google.com, pub-2818299811453184, DIRECT, f08c47fec0942fa0

মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস

আমাদের অনেক সময় বিভিন্ন কারনে লোকেশন বের করা দরকার হয়। এই লোকেশন বের করার জন্য বিভিন্ন প্রকার নাম্বার লোকেশন app রয়েছে। আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস ব্যবহার করে খুব সহজেই জেনে নিতে পারবেন এই নাম্বারটা কোথায় আছে। তাই  আপনি যদি নাম্বার দিয়ে লোকেশন ট্রাকিং বাংলাদেশ এ বসে করতে চান তাহলে আজকের আর্টিকালটি আপনার জন্য। 

কেমন হবে যদি আপনি একটি অজানা কল পাওয়ার সাথে সাথে ব্যক্তিগত নম্বর ট্রেস করতে জানেন কিংবা মোবাইল হারিয়ে গেলে সেটি কোথায় আছে তা জেনে নিতে পারেন? কিছু কিছু এন্ড্রয়েড মোবাইল এপস আছে যেগুলোর মাধ্যমে শুধুমাত্র লোকেশন ট্র্যাকিং নয়, ফোনের কল লিস্ট, কনট্যাক্ট, মেসেজ, ব্রাউজিং হিস্ট্রি, ইত্যাদি অনেক ধরনের ইনফরমেশন বের করা যায়।

বিভিন্ন কারনে আপনার লোকেশন বের করার প্রয়োজন হতে পারে। অচেনা নাম্বার থেকে কল আসলে আমরা বিরক্তি বোধ করি এবং সাথে সাথে তার লোকেশন জানতে চাই। অনেক সময় আমাদের মোবাইল হারিয়ে গেলে নিজে নিজে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার চেষ্ঠা করি। অনেকে আবার অবৈধ কাজ করার লক্ষ্যে মোবাইল লোকেশন ট্র্যাক করে থাকে। 

আপনি কি জানেন একজন মানুষের অনুমতি না নিয়ে তার লোকেশন বের করার চেষ্ঠা করা দন্ডনীয় অপরাধ। এতে ব্যাক্তির ব্যাক্তি স্বাধীনতা ক্ষুন্য হয়। অনেকেই অসৎ কাজ করার লক্ষে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার চেষ্ঠা করে, তাই প্রতিটি দেশেই লোকেশন ট্র্যাকিং নিরপত্তা আইন রয়েছে।

অবশ্যই পড়ুনঃ কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়?

মোবাইল নেটওয়ার্ক কিংবা টেলিফোন অপারেটর চাইলেই শুধুমাত্র মোবাইল নাম্বার ব্যবহার করে খুব সহজেই লোকেশন বের করতে ফেলতে পারে। কিন্তু তারা কখনোই কারো লোকেশন তথ্য আপনাকে দিবে না, তারা শুধুমাত্র আইনের কাজে এটি ব্যবহার করে। 

কিন্তু একটি ভালো সংবাদ হচ্ছে অনলাইনে কিছু mobile number tracking apps রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি নিজেই একজনের লোকেশন, কল লিস্ট, কনট্যাক্ট ইত্যাদি সকল ইনফরমেশন জেনে নিতে পারবেন। এপস গুলো সবার জন্য উন্মুক্ত এবং যে কেউ চাইলেই তাদের স্মার্টফোনে এপসগুলো ব্যবহার কতে পারে।

নাম্বার দিয়ে লোকেশন বের করার সেরা এন্ড্রয়েড এপস 

নাম্বার দিয়ে লোকেশন বের করার অনেক এপস রয়েছে। কিন্তু সকল এপস ব্যবহার করা আপনার উচিত হবে না। কেননা এর মধ্যে কিছু এপস আছে যেগুলো ব্যবহার করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে, সে এপসগুলো ব্যবহার করা আপনার জন্য বিপদজনক। 

তাই আজকে সবচেয়ে ভালো কয়েকটি লোকেশন ট্র্যাকিং এপস বা সফটওয়ার সম্পর্কে আপনাদের জানাবো।

1. Phone Tracker By Number [Free and Premium]

Phone Tracker By Number হচ্ছে একটি সিম লোকেশন ট্র্যাকার এপস যেটি খুব দ্রুত একটি নাম্বার লোকেশন নির্ভুলভাবে বের করতে সক্ষম। এই অ্যাপ্লিকেশানটি মা-বাবাদের জন্য তৈরি করা হয়েছে যাতে তারা খুব সহজে তাদের বাচ্চাদের লোকেশন ট্র্যাকিং করতে পারে।  

আপনি এখানে আপনার বাচ্চাদের নাম্বার ইনপুট দিয়ে রাখবেন, এখানে আনলিমিটেড নাম্বার ইনপুট দেওয়া যায়।যখন আপনার বাচ্চারা বন্ধুদের সাথে বাইরে বের হয়, খেলতে যায় কিংবা স্কুলে যায় তখন তাদের অবস্থান জানার জন্য অ্যাপটি আপনাকে অনেক হেল্প করবে। এটি GPS location tracking এর মাধ্যমে আপনার বাচ্চা এখন কোথায় আছে তা সরাসরি দেখাবে এবং কোথায় কোথায় গিয়েছিল এসব তথ্য সেভ করে রাখবে।

তাছাড়াও Number Details, Current Location, Location via GPS, Location History ইত্যাদি তথ্য আপনারা মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এই এপস থেকে জানতে পারবেন।

এটি আপনি ফ্রি এবং পেইড উভয় ভার্সন ব্যবহার করতে পারবেন।

2. CallerSmart: Caller ID + Block [Free]

আইফোন ব্যবহারকারীদের জন্য CallerSmart: Caller ID + Block দুর্দান্ত একটি লোকেশন ট্র্যাকিং অ্যাপ্লিকেশান।  

CallerSmart অ্যাপটি যদি আপনার আইফোন কিংবা আইপেডে ডাউনলোড করা থাকে তাহলে অপরিচিত নাম্বার থেকে কল আসলে আপনি মোবাইল নাম্বার দিয়ে পরিচয় এবং লোকেশন দেখতে পারবেন। 

তাছাড়া এই অ্যাপ ব্যবহারের আরেকটা সুবিধা হলো কেউ যদি আপনার মোবাইল নাম্বার এখানে সার্চ করে থাকে তাহলে তার সকল তথ্য আপনাকে provide   করবে।

এটি আপনি apple app store থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে এর কিছু exclusive features ব্যবহার করার জন্য আপনাকে paid subscription কিনতে হবে।

3. Mr. Number Lookup & Call Block [Premium]

১০০% নিরাপত্তার সাথে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার জন্য Mr. Number Lookup & Call Block সবচেয়ে ভালো একটি এপস।

এই এপসটিতে আপনি একটি নাম্বার দিয়ে সার্চ করার সাথে সাথে আপনি জানতে পারবেন নাম্বারটা স্ক্যামার নাম্বার কিনা। তাছাড়া উক্ত নাম্বার যেটি আপনি সার্চ করেছেন সেটি সম্পর্কে অন্যের মন্তব্য আপনি পড়তে পারবেন এই অ্যাপ্লিকেশান ব্যবহার করে। সুতরাং, লোকটি যদি প্রতারক হয়ে থাকে তাহলে খুব সহজেই আপনি কমেন্ট পড়ে বুঝে ফেলবেন। তাছাড়া, আপনি চাইলে যেকোনো নাম্বার সরাসরি অ্যাপ থেকে ব্লক করে দিতে পারবেন।

এটি আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ঠিকই, কিন্তু ব্যবহার করতে গেলে আপনাকে টাকা দিতে হবে।

4. Truecaller [Free & Premium]

ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস হিসেবে আপনি Truecaller mobile app ব্যবহার করতে পারেন। এই এন্ড্রয়েড এবং আইফোন উভর ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করা থাকলে আপনার মোবাইলে কল কিংবা এসএমএস এলে ঐ কল দাতা বা এসএমএস দাতার নাম স্ক্রিনে দেখা যাবে। যদি অচেনা(unknown) নাম্বার থেকে কল আসে তাহলে কোন লোকেশন থেকে কল এসেছে এবং কল দাতার নাম কি অর্থাৎ আপনি caller ID দেখে নিতে পারবেন। এটি ম্যাজিকের মতো কাজ করে।

তাছাড়া এই অ্যাপ ব্যবহার করে আপনি আপনার মোবাইলে আসা স্পাম মেসেজ এবং গুরুত্বপূর্ন ম্যাসেজ আলাদাভাবে দেখতে পারবেন। এটিও খুব অসাধারন একটি সুবিধা।

নিরাপত্তার ক্ষেত্রে আপনি চাইলে এক ক্লিকে Truecaller অ্যাপ এর সকল call history এবং logs ডিলিট করে ফেলতে পারবেন।

এই অ্যাপটি ফ্রি ব্যবহার করা যায়। কিন্তু এর premium version ব্যবহার করে আপনি আরো বাড়তি সুবিধা নিতে পারেন।

5. Spyic [Premium]

mobile number দিয়ে location বের করার জন্য আপনি ব্যবহার করতে পারেন Spyic নামক অ্যাপটি। কিন্তু, প্রথমেই বলে রাখি এটি ব্যবহার করতে গেলে আপনাকে পেইড সাবস্ক্রিপশন কিনতে হবে। এটি লোকেশন বের করার জন্য এক কথায় একটি অসাধারন অ্যাপ।

Spyic নাম্বার লোকেশন app এর মাধ্যমে শুধুমাত্র লোকেশন ট্র্যাকিং নয়, ফোনের Call list, contacts, messages, browsing history ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ দেখে নেওয়া যাবে খুব সহজেই।

এই অ্যাপ ব্যবহারে আপনার ফোনের সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না, এটি ব্যবহার করা ১০০% নিরাপদ। কিন্তু এটি ব্যবহার করতে গেলে আপনাকে প্রতিমাসে ৪০ ডলার খরচ করতে হবে।

এটি ফ্রি ব্যবহার করতে পারবেন না।

আমদের শেষ কথা

আশা করছি মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস সম্পর্কে আপনারা একটি ধারনা পেয়েছেন। উপরে উল্লিখত এপসগুলোর মাধ্যমে আপনি শুধু মোবাইল নাম্বার দিয়ে যে কারো লোকেশন জানতে পারবেন। কিন্তু, গুগল ম্যাপের মধ্যে লোকেশন দেখার জন্য আপনারকে parental control app ব্যবহার করতে হবে।

সেক্ষেত্রে আপনি যার লোকেশন বের করতে চাচ্ছেন তার মোবাইলে সাথে আপনার মোবাইল আগে থেকে সংযুক্ত করে নিতে হবে। সেটি আপনার বাচ্চা অথবা আপনার গার্লফেন্ড/বয়ফেন্ড এর উপর নজরদারী করার জন্য খুব কার্যকরী।

Check Also

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম [২০২৪ আপডেট]

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম অনেক সহজ। একটা সময় বিমানের টিকেট কাটা খুবই কষ্টসাধ্য এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *