ডাচ বাংলা ব্যাংকের শাখাবিহীন মোবাইল ব্যাংকিং সার্ভিস হচ্ছে রকেট। রকেট একাউন্ট খোলার নিয়ম অনেক সহজ এবং যে কেউ চাইলে ঘরে বসে রকেট একাউন্ট খুলতে পারে।
বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেট ২০১১ সালে যাত্রা শুরু করে। যাত্রালগ্ন থেকে এখন পর্যন্ত সুনামের সাথে রকেট সেন্ড মানি, ক্যাশ আউট, ইউটিলিটি বিল, স্কুল-কলেজের ফি ও এটিএম সুবিধা দিচ্ছে। আজকে আমরা রকেট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো।
সঠিক পদ্ধতিতে রকেট একাউন্ট খোলার নিয়ম
মোবাইলে রকেট একাউন্ট খোলার দুইটি নিয়ম রয়েছে। যথাঃ
- রকেট অ্যাপস দিয়ে একাউন্ট খোলা ।
- *322# ডায়াল করে একাউন্ট খোলা।
আমরা প্রথমে অ্যাপসের মাধ্যমে রকেট একাউন্ট খুলবো। কারণ *322# দিয়ে রকেট একাউন্ট খোলার পর KYC করতে ঝামেলা হবে।
তবে আমাদের অনেক ভিজিটর আছেন বাটন ফোনে রকেট একাউন্ট খোলার নিয়ম জানতে চান। আপনাদের জন্য আমরা *322# দিয়ে রকেট একাউন্ট খোলার উপায় নিয়েও আলোচনা করবো। Rocket Account Open System অনুযায়ী আপনার এনআইডি কার্ড অবশ্যই লাগবে। কাজেই এটি সাথে নিয়ে একাউন্ট খোলার কাজ শুরু করবেন।
অ্যাপ দিয়ে রকেট অ্যাকাউন্ট খোলার নিয়ম
১. গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে রকেট অ্যাপটি ফোনে ইন্সটল করুন।
২. এবার রকেট অ্যাপসে প্রবেশ করবেন। যদি Contacts Number, Location ইত্যাদি চায় তাহলে Allow বাটনে ক্লিক করবেন। এবার আপনার ভাষা হিসেবে English বা বাংলা নির্বাচন করে Next বাটনে প্রেস করবেন।
Image: rocket-account-kivabe-khulbo
৩. এবার আপনার সচল একটি মোবাইল নম্বর (ফোনের সাথে যুক্ত আছে এমন নম্বর) দিয়ে এগিয়ে যাবেন।
৪. “You are not registered to mobile banking. do you want to register?” এই লেখাটির নিচে Yes লেখায় চাপুন। এরপর আপনি যে অপারেটরের সিম ব্যবহার করবেন সেটি সিলেক্ট করবেন।
৫. এই পর্যায়ে আপনার নম্বরে একটি কল আসবে (ছবিতে সংযুক্ত) যেখানে আপনার রকেট একাউন্ট এর পিন সেট করতে বলবে। কল থাকা অবস্থায় ৪ সংখ্যার পিন নম্বর দিবেন এবং নিজে থেকে কল কাটবেন না। এই ধাপে অনেকে ভুলে পিন দিয়ে কল দ্রুত কেটে দেন। মনে রাখবেন পিন দেওয়া হলে অটোমেটিক কল কেটে যাবে তাই অপেক্ষা করবেন।
৬. রকেট অ্যাকাউন্টের পিন সেট করার পর পূর্বের নম্বরে ৬ ডিজিটের একটি ওটিপি কোড আসবে। এবার দ্রুত রকেট অ্যাপসে ঢুকে Go to Verification Step সিলেক্ট করুন। এবার আপনার পূর্বে দেওয়া মোবাইল নাম্বার, ওটিপি কোড ও ৪ সংখ্যা পিন নম্বর দিয়ে পরের ধাপে যাবেন।
৭. এখন আপনাকে লগ ইন পেজ দেখাবে সেখানে আপনার রকেট একাউন্ট মোবাইল নম্বর ও পিন দিয়ে লগ ইন করবেন।
৮. আপনার রকেট একাউন্টে লগ ইন করার পরে Update Your KYC (নিবন্ধন সম্পন্ন করুন) লেখা দেখতে পাবেন। সেখানে ক্লিক করবেন; পাশাপাশি আপনার ফোনে আসা বোনাস দেখতে পাবেন।
৯. Update Your KYC তে ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ডের দুইপাশের ছবি তুলে দিবেন। এবার আপনার কিছু তথ্য পূরণ করতে হবে সেগুলো অ্যাপে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী পূরণ করবেন।
১০. সর্বশেষ আপনাকে আলোযুক্তসাথে ছবি তুলতে বলা হবে। মনে রাখবেন, ছবি তোলার সময় বারবার চোখের পাতা ফেলতে হবে।
উপরের ধাপগুলো যদি যথাযথভাবে অনুসরণ করেন তাহলে আপনি খুব সহজে মোবাইলে রকেট একাউন্ট খুলতে পারবেন। আশা করি রকেট একাউন্ট কিভাবে খুলতে হয় এই প্রশ্নের উত্তর পেয়েছেন। সাধারণত তিন থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে আপনার রকেট একাউন্টটি সচল করে দিবেন।
আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, ফোনে ওটিপি কোড আসার ১ মিনিটের মধ্যে ভেরিফিকেশন না করলে পুনরায় ওটিপি এর জন্য রিকোয়েস্ট সেন্ড করবেন।
*322# ডায়াল করে রকেট একাউন্ট খোলার নিয়ম
ফোনে রকেট একাউন্ট খোলা খুবই সহজ। বাটন ফোনে নগদ একাউন্ট খোলার নিয়ম এর চাইতে রকেট একাউন্ট খোলা কিছুটা সহজ হলেও KYC ভেরিফিকেশন জটিল। চলুন জেনে নেই কিভাবে বাটন ফোনে রকেট একাউন্ট খুলবেন।
- প্রথমে ফোনের ডায়াল প্যাডে যাবেন এবং *322# লিখে কল বাটনে চাপ দিবেন।
- এবার রকেট একাউন্ট খুলতে 1 লিখে পুনরায় কল বাটনে চাপ দিবেন।
- এবার আপনাকে ৪ সংখ্যার একটি পিন কোড সেট করতে বলবে। ৪ সংখ্যার পিন কোডটি সেট করে কল বাটনে প্রেস করুন।
আপনার রকেট একাউন্টের প্রি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে! এখন আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে নিকটস্থ রকেট এজেন্ট পয়েন্ট, ডাচ বাংলা ব্যাংকের শাখা, রকেট সেন্টার বা ডিবিবিএল এজেন্টের কাছে যাবেন। আপনার KYC এর কাজটি তারা সম্পন্ন করে দিবেন। সাধারণত ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে আপনার রকেট একাউন্টটি সচল করে দিবেন।
রকেট একাউন্টের সুবিধা
রকেট একাউন্টের বেশ কিছু সুবিধা রয়েছে। ডাচ বাংলা ব্যাংকের সাথে যুক্ত হওয়ায় অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিসের মত রকেটও বেশ ভালো। প্রথমে সুবিধাগুলো দেখে নেওয়া যাক।
- ক্যাশ ইন ও ক্যাশ আউট করা যায়।
- এটিএম দিয়ে ২৪/৭ কম খরচে লেনদেন করা যাবে।
- মোবাইল রিচার্জ করা যায়।
- রকেট টু ব্যাংক মানি ট্রান্সফার করা যাবে।
- অনেক শিক্ষা প্রতিষ্ঠান শুধু রকেটের মাধ্যমে লেনদেন করে।
- কম খরচে ক্যাশ আউট ও সেন্ড মানি করা যায়।
FAQ: রকেট একাউন্ট নিয়ে জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
রকেট একাউন্ট নিয়ে আপনাদের কাছ থেক কিছু প্রশ্ন পেয়েছি। রকেট মোবাইল ব্যাংকিং সংক্রান্ত প্রশ্নের উত্তর এখানে দিচ্ছি।
প্রশ্নঃ রকেট একাউন্ট খুললে কত টাকা বোনাস?
উত্তরঃ রকেট অ্যাপস ব্যবহার করে একাউন্ট খুললে ২৫ টাকা বোনাস পাবেন। তবে *322# ডায়াল করে খুললে কোন বোনাস পাবেন না।
প্রশ্নঃ রকেট একাউন্ট হেল্প লাইন নাম্বার কত?
উত্তরঃ রকেট একাউন্ট হেল্প লাইন নাম্বার হলো ১৬২১৬।
প্রশ্নঃ একটি NID দিয়ে কয়টি রকেট একাউন্ট খোলা যায়?
উত্তরঃ একটি NID দিয়ে ১টি রকেট একাউন্ট খোলা যায়।
প্রশ্নঃ রকেট একাউন্ট ক্যাশ আউট চার্জ কত?
উত্তরঃ রকেট ক্যাশ আউট চার্জ ১.৮% হারে প্রযোজ্য। তবে ডিবিবিএল শাখা বা এটিএম থেকে ০.৯% হারে ক্যাশ আউট চার্জ কাটবে।
প্রশ্নঃ রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কী?
উত্তরঃ পিন ভুলে গেলে নিকটস্থ রকেট সেন্টারে যেতে হবে। সেক্ষেত্রে ডিবিবিএল কিংবা এজেন্টের কাছে গেলে কাজ হবে না।
শেষ কথা
আমি মনে করি এই পোস্টে রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আপনি সম্যক ধারণা পেয়েছেন। তবে যেকোনো কনফিউশান থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন।
এছাড়া আমাদের সাইটে বিকাশ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে পড়তে পারেন এবং পোস্টটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।