মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার নিয়ম

আপনি হয়তো ভাবছেন একটি ওয়েবসাইট তৈরি করবেন। কিন্তু, আপনার হাতে কোনো প্রকার কম্পিউটার ডিভাইস না থাকার কারনে এগুতে পারছেন না। আপনি কি জানেন মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়।

আজকের আর্টিকালে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা হবে। মনযোগ দিয়ে আর্টিকালটি পড়লে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যেকোনো ধরনের একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন।

এবং আর্টিকালের শেষের দিকে মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইট বানানোর একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো।

মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে কোডিং এর গুরুত্ব

মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার কথা আসলে প্রথমেই প্রশ্ন আসে, “আমাকে কি কোডিং করা জানতে হবে?”

জি না বস!

বর্তমান প্রযুক্তির এতটাই উন্নতি হয়েছে যে এখন একটি ওয়েবসাইট বানাতে আর আগের মতো কোডিং করতে হয় না।

ওয়েব ডেভেলপমেন্ট এর মধ্যে একটি প্রোগ্রামিং ভাষা আছে যার নাম পিএইচপি(PHP). এই ভাষার উপর ভিত্তি করে গড়ে ওঠেছে কিছু প্রতিষ্ঠান। যার মধ্যে ওয়ার্ডপ্রেস (WordPress) অন্যতম।

এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন কোনো প্রকার কোডিং ছাড়াই।

তবে, বড় বড় সাইট যেমন ফেসবুক, আমাজন, টুইটার ইত্যাদির ক্ষেত্রে কোডিং এর ভূমিকা অপরিসীম।

মোবাইলে ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হবে?

জেনে রাখা ভালো, আপনি চাইলে মোবাইল দিয়ে একটি ওয়েবসাইট ফ্রি ফ্রি বানিয়ে নিতে পারবেন। কিন্তু প্রফেশনাল কাজে সেটি করা কখনোই উচিত হবে না।

এখন আসি, যদি মোবাইল দিয়ে প্রফেশনাল একটি ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনার মিনিমাম কত খরচ হতে পারে-

ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে প্রথমেই যেখানে আপনাকে টাকা খরচ করতে হবে তা হলো Domain-Hosting ক্রয় করায়।

Related Article:

বাংলাদেশ থেকে আপনি একটি ডোমেইন-হোস্টিং ক্রয় করতে চান তাহলে সর্বনিন্ম আপনার বাজেট হওয়া উচিত ২০০০ টাকা। যেটি আপনি এক বছরের জন্য ব্যবহার করতে পারবেন। এবং পরবর্তী বছর আবার বাড়তি টাকা দিয়ে রিনিউ করতে হবে।

তারপর, অতিরিক্ত খরচের মধ্যে আছে ওয়েবসাইটের ডিজাইনের জন্য একটি ওয়ার্ডপ্রেস থিম , প্রিমিয়াম প্লাগিন, ওয়েবসাইটের কন্টেন্ট ইত্যাদি। (Optional)

বিস্তারিতঃ ওয়েবসাইট তৈরির খরচ

মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরির ধাপসমূহ

আপনি যদি স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করে প্রফেশনাল একটি ওয়েবসাইট তৈরি করতে চান , তাহলে নিন্মোক্ত ধাপগুলো অনুসরণ করুন। নিচের এই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি মোবাইল দিয়ে যেকোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন।

1. ওয়েবসাইটের জন্য একটি নাম বাছাই করুন

যখন একটি শিশু জন্ম নেয় তখন যে জিনিসটি সবার প্রথমে আসে তা হলো শিশুটির নাম। এটি সারা জীবন শিশুটির পরিচয় বহন করে।

ওয়েবসাইট তৈরির ক্ষেত্রেও আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য একটি নাম সিলেক্ট করতে হবে।

আপনি যে purpose-এ ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তার সাথে মিল রেখে চেষ্টা করবেন একটি নাম বাচাই করতে।

ওয়েবসাইটের নামের কিছু উদাহরন

News site এর জন্যঃ

  • Banglanews
  • newsprotidin
  • newsupdate
  • khoborsondabela
  • updatenews
  • ইত্যাদি, চেষ্ঠা করবেন news বা নিউজ রিলেটেড ওয়ার্ড রাখতে।

blog site এর জন্যঃ

  • Banglablog
  • techblog
  • businessblog
  • blogexplorer
  • uniqueblog
  • ইত্যাদি, আপনি চাইলে আপনার নামের পর blog শব্দটি লাগিয়ে দিতে পারেন।

ecommerce site এর জন্যঃ

  • caldal
  • amjam
  • foodseeker
  • daraz
  • amazon
  • ইত্যাদি, আপনার প্রোডাক্ট অথবা ব্যাবসা রিলেটেড নাম দিবেন।

কিভাবে ওয়েবসাইটের জন্য একটি সুন্দর নাম খুজে বের করবেন তা জানতে এই আর্টিকালটি পড়ুন- ওয়েবসাইটের সুন্দর নাম খুজে বের করার প্রক্রিয়া

তারপরও যদি আপনি নামের আইডিয়া খুজে না পান তাহলে মোবাইল ব্রাউজার থেকে Namelix.com এ যান এবং সেখানে থেকে নামের আইডিয়া জেনারেট করুন ।

2. আপনার বাচাইকৃত নামের ডোমেইন কিনুন

আপনি তো আপনার ওয়েবসাইটের জন্য একটি নাম বাছাই করলেন। এখন দেখতে হবে সে নামটির ডোমেইন Available কিনা।

সেটি দেখার জন্য আপনার মোবাইলের ব্রাউজারে চলে যান। এবং সেখান থেকে যেকোনো একটি Domain Hosting provider ওয়েবসাইটে চলে যান।

For example:

  • bluehost.com
  • namecheap.com
  • hostever.com
  • exonhost.com , ইত্যাদি।

ঐখানে গিয়ে আপনার পছন্দের ডোমেইন সার্চ দিয়ে দেখুন Available কিনা। যদি Available হয় তাহলে সাথে সাথেই কিনে ফেলুন। আর অবশ্যই চেষ্ঠা করবেন, আপনার পছন্দের নামের .com ডোমেইন কেনার জন্য।

এবং ডোমেইন কেনার ক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেজন্য আপনি নিচে দেওয়া লিংক-এ ক্লিক করে আর্টিকেলটি ভালো করে পড়ে নিবেন-

3. একটি ওয়েব হোস্টিং ক্রয় করুন

আপনার ওয়েবসাইটের নামে একটি ডোমেইন কেনা হয়ে গেলে আপনার কাজ হচ্ছে সেই ডোমেইনটি একটি ওয়েব হোস্টিং-এর মধ্যে হোস্ট করা। অর্থাৎ, আপনি আপনার মোবাইল দিয়ে যে ওয়েবসাইট তৈরি করবেন সেটা যেন সকল ইন্টারনেট ব্যবহারকারী দেখতে পারে সে ব্যাবস্থা করা।

দেশি-বিদেশি বিভিন্ন সাইট থেকে আপনি ওয়েব হোস্টিং কিনতে পারেন। [N.B. আপনি এক বছরের জন্য এটি কিনলে পরের বছর একই মূল্য কিংবা বাড়তি মূল্য দিয়ে আবার রিনিউ করতে হয়]

নিচে কয়েকটি ডোমেইন হোস্টিং সাইটের নাম উল্লেখ করা হলোঃ

  • BlueHost
  • Hostinger
  • HostGator
  • SiteGround
  • ExonHost (Bangladeshi company)
  • Hostever (Bangladeshi company)

বাংলাদেশি কম্পানি ExonHost এবং Hostever থেকে আপনি বিকাশ, রকেট, নগদ অথবা অন্যান্য ব্যাংকিং এর মাধ্যমে হোস্টিং কিনতে পারবেন। আর যদি এক বছরের জন্য হোস্টিং কিনেন তাহলে একটি .com বিনামূল্যে নিয়ে নিতে পারবেন।

4. মোবাইল ব্রাউজার থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন

এতক্ষনে হয়তো ডোমেইন এবং হোস্টিং কিনে নিয়েছেন। এখন আপনার কাজ হলো আপনার ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল করা।

ওয়ার্ডপ্রেস হলো একটি কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম। এটি PHP ভাষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

কোডিং করা ছাড়া ওয়েবসাইট তৈরির কাজে এটি ব্যবহৃত হয়। আপনি যেহেতু মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন এবং কোডিং ছাড়াই তা করতে চাচ্ছেন সেহেতু আপনাকে ওয়ার্ডপ্রেস এর সাহায্য নিতে হবে।

এটি ইন্সটল করা কঠিন কিছু না।

  • ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে যেকোনো একটি ব্রাউজারে যেতে হবে।
  • তারপর আপনার হোস্টিং এর কন্ট্রোল প্যানেল (cPanel) এ যেতে হবে।
  • cPanel এ গিয়ে একটু নিচের দিকে scroll করলেই WordPress নামক অপশনটি পেয়ে যাবেন।
  • সেখানে আপনার ইনফরমেশন তথা ইমেইল, পাসওয়ার্ড, ওয়েবসাইটের নাম, ইত্যাদি দিয়ে ইন্সটল করে নিতে হবে।

যদি নিজে নিজে মোবাইল দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে ব্যার্থ হোন তাহলে এই আর্টিকালটি পড়ুন- ওয়ার্ডপ্রেস ইন্সটল করার উপায়

5. WordPress Dashboard এ প্রবেশ করুন এবং একটি Theme ইন্সটল করুন

মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য এতক্ষনে আপনি ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস-ও ইন্সটল দিয়ে দিয়েছেন। এখন আপনার কাজ হলো মোবাইল দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে নেওয়া।

সেজন্য, ওয়ার্ডপ্রেস থেকে একটি WordPress Theme ইন্সটল করে নিতে হবে।

তাই,

  • প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ডেশবোর্ডে প্রবেশ করুন। ওয়ার্ডপ্রেস ডেশবোর্ডে প্রবেশের জন্য আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজারে চলে যান এবং উপরের address bar এ আপনার ওয়েবসাইটের নাম লিখুন এবং /wp-admin লিখে কিবোর্ডের Go তে চাপ দিন।
  • তাহলে আপনাকে আপনার ওয়েবসাইটের লগিন পেইজে নিয়ে যাওয়া হবে। সেখানে ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে। যেটি আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সময় দিয়েছিলেন সেটি দিয়ে লগিন করুন।
  • লগিন করার পর আপনি আপনার মোবাইলে ওয়ার্ডপ্রেস ডেশবোর্ড দেখতে পাবেন। মোবাইলের উপরে ডানপাশে ডেশবোর্ডের মেনু রয়েছে সেখানে ক্লিক করুন।
  • menu থেকে Appearance এ যান।
  • Appearance এ গেলে Theme নামক একটি অপশন পাবেন।
  • সেখান থেকে Add New তে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি থিম ইন্সটল করে নিন।
  • তারপর সেটিকে Activate করলেই দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটি দেখতে হুবহু সে থিমটির মতো হয়ে গেছে।
  • তারপর, এটিকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিবেন।

6.মোবাইল ফোন দিয়ে ওয়েবসাইট তৈরির সর্বশেষ ধাপ

এখন আপনি একটি ওয়েবসাইটের মালিক। আপনি মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে ফেলেছেন। কিন্তু, সে ওয়েবসাইটে আপনার কোনো তথ্য দেওয়া এখনো হয়নি।

আপনি যে থিম ইন্সটল দিয়েছেন সে থিমের Default তথ্য এখন আপনার ওয়েবসাইটে দেখাচ্ছে। আপনি এখন যেটা করবেন তা হলো Theme Customization. যা আপনি Appearance এর মধ্যে পেয়ে যাবেন।

তারপর, আপনার ওয়েবসাইটে কিছু পোস্ট এবং পেইজ দরকার হবে। এগুলো ডেশবোর্ডের মেনুর মধ্যে পেয়ে যাবেন। পোস্ট করতে Add a New Post এ ক্লিক করতে হবে। আর পেইজ বানাতে Add a New Page এ ক্লিক করতে হবে।

এভাবে সময় নিয়ে আপনি আপনার মতো করে ওয়েবসাইট ডিজাইন করে নিবেন।

এটিই ছিল মোবাইল দিয়ে প্রফেশনাল একটি ওয়েবসাইট তৈরি করার আজকের আর্টিকাল।

এখন আপনাদের সাথে বোনাস ট্রিক্সটি শেয়ার করবো যেটি পড়ে আপনি বুঝে যাবেন কিভাবে মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয়।

মোবাইল দিয়ে কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়

কয়েকটি মাধ্যমে মানুষ মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করে। তবে তন্মদ্ধে Blogger একটি অন্যতম প্লাটফর্ম। এটি গুগলের একটি সার্ভিস।

  • এটি করার জন্য blogger.com এ ক্লিক করুন বা প্রবেশ করুন।
  • সেখানে আপনার জিমেইল দিয়ে লগিন করে নিন।
  • আপনার পছন্দের যেকোনো একটি নাম দিয়ে দিন।
  • আপনার পছন্দের নামের পরে .blogspot.com বসিয়ে আপনাকে একটি ফ্রি ওয়েবসাইট তারা দিয়ে দিবে।যেমনঃ shakib.blogspot.com
  • তারপর, এখানে ওয়ার্ডপ্রেসের মতো করেই থিম ইন্সটল করতে হয় এবং পোস্ট করতে হয়।

আশা করি আজকের আর্টিকালটি আপনার ভালো লেগেছে। আপনি যদি মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে কোথাও আটকে যান তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আরো পড়ুনঃ

Check Also

ব্লগ থেকে কি ধরনের আয় হয়

ব্লগ থেকে কি ধরনের আয় হয় -Passive Income and Active Income

ব্লগ থেকে কি ধরনের আয় হয় এটি নিয়ে অনেক মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। ...

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *