ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গাইডলাইন

আপনি কি কোন  চ্যালেঞ্জিং প্রফেশনে ক্যারিয়ার গঠনের কথা ভাবছেন?

ধরুন আপনি এমন কোন বিষয় স্কিলড যার অপুর্চুনিটি কম সেক্ষেত্রে আপনি কি ওই প্রফেশনে ক্যারিয়ার অপুরচুনিটি খুঁজে পাবেন? ক্যারিয়ার চুজিং এর ক্ষেত্রে ডিমান্ড, স্কোপ, অপুর্চুনিটি এই সকল বিষয় বিবেচনা করে ক্যারিয়ার সিলেক্ট করা উচিত।  তাই আপনি যদি লং টার্ম স্ট্যাবিলিটির পাশাপাশি মার্কেট ডিমান্ড অনুযায়ী  ক্যারিয়ার সিলেক্ট করতে চান  এক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট অপশন। 

ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার কোন এমন ফিল্ড নয় যা আপনি ড্রিম ক্যারিয়ার হিসেবে আগে থেকে প্ল্যানিং করছেন। বরং আপনি যদি মার্কেট ডিমান্ড এবং স্ট্রাটেজি অনুযায়ী ডিপেন্ডেবল প্রফেশনে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং হতে পারে একটি পারফেক্ট অপশন।  তাই  ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার কিংবা এই ফিল্ড সম্পর্কে জানতে চাইলে পড়ে নিন আজকের আর্টিকেলটিতে। 

ডিজিটাল মার্কেটিং কী?

ডিজিটাল মার্কেটিং হল এক ধরনের  মার্কেটিং টার্ম। যেখানে বিজনেস সমূহ তাদের অর্ডিয়েন্সকে টার্গেট করে প্রোডাক্ট এবং সার্ভিসকে সোশ্যাল মিডিয়া, ই-মেইল, ব্লগ এবং ডিজিটাল এডভার্টাইজমেন্টের  মতো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রমশনের মাধ্যমে তাদের কেনার প্রতি আগ্রহী করে তুলে। এ প্রসেসের মাধ্যমে ব্র‍্যান্ড 

সমূহ নিজেদের ডিজিটাল ভিজিবিলিটি তৈরি করে  এব টার্গেট  অর্ডিয়েন্সকে ফোকাস করে করার জন্য মার্কেটিং প্ল্যান অনুযায়ী প্রমশন করে।

ডিজিটাল মার্কেটিং জব ডিমান্ড?

জনপ্রিয় প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট লিংকডিনের মতে, ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ২০২৩ সালের টপ লিস্টে বেচনায় একটি মাস্ট হ্যাভ স্কিল হল ডিজিটাল মার্কেটিং। আর এ কারণেই এই সেক্টরের মার্কেটভ্যালু ২০২৮ সালের মধ্যে 32.1% এর CAGR সহ স্কেল সহ  24.1 বিলিয়ন হবে বলে ধারণা করা হচ্ছে। এমনকি এদের মধ্যে  ২০২৭ সালের মধ্যে প্রায় 6 বিলিয়ন ইন্টারনেট ইউজার হবে। তাই প্রফেশনাল এবং এক্সপার্ট ডিজিটাল মার্কেটারদের ডিমান্ শুধু আগামী বছরগুলোতে নয় বরং পরবর্তী বছরগুলোতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আর এই সমস্ত কারণগুলো এনালাইসিস করলে বুঝা যায়  যে, চ্যালেঞ্জিং কোন প্রফেশনে ক্যারিয়ার সিলেকশানের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং হতে পারে পারফেক্ট ডিসিশান। !

ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার ডিমান্ড 

LinkedIn এর মতে, “ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট” ফিল্ড 860,000টি জব অপুরচুনিটি রয়েছে। এমনকি এই প্রফেশনকে টপ ১০ হাই ডিমান্ড জব লিস্টে রয়েছে। এখন আমি যদি ডিমান্ডের কথা বলি, ডিজিটাল মার্কেটিংয়ে সবচেয়ে বেশি ডিমান্ড হল সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট স্ট্র্যাটেজি, এসইও, অ্যানালিটিক্স এবং আরও বেশ কিছু ফিল্ডে অনেক কিছু।

যেহেতু ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজির অনেকগুলো দিক রয়েছে, তাই এই রিলেটেড অপুরচুনিটির সংখ্যা তুলনামূলক বেশি।  প্রকৃতপক্ষে, ফিল্ডটি সাম্প্রতিক সময়ে যে সংকটের মুখোমুখি হচ্ছে  তা হল  স্কিলড প্রফেশনাল সংকট। একটি লিঙ্কডইন রিসার্চে দেখা গেছে যে,  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মেট্রো এলাকায় প্রায় 230,000 ডিজিটাল মার্কেটিং প্রফেশনালদের অভাব খুঁজে পাওয়া গেছে। এই ফিল্ডে প্রচুর জব অপুরচুনিটি থাকলেও তা পূরণ করার জন্য যথেষ্ট প্রফেশনাল না থাকায়, এই ফিল্ডে আপনার ক্যারিয়ার গড়ে তুলার এখনই সময়। ডিজিটাল মার্কেটিং বিস্তর একটি ফিল্ড। আর এই ফিল্ডে আপনি যদি ফিল্ড রিলেটেড স্কিল অর্জন করেন সেক্ষেত্রে আপনার কাজের অভাব হবে না। দেশেই নয় বরং দেশের বাইরেও, মার্কেটে প্লেসেও আপনি আপনার এক্সপার্টিজ অনুযায়ী কাজের অনেক সুযোগ পাবেন। 

কীভাবে একটি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করবেন?

আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করার সাথে সাথে এই ফিল্ডের মূল বিশেষত্বগুলো বোঝাটা বেশ গুরুত্বপূর্ণ। অনেকগুলো ডিজিটাল মার্কেটিং অপুরচুনিটি রয়েছে।  তাই আপনি এই ফিল্ডে ক্যারিয়ার গড়তে হয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। সেই সাথে স্পেসিফিক ফিল্ডে স্কিল ডেভেলপ করে ক্যারিয়ার বিল্ড-আপ করতে হবে। 

১। ই-মেইল মার্কেটিং

ই-মেইল মার্কেটিং বেশ স্ব-ব্যাখ্যামূলক একটি মার্কেটিং ব্র্যান্ড। যেখানে আপনি টার্গেট অনুযায়ী প্রোডাক্ট ও সার্ভিস রিলেটেড অর্ডিয়েন্সের উদ্দেশ্যে ই-মেইল সেন্ড করবেন। কিন্তু এটি যেহেতু একটি সেলস টার্গেট ফিল-আপ করতে হবে সেক্ষেত্রে এই ফিল্ডে ক্যারিয়ার গ্রো করার জন্য  বিশেষ স্কিল প্রয়োজন। কীভাবে,কোন অ্যাপ্রোচ আপনার অর্ডিয়েন্সকে কনভেন্স করবেন তা আপনাকে যাচাই করতেই হবে।

মার্কেটিং  ইমেইলগুলো কাস্টমারদের লিস্ট অনুযায়ী পাঠানো হয় এবং ব্যবসায় ড্রাম আপ করতে প্রোডাক্ট ও সার্ভিস রিলেটেড সচেতনতা তৈরি করতে সম্ভাবনা তৈরি করে। 

স্যালারিঃ ই-মেইল মার্কেটিং ম্যানেজারের গড় বেতন: $65,834 ডলার।

২। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO)

আপনার এক্সপেরিয়েন্স যেমনই হোক না কেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO হলো ডিজিটাল মার্কেটিং-এ খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। এটি প্রতিটি কনসেপ্টের মেরুদণ্ড যা কন্টেন্টকে ফোকাস করে কাজ সম্পন্ন করে।

জেনে নিন – এসইও কি, কত প্রকার এবং কিভাবে করতে হয়

এসইও এক্সপার্টদের জন্য ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারের দৃষ্টিভঙ্গি শক্তিশালী। কারণ  সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট কোয়ালিটি স্কোরিং, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, মোবাইল সার্চ এবং ওয়েবসাইট অ্যানালিটিক্স বোঝেন এমন প্রফেশনালদের খুব প্রয়োজন। অনলাইন ট্র্যাফিক সর্বাধিক করার জন্য এই সমস্ত বিষয় অবশ্যই কভার করতে হবে।

স্যালারিঃ এসইও ম্যানেজারের গড় বেতন: $62,621 ডলার।

৩। কপিরাইটিং

আপনি ডিজিটাল মার্কেটিং ফিল্ডের এক্সপেরিয়েন্স অর্জন করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এই ফিল্ডে কপি-রাইটিং ডিমান্ড এবং স্কোপ ঠিক কতখানি। কপিরাইটাররা ট্যাগলাইন, প্রোডাক্ট ডেস্ক্রিপশন, ই-মেইল, এডভার্টাইজ এবং আরও অনেক কিছু সহ বিস্তৃত কন্টেন্ট রেডি করে। এমনকি তারা সরাসরি ভিডিও স্ক্রিপ্টের মতো অ-ডিজিটাল ইলেমেন্ট তৈরি করে।এক্ষেত্রে কপি কন্টেন্টের মত ডিটেইলস না হলেও শর্ট বাক্যের মধ্যে ডিটেলস আকারে বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়।

স্যালারিঃ কপিরাইটারের গড় বেতন: $58,465

৪। কন্টেন্ট রাইটিং

প্রথম নজরে, কন্টেন্ট রাইটিং এবং কপিরাইট একই ডিজিটাল মার্কেটিং একই রো৷ প্লে করলেই আপনি যখন ডিজিটাল মার্কেটিং শুরু করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে তাদের দুটি আলাদা কাজ আছে।

কন্টেন্ট রাইটিং বিশেষভাবে দীর্ঘ-ফর্মের কন্টেন্টের উপর ফোকাস করেন যা পাঠকদের সাইটে আকর্ষণ করে এবং সেলস বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় ইলেমেন্ট রেডি করে। তারা কেস স্টাডি, ব্লগ পোস্ট এবং ই-বুক তৈরি করে যা পাঠকদের কাছে ইন্ডিরেক্টলি বা ডিরেক্টলি প্রোডাক্ট সেল করতে সাহায্য করে।  

স্যালারিঃ কন্টেন্ট ম্যানেজারের গড় বেতন: $56,779 ডলার।

৫। সোশ্যাল মিডিয়া মার্কেটিং

সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর একটি বিশাল অংশ। সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন এবং অন্যদের মতো নেটওয়ার্কগুলোতে  ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড প্রমোশন করে।

অবশ্যই পড়ুনঃ ফেসবুক থেকে টাকা আয় করার

সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা মার্কেটিং স্ট্রাটেজি ভিডিও এবং গ্রাফিক্স তৈরি করে; এবং  টার্গেট অর্ডিয়েন্স পেতে দর্শকদের উপর রিসার্চ করে। এটি এমন একটি প্রফেশন যেখানে কন্টেন্ট লেখা থেকে শুরু করে ডিজনীন এবং প্রজেক্ট পরিচালনার মধ্যে একটি কানেকশান বিল্ড আপ করে। তাই এই প্রফেশনে আসতে হলে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি কন্টেন্ট রাইটিং,ফটো এডিটিং সহ বেশ কিছু ফিল্ডে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে।

স্যালারিঃ সোশ্যাল মিডিয়া মার্কেটারের গড় বেতন: $50,473 ডলার।

৬। এড ম্যানেজমেন্ট

বিগত কয়েক দশকে এড ম্যানেজমেন্ট ফিল্ড উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে।  ডিজিটাল এড মার্কেটিং ফিল্ডে একটি প্রভাবশালী ভূমিকা নিয়েছে।

এড ম্যানেজাররা  সঠিক অর্ডিয়েন্সের সাথে সঠিক পণ্য পৌছে দেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে৷ প্রতিটি আউটলেটের জন্য কোন ধরনের কন্টেন্ট সর্বোত্তম কাজ করবে তা নির্ধারণ করতে তারা মিডিয়া ব্র্যান্ডগুলোর সাথে সম্পর্ক তৈরি করে এবং উভয় পক্ষের কাছে আবেদনকারী হার এবং শর্তাবলি নিয়ে আলোচনা করে। 

স্যালারিঃ ডিজিটাল এড ম্যানেজারে এক্সপার্টের গড় বেতন: $51,272 ডলার।

৭। সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)

সার্চ ইঞ্জিন মার্কেটিং প্রায়শই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশানের সাথে বিভ্রান্ত হয়, তবে মূল পার্থক্য হল যে SEM অর্থপ্রদানের স্ট্রাটেজি অন্তর্ভুক্ত করে। SEM ম্যানেজাররা কি-ওয়ার্ড রিসার্চ নিয়ে গবেষণা করে দেখেন যে অর্ডিয়েন্স  কী সার্চ করছে এবং এই ধরনের পোস্টগুলোর জন্য বিড করার জন্য উপযুক্ত পরিমাণ নির্ধারণ করে যাতে কোম্পানির পেইজগুলোর সার্চ রেজাল্টে  প্রদর্শিত হয়। এটি এসইও এবং এড  মিশ্রণ যা ওয়েবসাইটে ট্র্যাফিক আনার পাশাপাশি এনগেইজমেন্ট বৃদ্ধিতে  সাহায্য করে।

স্যালারিঃ SEM ম্যানেজারের গড় বেতন: $74,399

উপসংহার-

ডিমান্ড এবং ক্যারিয়ার অপুর্চুনিটিস এর দিক থেকে ডিজিটাল মার্কেটিং হয়ে উঠেছে বেশ সম্ভাবনার একটি সেক্টর। আশা করি আজকের আলোচনার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করেছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। সেই আজকের আলোচনা নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু! 

Avatar of Shakib Hasan

Blogger and SEO Expert. Founder of Techbdtricks. I always try to explore something new and let the people know about that. Keep me in your prayers.

Leave a Comment