google.com, pub-2818299811453184, DIRECT, f08c47fec0942fa0

ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন যেভাবে – Complete Procedure

ওয়ার্ডপ্রেস হলো ওয়েবসাইট তৈরির মাধ্যম। ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন যেভাবে তা দেখতে চান?

এই পোষ্টে আপনি জানতে পারবেন কি করে একটি ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয় (How to Install WordPress Bangla)।

আগেই বলে রাখি ওয়ার্ডপ্রেস ইন্সটল করে ওয়েবসাইট বানাতে হলে আপনার দুটি জিনিসের প্রয়োজন হবে একটি হলো Domain name এবং আরেকটি হচ্ছে Hosting.

বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং কিনে নিতে পারবেন এবং খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন।

হোস্টিং কোম্পানি থেকে সার্ভিস কেনার পর আপনাকে একটি সিপ্যানেলের এক্সেস দেওয়া হবে।

এবং মূলত সেই সিপ্যানেল থেকেই ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়।

ডোমেইন হোস্টিং কেনা হয়ে গেছে? এখন ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান?

কিন্তু কিভাবে ইন্সটল করবেন? চিন্তা করার কি আছে। এই পোস্টটিতে তো ওয়ার্ডপ্রেস নিয়ে বিস্তারিত বলে দেওয়া হয়েছে।

কিভাবে ইন্সটল করবেন তাও বলা আছে।

চিন্তা করবেন না পোস্টি পুরোপুরি পড়ুন তাহলেই হবে।

ওয়ার্ডপ্রেস ইন্সটল দিতে গিয়ে যদি কোনো ভুল করে বসেন তাহলেও সমস্যা নাই।

কারন পরবর্তীতে আবার চেঞ্জ করা যায় সবকিছু।

ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস হচ্ছে মূলত ওয়েবসাইট তৈরি করার জন্য একটি  সফটওয়্যার, যার সাহায্যে খুব সহজেই কোন প্রকার কোডিং ছাড়া একটি ওয়েবসাইট তৈরি করা যায় এবং ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন থেকে আয় করা যায়। 

এটি ব্যবহার করা অত্যন্ত সহজলভ্য এবং যে কেউ চাইলেই এর মাধ্যমে 5 থেকে 10 মিনিটের মধ্যে একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারে।

এটি মূলত একটি ওপেনসোর্স সফটওয়্যার, যা একদম বিনামূল্যে ব্যবহার করা যায়।

ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল দিয়ে নিতে হয়। ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন যেভাবে তা নিচে জানতে পারবেন।

ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে কি কি প্রয়োজন?

ওয়ার্ডপ্রেস ইন্সটল করা মোটেও কঠিন কাজ নয়। যিনি একদম নতুন কেবল কালকে মাত্র কম্পিউটার কিনেছেন তিনিও চাইলে দুই মিনিটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারে। এটি একদম সহজ একটি কাজ।

কম্পিউটারে সফটওয়্যার ইন্সটল করার মতোই সহজ ওয়ার্ডপ্রেস ইন্সটল করা।

শুধুমাত্র এটি ইন্সটল করতে আপনার কিছু এক্সট্রা ইনফর্মেশন দিতে হয়। যেমন একটি ইউজারনেম, ই-মেইল অ্যাড্রেস, এবং পাসওয়ার্ড। 

এবং পরবর্তীতে ওয়ার্ডপ্রেস এ লগইন করার সময় এই ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড প্রয়োজন হয়। 

তাই চলুন বেশি দেরি না করে জেনে নে কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়।

ওয়ার্ডপ্রেস ইন্সটল করার উপায়

মূলত ওয়েবসাইট তৈরির জন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল দিতে হয়। WordPress Install ২ ভাবে করা যায়। যথাঃ

  1. One-click WordPress Install
  2. Manually WordPress Install

আপনি ওয়েবসাইট তৈরির জন্য হোস্টিং কেনার পর cPanel থেকে ১ টি ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন।

তাছাড়া, WordPress download করে ম্যানুয়ালি ইন্সটল করা যায়।

তবে, ডাইরেক্ট সি-প্যানেল থেকে ১ ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা সহজ, তাই আজকে এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করব এবং পদ্ধতিটি আপনাকে শিখিয়ে দিব।

সম্পূর্নভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন যেভাবে (৩ টি ধাপ অনুসরণ করুন)

২ মিনিটে one-click WordPress install করতে হলে আপনাকে ৩ টি ধাপ অনুসরণ করতে হবে।

  1. cPanel এ ডোমেইন যুক্ত করা
  2. Domain Panel এ DNS আপডেট করা
  3. সি-প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা

আপনি যদি একই কম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং কিনে নিয়ে থাকেন তাহলে আপনাকে প্রথম ২ টি ধাপ অনুসরণ করতে হবে না।

কিন্তু, যদি আলাদা আলাদা কম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করেন, তাহলে ডোমেইনের সাথে প্রথমে হোস্টিং কে যুক্ত করতেই হবে।

এর জন্য সম্পূর্ন ধাপ আপনাকে অনুসরণ করতে হবে।

প্রথমে ডোমেইনের সাথে প্রথমে হোস্টিং কে যুক্ত করে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন যেভাবে তা জেনে নেওয়া যাক।

তারপর ওয়ার্ডপ্রেস ইন্সটল দিবেন যেভাবে তা জানবো।

ধাপ ১ঃ cPanel এ ডোমেইন যুক্ত করুন

প্রথম ধাপে আপনাকে cPanel এ ডোমেইন যুক্ত করতে হবে।

আপনি আগে থেকে একটি ডোমেইন এবং একটি হোস্টিং কিনে রেখেছেন।

কিন্তু কি হবে যদি এই হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইন্সটল না দেন?

তাই ওয়ার্ডপ্রেস ইন্সটল দিতে গেলে ডোমেইন এর সাথে হোস্টিং কে সংযুগ করে দিতে হবে।

যদি আপনি একই কম্পানি থেকে ডোমেইন-হোস্টিং কিনে থাকেন তাহলে অটোমেটিকভাবেই আপনার হোস্টিং সার্ভারে ডোমেইন যুক্ত হয়ে যাবে।

কিন্তু যদি ভিন্ন ভিন্ন কম্পানি থেকে কিনে থাকেন তাহলে আপনাকে তা নিজে থেকে যুক্ত করে নিতে হবে।

যেভাবে Domain Add করবেন –

হোস্টিং এ ডোমেইন যুক্ত করতে হলে প্রথমে চলে যান আপনার cPanel এ

এবং সেখান থেকে নিচের দিকে গেলে দেখবেন Domain নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করুন

ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য নতুন ডোমেইন যুক্ত করুন
cPanel এ নতুন ডোমেইন যুক্ত করা

এর পর নতুন ডোমেইন যুক্ত করার জন্য ডানপাশে উপরে লেখা থাকবে Create a New Domain. সেখানে ক্লিক করুন

Create a new Domain এ ক্লিক করুন
create a new Domain for installing wordpress

এরপর আপনি যেই ডোমেইনটি যুক্ত করতে চাচ্ছেন সেই ডোমেইনটি লিখুন এবং submit এ ক্লিক করুন।

ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য নতুন ডোমেইন সাবমিট করুন।

ব্যাস! হয়ে গেলো হোস্টিং এর সাথে আপনার ডোমেইন যুক্ত করা।

এখানে যদি আপনি Document Root আন-সিলেক্ট করেন তাহলে File Manager এ আপনার ডোমেইনের নামে একটি ফাইল তৈরি হবে এবং সেটির ভেতরেই আপনার ওয়েবসাইটের প্রয়োজনীয় সকল কিছু থাকবে।

আর যদি Document Root সিলেক্ট করেন তাহলে public_html ডিরেক্টরির ভেতরে নতুন একটি ফাইল তৈরি হবে এবং সেখানে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো থাকবে।

অভিনন্দন, কারন আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করার প্রথম ধাপ উর্ত্তীন্ন কয়েছেন, এবার দেখে নিন DNS আপডেট করবেন যেভাবে।

ধাপ ২ঃ Domain Panel এ DNS আপডেট করুন

দ্বিতীয় ধাপে আপনার ডোমেইনকে বুঝিয়ে দিতে হবে যে আপনার ডোমেইনটি কোন হোস্টিং এর জন্য কাজ করবে।

অর্থাৎ, ডোমেইন প্যানেলে ডিএনএস আপডেট করতে হবে।

DNS এর সম্পূর্ন অর্থ হচ্ছে Domain Name server.

প্রত্যেকটি হোস্টিং এর একটি নেম সার্ভার বা আইপি এড্রেস থাকে।

আপনি যদি ডোমেইনের কন্ট্রোল প্যানেল থেকে যেকোনো একটি নির্দিষ্ট হোস্টিং এর নেম সার্ভার যুক্ত করে দেন তাহলে ডোমেইনটি পরিপূর্নভাবে সেই হোস্টিং এর জন্য কাজ করবে।

যেমন মনে করুন, আপনার ২ টি কম্পানি থেকে হোস্টিং কেনা আছে। একটি Bluehost এবং আরেকটি Hostgator.

ধরুন, উভয় হোস্টিং এর সি-প্যানেলের মধ্যে আপনার ডোমেইন যুক্ত করা আছে এবং ফাইলগুলো সংরক্ষন করা আছে।

তাহলে কেউ যদি আপনার ডোমেইনটি লিখে ওয়েবসাইটে প্রবেশ করতে চায়, তাহলে ইন্টারনেট কোন হোস্টিং এ রাখা ফাইলগুলোকে ব্যবহারকারীর মাঝে প্রদর্শন করবে?

অবশ্যই এটা আপনাকে ডোমেইনের কন্ট্রোল প্যানেল থেকে বলে দিতে হবে DNS এর মাধ্যমে।

DNS Update করতে হয় যেভাবে

DNS আপডেট করতে হলে আপনাকে প্রথমে আপনার ডোমেইন কন্টোল প্যানেলে যেতে হবে।

এবং সেখানে আপনি আপনার ডোমেইনের লিস্ট দেখতে পাবেন।

আপনি যেই ডোমেইনটির DNS বা Nameserver পরিবর্তন করতে চান , সেটির Manage এ ক্লিক করবেন।

নিচের ছবিটির দিকে লক্ষ করুনঃ

ডোমেইনের কন্ট্রোল প্যানেল থেকে manage এ ক্লিক করুন
ডোমেইন ম্যানেজ এ ক্লিক করুন

তারপর আমি আপনার ডোমেইন ইচ্ছামতো ম্যানেজ করতে পারবেন। আপনি যেই হোস্টিং এ খুশি সেই হোস্টিং এ রাখতে পারবেন।

এখান থেকে DNS পরিবর্তন করতে পারবেন।

তো DNS পরিবর্ত করার জন্য নিচে Nameserver বাক্সে আপনার হোস্টিং এর নেমসার্ভার লিখে দিন। আপনি যদি না জানেন আপনার হোস্টিং এ নেমসার্ভার কি, তাহলে হোস্টিং কম্পানিকে লাইভ চ্যাটে জিজ্ঞাসা করুন।

ওরা আপনাকে আপনার হোস্টিং এর নেম সার্ভার সম্পর্কে বলে দিবে।

নেম সার্ভার পরিবর্তন করতে নিচের ছবিটির দিকে তাকান

DNS আপডেট করুন

Alright. আপনি যদি আলাদা আলাদা কম্পানি থেকে ডোমেইন-হোস্টিং কিনে থাকেন তাহলে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে এতটুকু আপনাকে করতেই হবে।

এখন চলুন দেখে নেই ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন কিভাবে।

ধাপ ৩ঃ সি-প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন যেভাবে

৩য় ধাপে আপনি আপনাকে দেখানো কিভাবে ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল এবং সেটাপ করতে হয়।

এর জন্য প্রথমে আপনাকে আপনার হোস্টিং সি-প্যানেল এ প্রবেশ করতে হবে।

মনে রাখবেন এই ধাপ ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সবচেয়ে গুরুত্বপূর্ন ধাপ

এখানে যে রাখা ভালো সি-প্যানেল বা cPanel হলো হোস্টিং এর কন্ট্রোল প্যানেল।

ওয়ার্ডপ্রেস ইন্সটলের জন্য সি-প্যানেলে প্রবেশ করুন

ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে cPanel এ প্রবেশ করুন
ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে cPanel এ প্রবেশ করুন

আপনি আপনার ডোমেইনের পরে cPanel লিখে প্রবেশ করতে পারবেন।

যেমনঃ techbdtricks.com/cPanel

হোস্টিং কেনার পর cPanel এর পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে। পাসওয়ার্ড সংগ্রহ করে জিমেইলের ইনবক্স চেক করুন কিংবা স্পেম ফোল্ডার চেক করুন।

cPanel এ লগিন করার পর নিচের দিকে গেলে WordPress অথবা Softaculous apps installer নামে একটি অপশন পেয়ে যাবেন।

সেখান থেকে আপনাকে শুধু ওয়ার্ডপ্রেস এর মধ্যে ক্লিক করে দিতে হবে।

cPanel থেকে WordPress খুজে বের করুন

cPanel থেকে  WordPress খুজে বের করুন
cPanel থেকে WordPress খুজে বের করুন

এখানে WordPress এ ক্লিক করার পর Install লেখায় ক্লিক করুন।

ইন্সটল লেখায় ক্লিক করুন
ইন্সটল লেখায় ক্লিক করুন

তারপর আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন আপনাকে আপনার ওয়ার্ডপ্রেসের জন্য একটি ইউজারনেম এবং পাসওয়ার্ড বাছাই করতে হবে।

এর জন্য এখান থেকে একটি ইউজারনেম সিলেক্ট করুন এবং খুব শক্তিশালী একটি পাসওয়ার্ড দিয়ে দিন। এবং এই ইউজারনেম এবং পাসওয়ার্ডটি অন্য কোথায় সেভ করে রেখে দিন।

কেননা ওয়ার্ডপ্রেসের ডেশবোর্ডে লগিন করতে হলে আপনাকে এই ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে।

আর খেয়াল রাখবেন In Directory বক্স টা যেন খালি থাকে। সবসময় ব্যবহার করেন এমন একটি ইমেল এখান থেকে দিয়ে দিন।

নিচের ছবিটি লক্ষ করুন

ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন
ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন

নিচের দিকে গেলে দেখতে পাবেন Install WordPress লেখা আছে। সেখানে ক্লিক করে দিন।

ব্যাস হয়ে গেল আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল করা।

ওয়ার্ডপ্রেস ডেসবোর্ডে লগিন করবেন যেভাবে

ওয়ার্ডপ্রেস ইন্সটল করা হয়ে গেলে ওয়েবসাইটকে ম্যানেজ করার জন্য এর ডেশবোর্ডে আপনাকে লগিন করতে হবে।

এবং সেখান থেকে বিভিন্ন থিম-প্লাগিন ইন্সটল করে ওয়েবসাইটকে সুন্দর করে ডিজাইন করতে পারবেন।

তো কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে লগিন করবেন।

ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগিন করার জন্য আপনার ডোমেইনের পরে wp-admin লিখে ইন্টার করবেন।

যেমনঃ tehcbdtricks.com/wp-admin

তারপর, যে পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেছিলেন সেটি দিয়ে লগিন করবেন।

ওয়ার্ডপ্রেস ইন্সটল দেওয়ার পরবর্তী কাজ

ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল করা হয়।

কিন্তু ওয়ার্ডপ্রেস ইন্সটল করলেই কি ওয়েবসাইট তৈরি করা হয়ে যায়?

না, ওয়েবসাইট তৈরির জন্য আরো অনেক কাজ বাকি থাকে। যেমন, ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করা, প্লাগিন ইন্সটল করা, বিভিন্ন পেইজ তৈরি করা, পোস্ট করা ইত্যাদি।

ওয়ার্ডপ্রেস ইন্সটল দেওয়ার পর ওয়ার্ডপ্রেস ডেসবোর্ডে লগিন করে আসকল কাজগুলো আপনাকে করে নিতেই হবে।

ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করবেন যেভাবে

ওয়ার্ডপ্রেস ইন্সটল দেওয়ার পর সবচেয়ে গুরুত্ব পূর্ন কাজ হলো ওয়েবসাইটের একটি থিম ইন্সটল করা।

কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করতে হয়?

  1. Dashboard থেকে Appearance এ প্রবেশ করুন।
  2. তারপর Theme এ প্রবেশ করুন
  3. যেকোনো একটি থিম পছন্দ করুন
  4. Install Theme করুন
  5. Activate করুন

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট করবেন যেভাবে

পর্যায়ক্রমিকভাবে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করে একটি ওয়েবসাইট বানিয়েছেন কিন্তু সেই ওয়েবসাইটে পোস্ট না করলে তা অসম্পূর্ন থেকে যাবে।

তো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট করবেন তা আপনাকে জানতেই হবে।

কিভাবে ওয়ার্ডপ্রেস এ পোস্ট করতে হয়?

  • প্রথমে Dashboard থেকে Posts এ যান
  • Add new Post এ ক্লিক করুন
  • সুন্দর একটি টাইটেল দিয়ে একটি পোস্ট লিখুন
  • পোস্ট লিখা হয়ে গেলে Publish Post করুন

ওয়ার্ডপ্রেস ইন্সটল সম্পর্কিত সমস্যা সমাধান করবে যেভাবে

নতুন অবস্থায় ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে গেলে অনেক সময় আপনি বিভিন্ন সমস্যা সমাধান হবে।

হয়তো এর জন্য আপনি বিভিন্ন ইউটিউব ভিডিও সহায়তা নিতে চাইবেন।

কিন্তু ইউটিউব ভিডিও দেখে সমস্যার সমাধান করতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে।

তাই আপনি যেটি করতে পারেন, আমাদের এই পোস্টি আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখুন, কিংবা ফেসবুকে শেয়ার করে রাখুন।

যখনই ওয়ার্ডপ্রেস সংক্রান্ত কোনো সমস্যা হবে আমাদের পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

যদি সম্ভব হয় তাহলে রিপ্লাই দিয়ে আপনার সমস্যা সমাধান করবো।

আর না হলে সরাসরি মোবাইলে কথা বলে আপনার সমস্যা সমাধান করে দিবো একদম বিনামূল্যে।

তাই কমেন্ট করতে কখনো দ্বিধাবোধ করবেন না।

Conclusion

আশা করি আজকের আর্টিকালে আপনাকে সম্পূর্ণভাবে বুঝাতে সক্ষম হয়েছি। নতুন ওয়েবসাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন যেভাবে তা আপনি ভালো করে বুঝতে পেরেছেন।

বুঝতে পেরেছেন নয় কি?

ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন। আর নিচে কমেন্ট করে জানান আপনার কোন জায়গায় বুঝতে সমস্যা।

Check Also

ব্লগ থেকে কি ধরনের আয় হয়

ব্লগ থেকে কি ধরনের আয় হয় -Passive Income and Active Income

ব্লগ থেকে কি ধরনের আয় হয় এটি নিয়ে অনেক মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *