IMEI নাম্বার বের করার নিয়ম – IMEI নাম্বার কিভাবে বের করে?

IMEI নাম্বার খুজে বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মোবাইলে *#06# কোড ডায়াল করা। তাছাড়া আরো অনেকগুলো IMEI নাম্বার বের করার নিয়ম রয়েছে। আজকের আর্টিকালে আমি IMEI নাম্বার কিভাবে বের করে তা আলোচনা করতে যাচ্ছি। মনযোগ সহকারে সম্পূর্ন আর্টিকালটি পড়ুন।

How to check imei number bd? অর্থাৎ, মোবাইলের imei check bd করার উপায় কি? কিভাবে মোবাইলের .আইএমইআই দেখব?

চলুন মোবাইলের IMEI নাম্বার জানার উপায় জেনে নেওয়া যাক। তার আগে দেখে নিন imei নাম্বার দিয়ে আপনি কি কি কর করতে পারবেন।

কেন IMEI নাম্বার জানা প্রয়োজন / imei নাম্বার দিয়ে কি কি করা যায়?

IMEI NUMBER আমাদের অনেক কাজে লাগে। আমাদের দামী মোবাইল যদি হারিয়ে কিংবা চুরি হয়ে যায় তাহলে থানায় জিডি করতে IMEI নাম্বার জানার প্রয়োজন হবে।

তাছাড়া, অনেক সময় কোনো মোবাইল একটি অপরাধের সাথে জড়িত হয়ে যায়। অর্থাৎ, এমন পরিস্থিতি হয় যে ঐ মোবাইলটি ছাড়া Case solve করা অসম্ভব হয়ে যায়। তখন ঐ মোবাইল খুজে পেতে দরকার হয় IMEI নাম্বারের।

IMEI নাম্বার দিয়ে মোবাইল লোকেশন ট্র্যাকিং করে অপরাধি আটক করা যায়। তাই, IMEI নাম্বার জেনে রাখা প্রয়োজন।

তাছাড়াও একটি নতুন মোবাইল কেনার সময় মোবাইলটি আসল নাকি নকল তা imei নাম্বার দিয়ে Check করে নিতে হয়।

অর্থাৎ, মোবাইল Official নাকি Unofficial তা imei দিয়ে চেক করা যায়।

যদি আপনি আপনার মোবাইলের IMEI নাম্বার না জেনে থাকেন তাহলে পোস্টটি মন দিয়ে পড়ুন। এখানে আমি IMEI নাম্বার খুজে বের করার ৩ টি সহজ নিয়ম দেখাবো।

সম্পর্কিত আর্টিকালঃ

IMEI নাম্বার কিভাবে বের করে

একটি মোবাইলের IMEI নাম্বার দেখার অনেক উপায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে মোবাইলে কোড ডায়াল করার মাধ্যমে IMEI বের করা।

এছাড়াও আরো অনেক উপায় আছে IMEI নাম্বার বের করার।

উপায়গুলো হলোঃ

  • IMEI check code এর মাধ্যমে
  • মোবাইলের বক্স চেক করে
  • IMEI online check করে
    • google dashboard এর মাধ্যমে
    • find my device এর মাধ্যমে

IMEI নাম্বার বের করার নিয়ম

USSD code এর মাধ্যমে IMEI check করার নিয়ম

প্রতিটি মোবাইলেরই একটি IMEI নাম্বার থাকে। হোক সেটি এন্ড্রয়েড ফোন কিংবা বাটন মোবাইল। তো কিভাবে কোড ডায়াল করে আইএমইআই জানা যায়? অর্থাৎ, code এর মাধ্যমে imei জানার উপায় কি?

আপনি আপনার মোবাইলে *#06# code ডায়াল করার মাধ্যমে IMEI নাম্বার দেখে নিতে পারবেন। এই কোড ডায়াল করার সাথে সাথেই আপনার সামনে IMEI নাম্বার প্রদর্শিত হবে। Duel Sim মোবাইলের জন্য আলাদা ২ টি IMEI NUMBER দেখানো হবে।

অর্থাৎ, imei check code for android is *#06# যার সাহয্যে খুব সহজেই দেখা যাবে মোবাইলের আইএমইআই নাম্বার।

এবং এই USSD code কোড ডায়ালের মাধ্যমে আরো একটি জিনিস দেখতে পারবেন। আর তা হলো SN NUMBER

পরিশেষে আমরা জানলাম মোবাইলে *#06# USSD code ডায়ালের মাধ্যমে আমরা দেখতে পারি যথাক্রমেঃ

  • IMEI 1
  • IMEI 2
  • SN বা S/N

Mobile Box থেকে imei জানার উপায়

মোবাইল ক্রয় করার সময় একটি Mobile box আমাদের দেওয়া হয়। সে বক্সের মধ্যে মোবাইল সহ মোবাইলের Charger, cable, headphone, এবং User guide book দেওয়া হয়ে থাকে।

মোবাইলের সাথে দেওয়া বক্সের গায়ে IMEI NUMBER, Model number, Manufactured details এবং মোবাইলের বিভিন্ন features সম্পর্কে লেখা থাকে.

বিভিন্ন কারনে আমদের imei নাম্বার জানার প্রয়োজন পরলে যদি *#06# USSD code ডায়াল করে জানা সম্ভব না হয় তাহলে আমরা মোবাইলের বক্স থেকে তা সহজেই দেখে নিতে পারি।

আর অফিশিয়াল মোবাইলের বক্সের গায়ে আরেকটা জিনিস অবশ্যই লেখা থাকবে, তা হলোঃ “মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে KYD <space> ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ তে এসএমএস করে ডিভাইসটির বৈধতা যাচাই করে নিন – বিটিআরসি।”

আপনি এই নিয়মে SMS করে দেখে নিতে পারবেন আপনার মোবাইলটি অফিসিয়াল (Official) কিনা।

Online থেকে IMEI নাম্বার বের করার নিয়ম

অনলাইন থেকে কয়েকটি উপায়ে IMEI নাম্বার বের করা যায়। এর মধ্যে সবচেয়ে সহজ ২ টি উপায় হলোঃ

  1. Google Dashboard
  2. এবং Find My device.

উক্ত নিয়মে একটি মোবাইলে imei জানতে পারবেন। তবে, Online থেকে IMEI নাম্বার জানার জন্য আপনার মোবাইলটি একটি এন্ড্রয়েড মোবাইল হতে হবে।

যদি আপনার মোবাইল এন্ড্রয়েড ডিভাইস হয়ে থাকে তাহলে চলুন উক্ত নিয়মে imei জানার উপায় দেখে নেওয়া যাক –

google dashboard এর মাধ্যমে IMEI নাম্বার কিভাবে বের করে?

google dashboard এর মাধ্যমে IMEI নাম্বার বের করতে পারবেন যদি আপনার মোবাইলটি একটি এন্ড্রয়েড মোবাইল হয়। সেক্ষেত্রে যে মোবাইলের IMEI check করতে চাচ্ছেন সেটিতে একটি Google Account sign-in থাকতে হবে।

তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • কোনো নির্দিষ্ট মোবাইলের IMEI নম্বর জানতে সেই মোবাইলে যে Google অ্যাকাউন্ট লগিং রয়েছে, সেই অন্য যে কোনো ডিভাইস (মোবাইল/ল্যাপটপ/কম্পিউটার) এ লগিন করুন।
  • গুগলে Google Dashboard লিখে সার্চ করুন।
  • এইবার Google Dashboard ওপেন করুন।
  • নিচ থেকে Android Backups অপশনটি সিলেক্ট করুন।
  • এখান থেকে আপনার মোবাইলের IMEI দেখা যাবে।
  • যদি একাধিক ডিভাইস লগ-ইন থাকে তাহকে প্রত্যেক ডিভাইসের নামের পাশে IMEI নম্বর দেওয়া থাকবে থাকবে। অথবা “i” আইকনে ক্লিক করে IMEI নাম্বার দেখে নিন।

find my device এর মাধ্যমে IMEI নাম্বার কিভাবে বের করে?

  • Play store থেকে find my device download করুন।
  • find my device অ্যাপ্লিকেশানটি open করুন।
  • যে মোবাইলেই imei চেক করতে চাচ্ছেন সেটিতে যে গুগল একাউন্ট লগিন করা সেই একই একাউন্ট দিয়ে এইবার find my device application এ লগ ইন করুন।
  • উপরের তালিকা থেকে আপনার মোবাইল সিলেক্ট করুন। ( যে মোবাইল imei চেক করতে চাচ্ছেন)
  • সেই ডিভাইসের পাশে “i” আইকনে ক্লিক করুন।
  • “i” icon অর্থাৎ আই বাটনে ক্লিক করলে Pop up পেইজে আপনার Device information যথাক্রমে Model number, IMEI number, First registered date, and last seen date দেখাবে।

এভাবে find my device এর মাধ্যমে আপনি আপনার হারানো মোবাইলের IMEI দেখে নিতে পারবেন।

কম্পিউটারে কিভাবে imei number খুজে পাবো?

কম্পিউটারের মাধ্যমেও আপনি আপনার হারানো মোবাইলের imei number খুজে বের করতে পারবেন।

সে জন্য আপনাকে প্রথমে কম্পিউটারে গুগল একাউন্ট সাইন ইন করতে হবে। অবশ্যই মোবাইলে যে একাউন্ট একবার সাইন ইন করেছেন সে একাউন্ট দিয়ে সাইন ইন বা লগ ইন করতে হবে।

তারপর নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

  • যেকোনো ব্রাউজারে প্রবেশ করে Manage your Google Account এ যান
  • বামপাশ থেকে Security অপশনটি বেছে নিন
  • Your devices এর নিচে থেকে Find a lost device অপশন এ ক্লিক করুন।
  • তারপর আপনার গুগল একাউন্টের সাথে যুক্ত থাকা ডিভাইসগুলো প্রদর্শিত হবে। আপনি যে ডিভাইসের IMEI Check করতে চান তা সিলেক্ট করুন।
  • তারপর ডিভাইসের পাশে থাকা “i” আইকন এ ক্লিক করুন।
  • ফলে আপনার উক্ত ডিভাইসের IMEI number show করবে।

এভাবে কম্পিউটারের মাধ্যমে অন্য কোনো ডিভাইস বা মোবাইলের IMEI

শেষ কথা

আশা করি IMEI জানার উপায় আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা এখন IMEI নাম্বার বের করার নিয়ম জেনে গেছেন। ফলে যেকোনো সময় যেকোনো মোবাইল imei চেক আপনারা এখন করে নিতে পারবেন।

যদি কোনো কারনে মোবাইল IMEI CHECK করতে ব্যর্থ হোন, তাহলে নিচে কমেন্ট করে করে জানিয়ে দিন।

সম্পর্কিত আর্টিকালঃ

Avatar of Shakib Hasan

Blogger and SEO Expert. Founder of Techbdtricks. I always try to explore something new and let the people know about that. Keep me in your prayers.

2 thoughts on “IMEI নাম্বার বের করার নিয়ম – IMEI নাম্বার কিভাবে বের করে?”

  1. ভাইয়া আমি সব ভাবে দেখলাম কিন্তু ইএমাই আসছে না কি করবো 😭😭 আমি খুবি চিন্তিত এই বিষয়

    Reply
    • আর্টিকালে দেখানো নিয়মগুলোর যেকোনো একটি দিয়েই তো আইএমইআই বের করা সম্ভব। আপনি আরেকবার চেষ্ঠা করে দেখুন, আর যদি তাতেও না হয় তাহলে আপনার কোথায় কোথায় সমস্যা হচ্ছে তা আমাদেরকে জানান।

      Reply

Leave a Comment