পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করা এড়াতে পারেন প্রতারণা! জ্বি এখন ঘরে বসেই সহজে চেক করতে পারবেন মালয়েশিয়া ভিসা। 

আজকে আপনাদের সাথে কিভাবে মালয়েশিয়া ভিসা চেক করবেন তা নিয়ে বিশদ আলোচনা করবো। যারা মালয়েশিয়া কলিং, মালয়েশিয়া ই-ভিসা, মালয়েশিয়া ওয়ার্কার ও মালয়েশিয়া টুরিস্ট ভিসা চেক করতে চান তাদের জন্য খুব সহজে পুরো প্রক্রিয়া তুলে ধরেছি। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

গ্রামে বিদেশে পাঠানোর নাম করে অনেকে ভুয়া পাসপোর্ট ধরিয়ে দেয়। এটি নতুন কিছু নয় তবে আপনি Malaysia Immigration Website এ আপনার ভিসা সঠিক কিনা তা চেক করার পর প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। 

বাংলাদেশ থেকে প্রবাসীদের পাশাপাশি বিপুল পরিমাণ মানুষ ভ্রমণ, পড়াশোনা, চিকিৎসা নানান কাজে মালয়েশিয়াতে যান। মূলত প্রবাসীদের সাথে ভিসা সংক্রান্ত প্রতারণা বেশি হয়ে থাকে। তবে আমি এই পোস্টে সকল ধরণের ভিসা যাচাইয়ের পন্থা বলে দিবো। 

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম

মালয়েশিয়া ভিসা চেক করতে চাইলে প্রথমে আপনাকে eservices.imi.gov.my/myimms/PRAStatus এই লিংকে যেতে হবে। এরপর নিচের পদ্ধতি অনুসারে কাজ করবেন- 

  1. আপনার ভিসা এপ্লিকেশন নাম্বার বের করুন। 
  2. এবার এপ্লিকেশন নাম্বার উক্ত ওয়েবসাইটের সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন ভিসাটি আসল কিনা। 

এই পদ্ধতি সাধারণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে অন্যান্য ভিসার ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি রয়েছে যা আমি আলোচনা করবো। 

malaysia visa check
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 7

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করে কিভাবে? 

আপনার ভিসা এপ্লিকেশন নাম্বার জানা নেই? কোন সমস্যা নেই, কারণ এখন আমি পাসপোর্ট নম্বর দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার পদ্ধতি জানিয়ে দিচ্ছি। 

  • প্রথমে এই লিংকে ক্লিক করে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাবেন। 
  • এই পর্যায়ে আপনি সার্চ বারে পাসপোর্ট নম্বর ও দেশের নাম লিখে সার্চ করুন। 
  • তাছাড়া নতুন নিয়ম অনুযায়ী আপনি নাম (যে নামে পাসপোর্ট করেছেন) ও দেশের নাম লিখে সার্চ করলেও কাজ হবে। 

আপনাদের বুঝার সুবিধার্থে আমি ছবি যুক্ত করে দিয়েছি। তবে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া উক্ত ওয়েবসাইটের লিংক ইংরেজি ভাষায় কনভার্ট করেছি কারণ মালয়েশিয়ান ভাষা অনেকেই বুঝতে নাও পারেন।

passport number diye malaysia visa check
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 8

Application Number দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

  • প্রথমে এই লিংকে ক্লিক করে মালয়েশিয়া ভিসা চেক ওয়েবসাইটে যাবেন। 
  • এবার সঠিকভাবে নিজের Application নম্বরটি লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। 

আশা করি আপনার মালয়েশিয়ান ভিসার সকল তথ্য এভাবে অ্যাপ্লিকেশন আইডি’র মাধ্যমে পেয়ে যাবেন। উপরে এই ধাপের ছবি ইতোমধ্যে যুক্ত করেছি। 

মালয়েশিয়া ই ভিসা চেক

মালয়েশিয়া ই ভিসা চেক করা খুবই সহজ। বর্তমানে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ ই-ভিসা করে থাকেন। ফলে অনেকেই কিভাবে মালয়েশিয়া ই ভিসা চেক করতে হয় তা জানতে চান। 

মালয়েশিয়া ই ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে VERIFY YOUR eVISA NOW এই লিংকে প্রবেশ করতে হবে। এবার আপনাকে Passport Number ও Sticker Number লিখে ক্যাপচা পূরণ করতে হবে। এরপর I have obtained my eVISA এই লেখার পাশে চেক বক্সে ক্লিক করবেন। সর্বশেষ আপনি Check বাটনে ক্লিক করলে আপনার বিস্তারিত ভিসার তথ্য পাবেন। আশা করি আপনাকে মালয়েশিয়া ই ভিসা চেক করার পদ্ধতি বুঝাতে পেরেছি। 

malaysia evisa check
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 9

অনেকেই আছেন Passport Number ও Sticker Number নিয়ে ঝামেলায় ভোগেন। কারণ ভিসায় সরাসরি কোথাও পাসপোর্ট কিংবা স্টিকার কথাটি লেখা থাকে না। নিচে আমি দুইটি ছবি যুক্ত দেখিয়ে দিয়েছি কিভাবে Passport Number ও Sticker Number খুঁজে বের করতে হয়। 

মালয়েশিয়া ভিসা থেকে Passport Number ও Sticker Number বের করার নিয়ম 

নিচের ছবিটি খেয়াল করলে আপনার ভিসা থেকে সহজেই পাসপোর্ট ও স্টিকার নম্বর বের করতে পারবেন। 

পাসপোর্ট নম্বরঃ 

evisa passport 
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 10

স্টিকার নম্বরঃ 

e visa sticker
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 11

মালয়েশিয়া কলিং ভিসা চেক

যার মূলত প্রবাসী তারা কলিং ভিসায় মালয়েশিয়া গিয়ে থাকেন। এই মালয়েশিয়া যাওয়ার পূর্বে আপনার কলিং ভিসাটি সঠিক কিনা তা চেক করা খুবই গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া কলিং ভিসা চেক করার নিয়মঃ 

প্রথমে আপনার eservices.imi.gov.my/myimms/PRAStatus এই লিংকে যাবেন। এবার আপনার কলিং ভিসায় থাকা Company Registration Number ওয়েবসাইটের সার্চ বক্সে বসিয়ে সার্চ বাটনে ক্লিক করুন এবং আপনার মালয়েশিয়ান ভিসাটি চেক করে নিন সহজেই। 

আপনাদের বুঝার সুবিধার্থে কলিং ভিসা চেক করার নিয়ম ছবিতে দেখিয়েছি। এখানে অনেকের নাম দেখে ভুল বুঝবেন না। মূলত আপনি যে কোম্পানিতে এপ্লাই করেছেন এখানে সবার নাম দেখাবে। উক্ত তালিকা থেকে আপনার নামটি খুঁজে বের করুন এবং Status অংশ থেকে প্রিন্ট করে নিতে পারেন। 

Company Registration No দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

সরকারিভাবে শ্রমিক হিসেবে মালয়েশিয়া যেতে চাইলে আপনার কলিং ভিসা থাকা জরুরী। আপনাকে যে কোম্পানিতে কাজের জন্য নেওয়া হবে উক্ত প্রতিষ্ঠানের Company Registration No এর মাধ্যমে আগেই চেক করবেন যে ভিসাটি আসল কিনা। 

আসল ভিসা হলে সেটির তথ্য অবশ্যই ওয়েবসাইটে পাবেন। নাহলে বুঝে নিতে হবে আপনাকে দেওয়া ভিসাটি প্রকৃতপক্ষে আসল নয়। 

মালয়েশিয়ান ভিসা চেক করতে কী কী লাগবে? 

মালয়েশিয়ান ভিসা চেক করতে আপনাকে ভিসার ধরণ অনুযায়ী বিভিন্ন ধরণের তথ্যের প্রয়োজন হবে। প্রথমে বলে রাখি মালয়েশিয়ান ভিসা মূলত ৫ ধরণের হয়ে থাকে। যথাঃ 

  • ট্যুরিস্ট ভিসা
  • বিজনেস ভিসা
  • ওয়ার্ক ভিসা বা কলিং ভিসা
  • রিটার্ন ভিসা
  • স্টুডেন্ট ভিসা

আপনি যদি পাসপোর্ট নম্বর জানেন তাহলে উপরের যেকোনো ভিসা চেক করতে পারবেন। আর পাসপোর্ট নম্বর কিভাবে বুঝবেন তা উপরের ছবিতে দেখিয়েছি। এছাড়া ওয়ার্ক ভিসা বা কলিং ভিসা এর জন্য আপনার Company Registration No কাজে লাগবে। 

মালয়েশিয়া ভিসা স্ট্যাটাসের বিভিন্ন অর্থ ও ব্যাখ্যা 

মালয়েশিয়া ভিসা চেক করার সময় মালয়েশিয়ান ভাষায় বিভিন্ন স্ট্যাটাস দেখাবে যা হয়তো বুঝা মুশকিল। নিচের টেবিলে এই সকল স্ট্যাটাস ও এদের বাংলা-ইংরেজি অর্থ যুক্ত করে দিয়েছি। 

মালয়েশিয়াইংরেজিব্যাখা
PERMOHONAN DITERIMAAPPLICATION RECEIVEDভিসা আবেদন গ্রহণ হয়েছে।
TOLAKREJECTআপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়ে।
BATALCANCELআপনার ভিসা আবেদন বাতিল করা হয়েছে।
TANGGUHPOSTPONEমালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনার ভিসা আবেদন স্থগিত করেছে।
BARUNEWভিসা আবেদন গ্রহণ হয়েছে এবং মালয়েশিয়ান ইমিগ্রেশন দ্বারা প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি পাঠাতে হবে যদি পাঠিয়ে না থাকেন।
LULUSAPPROVEআপনার আবেদনটি মালয়েশিয়ান ইমিগ্রেশন দ্বারা অনুমোদিত হয়েছে। পেমেন্ট ও স্টিকার প্রিন্টের জন্য প্রস্তুত করা হচ্ছে। এবার আ[পনি FOMEMA চেক করতে পারবেন যদি না করে থাকেন।
BAYARPAYভিসা আবেদনের ফি প্রদান করা হয়েছে এবং স্টিকার প্রিন্ট করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
CETAKPRINTস্টিকার প্রিন্ট করা সম্পন্ন হয়েছে এবং তা সংগ্রহের জন্য প্রস্তুত হয়েছে।

মালয়েশিয়া ভিসা চেক সংক্রান্ত প্রশ্নোত্তর 

প্রশ্নঃ কলিং ভিসা কী

উত্তরঃ মালয়েশিয়া কলিং ভিসা বলতে মূলত ওয়ার্কিং ভিসা কে বুঝানো হয়। মালয়েশিয়ার বিভিন্ন সরকার অনুমোদিত কোম্পানী যখন তাঁদের সরকারের মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ করে সেই প্রক্রিয়াকে কলিং ভিসা বলা হয়। 

প্রশ্নঃ মালয়েশিয়ার ভিসা কত টাকা লাগবে?

উত্তরঃ মালয়েশিয়ার ভিসা করতে মোটামুটি ৫-৬ লাখ টাকার মত লাগবে। তবে দালালের মাধ্যমে খরচের অংক হুহু করে বেড়ে যেতে পারে। এক্ষেত্রে মালয়েশিয়ায় যাওয়ার খরচ হিসাবে আনা হয়নি। 

প্রশ্নঃ কিভাবে ভিসা আবেদনের অবস্থা জানা যায়

উত্তরঃ ভিসা আবেদনের অবস্থা জানার জন্য উক্ত দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে ভিসা স্ট্যাটাস চেক করে নিবেন। যার মাধ্যমে খুব সহজে আপনি ভিসা আবেদনের অবস্থা জানতে পারবেন। 

প্রশ্নঃ মালয়েশিয়া ভিসা কি ২ দিনে পাওয়া যাবে?

উত্তরঃ না। আপনি যদি eNTRI এর মাধ্যমে আবেদন করেন তবে ভিসা ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে প্রক্রিয়া হয়ে যাবে। 

আশা করি পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক ও মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত সকল খুঁটিনাটি বিষয় আপনাদেরকে বুঝাতে পেরেছি। এই পোস্টের কোন অংশ বুঝতে সমস্যা হলে কমেন্ট করে আমাদেরকে জানানোর অনুরোধ রইলো। 

পরিশেষে

মালয়েশিয়ার ভিসার ধরন এবং পাসপোর্ট নাম্বার দিয়ে যেকোনো মালয়েশিয়া ভিসা চেক করার সকল নিয়ম ইতোমধ্যে জেনেছেন। ভিসা সংক্রান্ত যেকোনো প্রশ্ন (যদি থাকে) নিচে কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্ঠা করবো।

Avatar of Shakib Hasan

Blogger and SEO Expert. Founder of Techbdtricks. I always try to explore something new and let the people know about that. Keep me in your prayers.

Leave a Comment