পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম জানার জন্য সম্পূর্ণ পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন। আজকে আপনাদের সাথে ভারতীয় ভিসা চেক করার নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো।

বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ চিকিৎসা ও শপিং করতে ভারতে গিয়ে থাকেন। যারা ইন্ডিয়াতে যান আপনারা গুগলে ভারতীয় ভিসা চেক করার নিয়ম খুঁজে থাকেন। এই লেখাতে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা চেক, অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক, ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন ও অন্যান্য সকল প্রশ্নের উত্তর দিবো।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডীয়ান ভিসা চেক করার জন্য passtrack.net এই ওয়েবসাইট ব্যবহার করতে হবে। Indian Visa Application Tracking ভারত সরকারের একটি ওয়েবসাইট যেখানে সকল ধরণের ইন্ডিয়ান ভিসা চেক করা যাবে। 

ভিসা করার ক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন এজেন্সির সাহায্য নিয়ে থাকি। ফলে টাকা বেশি লাগলেও প্রতারিত হওয়ার সম্ভবনা থাকে। তবে আপনি আমাদের এই পোস্ট পড়লে Indian Visa Check করে প্রতারণা এড়াতে পারবেন। আর কথা না বাড়িয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে ভারতীয় ভিসা চেক করার উপায় জেনেই নেওয়া যাক। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভারতীয় ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে ভারতীয় ভিসা চেক করতে প্রথমে এই লিংকে চাপ দিন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • ভিসার ধরণ নির্বাচন করুন। 
  • এখানে দুইটি ধরণ পাবেন। যথাঃ Regular Visa Application ও Port Endorsement, RAP/PAP
Indian visa check
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম 6

উপরের দুইটি ধাপ অনুসরণ করলে আপনি নিচের ছবির মত একটি পেজে চলে যাবেন। এখানে আপনাকে আরও কিছু কাজ করতে হবে। 

  1. প্রথমে আপনার ভিসা আবেদনের ওয়েব ফাইল নম্বর লিখবেন। 
  2. এবার ক্যাপচা কোডটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করবেন। 
  3. ক্যাপচা বুঝতে সমস্যা হলে “Not readable? Change text.” এই লেখায় ক্লিক করবেন।  
Passport Number Diye Indian Visa Check
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম 7

উপরে প্রদত্ত তথ্যগুলো সঠিকভাবে প্রদান করে “Submit” বাটনে ক্লিক করলে আপনার ভিসার বিস্তারিত সকল তথ্য দেখতে পারবেন। 

অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক

অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করা খুবই সহজ। ভারতে প্রতিবছর কয়েক লাখ বাংলাদেশি বিভিন্ন কাজে গিয়ে থাকেন। ফলে সেখানে আমাদের জন্য ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত সকল কাজ সহজ করা হয়েছে। 

অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদন চেক করতে আরেকটি পদ্ধতি আলোচনা করবো। এই পদ্ধতিতে আপনি ইন্ডিয়ান ভিসা চেক করার পাশাপাশি আবেদন ট্র্যাকও করতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ পদ্ধতি জেনে নেওয়া যাক 

১. ইন্ডিয়ান ভিসা আবেদন ট্র্যাক কিংবা চেক করতে প্রথমে  ivacbd.com এই লিংকে গিয়ে ভিজিট করবেন। 

২. এরপর নিচের ছবির মত পেজ দেখতে পাবেন এখানে ভিসা আবেদন ট্র্যাক এই বাটনে ক্লিক করবেন। 

 indian visa track
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম 8

৩. এবার আপনি “আপনার আবেদন ট্র্যাকিং জন্য এখানে ক্লিক করুন” এই লেখায় চাপ দিয়ে passtrack.net এই ওয়েবসাইটে চলে যাবেন। এবং সেখানে গিয়ে উপরে বর্ণিত একটি পদ্ধতিতে অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক ও ট্র্যাক করতে পারবেন।

indian visa check new method
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম 9

ইন্ডিয়ান ভিসা অনলাইন ট্র্যাক 

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম আপনাদের সাথে আলোচনা করেছি। এবার আমরা ভিসা দেখার পর কিভাবে বুঝবেন কোন পর্যায়ে আপনার আবেদন রয়েছে সে সম্পর্কে জানাবো। 

ধাপ-১ঃ এটি Done লেখা দেখালে বুঝবেন আপনার আবেদন গৃহীত হয়েছে। 

ধাপ-২ঃ এটি Done লেখা দেখালে বুঝবেন আপনার আবেদন হাইকমিশনে প্রেরিত হয়েছে। 

ধাপ-৩ঃ এটি Done লেখা দেখালে বুঝবেন আপনার ভিসা ডেলিভারির জন্য প্রস্তুত।

ধাপ-৪ঃ এটি Done লেখা দেখালে বুঝবেন আপনার ভিসা ইতোমধ্যে বুঝে পেয়েছেন।

আশা করি এখন থেকে ইন্ডিয়ান ভিসা অনলাইনে ট্র্যাক করতে সমস্যায় পড়বেন না। ই-ভিসায় আবেদনকারীরাও একই প্রক্রিয়াতে ভিসা আবেদন ট্র্যাক করতে পারবেন।

ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত প্রশ্নোত্তর

প্রশ্নঃ ইন্ডিয়ান ভিসা পেতে কত দিন সময় লাগে? 

উত্তরঃ ইন্ডিয়ান ভিসা পেতে ৩-৭ কার্যদিবস লাগতে পারে। 

প্রশ্নঃ ইন্ডিয়ান ভিসা করতে খরচ কত?

উত্তরঃ স্বাভাবিক প্রক্রিয়ায় ইন্ডিয়ান ভিসা করতে ৩০০০ টাকা ও ৪৫০ টাকা ভ্যাট প্রযোজ্য হবে। সাথে ভিসার চার্জ ৮০০ টাকা দিতে হবে। 

প্রশ্নঃ ইন্ডিয়ান ভ্রমণ ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? 

উত্তরঃ ইন্ডিয়া ভ্রমণের সম্পূর্ণ খরচ কভার করার জন্য ব্যাংক স্টেটমেন্ট। আপনার নাগরিকত্বের প্রমাণ, করোনা টিকা সনদ, বিলের কাগজ, বৈধ পাসপোর্ট, পেশাগত প্রমাণ ও জাতীয় পরিচয়পত্র। 

প্রশ্নঃ ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে? 

উত্তরঃ ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে ৭২ ঘণ্টা সময় লাগে। মেডিকেল ভিসা অগ্রাধিকার ভিত্তিতে আগে করানো হয়। 

প্রশ্নঃ ইন্ডিয়ান ভিসা করার জন্য পূর্ব শর্ত কি?

উত্তরঃ ইন্ডিয়ান ভিসা করার জন্য পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ ৬ মাস হতে হবে। 

প্রশ্নঃ অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদন করে কিভাবে?

উত্তরঃ অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদন করার জন্য এই লিংকে ভিজিট করুন। 

প্রশ্নঃ আমি কখন ই-ভিসা ভারতের জন্য আবেদন করব?

উত্তরঃ পিক সিজনে (অক্টোবর – মার্চ) আগমনের তারিখের ৭ দিন আগে আবেদন করতে হবে।

শেষ কথা 

আশা করি পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম বুঝাতে পেরেছি। ভারতে যাওয়ার পূর্বে এখন থেকে আগে আপনার ভিসা চেক করে দেখে নিবেন এটি আদৌ আসল ভিসা কিনা। আপনার ভারতীয় ভিসা সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন এবং এই পোস্টটি টাইমলাইনে শেয়ার করে রাখুন। ভিসা সংক্রান্ত সকল পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।

Avatar of Shakib Hasan

Blogger and SEO Expert. Founder of Techbdtricks. I always try to explore something new and let the people know about that. Keep me in your prayers.

Leave a Comment