আমি এখন কোথায় আছি কিংবা আমার বর্তমান লোকেশন কোথায় খুজে বের করার জন্য আমরা অনেকসময় গুগলে সার্চ করে থাকি।
বিশেষ করে যখন নতুন জায়গায় ভ্রমন করি তখন জানতে চাই আমি এখন কোন গ্রামে আছি অথবা আমি এখন কোন বিভাগে আছি।
হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুব সহজেই আমার লোকেশন কোথায় বা গুগল আমি এখন কোথায় আছি এই প্রশ্নের সমাধান পাওয়া যেতে পারে।
আজকের আর্টিকালে আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। যার মাধ্যমে জানা যাবে আমি এখন কোথায় আছি (ami akhon kothay achi), আমার বর্তমান লোকেশন কোথায়, আমি যেখানে আছি জায়গাটার নাম কি, কিংবা আমি এখন কোথায় বসে আছি ইত্যাদি সকল তথ্য।
আমি এখন কোথায় আছি তা জানার উপায়
আমি এখন কোথায় আছি তা জানার ২ টি প্রধান উপায় রয়েছে। উপায় দুটি হলোঃ
- গুগল ম্যাপ ব্যবহার করে।
- গুগলে সার্চ করে।
Google Maps অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে খুব সহজেই বের করা যাবে আমি এখন কোন জায়গায় আছি কিংবা আমার বর্তমান লোকেশন কোথায়।
তাছাড়াও, গুগল সার্চ করার মাধ্যমে আমি এখন কোন গ্রামে আছি কিংবা আমার লোকেশন কোথায় তা বের করা যেতে পারে।
চলুন দুটি উপায় বিস্তারিত দেখে নিন।
গুগল ম্যাপ ব্যবহার করে আমি এখন কোথায় আছি জানার উপায়
গুগল ম্যাপ ব্যবহার করে আমি এখন কোথায় রয়েছি জানতে হলে প্রথমে মোবাইল ফোনে গুগল ম্যাপ ইন্সটল, ইন্টারনেট কানেকশন এবং GPS Location চালু আছে তা নিশ্চিত করতে হবে।
এ কয়েকটি জিনিস ঠিক থাকলে গুগল ম্যাপে প্রবেশ করে My Location বাটনে ক্লিক করে আপনার বর্তমান লোকেশন জানতে পারবেন।
গুগলে সার্চ করে আমি এখন কোথায় আছি জানার উপায়
গুগলে অনুসন্ধান করেও আমি এখন কোন জায়গায় আছি তা বের করা যেতে পারে।
এমন অনেকগুলো Keywords আছে যেগুলো লিখে Google Search করলে সরাসরি বর্তমান Location চলে আসে।
যেমনঃ my location , my location right now , আমার লোকেশন কোথায় , আমি এখন কোথায় আছি, ইত্যাদি।
এদের মধ্যে যেকোনো কি-ওয়ার্ড লিখে সার্চ করলে গুগল আপনার বর্তমান ঠিকানা প্রদর্শন করবে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার ব্রাউজারে Maps-কে আপনার লোকেশন দেখার অনুমতি দিতে হবে।
কিভাবে জানবো আমার বর্তমান লোকেশন কোথায় – Amar Location kothay
গুগল আমি এখন কোথায় আছি , amar location bolo ইত্যাদি লিখে সার্চ করলে অধিকাংশ ক্ষেত্রেই গুগল আপনাকে আমার বর্তমান লোকেশন দেখাবে।
আপনি যদি zoom in করে একদম exact location দেখতে চান, এবং চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে চান তাহলে Google Maps এ প্রবেশ করতে হবে।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গুগল ম্যাপের মাধ্যমে আমি এখন কই আছি তার পাশাপাশি আরো অনেক কিছুই জানা যায়। যেমন, আমি বাড়ি থেকে কত দূরে আছি, বাড়িতে যেতে কত সময় লাগবে, রাস্তার ম্যাপে কোনো ট্র্যাফিক জ্যাম আছে কিনা ইত্যাদিও জানা যায়।
গুগল ম্যাপ ব্যবহার করে আমার বর্তমান লোকেশন বের করবো কিভাবে?
আমার বর্তমান লোকেশন কোথায় তা বের করতে হলে গুগল ম্যাপ আগে খুঁজে বের করতে হবে।
আপনার হাতে থাকা মোবাইলের হোম স্ক্রিনে বা অ্যাপ ফাইলে Google Maps অ্যাপ্লিকেশানটি রয়েছে। আর যদি না থেকে থাকে তাহলে Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
তারপর নিন্মবর্ণীত ধাপ অনুসরণ করুনঃ
- Google Maps-এ প্রবেশ করুন
- গুগল একাউন্ট দিয়ে সাইট ইন করুন
- তারপর ম্যাপ এর ডানপাশে নিচে গোলাকৃতি চিহ্নের My Location Icon-এ ক্লিক করুন
- যদি আপনার মোবাইলের Location বন্ধ থাকে তাহলে তা চালু করতে বলা হবে।
- Mobile Location চালু করার জন্য OK চাপ দিন।
- এরপর, আপনার সামনে আপনার বর্তমান লোকেশন প্রদর্শিত হবে।
উপরে বর্ণিত উপায়ে গুগল ম্যাপ এর সাহায্যে আমি এখন কোন গ্রামে আছি বা আমার বর্তমান লোকেশন কোথায় তা বের করে ফেলতে পারবেন
আরো পড়ুনঃ
- গুগল একাউন্ট খোলার নিয়ম – দেখে নিন কিভাবে গুগল একাউন্ট খুলে সাইন ইন করতে হয়
- গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম
Google Maps –

My Location Icon –

এখন আমি কোথায় আছি তা গুগল ম্যাপ দেখে কিভাবে বুঝব?
আপনি এখন কোথায় আছেন তা বুঝতে হলে প্রথমে গুগল ম্যাপ ব্যবহার করে আমার বর্তমান লোকেশন বের করতে হবে যা আমি উপরিভাগে দেখিয়েছি।
এরপর গুগল ম্যাপে আপনার চারপাশের লোকেশন দেখে বুঝতে হবে আপনি এখন কোথায় রয়েছেন। অর্থাৎ, গুগল ম্যাপে আমার কাছাকাছি গ্রাম দেখে আমি বুজব আমি এখন কোন গ্রামে আছি। আবার রাস্তা দেখে বুঝব আমি এখন কোন জায়গায় আছি বা আমার লোকেশন কোথায়
উদাহরনস্বরূপ –
এখন আমি বাংলাদেশে আছি ।

উপরের পিক দেখে বুঝতে পারছেন আমি এখন বাংলাদেশে আছি। কিন্তু বাংলাদেশের কোন জেলায় আছি তা বুঝা যাচ্ছে না।
এটি বুজতে হলে ম্যাপ Zoom-in করতে হবে। Zoom করলে প্রথমে দেখাবে আমি এখন কোন বিভাগে আছি । এরপর আরো Zoom করলে দেখাবে আমি এখন কোন জেলায় আছি ; আমি এখন কোন গ্রামে আছি ; এবং সর্বশেষে আমার বর্তমান লোকেশন বা এই জায়গার নাম কি তা দেখাবে।
অর্থাৎ, গুগল ম্যাপ আপনার প্রয়োজন অনুযায়ী সবকিছু দেখাবে। এবং সেগুলো দেখে আপনার প্রকৃত লোকেশন বুঝে নিতে হবে।
আমি এখন কোথায় আছি গুগল সার্চ করে কিভাবে জানব – Amar Location bolo
গুগল আমি এখন কোথায় আছি সার্চ করলে আপনার সামনে রেজাল্ট চলে আসবে। সে রেজাল্টের প্রথমেই থাকবে একটি ম্যাপ যেখানে আপনার বর্তমান লোকেশন দেখাবে।
এসইও এর কারনে এমনটি ঘটে।
এখন যদি আরো স্পষ্টভাবে আপনার লোকেশন কোথায় দেখতে চান তাহলে সেই ম্যাপে ক্লিক করে দিতে হবে। এর ফলে সরাসরি আপনি গুগল ম্যাপ অ্যাপ বা কম্পিউটার হলে ওয়েবসাইটে চলে যাবেন।
সেখানে আরো বিস্তারিত দেখতে পাবেন। আপনার আশপাশটায় কি রয়েছে; এখান থেকে আমার বাড়ি কতদূর; এখান থেকে আমার বাড়ি যেতে কতক্ষন লাগবে; কিভাবে যেতে হবে বিস্তারিত সব জানতে পারবেন গুগল ম্যাপে।
গুগল ম্যাপ এর সাহায্যে কিভাবে সঠিক লোকেশন খুঁজে পাবেন – সঠিক লোকেশন খোঁজার পদ্ধতি
আমি এখন কোন জায়গায় আছি কিংবা কোনো নির্দিষ্ট লোকেশনটি কোথায় আছে তা কি করে জানবেন? জি হ্যা, এটিও গুগল ম্যাপ ব্যবহার করে জানতে পারবেন।
শুধু তাই নয়, আপনার বর্তমান লোকেশন থেকে ঐ লোকেশনে কিভাবে যেতে হবে তার Direction বা রাস্তার ম্যাপ-ও পেয়ে যাবেন।
এখন প্রশ্ন হলো, কোনো একটি জায়গা বা প্রতিষ্ঠান এর সঠিক লোকেশন কি করে জানবেন?
এটিও আপনি গুগল ম্যাপের মাধ্যমে জেনে নিতে পারবেন। শুধু যে প্রতিষ্ঠানটি কোথায় আছে তাই নয়, বরং প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার, ইমেইল, প্রতিষ্ঠানের ছবি, আশেপাশের ছবি, রাস্তার ম্যাপ, Direction, ইত্যাদি সংগ্রহ করতে পারবেন।
মনে করুন, আপনি এখন চট্রগ্রামে আছেন। আপনি সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে আসতে চান।
তাহলে আপনি গুগল ম্যাপ অ্যাপ চালু করে উপরে সার্চ বক্সে ঢাকা মেডিক্যাল কলেজ লিখে সার্চ করলে এই জায়গার নাম কি, লোকেশন কোথায় এবং হাসপাতালের যোগাযোগ বিবরণীসহ সবকিছু সামনে চলে আসবে। আপনি সহজেই ঐ জায়গার লোকেশন ম্যাপ দেখতে পারবেন।
এভাবে গুগল ম্যাপ ব্যবহার করে কোনো জায়গা বা প্রতিষ্ঠান এর সঠিক লোকেশন খুঁজে বের করা যায়।
এখন আপনি যদি সেখানে যাওয়ার রাস্তা না চিনে থাকেন, তাহলে Directions বাটনে ক্লিক করলে গুগল আপনাকে রাস্তার ম্যাপ চিনিয়ে দিবে।
Conclusion – এখন আমি কোথায় রয়েছি
আমি এখন কোথায় তা জানার উপায় সুন্দর মতো দেখানো হয়েছে। আপনি যদি শিখে থাকে তাহলে ভালো। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আর্টিকালটি আবার শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ে ফেলুন।
আর আজকের আর্টিকালটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে ফেলুন। আমি এখন কোথায় আছি তা জানার উপায় বন্ধুদের সাথে শেয়ার করুন।