ফেসবুক থেকে ঘরে বসে টাকা আয় করার উপায়

ফেসবুক থেকে টাকা আয় করার উপায়” “ঘরে বসে টাকা ইনকামের উপায়” ইত্যাদি নানান উপায় আমরা প্রতিনিয়ত খুঁজে বেড়াই। টাকা ইনকাম করতে কে না চায় বলুন? 

তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফেসবুক থেকে টাকা ইনকাম করার ১১টি কার্যকর উপায়। এখানে বলা যেকোনো উপায় অবলম্বন করে ফেসবুক থেকে ইনকাম করুন আজকেই! তাহলে চলুন দেরি না করে এখুনি জেনে নেই ফেসবুক থেকে টাকা আয় করার নিয়ম। 

ফেসবুক রিলস থেকে লাখ টাকা আয়

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শর্ট ভিডিও’র রাজত্ব চলছে। ফেসবুকের মতে, রিলস হলো ফেসবুকে সব থেকে দ্রুত রিচ পাওয়া কনটেন্ট ফরম্যাট। একটি ফেসবুক রিল ৩ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। প্রায় ১৫০টি দেশের তথ্য অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রামে দিনের অর্ধেক সময় রিলস উপভোগ করেন।

এবার চলুন ফেসবুক রিলস থেকে কিভাবে মাসে লাখ টাকা আয় করা যায় জেনে নেইঃ 

  • রিলস মনিটাইজেশনঃ কোন মেটা ব্যবহারকারীর ১০ হাজার ফলোয়ার, ৫টি ভিডিও এবং বিগত ৬০ দিনে ৬ লাখ মিনিটের ভিউ থাকলে সে রিলসে মনিটাইজেশন করতে পারবে। অর্থাৎ আপনার রিলস ভিডিওতে বিজ্ঞাপন শো করবে এবং এর ৫৫% অর্থ আপনি পাবেন এবং ৪৫% অর্থ মেটা পাবে। 
  • ফেসবুক স্টারঃ মেটার নতুন এই  ফিচারে রিলস দেখার সময় ভিউয়াররা স্টার দিতে পারবে। প্রতি ১০০ স্টারে ১ ডলার পেয়ে যাবেন! ফেসবুক স্টারে দিনে ১০০-৩০০ ডলার ইনকাম করা যায় অনায়াসেই। 
  • রিলস প্লে বোনাস প্রোগ্রামঃ আপনার তৈরিকৃত রিলস ভিডিওতে ৩০ দিনে ১ হাজার ভিউ আসলে টাকা পাবেন। এক্ষেত্রে মেটা রিলস নির্মাতাকে ৩৫ হাজার ডলার পর্যন্ত প্রদান করে থাকে। 
  • চ্যালেঞ্জ প্রোগ্রামঃ ইদানিং অন্যের ভিডিও চুরি করে রিলস পাবলিশ করা ব্যাপক হারে বেড়েছে। তাই মেটা এই নতুন নিয়ম চালু করেছে, ফলে যারা নিজস্ব তৈরি রিলস পাবলিশ করবে কেবল তারা এই প্রোগ্রামে যুক্ত হতে পারবে। এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনি ৪ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন। ৩০ দিন অন্তর আপনাকে একেকটি চ্যালেঞ্জ দেওয়া হবে। 

অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয়

বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে কমবেশি সবাই পরিচিত। বাংলাদেশে বর্তমানে বেশ জনপ্রিয় কয়েকটি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম হলোঃ 

  1. দারাজ বাংলাদেশ 
  2. টেন মিনিট স্কুল 
  3. শিখো ও বহুব্রীহি

আপনি এই সকল প্ল্যাটফর্মের বিভিন্ন প্রোডাক্ট ও কোর্সের লিংক আপনার ফেসবুক আইডি, পেজ, গ্রুপ কিংবা ম্যাসেঞ্জার গ্রুপে শেয়ার করবেন। আপনার শেয়ারকৃত লিংকে ক্লিক করলে কেউ উক্ত প্রোডাক্ট বা কোর্স কিনলে আপনি একটি নির্ধারিত % (একেকটি পণ্যের জন্য কমিশন রেট একেক রকম) কমিশন পাবেন। এসকল প্ল্যাটফর্মের মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবেন। 

ড্রপশিপিং করে ইনকাম 

বর্তমানে ফেসবুকে ব্যবসায়ীর কোন অভাব নেই তাই না? এমন কোন পণ্য নেই যা ফেসবুকে বিক্রি করা না হয়। তাই আপনিও বিনা পুঁজিতে আজকেই শুরু করে দিতে পারেন বিজনেস। কি অবাক হচ্ছেন শুনে? এই বিজনেস মডেলকে বলা হয় ড্রপ শিপিং! 

আপনি মূলত অন্যের পণ্য বিক্রি করবেন এবং প্রাইস আপনার ইচ্ছা মত নির্ধারণ করবেন। এরপর কেউ উক্ত পণ্য অর্ডার করলে আপনি ড্রপশিপিং সাইটে গিয়ে কাস্টমারের সকল তথ্য দিলে পণ্যটি আপনার পেজের নামে পার্সেল করা হবে! অর্থাৎ কেউ বুঝতেই পারবে না পণ্যটি প্রকৃতপক্ষে আপনার না। তাছাড়া এই ব্যবসায় কোন লোকসান নেই বরং লাভ আছে। 

বিনা পুঁজিতে লাভজনক অনলাইন ব্যবসা করতে চাইলে এখুনি এই লিংকে গিয়ে ড্রপ শিপিং প্রোগ্রামে যুক্ত হতে পারেন। রেজিস্ট্রেশন বাবদ আপনাকে ৩০০০ হাজার টাকা দিতে হবে। 

ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করুন

ফেসবুক গ্রুপ থেকে হাজার উপায়ে টাকা ইনকাম করা যায়। তবে আপনার ফেসবুক গ্রুপে রিয়েল ইউজার যত বেশি থাকবে আপনি তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার বেশ কিছু উপায় নিচে তুলে ধরেছিঃ 

  • আপনার পণ্য/ কোর্স বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। 
  • পেইড মেম্বারশিপ চালু করে টাকা ইনকাম করা যায়। 
  • ফেসবুক গ্রুপ বিক্রি করে আয় করা যাবে। 
  • স্পন্সর কনটেন্ট পাবলিশ করে ইনকাম করতে পারবেন। 
  • বিভিন্ন ইভেন্ট আয়োজন করে টাকা আয় করা যাবে। 
  • পেইড সার্ভে করে প্রচুর ইনকাম হয়। 
  • অন্যের কনটেন্ট প্রোমট করার মাধ্যমে ইনকাম করবেন। 
  • এফিলিয়েট মার্কেটিং ও ড্রপশিপিং করার বেস্ট একটি মাধ্যমে হলো ফেসবুক গ্রুপ। 

ফেসবুক মার্কেটপ্লেস থেকে ইনকাম করুন

ফেসবুক মার্কেটপ্লেস মেটার খুবই দারুণ একটি ফিচার। এটির মাধ্যমে আপনি নিজের সকল পণ্যের লিস্টিং করে এবং প্রাইস সেট করে সেল করতে পারবেন। কোন ব্যক্তি ফেসবুকে আপনার পণ্যটি সার্চ করলে সে ফেসবুক মার্কেটপ্লেসে উক্ত পণ্য দেখতে পাবে। 

এটির বড় সুবিধা হলো পেজে বা গ্রুপে আপনি কোন পণ্য বিক্রির পোস্ট দিলে অনেক দিন পর সেই পোস্ট খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যান। কিন্তু ফেসবুক মার্কেটপ্লেসে আপনার লিস্ট করা সকল প্রোডাক্ট কাস্টমারের কাছে সহজেই পৌঁছে দিতে পারবেন। 

ভিডিও কনটেন্ট বানিয়ে টাকা আয় করুন

ভিডিও কনটেন্ট বানিয়ে ফেসবুক থেকে সহজেই মাসে লাখ টাকা আয় করতে পারবেন। এতদিন আমরা জানতাম ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা যায়। কিন্তু এখন ফেসবুকও ভিডিও মনিটাইজেশন ফিচার চালু করেছে। 

ভিডিও মনিটাইজেশন পাওয়ার জন্য ১০,০০০ এর বেশি ফলোয়ার বা লাইক, গত ৬০ দিনে এক মিনিট করে ভিডিওতে ৩০ হাজার ভিউ এবং ভিডিও এর দৈর্ঘ্য কমপক্ষে ৩ মিনিট হতে হবে। শর্ত কঠিন হলেও ইনকাম কিন্তু লোভনীয়। ফেসবুকের এই মনিটাইজেশনকে অ্যাড ব্রেকস বলা হয়ে থাকে। 

অ্যাড ব্রেকস কিভাবে পাবেন?

ফেসবুক পেইজের ভিডিওতে অ্যাড ব্রেকস চালু করতে এই ঠিকানায় গিয়ে যোগ্যতা যাচাই করুন। যদি আপনার পেজটি Ad Breaks এর জন্য যোগ্য হয় তবে আবেদন করতে পারবেন। আবেদন করার মাত্র কয়েক ঘণ্টার ভিতর ফেসবুক আপডেট জানিয়ে দিবে। 

ফেসবুকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং

বর্তমানে ফেসবুকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বেশ জনপ্রিয় ও ট্রেন্ডিং একটি চাহিদা। একটা সময় ছিল যখন শুধু সিনেমার নায়ক নায়িকারা বিজ্ঞাপন করত কিন্তু এখন যুগ পাল্টেছে। আপনি ফেসবুকে কয়েক হাজার থেকে কয়েক লাখ ফলোয়ারস যোগাড় করলে হয়ে উঠতে পারেন একজন ইনফুয়েন্সার! 

বর্তমানে ইনফ্লুয়েন্সারদের জনয় ফেসবুক Paid PartnershipVideo Crossposting নামে দুইটি অপশন চালু রেখেছে। এছাড়া আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কনটেন্ট তৈরি করে অথবা তাদের প্রোডাক্ট প্রোমট করে টাকা আয় করতে পারবেন। 

আপনি আপনাকে আরেকটি গোপন টিপস দিবো। আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে চাইলে HypeScout এ একাউন্ট খুলতে পারেন। এটি বাংলাদেশি ইনফ্লুয়েন্সারদের জন্য বেশ জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। এখানে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ অফার করে যেখান থেকে আপনি লুফে নিতে পারেন। 

ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা করে টাকা আয়

আজকাল প্রায় সকল প্রতিষ্ঠান কিছুদিন পর পর সোশ্যাল মিডিয়া ম্যানেজার পদে লোক নিয়োগ দেয়। এখন সবাই যেহেতু ফেসবুক পেজ ব্যবহার করে তাই এই পরিচালনার জন্য জনবল প্রয়োজন হয়। কিভাবে ফেসবুক পেজ চালাতে হয় তা শিখে আপনিও সোশ্যাল মিডিয়া ম্যানেজার পদে জব করতে পারেন। 

ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা ও সকল নিয়মকানুন জানতে ফেসবুকের নিজস্ব ব্লগ ফলো করার পরামর্শ রইলো। এছাড়া এই ওয়েবসাইটে নিয়মিত এসকল বিষয়ে কনটেন্ট দেওয়া হবে। 

ফেসবুক ইভেন্ট থেকে ইনকাম 

আজকাল ফেসবুকে প্রচুর পরিমাণে ইভেন্ট আয়োজন করা হয়। দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষিত তরুণ-তরুণী ও শিক্ষার্থীরা এই সকল ইভেন্টে অংশ নিয়ে থাকেন। ফেসবুকে একটি পেইড ইভেন্ট আয়োজন করে মাসে হাজার টাকা আয় করছে অনেকেই। 

ফেসবুক পেজ ও গ্রুপ বিক্রি করে আয় করুন 

কি ব্যাপার শুনে চমকে যাচ্ছেন? আজকাল ফেসবুক পেজ ও গ্রুপ অনেক টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশে অনেকেই আছেন যারা নতুন বিজনেস শুরু করেছে কিন্তু পেজে রিচ দরকার। তারা ইতোমধ্যে রিচ আছে এমন পেজ ও গ্রুপ অনেক টাকার বিনিময়ে কিনে নেন।  

এমনকি বর্তমানে অনেক পুরাতন ফেসবুক আইডিও হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে। কাজেই আপনিও ফেসবুক পেজ ও গ্রুপ বিক্রি করে ইনকাম শুরু করতে পারেন। 

সর্বশেষ কথা – ফেসবুক থেকে টাকা ইনকামের নিয়ম 

উপরে আমি ফেসবুক থেকে ইনকামের উপায় দিয়ে বিশদভাবে আলোচনা করেছি। আশা রাখি ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করব এই প্রশ্নের উত্তর পেয়েছেন। 

উপরের বর্ণীত কোন পদ্ধতি আপনার কাছে ভালো মনে হয়েছে? অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন তাহলে উক্ত টপিকে বিস্তারিত পোস্ট করবো। 

Avatar of Shakib Hasan

Blogger and SEO Expert. Founder of Techbdtricks. I always try to explore something new and let the people know about that. Keep me in your prayers.

Leave a Comment