গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম

আমরা অনেকে বেশি জরুরী প্রয়োজন ছাড়াই অনেক সময় প্রচুর গুগল একাউন্ট তৈরি করে ফেলি। একটা সময়ে এসকল একাউন্টগুগো ডিলিট করে দেওয়ার দরকার পরে। আপনি কি গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম জানেন?

যদি গুগল আইডি বা ইমেইল একাউন্ট বন্ধ করার নিয়ম না জেনে থাকেন তাহলে আজকেই তা জানতে পারবেন।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় খুব সহজে। তাই গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট ডিলিট সংক্রান্ত সমস্যার সমাধান পেতে আর্টিকালটি মনযোগ দিয়ে পড়ুন।

একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন, মোবাইল থেকে জিমেইল লগ আউট করে দিলেই কিন্তু গুগল একাউন্ট ডিলিট হয়ে যাবে না।

বরং এটি কে আপনার কিছু নিয়ম বা রুলস ফলো করে ডিলিট করতে হবে।

গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম অনেক সহজ। ২ মিনিটের কাজ। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। কারন গুগল আইডি ডিলিট করে দিলে এর সাথে জড়িত থাকা বিভিন্ন সার্ভিস যেমন Gmail, Email, YouTube Account, YouTube channel, Google Play account, Google chrome Account সহ সবকিছু ডিলিট হয়ে যাবে।

তাই, আপনার প্রয়োজনীয় বা Personal Google Account বাতিল করে দেওয়া কখনোই উচিত হবে না।

তবে কেন?

কারন, একটি ডিভাইজে ১০ টির বেশি গুগল একাউন্ট রাখলেই সমস্যা। তারপর আবার গুগল একাউন্ট খুলতে দরকার হয় মোবাইল নাম্বারের। একটি মোবাইল নাম্বার দিয়ে ১০ টির বেশি একাউন্ট খোলা যায় না।

তাই, অনেক সময় একাউন্টের সংখ্যা বেড়ে গেলে কিছু একাউন্ট ডিলিট করে দেওয়ার প্রয়োজন পরে।

আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিন কিভাবে গুগল একাউন্ট বাতিল করতে হয়।

গুগল একাউন্ট ডিলিট করার অসুবিধা

একটি ডিভাইসের জন্য Google Account খুবই গুরুত্বপূর্ন বিষয়। কারন, এতে অনেক গুরুত্বপূর্ন তথ্য সেভ করা হয়ে থাকে।

তাই গুগল একাউন্ট ডিলিট করে দেওয়ার পর আপনার সব Data রিমুভ হয়ে যাবে যা নিয়ে আপনি অসুবিধায় পড়তে পারেন।

Data বা তথ্যগুলো পরবর্তীতে আপনি আর পুনরুদ্ধার করতে পারবেন না।

তাই, গুগল একাউন্ট কিংবা জিমেইল আইডি যাই বলুন না কেন ডিলিট করার আগে কয়েকটি বিষয় দেখে নিন।

আমি আপনাকে বলে দিচ্ছি যে Gmail account delete করার পর আপনি কি কি হারাবেন।

তাই একাউন্ট বাতিল করার আগে অবশ্যই একবার দেখুনঃ

  • Google Account এর সাথে জড়িত থাকা সকল তথ্য রিমোভ হয়ে যাবে। (যেমনঃ ছবি, ডকুমেন্ট, History, contacts, ক্যালেন্ডার, ইত্যাদি)
  • সহজভাবে, আপনার গুগল একাউন্টে সেভ করার সকল Information Delete হয়ে যাবে। (Google Drive, Youtube account, google play account, Google AdSense সহ যাবতীয় সবকিছু)
  • আপনি যদি গুগলের Paid service ব্যবহার করে থাকেন তাহলে তা আর ব্যবহার করতে পারবেন না।
  • Google Chrome browsers বা অন্যান্য ব্রাউজারে আপনার একাউন্টটি ডিলিট হয়ে যাবে। ফলে Bookmarks, History, extension সবকিছু আপনি হারাবেন।

গুগল একাউন্ট ডিলিট করতে হলে এসব অসুবিধার সাথে সম্মত থেকে তারপর ডিলিট করতে হবে।


অবশ্যই পড়ুন-

গুগল একাউন্ট Permanently ডিলিট করার নিয়ম

এভার আসুন মূল পর্যালোচনায়। গুগল একাউন্ট permanently ডিলিট করার নিয়ম দেখে নিন। এর জন্য আপনাকে কয়েকটি Step অনুসরন করতে হবে।

Step 1: আপনার একাউন্টে এ Sign In করুন

আপনি যেই গুগল একাউন্টটি ডিলিট করে দিতে চাইছেন সেটাতে সর্বপ্রথম সাইন-ইন করে নিন।

কিভাবে?

Google Account এ সাইন ইন করা একদম সহজ। আপনি যদি কম্পিউটার দিয়ে লগিন করতে চাইছেন তাহলে প্রথমে এই লিংকে প্রবেশ করুন – Google account Sing In

তারপর আপনার সামনে এই পেজটি চালু হবে-

গুগল একাউন্ট সাইন ইন করার উপায়

তারপর এখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিবেন।

আর যদি মোবাইল দিয়ে গুগল একাউন্টে সাইন ইন করতে চাইছেন তাহলে প্রথমে Setting থেকে Account এ যান। এবং সেখানে Google বা Google Account নামে একটি অপশন অবশ্যই পাবেন।

শুধুমাত্র সেখান থেকে Add New Account এ ক্লিক করে লগিন করে নিবেন।

Step 2: Manage Your Google Account এ যান

গুগল একাউন্টে লগিন করার পর এটি ডিলিট করতে হলে আপনাকে Google Account এ প্রবেশ করতে হবে। এর জন্য আপনি এই লিংকের মধ্যে ক্লিক করতে পারেন – My Google account

অথবা আপনার ব্রাউজারের ডানপাশে গুগল একাউন্টের লগোতে ক্লিক করলে Manage Your Google Account নামে একটি অপশন পাবেন।

সেখানে ক্লিক করে আপনি আপনার গুগল একাউন্টের সব সেটাপ করতে পারবেন।

Manage Your Google Account

Step 3: Data & Privacy তে প্রবেশ করুন

Google My Account থেকে আপনাকে Data & Privacy তে ক্লিক করতে হবে। সেখানে গেলে আপনি নিজে নিজেই গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম বুঝে যাবেন।

কারন, Data & Privacy তে ক্লিক করার পরে একটু নিচে গেলেই একাউন্ট বাতিল করার অপশন দেওয়া থাকে।

তাই গুগল একাউন্ট ডিলিট করতে Data & Privacy তে ক্লিক করুন

একাউন্ট ডিলিট করতে Data & Privacy তে ক্লিক করুন

চমৎকার, এখন আপনাকে কিছু নিচে স্ক্রল করে যেতে হবে। সেখানে গেলে Delete your Google Account নামের অপশন আপনি পেয়ে যাবেন।

Step 4: Delete your Google Account তে ক্লিক করে দিন

Data & Privacy এর নিচে গেলে আপনি অবশ্যই Delete your Google Account এর মধ্যে ক্লিক করতেই হবে।

কিন্তু এর আগে Download your data করে রাখলে ভালো হবে। এতে করে আপনার গুগল একাউন্ট ডিলিট করে দিলেও আপনার তথ্যগুলো হারাবে না।

তো নিয়মমতো নিচে স্ক্রল করুন এবং গুগল একাউন্ট ডিলিট করুন

Step 4: Delete your Google Account তে ক্লিক করে দিন

Step 5: তারপর আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন

Delete your Google Account এ ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার জিমেইল বা গুগল একাউন্টের পাসওয়ার্ড দেওয়াড় জন্য বলা হবে।

আমি আলতো করে আপনার জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে দিন।

গুগল একাউন্ট ডিলিটের জন্য পাসওয়ার্ড দিন

পাসওয়ার্ড দেওয়া হলে গেলে আপনি কেবল Next বাটনে ক্লিক করে দিলেই হবে।

Step 6: গুগল একাউন্ট Permanently ডিলিট করার জন্য Delete বাটনে ক্লিক করুন

পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এবং উপরের কাজগুলো ঠিকঠাক মতো করলে এইবার আপনার কাছে Finally Delete করার অনুমতি চাওয়া হবে।

আপনি যদি গুগলের সাথে Agree হয়ে ডিলিট বাটনে ক্লিক করেন তাহলে আপনার সম্পূর্ন একাউন্টটি ডিলিট হয়ে যাবে আজীবনের জন্য।

আজীবনের জন্য গুগল একাউন্ট ডিলিট করার জন্য DELETE ACCOUNT করুন

এক্ষেত্রে আপনাকে ২ টি বক্সে টিক মার্ক করে দিয়ে তারপর DELETE ACCOUNT করতে হবে।

DELETE ACCOUNT বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার সকল তথ্য ডিলিট হয়ে যাবে।

তাই আবারও মনে করিয়ে দিচ্ছি যে জিমেইল একাউন্ট ডিলিট করার আগে একবার Download Your Data করে রাখুন।

Download Your Data কেন প্রয়োজন?

আমি যখন গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম দেখাচ্ছিলাম তখন Download Your Data অনেকবার উল্লেখ করেছিলাম।

কি এই Download Your Data ?

আমি একটি জিনিস এখন অবশ্যই জেনে গেছেন যে জিমেইল একাউন্ট ডিলিট করে দিলে একাউন্টের সাথে জড়িত সবকিছুই মুছে যায়।

কিন্তু আপনি যদি Data’গুলো ডাউনলোড করে রাখেন তাহলে আপনার Google Service এর সাথে জড়িত সকল তথ্য আবার পুনরুদ্ধার করতে পারবেন।

তাই আপনার জিমেইল বা ইমেইল আইডি ডিলিট করার সময় Download Your Data করে রাখা প্রয়োজন।

এতে করে যখন আবার যেকোনো তথ্য দরকার হয় তা ফিরে পেতে পারেন।

ডিলিট করা গুগল একাউন্ট ফিরে পাওয়া যাবে কি?

হ্যা।

তবে এর জন্য আপনাকে Google Support নিতে হবে।

গুগলের সাপোর্টে কথা বলে আপনাকে প্রমান করতে হবে যে আসলেই একাউন্টটি আপনার এবং আপনি Accidently একাউন্ট ডিলিট করে ফেলেছেন। এখন আবার তা ফিরে পেতে চাচ্ছেন।

ডিলিট হওয়া জিমেইল আইডি ফিরে পেতে Google Support এর সাথে কথা বলতে এই লিংক এ প্রবেশ করুন – Recover a recently deleted Google Account

Conclusion

গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম আমি সুন্দর করে উপরে ব্যাখ্যা করে দিয়েছি।

কিন্তু আপনি যদি ভাবছেন জিমেইল একাউন্ট ডিলিট বা ইমেইল একাউন্ট বন্ধ করার নিয়ম তাহলে উপরের নিয়মটিই অনুসরন করতে হবে

আর্টিকালটি পড়ার পরেও যদি কোনো জায়গার আটকে যাচ্ছেন তাহলে নির্দ্বীধায় কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আর একটা জিনিস মনে রাখবে Google অথবা Gmail Account Delete করার সময় খুব সতর্ক থাকবেন। এবং প্রতিটি বিষয় পড়ে তারপর কাজ করবেন।

কেননা আমাদের মোবাইল বা ইন্টারনেট জগতের প্রায় সবকিছুই এই গুগলের সাথে জড়িত আছে।

ভালো লাগলে আর্টিকাল শেয়ার করুন।

Check Also

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম [২০২৪ আপডেট]

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম অনেক সহজ। একটা সময় বিমানের টিকেট কাটা খুবই কষ্টসাধ্য এবং ...

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *