অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার উপায়

আপনি কি ফটোগ্রাফি করতে ভালোবাসেন? যদি ফটোগ্রাফি হয় আপনার পছন্দের বিষয়, তাহলে উপার্জনের বিশাল মাধ্যমও বানাতে পারেন এটিকে। সেজন্য জেনে নিন, অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য।

ছবি তুলতে আমাদের প্রায় সকলেরই ভালো লাগে। হাতে থাকা মোবাইল দিয়ে ব্যক্তিগত ছবি ছাড়াও প্রাকৃতিক দৃশ্য কিংবা অন্য কোনো বিষয়বস্তুর ছবি তুলে থাকি আমরা। তবে অনেকেই জানিনা অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করা যায়। আপনার সেই ফটোগ্রাফির আগ্রহ, চর্চা, প্যাশন‌ ও অনুভূতিকে লক্ষ টাকা ইনকামের ব্যবসায় রূপান্তর করতে সম্পূর্ণ তথ্য জানুন এই আলোচনায়।

সূচিপত্রঃ

সত্যিই কি অনলাইনে ছবি বিক্রি করে আয় করা যায়

বর্তমানে অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম একটি জনপ্রিয় ব্যবসা। অসম্ভব বলে মনে হলেও, শুধুমাত্র ছবি বিক্রি করে মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করছে অনেকেই। 

নিজের ফটোগ্রাফি করে তোলা ছবিগুলো বিভিন্ন ওয়েবসাইট, মার্কেটপ্লেস, ব্যক্তিগত পেজ বা ব্যক্তিগত ওয়েবসাইটেও বিক্রি করে আয় করা যায়।

Suggested Article:

অনলাইনে ছবি বিক্রি করে আয় করবো কিভাবে

বর্তমানে অনলাইনে স্টক ইমেজ ওয়েবসাইটে (Stock Image Website) কনট্রিবিউটর হিসেবে ছবি আপলোড করে অনলাইনে ছবি বিক্রি করা যায়। 

অনলাইনে বিক্রি করার জন্য পাবলিশ করা ছবিগুলো কে স্টক ইমেজ বলা হয়। এসকল ছবিগুলো বিভিন্ন অনলাইন স্টক ইমেজ মার্কেটপ্লেস বা ওয়েবসাইটে আপলোড করতে হয়। আপলোড করা ছবিগুলো যখন কোন বায়ার (Buyer) তার প্রজেক্ট এর জন্য ক্রয় করে, তখন বিক্রয়মূল্যের একটি অংশ ছবির প্রকৃত মালিককে দেওয়া হয়।

অনলাইনে স্টক ইমেজ ওয়েবসাইটে ছবি বিক্রি করে আয় করতে প্রথমেই কোয়ালিটি সম্পন্ন ছবি তোলার দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি একটি প্লাটফর্মে এপ্রুভ হওয়া প্রোফাইল থাকতে হবে। তারপর যথানিয়মে ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন।

এছাড়াও ছবি বিক্রির জন্য নিজের ওয়েবসাইট খুলে বা একটি ফেসবুক পেজের মাধ্যমেও অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করা যায়।

অনলাইনে ছবি বিক্রি করে আয় করতে কি কি লাগে

ছবি বিক্রি করে অনলাইন থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম একজন ভালো মানের ফটোগ্রাফার হতে হবে। আপনার পিকচার কোয়ালিটি যত ভালো হবে, মার্কেটপ্লেসে সেই ছবির মূল্য ও বিক্রয় ততই বেশি হবে। এছাড়াও আরো কিছু বিষয়ের গুরুত্ব রয়েছে। যেমন-

  • একটি ভালো ক্যামেরা। (ডিএসএলআর, ডিজিটাল ক্যামেরা, উচ্চ পিক্সেলের মোবাইল ক্যামেরা ইত্যাদি।)
  • স্টক ইমেজ ওয়েবসাইটে এপ্রুভ হওয়া একাউন্ট।
  • ক্যাটাগরি অনুযায়ী ছবি তোলার দক্ষতা। একজন ফটোগ্রাফারের কোন নির্দিষ্ট ক্যাটাগরির ছবি তোলাতে বেশি দক্ষতা থাকে।
  • ছবি তোলার ক্ষেত্রে ছবির রেজুলেশন, সাইজ, গঠন, কালার, লাইটিং ও অ্যাঙ্গেল সম্পর্কে ভালো ধারণা।
  • ফটো এডিটিং এপ্লিকেশনের সাথে পরিচিতি।
  • একাগ্রত চেষ্টা ও ধৈর্য। (স্টক ইমেজ ওয়েবসাইট থেকে প্রাথমিকভাবে ছবি বিক্রয় হতে কিছুটা সময় লাগে। তবে ভালো ছবি আপলোড করলে দ্রুত ফলাফল পাওয়া যায়)

অনলাইন থেকে ছবি কারা ক্রয় করে 

জীবনের প্রতিটি পর্যায়ের সাথে বর্তমানে ইন্টারনেট জড়িয়ে গেছে। পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষের আয়ের উৎস এখন অনলাইন। সেই অনলাইন ব্যবসায়ীদের বিভিন্ন প্রয়োজনে বা প্রজেক্টে নানা ধরনের ক্যাটাগরি ভিত্তিক ছবি প্রয়োজন হয়, যা তারা অনলাইন থেকে সংগ্রহ করে থাকে। 

অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করতে আমেরিকা, ইতালি, কানাডা, সুইজারল্যান্ড, গ্রীনল্যান্ড সহ বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোর কাঙ্খিত ছবি প্রয়োজন হয়।

সাধারণত নিম্নোক্ত ক্ষেত্রগুলো অনলাইনে ছবি ক্রয় করে থাকে-

  • প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেমে।
  • ভিডিও কনটেন্ট তৈরি করতে।
  • প্রমোশনাল ভিডিও এডিটিংয়ে।
  • বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের অনলাইন মার্কেটিং করতে।
  • ব্লগারদের ব্লগ ওয়েবসাইটে ফিচার ইমেজ হিসেবে।
  • বিভিন্ন অনলাইন ও অফলাইনে প্রাতিষ্ঠানিক ম্যাগাজিন তৈরিতে।
  • সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট করতে। 
  • বিভিন্ন বিজনেস প্রজেক্ট তৈরিতে ডেমো হিসেবে।
  • ক্যাটালগ, মেন্যু, ব্যানার, ফেস্টুন, গ্রাফিক্স ডিজাইনিং ইত্যাদি প্রয়োজনে।

এছাড়াও আরো বেশ কিছু কাজের জন্য অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করা যায়।

যখন কোন প্রজেক্টে ছবির প্রয়োজন হয় তখন প্রজেক্ট ম্যানেজারদের ফটোগ্রাফার ভাড়া করতে বাড়তি ব্যয় হয়। তাই তারা স্টক ইমেজ ওয়েবসাইট থেকে কম খরচে কাঙ্খিত ছবি ক্রয় করে। 

অনলাইনে কোন ধরনের ছবির চাহিদা বেশি

অনলাইনে বর্তমানে প্রায় সকল প্রকার ছবিরই চাহিদা রয়েছে। তবে নিম্নোক্ত ক্যাটাগরির ছবিগুলো তুলনামূলক বেশি চাহিদা সম্পন্ন-

  • বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন অ্যাবস্ট্রাক্ট ছবি। যা কোন বস্তুর খুবই নিকট থেকে সূক্ষ্ম এবং স্পষ্টভাবে তোলা হয়। যেমন- কোন পাতার উপর কীটপতঙ্গের ছবি।
  • প্রাকৃতিক দৃশ্য ও দর্শনীয় স্থানের ছবি
  • বিভিন্ন পাখি, মাছ, সিংহ, বন্যপ্রাণী ও পোষা প্রাণীর মনমুগ্ধকর ছবি
  • ভ্রমণের ছবি
  • ফ্যাশন, মডেলিং, ডিজাইনিং ইত্যাদি ছবি।
  • টেকনোলজি সম্পর্কিত ছবি।
  • দেশি-বিদেশি খাবার আইটেম, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক খাবার ইত্যাদি খাবারের ছবি।
  • বিজনেস প্রজেক্ট রিলেটেড ছবি।
  • লাইফ স্টাইল, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত ছবি।

অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করতে এ সকল ছবি বেশি কার্যকর।

অনলাইনে ছবি বিক্রি করে কত টাকা আয় করা যায়

অনলাইনে স্টক ইমেজ ওয়েবসাইটে ছবি বিক্রি করার ব্যবসা থেকে পরিসর অনুযায়ী লক্ষ লক্ষ টাকাও ইনকাম করছেন অনেকেই। বড় এবং সুপরিচিত স্টক ইমেজ ওয়েবসাইটে নিয়মিত কোয়ালিটি সম্পন্ন ছবি আপলোড করলে, ছবির বিক্রয় প্রতি $০.২৫-$০.৪০ প্রদান করে। 

যত বেশি ছবি ওয়েবসাইটে আপলোড করবেন বিক্রির পরিমাণ ততই বাড়বে। এছাড়াও ছবির কোয়ালিটি ছবির সংখ্যা ও কমিশনের পরিমানের উপর ইনকাম নির্ভর করে।

ধরা যাক,

সুপরিচিত একটি স্টক ইমেজ ওয়েবসাইটে আপনার ২,০০০-২,৫০০ ছবি আছে। কোয়ালিটি সম্পন্ন সেই ছবিগুলো থেকে দৈনিক ৫০টি ছবি বিক্রি হবে। এক্ষেত্রে একদিনের ইনকাম হবে-

$০.৩০×৫০ = $১৫ বা, প্রায় ১৫শ টাকা। এভাবে মাসিক প্রায় ৪০-৫০ হাজার টাকা অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করা সম্ভব। তবে এ পর্যায়ে আসতে দীর্ঘদিনের প্রচেষ্টা প্রয়োজন।

ছবি বিক্রি করে আয় করতে কতদিন সময় লাগবে?

অনলাইনে ছবি বিক্রি করে আয় করা যতটা সহজ, ঠিক ততটাই ধৈর্য্যের ব্যাপার। বর্তমানে এটি একটি প্রতিযোগিতামূলক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের দক্ষ ফটোগ্রাফাররা শামিল হয়েছে এই প্রতিযোগিতায়। তাই প্রাথমিক অবস্থায় আপনার আপলোড করা ছবি বিক্রয় কম হতে পারে।

তবে নিয়মিত কোয়ালিটি সম্পন্ন, ইউনিক, অ্যাট্রাক্টিভ ছবি আপলোড করলৈ ৫-৬ মাসের মধ্যেই ভালো ইনকাম করতে পারবেন।

স্টক ইমেজ ওয়েবসাইটে ছবি কিভাবে বিক্রি করবো

অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করতে স্টক ইমেজ ওয়েবসাইটে একজন Partner বা Contributor হিসেবে রেজিস্টার করতে হয়। রেজিস্টার করার পর প্রতিটি ওয়েবসাইটের নির্দিষ্ট নীতিমালা, ফিচার ও ক্যাটাগরি অনুযায়ী চোখে আপলোড করবেন।

বর্তমানে অনলাইনে স্টক ইমেজ ওয়েবসাইটের সংখ্যা অনেক। সেখান থেকে সুপরিচিত ও বেশি পেমেন্ট করে এমন ওয়েবসাইটে একাউন্ট এপ্রুভ করাতে হবে। তারপর নিয়মিত ছবি আপলোড করলেই বিক্রয় ও ইনকাম বৃদ্ধি পাবে। 

ছবি আপলোড করার পর বিক্রয় পর্যন্ত বাকি দায়িত্ব মার্কেটপ্লেস নিজেই সম্পন্ন করে। এডভারটাইজিং, মার্কেটিং, ইমেজ রেঙ্ক করানো ওয়েবসাইটের কাজ। তাই বিক্রয়মূল্য থেকে এসব ওয়েবসাইট গুলো প্রায় দুই-তৃতীয়াংশ নিজেই রাখে এবং ৩০%-৪০% ফটোগ্রাফারদের দিয়ে থাকে।

স্টক ইমেজ ওয়েবসাইটে একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করতে একটি স্টক ইমেজ ওয়েবসাইট নির্বাচন করুন। তারপর নিচের ধাপ গুলো অনুসরণ করুন-

ধাপ ১: একাউন্ট ওপেনিং পেজে প্রবেশ

কাঙ্খিত ওয়েবসাইট টিতে যেকোন ব্রাউজার থেকে ভিজিট করুন। তারপর হোম পেজে Become A Partner/ Contributor/ Seller অপশন দেখতে পাবেন। সেই অপশনে প্রবেশ করে রেজিস্টার পেজে যান।

ধাপ ২: রেজিস্টার করুন

বেশিরভাগ ওয়েবসাইট গুলোতে শুধু-

  • নাম,
  • ইউজার নেম,
  • ইমেইল এড্রেস,
  • পাসওয়ার্ড,
  • জাতীয়তা ও 
  • জন্মতারিখ ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্টার করতে হয়।

ধাপ ৩: ভেরিফাই ইমেইল

রেজিস্টার করার সময় আপনার প্রদানকৃত ইমেইল এড্রেসে একটি ভেরিফিকেশন মেইল পাঠানো হবে। সেই মেইলের লিংক থেকে ভেরিফাই করতে হবে।

ধাপ ৪: একাউন্ট এপ্রুভ

রেজিস্টার করার পর মূল উপকরণ ছবি আপলোড করে একাউন্ট এপ্রুভ করতে হয়। ছবির মান ভালো না হলে রিজেক্ট করে দেওয়া হয়। 

একাউন্ট এপ্রুভ হওয়ার পরই অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার উপায় সৃষ্টি হয়।

কিভাবে মার্কেটপ্লেসে প্রোফাইল এপ্রুভ করাবো

ছবি বিক্রির জন্য ওয়েবসাইটে একাউন্ট এপ্রুভ করানো একটি জটিল বিষয়। শুধুমাত্র রেজিস্টার করলেই ছবি আপলোড করতে পারবেন না। প্রথমত, নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্টার করে আপনার ছবির ক্যাটাগরি অনুযায়ী সর্বোত্তম ছবিগুলো আপলোড করতে হবে।

তারপর ওয়েবসাইট এডমিন বা কর্তৃপক্ষ সেই ছবিগুলোর নিম্নোক্ত বিষয়গুলো রিভিউ করবে-

  • ছবির রেজুলেশন
  • এডিট কোয়ালিটি
  • কপিরাইট মুক্ত কিনা
  • ছবির অ্যাঙ্গেল, কালার, এডজাস্টমেন্ট ইত্যাদি।

ছবির গঠন ও ধরন অনুযায়ী মূল্য নির্ধারণ করতে হবে। একবার প্রোফাইল এপ্রুভ নিয়মিত ছবি আপলোড করে বিক্রয় বাড়াতে পারবেন।

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার সেরা ওয়েবসাইট

অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার বহু ওয়েবসাইট রয়েছে। বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট ওপেনিং থেকে শুরু করে পেমেন্ট সিস্টেম ভিন্ন। তবে ছবি বিক্রির এই ব্যবসায় নামার পূর্বে সঠিক মার্কেটপ্লেস বাছাই করা গুরুত্বপূর্ণ। নিচে কয়েকটি সেরা স্টক ইমেজ ওয়েবসাইট তুলে ধরা হলো-

(১) Big stock

big stock ছবি বিক্রি করার ওয়েবসাইট

এখানে খুব সহজেই কন্ট্রিবিউটর একাউন্ট এপ্রুভ করানো যায়। তারপর ছবি আপলোড করলে ওয়েবসাইটের ইমেজ কালেকশনে তা যুক্ত করা হয়।

অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার উপায় হিসেবে এই সাইটে $০.২৫-$৩.০০ পর্যন্ত এবং ২৫%- ৪০% হারে কমিশন প্রদান করা হয়।

(২) Shutterstock

 shutterstock ছবি বিক্রি করার ওয়েবসাইট

এটি জনপ্রিয় ওয়েবসাইট। এখানে কোয়ালিটি সম্পন্ন ছবির সমারোহ অনেক এবং প্রতিদিন কয়েক হাজার ছবি বিক্রি হয়। এই সাইটটি কন্ট্রিবিউটরকে ২০%-৩০% কমিশন দিয়ে থাকে। একটি ছবি বিক্রি র পর আয়ের সীমা সর্বোচ্চ $১২০। এখানেও মাসিক ভিত্তিতে পেমেন্ট করা হয়।

(৩) Alamy.com

alamy ছবি বিক্রি করার ওয়েবসাইট

এটি অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ওয়েবসাইট। এতে প্রায় ২৩৭ মিলিয়নেরও বেশি ছবি রয়েছে। ছবির Contributor (ফটোগ্রাফারকে) – কে এক্সক্লুসিভ ও নন-এক্সক্লুসিভ ছবি ভেদে- ৪০%-৫০% কমিশন দেওয়া হয়। ছবি বিক্রির ইনকাম $৫০ বা তার বেশি হলে মাসিক উত্তোলন করা যায়।

(৪) Istock Photo

istock ছবি বিক্রি করার ওয়েবসাইট

এটি একটি Micro Stock Channel. এখানে কন্ট্রিবিউটর হতে চাইলে, প্রথমে ৩ টি বাছাইকৃত ছবি আপলোড করতে হবে। তারপর ওয়েবসাইটের ম্যানেজমেন্ট টিম সেই ছবি রিভিউ করে গ্রহণযোগ্য হলে আনলিমিটেড ছবি আপলোড ও বিক্রি করে ইনকাম করার সুযোগ দিবে।

(৫) Canstock Photo

canstock photo ছবি বিক্রি করার ওয়েবসাইট

এই ওয়েবসাইটে ছবি বিক্রি করার জন্য রেজিস্টার করে, ৩ টি কোয়ালিটি সম্পন্ন ছবি সাবমিট করতে হয়। ছবি রিভিউয়ের পর ওয়েবসাইট এপ্রুভ করে। ইনস্ট্যান্ট ডাউনলোড হলে ছবি প্রতি ২০%-৫০% পর্যন্ত কমিশন দেওয়া হয়। অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার জন্য এটি অত্যন্ত সহজ উপায়।

(৬) Adobe stock

adobe stock ছবি বিক্রি করার ওয়েবসাইট

ছবির পাশাপাশি ভিডিও বিক্রি করা যায় এই সাইটে। বিক্রয় প্রতি ছবির জন্য ৩৩% ও ভিডিওর জন্য ৩৫% কমিশন দেওয়া হয়। মাসিক ২৫ ডলার হলেই পেমেন্ট নেওয়া যায়।

(৭) Getty images

gettyimages ছবি বিক্রি করার ওয়েবসাইট

এই ওয়েবসাইটে ছবি ক্রয়-বিক্রয়ের জন্য মাসিক প্রায় ৫ কোটিরও বেশি ভিজিটর আসে। সাধারণত এই সাইটে রোমান্টিক, ইমোশনাল, ন্যাচারাল, ইউনিক ছবিগুলোর চাহিদা বেশি। এই সাইটটি বিক্রয় প্রতি কন্ট্রিবিউটরকে ২০% কমিশন দেয়।

এছাড়াও অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার আরো অনেক স্টক ইমেজ ওয়েবসাইট রয়েছে। পাশাপাশি আপনি নিজেও একটি ছবি বিক্রির ওয়েবসাইট খুলে নিজে থেকেই বাড়তি ইনকাম করতে পারবেন।

মোবাইল ক্যামেরায় তোলা ছবিগুলো অনলাইনে কোথায় বিক্রি করবেন?

অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার উপায়ে শুধু উন্নত ক্যামেরা প্রয়োজন, তা নয়। ভালো মোবাইল ক্যামেরার মাধ্যমে তোলা ছবিও উচ্চ দামে বিক্রি করা যায়। উপরোক্ত স্টক ইমেজ ওয়েবসাইট গুলোতে আপনার তোলা ভালো কোয়ালিটির ছবি বিক্রি করতে পারবেন।

অনলাইনে ছবি বিক্রির টাকা কিভাবে পাবো

স্টক ইমেজ ওয়েবসাইট গুলো সাধারণত মাসিক পেমেন্ট করে থাকে। প্রতিমাসে ছবি বিক্রির টাকা তাদের নির্দিষ্ট পেমেন্ট সীমা অতিক্রম করলে পরবর্তী মাসের প্রথম কার্যদিবসে তার পেমেন্ট দেওয়া হয়। সেজন্য পূর্বেই আপনার অনলাইন পেমেন্ট সিস্টেম বা ব্যাংক একাউন্ট এড করে নিতে হবে।

বেশিরভাগ ওয়েবসাইট গুলো নিম্নোক্ত পেমেন্ট সিস্টেমে অর্থ প্রদান করে-

  • Payoneer
  • PayPal
  • Skrill
  • Wire transfer/ Bank transfer

এছাড়াও ওয়েবসাইট ভেদে অন্যান্য পেমেন্ট মাধ্যম থাকতে পারে।

শেষকথা

অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার উপায় বর্তমানে বেশ জনপ্রিয়। তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ফটোগ্রাফি সম্পর্কে আপনার ভালো ধারণা ও Passion থাকতে হবে। দীর্ঘদিন উচ্চমানের ছবি আপলোড করতে পারলে ফটোগ্রাফি করেও লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইনে ছবি বিক্রি করে আয় সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ’s)

অনলাইনে ছবি বিক্রি করবো কোথায়?

অনলাইনে ছবি ক্রয় বিক্রয়ের জন্য বিভিন্ন Stock Image Website রয়েছে। এ সকল সাইটে একাউন্ট রেজিস্টার করে ছবি বিক্রি করতে পারবেন।

একই ছবি একাধিক ওয়েবসাইটে বিক্রি করা যাবে কি?

আপনার তোলা যেকোন একটি ছবি একাধিক স্টক ইমেজ ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন। এতে কোন কপিরাইট বা একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা নেই।

Exclusive ও Non-Exclusive Licence ছবি কি?

Exclusive ও Non-Exclusive License হলো স্টক ইমেজ মার্কেটপ্লেসের নীতিমালা। এক্সক্লুসিভ লাইসেন্স যুক্ত ছবি শুধুমাত্র একটি ওয়েবসাইটেই বিক্রি করতে পারবেন, যার পেমেন্ট তুলনামূলক বেশি হবে। অন্যদিকে, নন-এক্সক্লুসিভ ছবি একাধিক সাইটে বিক্রি করতে পারবেন, তবে পেমেন্ট তুলনামূলক কম হবে।

Avatar of Shakib Hasan

Blogger and SEO Expert. Founder of Techbdtricks. I always try to explore something new and let the people know about that. Keep me in your prayers.

Leave a Comment