ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টাল এর উদাহরণ

ওয়েব পোর্টাল হলো বিশেষ ধরনের একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন ওয়েবসাইটের গুরুত্বপূর্ন লিংক, বিভিন্ন সার্ভিস, কন্টেন্ট, ইত্যাদি সংরক্ষিত থাকে। আজকের আর্টিকালে ওয়েব পোর্টাল কি, ওয়েব পোর্টাল কাকে বলে, ওয়েব পোর্টালের উদাহরন ইত্যাদি Web Portal সম্পর্কিত যাবতীয় তথ্য দেখার চেষ্ঠা করবো।

তাছাড়াও, ওয়েব পোর্টালের প্রকারভেদ এবং বাংলাদেশ জাতীয় ওয়েব পোর্টাল সম্পর্কে আপনি পুরোপুরি ধারনা পেয়ে যাবেন।

চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি।

ওয়েব পোর্টাল কি?

ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিংক সংগ্রহ করা হয়ে থাকে।

সাধারন ভাষায় আমরা ওয়েবসাইট বলতে বিভিন্ন ওয়েব পেইজেই সমষ্টিকে বুঝে থাকি। ওয়েব পোর্টালও এক ধরনের ওয়েবসাইট যেখানে বিভিন্ন পেইজ রয়েছে। কিন্তু একটি সাধারন ওয়েবসাইটের সাথে ওয়েব পোর্টাল এর পার্থক্য হচ্ছে ওয়েব পোর্টালে আরো অনেক বেশি গুরুত্বপূর্ন লিংক এবং গুরুত্বপূর্ন তথ্য সংগ্রহ করা হয়ে থাকে।

সংজ্ঞা হিসেবে, ওয়েব পোর্টাল হচ্ছে একটি বিশেষ ওয়েবসাইট বা ওয়েবপেইজের সমষ্টি যেখানে অনেক গুলো উৎস থেকে সংগ্রহ করা বিভিন্ন গুরুত্বপূর্ণ লিংক, কন্টেন্ট, সার্ভিস ও অন্যান্য তথ্য সংগ্রহ করা থাকে যা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়।

ওয়েব পোর্টাল এর প্রকারভেদ এবং উদাহরণ

ওয়েব পোর্টাল এর প্রকারভেদ
ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টাল এর উদাহরণ 3

ওয়েব পোর্টাল কি এবং ওয়েব পোর্টাল কাকে বলে আশা করি বুঝে গেছেন। এখন ওয়েব পোর্টালের উদাহরন দিলে আরো ভালোভাবে বুঝতে পারবেন।

বিভিন্ন ধরনের ওয়েব পোর্টাল রয়েছে। যেমনঃ

  1. Partner and extranet portals
  2. Banking and insurance portals
  3. Student and faculty portals
  4. Government agency portals
  5. Vendor portals
  6. Intranet portals

Partner and extranet portals

এই ধরনের ওয়েব পোর্টালগুলো বিজনেস পার্টনারদের সুযোগ-সুবিধার জন্য তৈরি করা হয়ে থাকে। উদাহরনস্বরূপ, একটি কম্পানি বিভিন্ন পন্য বিক্রি করে এবং তাদের পণ্য বিপননের জন্য অনেক মার্কেটার এবং সাপ্লাইয়ার রয়েছে। এই ধরনের ওয়েব পোর্টাল গুলো একটি ব্যবসায় অন্তর্ভুক্ত সাপ্লাইয়ার, কাস্টমার এবং পার্টনারদের জন্য বিশেষ গুরুত্বপূর্ন তথ্য সংগ্রহ করে থাকে।

Banking and insurance portals

এই ধরনের ওয়েব পোর্টাল একাউন্ট ম্যানেজমেন্ট একটিভিটি সহজ করে তুলে। যেমন ব্যাংকিং ওয়েব পোর্টাল দিয়ে কাস্টমার নতুন ব্যাংক একাউন্ট তৈরি, তাদের লেনদেন ট্রাক, অনলাইনে পেমেন্ট করা ইত্যাদি কর্মকান্ড করতে পারে। আবার ইন্সুরেন্স ওয়েব পোর্টাল দিয়ে credit negotiation, debts, receiving quotes, personal record recovery, and payment procedures ইত্যাদি করা যায়।

ব্যাংকিং ওয়েব পোর্টাল এর উদাহরণ হলোঃ bracbank.com

Student and faculty portals (শিক্ষা পোর্টাল)

শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার কার্যক্রম আরো ডিজিটালাইজড করার জন্য স্টোডেন্ট এবং ফেকাল্টি ওয়েব পোর্টাল ব্যবহার করা হয়। এই ধরনের ওয়েব পোর্টাল দিয়ে ক্লাস নোট, বিভিন্ন পড়াশোনার রিসোর্স, ক্লাস রোটিং, স্লাইড ভিত্তিক পড়াশোনা, ছাত্রছাত্রীদের উপস্থিতি, পরীক্ষার রেজাল্ট প্রদর্শন, কোর্স ফি জমা দেওয়া ইত্যাদি কার্যক্রম করা যায়। এই Student and faculty portals বর্তমান পড়াশোনাকে আরো সহজ এবং সমৃদ্ধ করে দিয়েছে।

শিক্ষা ওয়েব পোর্টাল এর উদাহরন হলোঃ daffodilvarsity.edu.bd

Government agency portals (জাতীয় ওয়েব পোর্টাল)

প্রতিটি দেশেরই একটি গভর্নমেন্ট ওয়েব পোর্টাল রয়েছে। একে জাতীয় ওয়েব পোর্টাল বলা হয়। জাতীয় ওয়েব পোর্টালে দেশের নাগরিগদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ন ওয়েবসাইটে লিংক ও অন্যান্য তথ্যসমূহ যুক্ত করা হয়ে থাকে। যেমনঃ ই-সেবা, বৈদেশিক বিনিয়োগ, ব্যবসা-বানিজ্য, আইন-বিধি, তথ্য-বাতায়ন ইত্যাদি গুরুত্বপূর্ন লিংক আপনি এই জাতীয় ওয়েব পোর্টাল এ পেয়ে যাবেন।

জাতীয় ওয়েব পোর্টাল এর উদাহরণ হলোঃ bangladesh.gov.bd

Vendor portals

বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের ভেনডর সঠিকভাবে ম্যানেজ করার জন্য, ভেনডর, সাপ্লাইয়ার, এবং কাস্টমারদের মধ্যে কমিনিকেশন করানোর জন্য এই ওয়েব পোর্টাল ব্যবহার করা হয়। বড় বড় ই-কমার্স সাইটে এই ভেনডর ওয়েব পোর্টাল ব্যবহার করে অর্ডার প্লেসমেন্ট, অর্ডার ডেলিভেরি ট্রাক ইত্যাদি কর্মকান্ড করা হয়।

ভেনডর ওয়েব পোর্টাল এর উদাহরণ হলোঃ daraz.com.bd

Intranet portals

একটি ইন্ট্রানেট ওয়েব পোর্টাল একটি নির্দিষ্ট সংস্থার কর্মীদের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতার জন্য তৈরি করা হয়ে থাকে।উক্ত সংস্থা বা সংস্থার সদস্য ব্যাতীত অন্য কেউ বাইরে থেকে পোর্টালগুলো অ্যাক্সেস করতে পারে না।

এই ধরনের ওয়েব পোর্টালগুলো সংবেদনশীল তথ্য বিতরণ, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কাজের সরঞ্জাম সরবরাহ, প্রশিক্ষণ সামগ্রী সরবরাহ এবং প্রজেক্ট ডকুমেন্টেশন সরবরাহ করার কাজে ব্যবহৃত হয়ে থাকে।

জাতীয় ওয়েব পোর্টাল কি

প্রতিটি দেশেরই একটি জাতীয় ওয়েব পোর্টাল থাকে যেখানে নাগরিকদের সুবিধার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ন ওয়েবসাইটের লিংক এবং অন্যা তথ্যাদি সংরক্ষন করা হয়।

বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টাল হলো www.bangladesh.gov.bd যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য সংবলিত ওয়েবসাইটের লিংক দেওয়া আছে।

ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই আপনি বিভিন্ন সেবার লিংক যেমন অনলাইন আবেদন, শিক্ষা বিষয়ক, অনলাইন নিবন্ধন, নিয়োগ সংক্রান্ত, পাসপোর্ট ও ইমিগ্রেশন, ভর্তি আবেদন, পরীক্ষার ফলাফল, কৃষি বিষয়ক, আয়কর, অর্থ ও বানিজ্য, যানবাহন সেবা, টিকিট বোকিং ইত্যাদি সেবার লিংক পেয়ে যাবেন।

ওয়েব পোর্টাল ব্যবহার সহায়িকা

বাংলা দেশের যে ওয়েব পোর্টাল বা তথ্য বাতায়ন রয়েছে সেখানে তার ব্যবহার সহায়িকা প্রকাশ করা রয়েছে। তাছাড়া, আপনি যদি ঠিকঠাক মতো ইন্টারনেট ব্যবহার করতে পারেন তাহলে ওয়েব পোর্টাল ব্যবহারে আপনার কোনো সমস্যা হবে না।

তবুও, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ব্যবহার সহায়িকা দেখে নিলে সহজভাবে আপনি এটি ব্যবহার করতে পারবেন।

উপরের লিংক এ ক্লিক করলে জাতীয় তথ্য বাতায়নের ইউজার মেনুয়াল ও কন্টেন্ট গাইড লাইন এবং জাতীয় তথ্য বাতায়নের ভিডিও গাইড লাইন উভয় ব্যবহার সহায়িকা আপনি পেয়ে যাবেন।

বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল কোনটি?

বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টালের নাম হচ্ছে– www.bangladesh.gov.bd

জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল কবে উদ্বোধন করা হয়

২৩ জুন ২০১৪ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল bangladesh.gov.bd উদ্বোধন করা হয়। এ ওয়েবপোর্টালের মাধ্যমে ঘরে বসেই সাধারণ মানুষ সরকারের নানাবিধ সেবা গ্রহণ করতে পারে।

আমাদের শেষ কথা

আশা করি ওয়েব পোর্টাল কি, ওয়েব পোর্টাল কাকে বলে অর্থাৎ ওয়েবপোর্টালের যাবতীয় সবকিছুর সম্পর্কে আপনি স্পষ্ট ধারনা পেয়েছেন। বাংলাদেশ জাতীয় ওয়েব পোর্টাল সম্পর্কে কিংবা ওয়েবপোর্টাল সম্পর্কিত অন্যান্য তথ্য জানার থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।

Avatar of Shakib Hasan

Blogger and SEO Expert. Founder of Techbdtricks. I always try to explore something new and let the people know about that. Keep me in your prayers.

Leave a Comment