হারানো মোবাইল খুজে পাওয়ার উপায় – ৩ পদ্ধতিতে

অনেক সময় দেখা যায় accidentally আমরা আমাদের মোবাইলটিকে হারিয়ে ফেলি। আবার অনেক সময় মোবাইল চুরি হয়ে যায়। তো, আজকের আর্টিকালে আমরা দেখবো হারানো মোবাইল ফোন কিভাবে খুঁজে পাওয়া যায়। হারানো মোবাইল খুজে পাওয়ার উপায় জানতে পুরো আর্টিকালটি মন দিয়ে পড়ুন।

মোবাইল কমদামি হোক কিংবা বেশি দামি, এটি সবার কাছে খুবই গুরুত্বপূর্ন। যখন আমরা সেটিকে হারিয়ে ফেলি তখন অনেক আফসোস হয়।

কেননা, মোবাইলে এখন আমরা আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস সেভ করে রাখি। তাই, মোবাইলটি হারিয়ে ফেললে আমরা হতাশ হয়ে যাই। ভাবি আর হয়তো মোবাইলটি খুঁজে পাওয়া যাবে না।

কিন্তু বর্তমান প্রযুক্তির এতো উন্নয়ন হয়েছে যে এখন হারানো মোবাইল বের করার উপায় আছে। এখন সহজেই হারানো মোবাইল ট্র্যাক করে লোকেশন বের করা যায়। অর্থাৎ, আপনি ফোন ট্রাক করে দেখতে পারবেন আপনার হারিয়ে যাওয়া ফোনটি কোথায় রয়েছে।

মোবাইল চুরির দিন শেষ, এখন মোবাইল চুরেরাও সাবধান হয়েছে। কারন কেউ যদি মোবাইল চুরি করে তাহলে মোবাইল চুরির মামলা দিয়ে দেওয়া হয়। এবং হারানো মোবাইল খুজে পাওয়ার উপায় অবলম্ভন করে চুরকে ধরে ফেলা যায়।

আর এর জন্য মোবাইল চুরি যাওয়ার সাথে সাথেই নিকটস্থ থানায় জিডি করে রাখতে হয়। আর যদি মোবাইল ঘরের মধ্যে কোথাও রেখে দিয়ে কিছুক্ষন পর ভুলে যান তাহলে ব্যবহার করতে পারেন Find My Device অপশনটি।

আমার মোবাইল কি হারিয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে অথবা কোথায় রেখেছি তা ভুলে গেছি, যাই হোক না কেন, সে মোবাইল কিভাবে খুঁজে বের করা যায় চলুন বিস্তারিত আলোচনা করি-

মোবাইল হারিয়ে গেলে করনীয় কি?

মোবাইল হারিয়ে গেলে আমরা সবাই সে মোবাইল খুজে পেতে মরিয়া হয়ে যাই, উত্তেজিত হয়ে যাই। উত্তেজিত হয়ে এদিক সেদিক পাগলের মতো খুজতে থাকি।

কিন্তু পাগলের মতো না খুজে যদি সঠিক উপায়ে মোবাইল খুজা হয় তাহলে মোবাইলটি ফিরে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন আসুন ব্যাখ্য করি, মোবাইল হারিয়ে গেলে প্রথমে আপনার করনীয় কি তা নিয়ে।

প্রথমে নিশ্চিত হতে হবে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন চালু আছে কিনা। যদি ইন্টারনেট কানেকশন চালু থাকে এবং গুগল একাউন্ট লগইন করা থাকে, তাহলে মোবাইলটি একদম সহজেই খুজে পাবেন।

কারন, আপনার হাতের কাছে থাকা অন্য মোবাইলে সে একাউন্ট লগিন করে হারানো মোবাইল লোকেশন ট্র্যাক করতে পারবেন।

যদি আপনার মোবাইল কোথায় রেখেছেন তা ভুলে যান তাহলে Google find my device এর মাধ্যমে Ringing করে মোবাইলটি খুজে পাবেন। অথবা সরাসরি মোবাইলে কল করে খুজে পেতে পারেন।

কিন্তু মোবাইল চুরি হয়ে গেলে গুগলের সাহায্যে নিজে নিজে চেষ্ঠা করে আর আপনার মোবাইলটি খুজে বের করতে পারবেন না। সেজন্য মোবাইল চুরি হয়ে গেলে আপনাকে পুলিশের সহায়তা নিতে হবে। অর্থাৎ, থানায় গিয়ে আপনাকে জিডি করতে হবে।

মোবাইল হারিয়ে গেলে এবং খুজে না পেলে কেনো জিডি করা জরুরী?

মোবাইল হারিয়ে গেলে যদি গুগলের সাহায্য নিয়ে অনেকক্ষন খুজাখুজির পর তা বের করতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে থানায় গিয়ে জিডি করতে হবে। তা না হলে আপনি মামলা খেতে পারেন এমনকি আপনার জেল হতে পারে।

ভাবছেন কিভাবে? আপনার মোবাইলটি যদি কোনো অপরাধীর হাতে চলে যায় এবং আপনার মোবাইলের মাধ্যমে যদি কোনো অপরাধ করা হয় তাহলে পুলিশ আসল অপরাধীকে না ধরে আপনাকে ধরবে।

এর কারন, যে মোবাইলটি অপরাধের সাথে সংশ্লিষ্ট তা আপনার নামে রেজিস্ট্রেশন করা।

কিন্তু, মোবাইল হারিয়ে যাওয়ার পর যদি জিডি করেন তাহলে আপনি এ সমস্ত অপরাধের মামলা খাওয়ার হাত থেকে বেচে যাবেন।

তাছাড়া, আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি যদি চালু করা হলে পুলিশ সেটিকে ট্র্যাক করবে এবং খুজে বের করে আপনাকে ফিরিয়ে দিবে।

হারানো মোবাইল কিভাবে খুঁজে পাওয়া যেতে পারে?

উপরের আলোচনা থেকে হয়তো বুঝতে পেরেছেন হারানো মোবাইল অনেকভাবে খুজে পাওয়া সম্ভব। তারপরও, আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি যে হারানো মোবাইল ফিরে পাওয়ার উপায় কি। (Harano mobile fire pawar upay)

হারানো মোবাইল যেভাবে খুঁজে পাওয়া যেতে পারেঃ

  1. গুগলের সাহায্য নিয়েঃ গুগলের সাহায্য নিয়ে হারিয়ে যাওয়া মোবাইল এর লোকেশন খুজে বের করা যেতে পারে। সেজন্য যে মোবাইলটি হারিয়ে ফেলেছেন সেটায় Find My Device এবং Location অপশনটি চালু এবং গুগল একাউন্ট লগিন করা থাকতে হবে।
  2. থানায় জিডি করার মাধ্যমেঃ থানায় জিডি করার মাধ্যমে পুলিশের সাহায্য হারানো মোবাইল খুজে পাওয়া যেতে পারে। তাছাড়াও, জিডি করার মাধ্যমে হারানো মোবাইল সংশ্লিষ্ট যেকোনো অপরাধের মামলা থেকে বেচে থাকবেন।
  3. IMEI Number এর মাধ্যমেঃ এটি এমন একটি নাম্বার যা প্রতিটি মোবাইলের জন্য আলাদা হয়ে থাকে এবং এটি কখনোই মোবাইল থেকে মুছা কিংবা পরিবর্তন করা সম্ভব হয় না। তাই, আপনার ফোনের সব তথ্য মুছে ফেললে কিংবা সিম পরিবর্তন করে ফেললেও IMEI Number দিয়ে হারানো মোবাইল খুজে বের করা যাবে।

হারানো মোবাইল খুজে পাওয়ার উপায়

হারানো মোবাইল খুজে পাওয়ার বিভিন্ন উপায়ের মধ্যে কয়েকটি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। নিচের নিয়মগুলো অনুসরণ করে আপনি আপনার হারানো মোবাইল ফিরে পেতে পারেন।

যদি হারিয়ে যাওয়া ফোন খুজে নাও পান তবোও অনেক বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। তাই দেখে নিন, মোবাইল হারিয়ে গেলে কিভাবে তা খুবে পাবেন। (mobile hariye gele ki korbo)

গুগলের সাহায্য নিয়ে – Find My Device এর মাধ্যমে

হারানো ডিভাইস খুজে পাওয়ার জন্য গুগল অসাধারন একটি ফিচার সকল এন্ড্রয়েড ফোনে দিয়ে দেয়। আর তার নাম হলো Find My Device.

এই ফিচারটি ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলের লোকেশন ট্র্যাক করতে হবে। কিন্তু, ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে হারানো মোবাইল খুজে পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে।

Find my Device এর মাধ্যমে হারানো মোবাইল খুজে পাওয়ার শর্তঃ

গুগলের ফিচার তথা Find my Device ব্যবহার করে হারানো মোবাইলে খুজে পাওয়ার পূর্ব শর্ত হলো আপনার মোবাইলটি একটি স্মার্টফোন হতে হবে। অর্থাৎ, এ ফিচার ব্যবহার করে আপনি বাটন ফোন খুজে বের করতে পারবেন না। তাছাড়া –

  • হারানো ফোন অবশ্যই চালু থাকতে হবে।
  • হারানো ফোনে আপনার গুগল একাউন্ট লগিন করা থাকতে হবে
  • হারিয়ে যাওয়া মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
  • মোবাইলে গুগল প্লে সার্ভিস চালু থাকতে হবে।
  • লোকেশন সার্ভিস অন থাকতে হবে।
  • Find my Device ফিচারটি চালু থাকতে হবে।

Find My device অপশন চালু করার নিয়ম

বর্তমানে সকল মোবাইল কম্পানি উক্ত অপশনটি সয়ংক্রিয়ভাবে ম্যানুফেকচারের সময়ই চালু করে দেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনার মোবাইলের Find my Device অপশনটি চালু নাও থাকতে পারে।

তো এই অপশনটি চালু করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের Setting অপশনে প্রবেশ করতে হবে। তারপর একটু নিচে গেলেই Google নামের আরেকটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলে Find my Device অপশনটি পেয়ে যাবেন।

যদি এই অপশনটি বন্ধ করা থাকে তাহলে কেবল এটি চালু করে দিন।

Find My device এর সাহায্যে হারানো মোবাইল কিভাবে খুজে পাবো?

আপনার হারিয়ে যাওয়ার মোবাইল যদি উপরে উল্লিখিত শর্তগুলো মেনে থাকে তাহলেই কেবল আপনি আপনার হারানো মোবাইল খুজে পাবেন।

সেজন্য, আপনার হারিয়ে যাওয়া মোবাইলে যে গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট লগিন করা ছিল তা অন্য আরেকটি ডিভাইসের মধ্যে লগিন করতে হবে।

অন্য ডিভাইসে জিমেইল বা গুগল একাউন্ট লগিন নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

১। Manage your Google Account এ যান-

Manage your Google Account

২। বামপাশের মেনু থেকে Security অপশনটি বাছাই করুন-

হারানো মোবাইল এ  security দিন

৩। হারানো মোবাইল খুজে পেতে find a lost device অপশনটিতে ক্লিক করুন-

find a lost device

৪। এরপর যে যে ডিভাইসে আপনার উক্ত গুগল একাউন্ট লগিন করা আছে সে সকল ডিভাইস এখানে প্রদর্শিত হবে। কিন্তু আপনার যে মোবাইলটি হারিয়ে গেছে সেটিতে ক্লিক করতে হবে।

যে মোবাইল হারানো গেছে

৫। তারপর যে পেজ ওপেন হবে সেখানে আপনার হারিয়ে যাওয়া মোবাইলের সকল ইনফরমেশন দেখতে পারবেন। যেমনঃ মোবাইলে কত চার্জ আছে, কোন ওয়াই-ফাই এর সাথে সংযুক্ত রয়েছে, ইত্যাদি। তাছাড়া ডানপাশের (আই-বাটন)- এ ক্লিক করে মোবাইলের IMEI নামবার দেখে নিতে পারবেন।

Find My Device হারানো মোবাইল খুজে পাওয়ার উপায়

তাছাড়া, এখান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনে Sound Play করতে পারবেন, ডিভাইস লক করতে পারবেন এবং সকল তথ্য মুছে ফেলতে পারবেন Find My Device ফিচারটির মাধ্যমে।

Find My Device ফিচারে কি কি অপশন রয়েছে?

ফাইন্ড মাই ডিভাইস ফিচারটির মধ্যে ৩ টি অপশন রয়েছে যেগুলো ব্যবহার করে হারিয়ে ফেলা মোবাইল খুজে বের করা যায়।

অপশনগুলো হলোঃ

  • Play Sound: এই অপশনটি ব্যবহার করে হারানো মোবাইলে সাউন্ড বা রিংটন বাজাতে পারবেন। মোবাইলটি কোথায় রেখেছি তা ভুলে গেলে এই অপশনটি ব্যবহার করা হয়। Play Sound বাটনে ক্লিক করলে সাথে সাথে রিংটন বেজে উঠে।
  • Secure Device: হারানো মোবাইল লক করতে এই অপশন ব্যবহৃত হয়। এর জন্য Secure Device অপশনে ক্লিক করে একটি ম্যাসেজ এবং আপনার মোবাইল নাম্বার লিখে সাবমিট করুন। ফলে, আপনার মোবাইলটি যার কাছে রয়েছে সে প্রান্তে উক্ত মেসেজ এবং আপনার মোবাইল নাম্বার প্রদর্শিত হবে এবং মোবাইলটি লক হয়ে যাবে।
  • Erase Device: অনেক সময় মোবাইলের মধ্যে অনেক গুরুত্বপূর্ন সিক্রেট ইনফরমেশন থাকে। তো আপনি চাইলে Erase Device অপশনটি ব্যবহার করে আপনার হারানো ফোনের সকল তথ্য ডিলিট করে দিতে পারবেন।

এগুলো ছাড়াও Find My Device এর আরো ধারুন একটি অপশন রয়েছে। আর সেটি হলো Maps Timeline যেটির মাধ্যমে আপনার মোবাইলটি বর্তমানে কোথায় রয়েছে সে লোকেশন ট্র্যাক করতে পারবেন। এবং মোবাইলটি গত ৩০ দিনের লোকেশন তথ্য বা টাইমলাইন দেখতে পারবেন।

নিকটস্থ থানায় জিডি করার মাধ্যমে

জিডি শব্দটির অর্থ হলো General Diary বাংলায় একে বলা হয় সাধারন ডাইরী। আইনি সহায়তার আশা নাগরিকগন থানায় জিডি করে থাকে।

আমরা মোবাইল ফোনটি যদি হারিয়ে গিয়ে থাকে এবং আপনি যদি আইনী সহায়তা চান তাহলে জিডি করা অত্যান্ত প্রয়োজন।

এক্ষেত্রে থানায় গিয়ে জিডি করলে পুলিশ আপনার হারিয়ে যাওয়া মোবাইল সম্পর্কীয় যাবতীয় তথ্য সংগ্রহ করবে। পরবর্তীতে কেউ যদি ঐ মোবাইল চুরি করে থাকে তাহলে মোবাইল অন করার সাথে সাথে পুলিশ সেটি পেয়ে যাবে।

এবং চুরের কাছ থেকে মোবাইল উদ্ধার করে হারানো মোবাইল খুজে পেতে আপনাকে সাহায্য করবে।

হারানো মোবাইল ফিরে পাওয়া ছাড়াও জিডি করে রাখলে আরো লাভ আছে।

যেহেতু জিডি করার মাধ্যমে আপনি পুলিশকে জানিয়ে দিলেন আপনার মোবাইল হারিয়ে গেছে সেহেতু ঐ মোবাইল কর্তৃক কোনো অপরাধ করা হলে আপনি আর দায়ী হবেন না।

হারানো মোবাইল খুজে পেতে কিভাবে জিডি করতে হবে?

হারানো মোবাইল খুজে পেতে ২ ভাবে জিডি করতে পারেন। তার একটি হচ্ছে অনলাইনে আরেকটি সরাসরি নিকটস্থ থানায় গিয়ে।

জিডি করতে আইনত কোনো টাকায় প্রয়োজন হয় না। কিন্তু, বাংলাদেশের পুলিশ এতটা আন্তরিক না যা বিনামূল্যে আপনার কয়েক হাজার টাকার মোবাইল বের করে দিবে। তো সেক্ষেত্রে আপনার ১৫০০-২০০০ টাকা খরচ করতে হতে পারে।

তাছাড়া আপনি চাইলে ঘরে বসেও এখন অনলাইনে জিডি করতে পারবেন। সেক্ষেত্রে পুলিশকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না।

অনলাইনে কিভাবে জিডি করা যায়?

অনলাইনে জিডি করার জন্য আপনি এই ওয়েবসাইটে যেতে পারেন- http://gd.police.gov.bd/

তাছাড়াও আপনি মোবাইল অ্যাপ এর মাধ্যমে অনলাইনে জিডি করতে পারবেন। সেজন্য প্লে স্টোর থেকে আপনাকে একটি অ্যাপ ইন্সটল করতে হবে।

অ্যাপটি হলোঃ Online GD

হারানো মোবাইল খুজে পাওয়ার জিডি দরখাস্ত নমুনা

বরাবর, 
অফিসার ইনচার্জ,
 ……… থানা,……… (জেলা/মেট্রো এর নাম)। 
বিষয়ঃ সাধারণ ডায়েরি করার আবেদন প্রসঙ্গে।
 
জনাব,  
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী, নামঃ ——- ,জাতীয় পরিচয়পত্র নংঃ ——– , বয়সঃ —– , পিতা/স্বামীঃ —— , ওয়ার্ডঃ —— , থানাঃ ——- , জেলাঃ ……… এই মর্মে জানাচ্ছি যে, আমার নিম্নবর্ণিত জিনিস আজ/গতকাল ——- তারিখঃ ——- , সময়ঃ ——- যায়গা থেকে হারিয়ে গেছে। 

আমার হারানো বস্তুটি একটি মোবাইল ফোন। এটির কোম্পানি ‘Samsung’। এর মডেল নং ‘Samsung Galaxy m51’। মোবাইলটির রঙ কালো। এর IMEI নম্বরঃ ————- । মোবাইলটিতে আমার আত্নীয়-স্বজন ও নানা পরিচিত জনের ফোন নম্বর রয়েছে। এ ছাড়াও তাতে আমার জিমেইল অ্যাকাউন্ট লগইন করা রয়েছে। আমার যাবতীয় ব্যাক্তিগত ছবি, নোট এই ফোনটির মধ্যে রয়েছে। ফোনটি যদি কোনো অসৎ ব্যাক্তির হাতে পড়ে এবং তা দিয়ে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তা নিয়ে আমি বিশেষ চিন্তিত আছি। তাই থানাতে আমার উক্ত ফোনটি হারানোর ব্যাপারে অবহিত করতে এসেছি। 

অতএব, মহোদয় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।  

বিনীত,  ————–  
পিতা/স্বামীঃ ———– 
মাতাঃ ———– 
বর্তমান ঠিকানাঃ ———–  
স্থায়ী ঠিকানাঃ ———- 
মোবাইল নম্বরঃ ———- 

IMEI Number ব্যবহার করে

 IMEI এর পূর্নরূপ হচ্ছে International Mobile Equipment Identity. প্রতিটি মোবাইলের একটি ইউনিক IMEI নাম্বার থাকে। অর্থাৎ, বিশ্বের মধ্যে যত মোবাইল রয়েছে তার প্রত্যেকটির একটি আলাদা IMEI রয়েছে এবং এই নাম্বারের সাথে মোবাইলের মালিকের তথ্য সংযুক্ত করা থাকে।

এটি এমন একটি নাম্বার যা কখনো মোবাইল থেকে মুছে ফেলা কিংবা পরিবর্তন করে ফেলা যায় না। মোবাইলের সব তথ্য মুছে ফেললে কিংবা সিম পরিবর্তন করলেও IMEI আগের মতোই থাকে।

আর এই IMEI নাম্বার দিয়ে হারানো মোবাইল ট্র্যাক করা যায়। ফলে, মোবাইল চুরির দিন শেষ। কারন, মোবাইল চোরকে ধরার উপায় এখন সহজ করে দিয়েছে এই প্রযুক্তিটি।

কিন্তু জেনে রাখা ভালো যে, IMEI Number দিয়ে মোবাইল ট্র্যাকিং সাধারন কোনো মানুষ করতে পারবে না। এটি আইনের হাতে বরাদ্ধ থাকে। একজন পুলিশ কিংবা অন্য কোনো আইনের লোক খুব সহজেই এই নাম্বার ব্যবহার করে হারানো মোবাইল খুজে বের করতে পারে।

তাই, আপনার মোবাইল হারিয়ে গেলে কিংবা চুরি হলে থানায় জিডি করে রাখুন। চুর যখনই মোবাইলটি চালু করবে তখনই পুলিশ চুরকে ধরে ফেলবে এবং মোবাইল চুরির মামলা দিয়ে দিবে। এবং আপনার মোবাইল আপনাকে ফিরিয়ে দিবে।

সম্পর্কিত আর্টিকালঃ

FAQs

মোবাইল বন্ধ অবস্থায় হারিয়ে গেলে কীভাবে খুজে পাব ?

মোবাইল বন্ধ অবস্থায় হারিয়ে গেলে কারেন্ট লোকেশন দেখা সম্ভব নয়।
কিন্তু, আপনি জিডি করে রাখতে পারেন। ফলে যখনই হারিয়ে যাওয়া মোবাইলটি চালু করা হবে তখনি পুলিশ তা ট্র্যাক করতে পারবে। অথবা আপনি Find My Device এর মাধ্যমে Maps Timeline এ বন্ধ হওয়ার আগের লোকেশন দেখতে পারবেন।

আমার ফোন হারিয়ে গেলে অবস্থান জানবো কিভাবে?

Find My Device এর মাধ্যমে জানতে পারবেন যার বিস্তারিত এই পোস্টে আলোচনা করা হয়েছে। তবে ফোনের বর্তমান অবস্থান জানতে হবে ফোনটিতে গুগল একাউন্ট লগিন এবং ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে। তাহলে হারানো ফোনের সঠিক অবস্থানটি আপনি জানতে পারবেন।

হারানো মোবাইলের সব ডাটা কিভাবে ডিলিট করবো?

Find My Device ফিচারের মাধ্যমে হারিয়ে ফেলা মোবাইলের সব ডাটা বা তথ্য ডিলিট করে ফেলতে পারবেন। এই সম্পর্কে পোস্টে বিস্তারিত বলা হয়েছে। Erase Device নামক অপশন এর মাধ্যমে হারানো মোবাইলের ডাটা মুছে ফেলা যায়। তবে সে জন্য হারিয়ে যাওয়া মোবাইলে ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে।

হারানো বাটন ফোন খুঁজে পাওয়ার উপায় কি?

বাটন ফোন হারিয়ে গেলে সেটি সচারাচর কেউ খুজতে যায় না। তবে খুজাখুজি করার মাধ্যমে বাটন ফোন ফিরে পেতে পারেন। বাটন ফোনে যেহেতু এন্ড্রয়েড ফোনের মতো ফিচার থাকে না তাই এটি সহজে খুজে পাওয়া যায় না। কিন্তু মোবাইল চালু থাকলে IMEI নাম্বার কিংবা সিম নাম্বার দিয়ে পুলিশ চাইলেই সেটিকে ট্র্যাক করতে পারে। কোনো অপরাধের সাথে বাটন ফোন জড়িত থাকলে পুলিশে সেটিকে খুজে পাওয়ার পদক্ষেপ নিয়ে থাকে।

শেষকথা

মোবাইল চুরি হলে কিংবা হারানো মোবাইল খুজে পাওয়ার উপায় আশা করি আপনি এখন জেনে গেছেন। উপরোক্ত উপায়গুলো প্রয়োগ করে অনেকদিনের ভেতরেও যদি মোবাইল না পান তাহলেও হতাশ হবেন না।

যেহেতু আপনি মোবাইল হারানোর জিডি করে রাখবেন, সেহেতু মোবাইলটি চালু করা হলেই পুলিশ সেটিকে খুজে বের করবে।

তাই, জিডি করার পরও হারানো মোবাইল খুজে পেতে অনেক দেরী হতে পারে। কারন, মোবাইলটি যে পেয়েছে কিংবা চুরি করেছে হতে পারে সে মোবাইলটি অনেকদিন যাবত বন্ধ করে রেখেছে।

তাই, Find my device এর মাধ্যমে চেষ্ঠা করে হারিয়ে ফেলা মোবাইল না পেলে অবশ্যই জিডি করে রাখুন।

আরো পড়ুনঃ মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস

Check Also

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম [২০২৪ আপডেট]

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম অনেক সহজ। একটা সময় বিমানের টিকেট কাটা খুবই কষ্টসাধ্য এবং ...

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *