ওয়েবসাইট ভিজিট করে কিভাবে ইনকাম করবেন

আপনি যদি অল্প কিছুদিন অনলাইন নিয়ে ঘাটাঘাটি করে থাকেন তাহলে অবশ্যই ব্লগিং সম্পর্কে জানেন।

ব্লগিং হলো লেখালেখি করার একটি পেশা। আর যারা এই লেখালেখির পেশাকে কাজে লাগিয়ে নিজের ওয়েবসাইটে প্রতিনিয়ত আর্টিকাল পাবলিশ করে তাদের বলা হয় ব্লগার।

সারা বিশ্বের মধ্যে ব্লগিং অন্যতম একটি পেশা। আর এই পেশাকে কাজে লাগিয়ে নিজের একটি বিসনেজ দাঁড় করানো প্রথম দিকে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে থাকে।

আপনি যদি একজন সফল ব্লগার হতে চান তাহলে অবশ্যই আপনাকে এসইও সম্পর্কে জানতে হবে।

এসইও হলো একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে গুগল সার্চ রেজাল্টের প্রথম পেইজে আসা যায়।

তো বিভিন্ন দিক বিবেচনা করে গুগল একটি ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের প্রথম দিকে নিয়ে আসে । এর মধ্যে অন্যতম একটি দিক হলো ওয়েবসাইটে কেমন ভিজিটর আসছে এবং সাইটিতে ভিজিটরদের এক্টিবিটি কেমন?

তার মানে, কতক্ষন সময় ধরে আরটিকাল পড়তেছে , এক আরটিকাল থেকে অন্য আরটিকালে ক্লিক করে যাচ্ছে কিনা, গুগল একটি ইউজারের এসকল দিকগুলো বিবেচনা করেও রেংকিং দিয়ে থাকে ।

তাই যারা নতুন ব্লগিং শুরু করে তারা টাকা দিয়ে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে ওয়েবসাইট ভিজিটের জন্য মানুষ কিনে থাকে।

তো এমনই একটি মার্কেটপ্লেস হচ্ছে Sproutgigs

এ একজন ব্লগার এসে তার ওয়েবসাইট ভিজিটের জন্য জব পোস্ট করে আর যারা ওয়ার্কার রয়েছে তারা ওয়েবসাইট ভিজিট করে ডলার পেয়ে থাকে।

তো আজকে চলুন দেখে নেই কিভাবে আপনি ও ওয়েবসাইট ভিজিট করে ডলার ইনকাম করতে পারেন।

তো এর জন্য আপনাকে Sproutgigs এ প্রবেশ করেত হবে।

প্রবেশের জন্য এখানে ক্লিক করুন- Sproutgigs

তো প্রথমে সাইটটিতে আপনার একটি একাউন্ট খুলতে হবে ।

তো দেখে নিন কেন এবং কিভাবে Sproutgigs এ একাউন্ট খুলবেন।

একাউন্ট খুলার পরে সেখানে আপনি অনেক কাজ করেই ইনকাম করতে পারবেন যেমন ইউটুব ভিডিও দেখে ইনকাম

করতে পারবেন ।তাছাড়া জিমেইল একাউন্ট খুলে দিয়ে ইনকাম করতে পারবেন।

তাছাড়া আরো বিভিন্ন উপায়েই আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন।

তো আজকের এই আর্টিকালে আপনাকে দেখাবো কিভাবে Sproutgigs থেকে ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করতে পারবেন।

Sproutgigs থেকে ওয়েবসাইট ভিজিট করে ইনকাম

তো প্রথমে আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ওয়েবসাইটে প্রবেশ করুন

সেখান থেকে  আপনাকে Website visit /website marketing promotion/ marketing promotion  নামক কাজগুলো বাছাই করতে হবে।

তো কাজগুলোর ডানপাশে আপনি দেখতে পাবেন যে কোন কাজের জন্য আপনি কত ডলার পাবেন। তো, ভালো একটি এমাউন্ট দেখে একটি ওয়েবসাইট ভিজিটের কাজ বাছাই করুন ।আর অবশ্যই দেখুন কাজটি কতজন মানুষ সম্পূর্ন করে ফেলেছে (ডানপাশেই দেখতে পাবেন)। যদি ৩০০ জন থেকে ২৯৯ জনই সম্পূর্ন করে ফেলে তাহলে এটা বাদ দিয়ে  আরেকটি কাজ বাছাই করুন।

কাজটি খুজে বের করার পর, ক্লিক করে এতে প্রবেশ করুন ।

প্রবেশ করার পর স্ক্রল করলে দেখতে পাবেন আপনাকে ২টি ধাপ দেখানো হয়েছে ।

প্রথমটি হলো কিভাবে কাজটি করবেন এবং দ্বিতীয়টি হলো কি কি প্রমান জমা দিবেন।

এবং প্রমান জমা দেওয়ার জন্য নিচে আরও অপশন থাকে।

তো মনে করুন-

প্রথম ধাপে এরকম বলা আছে যেঃ(কাজের পদ্ধতি)

  •  গুগলে প্রবেশ করুন এবং সার্চ করুন(Tech BD Tricks)।
  • প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন(https://techbdtricks.com)
  • ১০টি আর্টিকেল পড়ুন এবং প্রতিটি আর্টিকালে ৩০ সেকেন্ড ব্যয় করুন এবং আস্তে আস্তে স্ক্রল করুন।
  • একটি বিজ্ঞাপনে ক্লিক করুন।

২য় ধাপে বলা আছেঃ(প্রমান ধাপ)

  • শেষের ৩ টি আর্টিকেলের শেষের লাইন লিখুন
  • শেষের ৩ টি আর্টিকেলের ইউআরএল লিখুন
  • যে বিজ্ঞাপনে ক্লিক করেছেন তার  ইউআরএল লিখুন

তো যদি এরকম বলা থাকে তাহলে প্রথমে তাদের দেখানো মতো তাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর তারা যা যা বলেছে তা তা করেন। এবং যা যা প্রমান দিতে বলেছে তা তা প্রমান দেন।

যদি আপনার কাছ থেকে ৩ টি প্রমান চেয়ে থাকে তাহলে এর নিচে ৩ টি প্রমান বক্স থাকবে। প্রতিটি বক্সে আপনাকে আলাদা আলাদা প্রমান দিতে হবে।

তো প্রমান দেওয়া হয়ে গেলে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিন। সাথে সাথেই আপনার ডলারটি পেন্ডিং-এ চলে যাবে।

তারা আপনার কাজটি সঠিক কিনা তা যাচাই করে ২/১ দিনের মধ্যেই আপনার মেইন একাউন্ট ব্যালেন্সে দিয়ে দিবে।

যখন আপনার ৬ ডলার এর মতো হবে তখন সেখান থেকে আপনি টাকা ওঠাতে পারবেন।

Avatar of Shakib Hasan

Blogger and SEO Expert. Founder of Techbdtricks. I always try to explore something new and let the people know about that. Keep me in your prayers.

Leave a Comment