google.com, pub-2818299811453184, DIRECT, f08c47fec0942fa0

fiverr এ কাজ পাওয়ার উপায় কি?-সেরা ১০ টি কৌশল

ফাইবার এমন একটি মার্কেটপ্লেস যেখানে লক্ষাধিক ফ্রিল্যান্সার বিভিন্ন সার্ভিস দিয়ে টাকা উপার্জন করছে। আপনার যদি এই বিষয়ে কৌতুহল থেকে থাকে, তাহলে দেখে নিন, কিভাবে ফাইবার থেকে আয় করতে হয়। অর্থাৎ, fiverr এ কাজ পাওয়ার উপায় কি। (How to get order on Fiverr marketplace bangla)

আশা করি, ফাইভার টিপস বাংলা আপনার জন্য অনেক Helpful হবে।

ফাইবার হলো একটি অনলাইন মার্কেটপ্লেস। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ পেয়ে থাকে। এখানে কাজ পাওয়ার জন্য সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় দক্ষতাকে।

আপনার যদি অনলাইন কাজে দক্ষতা থাকে তাহলে আপনি ফাইবার এ কাজ পাবেন। তাছাড়াও আরো কিছু নিয়ম আছে, যেগুলো ফলো করলে ফাইবারে বেশি বেশি কাজ পাওয়া যায়।

ফাইবার এ কি কি কাজ পাওয়া যায়?

ফাইবারে অনেক ধরনের কাজ পাওয়া যায়। আপনি যদি Fiverr.com এ প্রবেশ করেন তাহলে সেখানে কাজের নমুনাগুলো পেয়ে যাবেন।

ফাইবারে যে কাজগুলো বেশি মাত্রায় পাওয়া যায় তা হলোঃ

Graphics Design

ফাইবারে গ্রাফিক্স ডিজাইনের কাজ পাওয়ার চাহিদা অনেক বেশি। আপনার যদি গ্রাফিক্স ডিজাইনের উপর খুব ভালো দক্ষতা থাকে তাহলে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনের কাজ করেই এখান থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ধরনের কাজ এখানে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, Logo Design, Fonts & Typography, Business Cards, Banner design, web design, ইত্যাদি।

Digital Marekting

খুব সহজে ফাইবারে যদি কোনো কাজ পাওয়া যায় তা হলো ডিজিটাল মার্কেটিং এর কাজ। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছে SEO, social media marketing, video marketing, audio marketing, email marketing, affiliate marketing, guest posting, ইত্যাদি।

এগুলোর মধ্যে যেকোনো একটি দক্ষতা অর্জন করেও আপনি ফাইবারে কাজ পেয়ে পারেন।

Web Development

এখানে অনেক ওয়েবসাইটের মালিকেরা কাজ দিয়ে থাকে। তাই, যে ওয়েবসাইট বানাতে পারে কিংবা ওয়েবসাইটের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে সে ফাইবারে Web Development এর কাজ পেয়ে থাকে।

এখানে উল্লেখ্য যে Web Development এর কাজ করতে হলে আপনাকে আগে কোডিং শিখতে হবে। সেজন্য যেকোনো ভালো প্রতিষ্ঠান থেকে কোর্স করা আবশ্যক।

Web Development এর বিভিন্ন কাজ এখানে পাওয়া যায়। যেমনঃ WordPress development, shopify development, wix development, ইত্যাদি।

Other jobs

উপরের কাজগুলো বাদেও ফাইবার মার্কেটপ্লেসে আরো অনেক ধরনের কাজ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে content writing, Video Editing, Translation এমনকি Virtual Assistant হিসেবে কাজ করেও ফাইবার থেকে রোজগার করা যায়।

ফাইবারে এই কাজগুলো খুব সহজেই আপনি পেতে পারেন, যদি fiverr এ কাজ পাওয়ার উপায় আপনার জানা থাকে।

ফাইবারে কাজ পাওয়ার উপায় – (১০ টি কৌশল)

বিশেষ কিছু টেকনিক জানা থাকলে ফাইবারে কাজ পাওয়া কোনো কঠিন ব্যাপার না। উপরে উল্লিখিত কাজগুলোর কোনো একটিতে পারদর্শী হলেই আপনি ফাইবার এ কাজ পাবেন।

কিন্তু, আপনার মতো হাজার হাজার ফ্রিলান্সার এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে। ফলে এখানে প্রতিযোগীতাও অনেক প্রবল। তাই, অন্যান্য ফ্রিলান্সারদের সাথে প্রতিযোগীতা করার মানসিকতা নিয়ে আপনাকে এগুতে হবে।

তো চলুন দেখে নেই fiverr এ কাজ পাওয়ার ১০ টি উপায়-

1. সুন্দর করে প্রোফাইল তৈরি করুন

fiverr এ কাজ পাওয়ার জন্য একটি সুন্দর প্রোফাইলের বিকল্প নেই। আপনার ফাইবার প্রোফাইল যদি সুন্দর না হয় তাহলে কি দেখে বায়ার আপনাকে কাজ দিবে।

তাই, আপনি যে সার্ভিস দিবেন সে সেক্টরে আপনার কতটুকু দক্ষতা আছে; কত বছরের Experience আছে ইত্যাদি সবকিছু উল্লেখ করে সুন্দর করে একটি প্রোফাইল তৈরি করবেন।

fiverr এ কাজ পাওয়ার জন্য এটি খুব সহায়ক একটি ট্রিকস।

2. নির্দিষ্ট এক ধরনের সার্ভিস প্রোভাইড করুন

নির্দিষ্ট এক ধরনের সার্ভিস প্রোভাইড করলে ফাইবার মার্কেটপ্লেসে দ্রুত কাজ পাওয়া যায়।

যেমন ধরুন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট এর স্কিল অর্জন করেছেন। তাই, আপনার গিগ বা সার্ভিসগুলো ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড হওয়া উচিত।

সেখানে যদি আপনি ডিজিটাল মার্কেটিং কিংবা কন্টেন্ট রাইটিং এর গিগ পাবলিশ করেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কম।

কারন, বায়ার মনে করবে আপনি একজন ওয়েব ডেভেলপার, তাই আপনার কাছ থেকে ভালো কন্টেন্ট রাইটিং সার্ভিস কিংবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস পাওয়া যাবে না হয়তো।

তাই, নির্দিষ্ট এক টাইপের সার্ভিস প্রোভাইড করতে থাকুন।

3. আকর্ষনীয় গিগ টাইটেল ও ইমেজ ব্যবহার করুন

ফাইবারে একই সার্ভিসের হাজার হাজার গিগ রয়েছে। এমন অনেক গিগ রয়েছে যেগুলোতে ভালো রিভিও এবং ভালো কাজের কোয়ালিটিও আছে। তাহলে, কেন বায়ার আপনার গিগে অর্ডার করবে?

এর কারন হতে পারে আপনি খুব সুন্দর একটি টাইটেল দিয়ে আকর্ষনীয় একটি ইমেজ ব্যবহার করেছেন। হাজার হাজার গিগের মধ্যে এটি আপনার গিগ-কে ব্যাতিক্রম করে তুলবে এবং, fiverr এ দ্রুত কাজ পেতে সহায়তা করবে।

তাই, fiverr এ কাজ পাওয়ার জন্য সুন্দর, আকর্ষনীয়, ও ব্যাতিক্রমধর্মী একটি টাইটেল ও ইমেজ ব্যবহার করুন।

4. গিগ এসইও করুন

এসইও শব্দটির অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ফাইবারেও একটি সার্চ ইঞ্জিন রয়েছে যেখানে বায়াররা এসে তাদের প্রয়োজনীয় সার্ভিস সম্পর্কে লিখে সার্চ করে।

তো, আপনি যদি আপনার গিগ সঠিক নিয়মে এসইও করে থাকেন তাহলে আপনার গিগ সার্চ রেজাল্টের প্রথম দিকে থাকবে।

ফলে আপনি অধিক পরিমানে অর্ডার পাবেন। তাই, fiverr এ কাজ পাওয়ার জন্য গিগ এসইও করুন।

fiverr gig SEO করার জন্য প্রথমে কি-ওয়ার্ড বাছাই করতে হবে। এবং সে কি-ওয়ার্ড টাইটেল, ডেসক্রিপশন এবং সার্চ ট্যাগ এর মধ্যে যুক্ত করতে হবে।

5. গিগ এ ভিডিও যুক্ত করুন

ফাইবার গিগ এর মধ্যে ভিডিও যুক্ত করলে সে গিগে অর্ডার পাওয়ার সম্ভাবনা বহুগুনে বেড়ে যায়। আর এই বিষয়টি নিশ্চিত করেছে ফাইবার নিজেই।

আর, আপনার সার্ভিস ইমেজের মাধ্যমে যতটুকু ফুটিয়ে তুলবেন, ভিডিও এর মাধ্যমে তার চেয়ে বেশি ফুটিয়ে তুলতে পারবেন।

এতে করে বায়ার আপনার কাজের প্রতি আগ্রহী হয়ে উঠবে। এবং আপনাকে দিয়ে কাজটি করিয়ে নিতে চাইবে।

তাই বলা যায়, ফাইবার গিগে ভিডিও যুক্ত করা fiverr এ কাজ পাওয়ার সহজ উপায়। এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না।

6. Message Response Rate কমানোর চেষ্টা করুন

কোনো বায়ার যদি আপনাকে মেসেজ দেয়, কত সময় পর আপনি সেই মেসেজের রিপ্লাই দিচ্ছেন তার উপর ভিত্তি করে Response Rate নির্ধারন করা হয়।

আপনার রেসপন্স রেট যদি অনেক বেশি থাকে, তাহলে ফাইবার অটোমেটিকভাবে আপনার গিগগুলোকে র‍্যাংকিং-এ পিছনে ফেলে দিবে। ফলে, গিগ এ ইম্প্রেশন, ক্লিক ইত্যাদি সবকিছু কমে যাবে।

এবং একসময় আপনি ঐ গিগে আর কোনো অর্ডারই পাবেন না। তাই, Response Rate যথাসম্ভব কম রাখার চেষ্ঠা করুন।

কখনই তা 1 hour এর বেশি হতে দিবেন না। অর্থাৎ, কেউ আপনাকে ফাইবারে মেসেজ দিলে তা ১ ঘন্টার ভেতরে রিপ্লাই দেওয়ার চেষ্ঠা করবেন।

7. On-time Delivery দেওয়ার যথাসম্ভব চেষ্ঠা করুন

ফাইবার গিগ এ আপনি একটি সার্ভিস এর জন্য ১ দিন, ২ দিন কিংবা আরো বেশি সময় চাইতে পারেন। কিন্তু, যথাসময়ে আপনার কাজ সম্পূর্ন করতে হবে।

অর্থাৎ, যদি আপনি একটি কাজের জন্য ২ দিন নিয়ে থাকেন, তাহলে ২ দিনের মধ্যেই কাজটি ডেলিবেরি করতে হবে। তা না হলে আপনার প্রোফাইলের রেকর্ড খারাপ হয়ে যাবে।

আর, বাহিরের দেশের মানুষের কাছে টাকার চেয়ে সময়ের মূল্য বেশি। কোনো বায়ার যদি দেখে আপনি ঠিক সময়ে ডেলিভেরি করেন না তাহলে সে কখনই আপনাকে অর্ডার করবে না।

তাই, fiverr এ কাজ পাওয়ার জন্য ঠিক সময়ে ডেলিভারি অর্থাৎ On-time Delivery করুন।

8. বেশি সময় একটিভ থাকার চেষ্ঠা করুন

fiverr এ কাজ পাওয়ার উপায় এর মধ্যে এটি হচ্ছে একটি যেটায় অনেক ফ্রিল্যান্সার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

ফাইবার এ বেশি সময় ধরে একটিভ থাকলে আপনার গিগ-গুলো আগের দিকে র‍্যাংক করবে। এটাই বাস্তব।

কারন, ফাইবার মনে করবে আপনি সত্যিই কাজ করতে চান। তাই, আপনি যেন বেশি বেশি কাজ পান সে জন্য ফাইবার আপনার গিগ-কে প্রথম দিকে প্রদর্শিত করবে।

তাই, ফাইবার এ কাজ পেতে গেলে আপনাকে অধিক সময় সেখানে সক্রিয় থাকতে হবে।

অনেকে আছে আবার ফাইবার অটো রিফ্রেশ টুল ব্যবহার করে প্রোফাইলকে আধিক সময় সক্রিয় রাখে।

এটি করা যায়, কিন্তু যদি সামান্য ভুল হয় তাহলে বিপরীতটা ঘটতে পারে।

9. কাজের কোয়ালিটি ও ৫ স্টার রিভিউ বজায় রাখুন

ফাইবারে কাজ পেতে গেলে ৫ স্টার রিভিউ খুব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। আপনি fiverr এ কাজ পাওয়ার অন্যান্য টেকনিক ফলো করে যদিও ফাইবারে কাজ পান কিন্তু কাজের কোয়ালিটি না থাকলে পরবর্তীতে আর কাজ পাবেন না।

তাই, কাজের কোয়ালিটি বজায় রাখার গুরুত্ব অপরিসীম। আর কাজের কোয়ালিটি থাকলে বায়ার আপনার গিগে ৫ স্টার রিভিউ দিবে যা ঐ গিগ আরো বেশি র‍্যাংক করতে সহায়তা করবে।

অনেকে অনেক সময় বেশি বেশি Gig Impression এবং click পাওয়ার জন্য ৫ স্টার রিভিউ ক্রয় করে থাকে। এটি করা এক দিক দিয়ে ভালো হলেও অনৈতিক।

তাই, সঠিক নিয়মে কাজের কোয়ালিটি ঠিক রাখার মাধ্যমে প্রোফাইলে ভালো রিভিউ জমানোর চেষ্ঠা করেন। তাহলে বলা যায়, আপনি ফাইবারে ভালো কিছু করতে পারবেন।

10. ফাইবার গিগ বেশি বেশি শেয়ার করুন

বাংলায় একটি কথা আছে যে প্রচারেই প্রসার। আপনি একটি জিনিস যত বেশি প্রচার করবেন তত বেশি তার প্রসারিত হবে।

ফাইবার গিগ এর বেলায় ও তা। একটি গিগ বেশি বেশি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইটে প্রচার করলে সেখান থেকে অনেক বায়ার পেয়ে যাবেন।

তাছাড়া, বিভিন্ন মিডিয়া ও ওয়েবসাইটে প্রচার করার ফলে আপনার একটি গিগ এর ব্যাক-লিংক তৈরি হবে। ফলে, গিগ অতি সহজেই র‍্যাংক করবে।

তাই, fiverr এ কাজ পাওয়ার জন্য আপনার গিগ বেশি বেশি শেয়ার করুন। সেটা যেখানেই হোক না কেন।

সর্বশেষ

ফাইবার অনেক প্রতিযোগীতামূলক মার্কেটপ্লেস। এখানে কাজ পেতে গেলে আপনাকে অনেক প্রতিশ্রম ও একাগ্রতার সাথে কাজ করে যেতে হবে।

তবে আজকের fiverr এ কাজ পাওয়ার উপায় গুলো অনুসরন করলে আপনার উপশম হবে। আর, প্রথমেই ফাইবারে কাজ না পেলে হতাশ হওয়া যাবে না।

নিজেকে বুঝাতে হবে, অন্য কেউ পারলে আমি কেন পারবো না। আপনার দ্বারাও হবে, কিন্তু একটু শ্রম দিতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রেখে এগুতে হবে।

Check Also

সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ

সবচেয়ে জনপ্রিয় ও চাহিদাসম্পূর্ন ফ্রিল্যান্সিং কাজ ২০২৪

যারা কঠোর কর্পোরেট পরিবেশ পছন্দ করেন না, তাদের মধ্যে ফ্রিল্যান্সিং পেশাটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *