেজ খুলতে চাচ্ছেন তাহলে সেই পেজের এড্রেস দিয়ে দেওয়া উচিত।

কেননা, আপনার কাস্টমাররা এতে করে বুঝতে সুবিধা হবে যে আপনার business place কোথায়।

৮। আপনার ওয়েবসাইটের ঠিকানা দিন

এর পরের ধাপে আপনাকে আপনার ওয়েবসাইটের ঠিকানা দিতে বলবে।

আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেখানে আপনার ওয়েবসাইটের ডোমেইন নাম দিয়ে দিবেন।

আর যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে উপরে Skip এ ক্লিক করে পরবর্তী ধাপে যাবেন কিংবাI don’t have a website এর পাশে টিক দিয়ে Next এ ক্লিক করবেন।

প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম

৯। ফেসবুক পেজে ছবি যুক্ত করুন।

এই ধাপ ফেসবুক নতুন পেজ খোলার নিয়ম এর শেষ ধাপ আপনি বলতে পারেন।

এ ধাপে আপনাকে আপনার ফেসবুক পেজের জন্য একটি Profile Picture এবং একটি Cover Photo যুক্ত করে দিতে হবে।

এটি করার জন্য এখানে Add profile picture এবং Add Cover Photo নামক ২ টি অপশন থাকবে।

এই দুটিতে ক্লিক করে আলাদা আলাদা ২ টি ছবি যুক্ত করে দিন।

আর যদি এখন ছবি যুক্ত করে না চান তাহলে Done বাটনে ক্লিক করে দিন।

নতুন ফেসবুক পেজ

ব্যাস,

Done এ ক্লিক করার সাথে সাথে নতুন একটি ফেসবুক পেজ তৈরি করা হয়ে যাবে।

আমার নতুন ফেসবুক পেজ দেখতে কেমন

আশা করি উপরে ফেসবুক বিজনেস পেজ খোলার নিয়ম দেখে আপনি একটি পেজ তৈরী করে নিয়েছেন।

এখন প্রশ্ন আসতে পারে, আমার তৈরীকৃত নতুন ফেসবুক পেজটি দেখতে কেমন দেখাবে।

নিচের ছবিটি লক্ষ করুন-

নতুন ফেসবুক পেজ খোলার নিয়ম

এটি দেখতে অনেকটা ফেসবুক প্রোফাইলের মতো হলেও এখানে অনেক বেশি ফিচার রয়েছে।

যেমন, আপনারা দেখতে পাচ্ছেন Promote, Ads, Service, Reviews, Shop, Offers সহ আরো অনেক অপশন রয়েছে।

এই অপশন গুলোকে কাজে লাগিয়ে একটি ফেসবুক পেজ দিয়ে খুব সুন্দরভাবে বিজনেস করা যায়।

আজ এই পর্যন্তই, পরবর্তী আরেকটি আর্টিকালে ফেসবুক পেজের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করবো।

এই পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে থাকবেন।

Conclusion

আশা করি ফেসবুক পেজ খোলার নিয়ম খুব ভালো করে বুঝতে পেরেছেন। এভাবে করে খুব সহজেই একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারবেন এবং সেটির মাধ্যমে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

আজকের আর্টিকালটি কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানাবেন। আর আর্টিকালটি ভাল লাগলে শেয়ার করে দিবেন।

আরো পড়ুনঃ

Check Also

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম [২০২৪ আপডেট]

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম অনেক সহজ। একটা সময় বিমানের টিকেট কাটা খুবই কষ্টসাধ্য এবং ...

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *