ফেসবুক অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করার সরাসরি কোনো উপায় নেই। আপনি যদি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে চান তাহলে থার্ড-পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে। আজকের পোস্টে ফেসবুক থেকে পছন্দের ভিডিও মোবাইলে ডাউনলোড করার উপায়গুলো বিস্তারিত বলা হবে।
উপরন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পছন্দের ভিডিও ফেসবুকে সেভ করে রাখেন। কিন্তু ঐ ভিডিওর মালিক যদি কোনো কারণে সেই ভিডিও মুছে ফেলে বা সেটি সরিয়ে নিলে আর ওই ভিডিওটি সাধারণ কারোরই আর দেখার সুযোগ থাকে না।
কিন্তু, আপনি যদি ফেসবুকের ভিডিও আপনার মোবাইলে ডাউনলোড করেন তাহলে যেকোনো সময় সেটি দেখতে এবং শেয়ার করতে পারবেন।
নিজের আপলোড করা ভিডিও ডাউনলোড
আমরা অনেকেই আছি যারা নিজেদের প্রোফাইল বা পেইজে নানান ধরনের ভিডিও আপলোড করে থাকি। আর যখন আমাদের সেইসব ভিডিও প্রয়োজন হবে, তখন আমরা চাইলে সহজেই তা ডাউনলোড করে পারি।
- এইজন্য প্রথমে আমাদের ফেসবুকে লগইন করতে হবে।
- এরপর অ্যালবামে গিয়ে ভিডিওতে ক্লিক করব।
- ভিডিওতে ক্লিক করার পর যে ভিডিওটি আমাদের ডাউনলোড করা দরকার, তা ওপেন করব।
- এরপরে ভিডিওটির নিচের দিকের ডট অপশনে ক্লিক করব। যখনই আমরা থ্রি ডট অপশনে ক্লিক করব তখন আমাদের সামনে ভিডিও কোয়ালিটির উপর আরও দুটি অপশন আসবে।
- এগুলো হলো- ডাউনলোড এইচডি এবং ডাউনলোড এসডি।
- এই দুই কোয়ালিটির মধ্যে যেটা আমাদের প্রয়োজন হবে সেটিতে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও ডাউনলোড করে নিতে পারব সহজেই।
অন্যের ভিডিও ডাউনলোড করার উপায়
নিজেদের আপলোড করা ভিডিও সহজে ডাউনলোড করা গেলেও অন্যদের শেয়ার করা ভিডিও সহজে ডাউনলোড করা যায় না। তাই আমাদের অন্যান্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ভিডিও ডাউনলোড করতে হবে।
তবে এক্ষেত্রে আমরা চাইলে যেকোনো এ্যাপস বা সফটওয়্যারের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারি। আবার চাইলে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে কয়েকটি ওয়েবসাইট থেকেও ভিডিও ডাউনলোড করা যায়। ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অনেকগুলা উপায় রয়েছে। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব
আরো পড়ুনঃ ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায়
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস
কিছু অ্যাপ রয়েছে যেগুলোর মাধ্যমে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায়। তবে এদের মধ্যে কিছু অ্যাপ প্লে স্টোরে পাওয়া যার আবার কিছু অ্যাপ অন্য যায়গা থেকে ডাউনলোড করতে হয়।
যেমন ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য আসল ভিটমেট অ্যাপ আপনি প্লে স্টোরে পাবেন না।
ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জনপ্রিয় অ্যাপসমূহঃ
- fastvid,
- facebook video downloader [available on playstore]
- vidmate ইত্যাদিসহ আরও অসংখ্য এ্যাপস।
- snaptube
এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এপ্স হলো ফাস্টবিট এবং ভিটমেট ।
তবে একটা কথা মনে রাখবেন এই থার্ড-পার্টি এপসগুলো আমাদের মোবাইলের জন্য নিরাপদ নয়। কেননা এই অ্যাপসগুলো ওপেন করি তখন মোবাইলের কিছু পারমিশন দিতে হয়। ফলে আমাদের তথ্য চুরী হওয়ার সম্ভাবনা থাকে।
মাধ্যমে ভিডিও ডাউনলোড করা সব সময় নিরাপদ নয়। । যা আমাদের ব্যক্তিগত ডাটার জন্য নিরাপদ নয়। তাই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে থার্ড-পার্টি এপসগুলো ব্যবহারের সময় একটু সতর্ক থাকবো।
ডাউনলোড করা হয়ে গেলে সাথে সাথে অ্যাপটি আনইন্সটল করে দিবো।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়ার
আমরা চাইলে Getfvid.com, fbdown.net এবং savefrom.net এর মাধ্যমে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারি। আপনারা ওয়েবসাইট গুলোর নাম দেখেই বুঝতে পেরেছেন এই ওয়েবসাইট গুলো শুধুমাত্র ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য তৈরি করা হয়েছে। এবার আসুন আমরা দেখে নেই কিভাবে এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারি।
এক্ষেত্রে প্রথমে আমাদের ফেসবুক আইডি ওপেন করে, যে ভিডিওটি আমরা ডাউনলোড করতে চাই সেই ভিডিওটির URL কপি করতে হবে। এরপর আমরা আমাদের মোবাইলে বা কম্পিউটারে থাকা যেকোনো ওয়েব ব্রাউজার ওপেন করে ঐ সাইট গুলোর যেকোনো একটি ওপেন করব। ওপেন করার পর আমরা দেখতে পাবো যে ওই সাইটের মধ্যে URL সাবমিট করার একটা বক্স রয়েছে। বক্সে আমাদের URL টি সাবমিট করে পাশে থাকা ডাউনলোড অপশনটি ক্লিক করে দেব।
ডাউনলোডে ক্লিক করলেই আমাদের সামনে চলে আসবে আমরা কি ধরনের কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চাই সেই অপশন। অর্থাৎ আপনি চাইলেই এইচডি কোয়ালিটি নরমাল কোয়ালিটি যেকোনো কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন। এখন আমরা যে ধরনের কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চাই সেই কোয়ালিটিতে ক্লিক করব, আর ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার আরেকটি সহজ পদ্ধতি হলো google chrome ব্রাউজার এর মাধ্যমে ভিডিও ডাউনলোড করা। এর জন্য প্রথম আমাদের ব্রাউজারটি ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর এড্রেস বারে টাইপ করতে হবে facebook.com। এখন ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে facebook এ লগইন করতে হবে।
ফেসবুক ওপেন করার পরে আপনাদের যে ভিডিওটি ডাউনলোড করতে চাই, সেটি প্লে করতে হবে। প্লে করার পর ভিডিওর উপরে ট্যাব করে হোল্ড করলে ডাউনলোড ভিডিও অপশন দেখতে পাব। তারপর ডাউনলোডে ক্লিক করে ভিডিওটি সহজে ডাউনলোড করতে পারব।
আরো পড়ুনঃ ফেসবুক থেকে টাকা আয় করার ১৫টি উপায়
কম্পিউটারে ফেসবুক ভিডিও ডাউনলোড
কম্পিউটার থেকে যদি কোনো ফেসবুক ভিডিও ডাউনলোড করতে চাই, তাহলে আমরা যে ভিডিও ডাউনলোড করতে চাই সেই ভিডিওটি যে কোন একটি ব্রাউজারে ওপেন করব।
যখন ভিডিওটি চালু করব তখন ভিডিও চলা অবস্থায় ডান দিকে থ্রি ডট মেনু দেখা যাবে, সেই মেনুটি সিলেক্ট করব। এরপর ড্রপ ডাউন মেনু থেকে ‘কপি লিঙ্ক’ অপশনটি সিলেক্ট করে ভিডিওর লিঙ্ক কপি করব।
এখন ব্রাউজারে নতুন আরেকটি ট্যাব ওপেন করে এই কপি করা ভিডিও লিঙ্কটি পেস্ট করব। এই লিঙ্ক ওপেন হলে লিঙ্কের শুরুতে https://www. এই ধরনের লেখা দেখতে পাব। আমরা এখন, https://www. এই লেখার পরিবর্তে https://mbasic. লেখাটি টাইপ করব।
এবার ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করে ‘ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব’ সিলেক্ট করব। এবার নতুন ট্যাবে ভিডিওটি চালু হলে ভিডিওর উপরে রাইট ক্লিক করে ‘সেভ ভিডিও অ্যাস’ সিলেক্ট করে, ভিডিওটি সেভ করে নিব।
শেষ কথা
আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারলাম ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার নানান উপায়। আশাকরি এইসব সহজ উপায়গুলো দ্বারা আপনারা খুব সহজেই ফেসবুকের যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন।