google.com, pub-2818299811453184, DIRECT, f08c47fec0942fa0

ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করার উপায়

আপনি হয়তো অনলাইনে আয় করার বিষয়টি শুনেছেন। কিন্তু কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না। যদি অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অনেক সময় নিয়ে আপনাকে কাজ শিখতে হবে। কিন্তু যদি আপনি ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করার উপায় জেনে নিন তাহলে আপনাকে এই সময় ব্যয় করে ফ্রিল্যান্সিং শিখতে হবে না।

আজকে আমরা যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো তার নাম হলো Sproutgigs। এখানে আপনি ওয়েবসাইট ভিজিট করা সহ ইউটিউবে ভিডিও দেখা ইত্যাদি আরো অনেক ছোট ছোট কাজ পেয়ে যাবেন।

এবং এই কাজগুলো করার মাধ্যমে প্রতিদিন ৫ ডলার ইনকাম করতে পারবেন।

স্প্রাউটগিগস কি?

স্প্রাউটগিগস হলো একটি ফ্রিল্যান্সিং এবং মাইক্রোট্যাস্ক ওয়েবসাইট যেখানে ছোট থেকে বড় সবধরনের কাজ করার মাধ্যমে টাকা আয় করা যায়।

এখানে কাজ করার জন্য প্রথমে Sproutgigs একাউন্ট খুলতে হবে। ।

একাউন্ট খুলার পরে সেখানে আপনি অনেক কাজ করেই ইনকাম করতে পারবেন যেমন ইউটিউব ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। তাছাড়া জিমেইল একাউন্ট খুলে দিয়ে ইনকাম করতে পারবেন।

তাছাড়া আরো বিভিন্ন উপায়েই আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন।

Sproutgigs এ ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করার উপায়

তো এখানে ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখান থেকে  আপনাকে Website visit /website marketing promotion/ marketing promotion  নামক কাজগুলো বাছাই করতে হবে।

তো কাজগুলোর ডানপাশে আপনি দেখতে পাবেন যে কোন কাজের জন্য আপনি কত ডলার পাবেন। তো, ভালো একটি এমাউন্ট দেখে একটি ওয়েবসাইট ভিজিটের কাজ বাছাই করুন ।আর অবশ্যই দেখুন কাজটি কতজন মানুষ সম্পূর্ন করে ফেলেছে (ডানপাশেই দেখতে পাবেন)। যদি ৩০০ জন থেকে ২৯৯ জনই সম্পূর্ন করে ফেলে তাহলে এটা বাদ দিয়ে  আরেকটি কাজ বাছাই করুন।

কাজটি খুজে বের করার পর, ক্লিক করে এতে প্রবেশ করুন ।

প্রবেশ করার পর স্ক্রল করলে দেখতে পাবেন আপনাকে ২টি ধাপ দেখানো হয়েছে ।

প্রথমটি হলো কিভাবে কাজটি করবেন এবং দ্বিতীয়টি হলো কি কি প্রমান জমা দিবেন।

এবং প্রমান জমা দেওয়ার জন্য নিচে আরও অপশন থাকে।

তো মনে করুন-

প্রথম ধাপে এরকম বলা আছে যেঃ(কাজের পদ্ধতি)

  •  গুগলে প্রবেশ করুন এবং সার্চ করুন(Tech BD Tricks)।
  • প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন(https://techbdtricks.com)
  • ১০টি আর্টিকেল পড়ুন এবং প্রতিটি আর্টিকালে ৩০ সেকেন্ড ব্যয় করুন এবং আস্তে আস্তে স্ক্রল করুন।
  • একটি বিজ্ঞাপনে ক্লিক করুন।

২য় ধাপে বলা আছেঃ(প্রমান ধাপ)

  • শেষের ৩ টি আর্টিকেলের শেষের লাইন লিখুন
  • শেষের ৩ টি আর্টিকেলের ইউআরএল লিখুন
  • যে বিজ্ঞাপনে ক্লিক করেছেন তার  ইউআরএল লিখুন

তো যদি এরকম বলা থাকে তাহলে প্রথমে তাদের দেখানো মতো তাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর তারা যা যা বলেছে তা তা করেন। এবং যা যা প্রমান দিতে বলেছে তা তা প্রমান দেন।

যদি আপনার কাছ থেকে ৩ টি প্রমান চেয়ে থাকে তাহলে এর নিচে ৩ টি প্রমান বক্স থাকবে। প্রতিটি বক্সে আপনাকে আলাদা আলাদা প্রমান দিতে হবে।

তো প্রমান দেওয়া হয়ে গেলে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিন। সাথে সাথেই আপনার ডলারটি পেন্ডিং-এ চলে যাবে।

তারা আপনার কাজটি সঠিক কিনা তা যাচাই করে ২/১ দিনের মধ্যেই আপনার মেইন একাউন্ট ব্যালেন্সে দিয়ে দিবে।

এখানে এরকম আরো অনেক ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন। এটি খুবই জনপ্রিয় এবং ১০০% বিশ্বস্ত একটি ওয়েবসাইট।

যখন আপনার ৬ ডলার এর মতো হবে তখন সেখান থেকে আপনি টাকা ওঠাতে পারবেন।

ইতি কথা

এতক্ষন জানাচ্ছিলাম কিভাবে স্প্রাউটগিগ ওয়েবসাইটে ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করতে হয়। আপনার যদি রেগুলার ৫ ডলার ইনকাম করার একটা টার্গেট থাকে তাহলে আপনি আজ থেকেই এখানে কাজ করে টাকা আয় করতে পারবেন।

কাজ করতে গিয়ে যদি আটকে যান তাহলে আপনার সমস্যার কথা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Check Also

মাসে ১০ হাজার টাকা আয় করার উপায়

প্রতি মাসে ১০ হাজার টাকা আয় করার ১০ টি উপায় ২০২৪

স্টুডেন্ট লাইফে কারো হাতেই তেমন টাকা থাকে না। আবার অনেকে বাসায় টাকা চাইতে অস্বস্তি বোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *