কাতার বিশ্বকাপ ফুটবল খেলা ২০২২ এই নভেম্বর মাসের ২০ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুটবল খেলা দেখা নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। তাই, আজকে আলোচনা করবো কাতার বিশ্বকাপ ফুটবল লাইভ দেখার উপায় সম্পর্কে।
ফুটবল সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটি খেলা। বাংলাদেশেও এর অনেক জনপ্রিয়তা। ফুটবল বিশ্বকাপ খেলা আসলে এদেশের প্রতিটি বাড়িতে বিভিন্ন দেশের পতাকা দেখা যায়। তাছাড়া, বিশ্বকাপ ফুটবল লাইভ খেলা চলাকালীন চায়ের দোকান থেকে শুরু করে রাস্তা ঘাটে সব যায়গায় মানুষের সমাগম ঘটে।
কিন্তু, আমাদের দেশে বিদ্যুতের ঘাটতি অনেক। যার ফলে ফুটবল লাইভ ম্যাচ চলাকালীন অনেকসময় লোড শেডিং হয়ে যায় । ফলে টেলিভিশনে আর খেলা দেখা সম্ভব হয় না।
কিন্তু, বর্তমান প্রযুক্তির এতো উন্নয়ন হয়েছে যে আপনি এখন ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ঘরে বসে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন।
তো কিভাবে লাইভ ফুটবল খেলা দেখবো চলুন তা নিয়ে আলোচনা করা যাক –
2022 বিশ্বকাপ ফুটবল লাইভ (Live) দেখার উপায়
ফিফা বিশ্বকাপ ফুটবল লাইভ দেখার অনেকগুলো উপায় রয়েছে। এর মধ্যে আপনি অনলাইনে কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ লাইভ দেখতে পারবেন। এর জন্য অনেকগুলো মোবাইল অ্যাপ রয়েছে। আবার আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও ফিফা বিশ্বকাপ খেলা সরাসরি দেখতে পারবেন।
তাছাড়া অনেকগুলো টিভি চ্যানেল রয়েছে যারা বিশ্বকাপ ফুটবল খেলা সরাসরি সম্প্রচার করবে।
তাহলে আমরা জানলাম, ফিফা ২০২২ বিশ্বকাপ ফুটবল লাইভ দেখার উপায়গুলো হলোঃ
- টিভি চ্যানেলের মাধ্যমে
- মোবাইল অ্যাপ এর মাধ্যমে
- বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে
- ফেসবুকের মাধ্যমে
কোন কোন টিভি চ্যানেল ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে?
- T-sports
- Gtv
বাংলাদেশি টিভি চ্যানেলদের মধ্যে শুধুমাত্র T-sports এবং Gtv এ সরাসরি ফুটবল বিশ্বকাপ খেলা দেখতে পারবেন।
Gtv (গাজী টিভি) টেলিভিশন বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ Live Telecast করবে কিনা সে বিষয়ে অনেক সন্দেহ ছিল। কিন্তু গতকাল তারা এই বিষয়টি নিশ্চিত করেছে। তবে, Btv তে সরাসরি ফিফা বিশ্বকাপ খেলা দেখানো হবে বলে আশা করা যায়।
যাইহোক, বাংলাদেশী চ্যানেল হিসেবে শুধুমাত্র টি স্পোর্টস এবং গাজী টিভি বিশ্বকাপ ফুটবল ২০২২ লাইভ সম্প্রচার করবে বলে নিশ্চিত হওয়া গেছে।
মোবাইলে কিভাবে ফুটবল বিশ্বকাপ লাইভ দেখব?
মোবাইলে লাইভ খেলা দেখার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। আপনি এসকল অ্যাপ ব্যবহার করে বিশ্বকাপ ফুটবল খেলা সরাসরি দেখতে পারবেন। উদাহরণস্বরূপ,
- Toffee
- Football rocker pro
- live net tv
নিচে ফুটবল খেলা দেখার মোবাইল অ্যাপগুলো (ডাউনলোড লিংক সহ) আলোচনা করা হলোঃ
Toffee
Toffee (টফি) বাংলাদেশের মধ্যে খুব জনপ্রিয় একটি স্ট্রিমিং এপ। এটি Banglalink (বাংলালিংক) সিম কম্পানি কর্তৃক পরিচালিত হয়। এর মধ্যে অন্যান্য সকল স্ট্রিমিং অ্যাপ এর তুলনায় বেশি লাইভ চ্যানেল রয়েছে।
টফিতে ডুকলে প্রথম slide page এই দেখতে পারবেন লেখা আছে “বিশ্বকাপ দেখায় বাদ যাবে না কেউ”। সেখানে ক্লিক করে টফিতে লাইভ বিশ্বকাপ দেখতে পারবেন।
এরপর এখানে Football manager এবং match schedule নামক অপশন রাখা আছে যাতে করে ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি লাইভ স্কোরও দেখতে পারেন।
তাছাড়াও Toffee live 1, Toffee live 2, Toffee live 3, sony sports সহ ফুটবল বিশ্বকাপ দেখার জন্য ইত্যাদি অপশন রাখা হয়েছে।
Download link for android: মোবাইলে টফি ডাউনলোড করতে ক্লিক করুন
Download link for iPhone: আইফোনে টফি ডাউনলোড করতে ক্লিক করুন
Football Rocker pro
এই মোবাইল অ্যাপ্লিকেশানটিতে যে শুধুমাত্র ফুটবল বিশ্বকাপ দেখতে পারবেন শুধু তা না, এখানে যেকোনো ধরনের ফুটবল খেলা লাইভ সম্প্রচার করা হয়।
আমি অনেক আগে থেকেই ফুটবল খেলা লাইভ দেখার জন্য এই অ্যাপটি ব্যবহার করে আসছি।
প্রতিদিনের তারিখে যতগুলো ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা তার একটি লিস্ট এই অ্যাপে ডুকলেই দেখতে পারবেন। যদি খেলা আরম্ভ হয়ে থাকে তাহলে সেখানে watch live নামক অপশন পাবেন। সেখানে ক্লিক করে খেলাটি লাইভ উপভোগ করতে পারবেন।
আর, যদি খেলাটি এখনও আরম্ভ হয় নি এমন হয় তাহলে কখন সেটি আরম্ভ হবে তার সময়সূচী দেখতে পারবেন।
এখানে 480p, 720p, এবং 1080p তে খেলা দেখতে পারবেন।
অ্যাপটি প্লে স্টোরে সরাসরি পাওয়া যায়। তাই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কিংবা নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন।
Download link: ডাউনলোড করতে ক্লিক করুন
live net tv
এটি এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশান যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ৭০০ ও বেশি টিভি চ্যানেল রয়েছে। যেগুলো বিনামূল্যে আপনি দেখতে পারবেন।
এখন কথা হচ্ছে ফুটবল বিশ্বকাপ নিয়ে, সেজন্য আপনি স্পোর্টস ক্যাটাগরীতে গেলে দেখবে এখানে অনেক চ্যানলে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এটি ব্যবহার করে স্মোথলী আপনারা বিশ্বকাপ খেলা উপভোগ করতে পারবেন।
তবে এই মোবাইল অ্যাপ্লিকেশানটি প্লে স্টোরে পাওয়া যায় না। তাই, এটি আপনাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। Softonic কিংবা apkpure এর ওয়েবসাইটে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। নিচে ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
Download link: apkpure থেকে ডাউনলোড করে এখানে ক্লিক করুন।
ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে বিশ্বকাপ ফুটবল খেলা দেখব
বিশ্বকাপ ফুটবল লাইভ দেখার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। যেখানে আপনি বিনামূল্যে ফিফা বিশ্বকাপ ফুটবল লাইভ ওয়াচ এবং লাইভ স্কোর দেখতে পারবেন।
উদাহরনস্বরূপঃ
- Sony LIV
- www.bioscopelive.com/
- FIFAICC.COM
- fifa 23
- Facebook watch live
আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে ফিফা ফুটবল বিশ্বকাপ সরাসরি দেখতে চান তাহলে Sony Liv (সনি লাইভ) এর ওয়েবসাইট সবচেয়ে ভালো হবে।
তাছাড়াও bioscope এর ওয়েবসাইটে ডুকলেই দেখতে পারবেন অনেক অনেক চ্যানেল ফুটবল লাইভ খেলা প্রদর্শন করছে।
তারপর আরেকটি উপায় হচ্ছে ফেসবুকের মাধ্যমে ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ দেখা।
ফেসবুকে ফিফা বিশ্বকাপ খেলা দেখার উপায়
ফেসবুকে প্রবেশ করে যে খেলা দেখতে চান তা লিখে সার্চ করলেই দেখবেন অনেক গুলো Live streaming চলে আসবে। উদাহরনস্বরূপ, আর্জেন্টিনা এবং সৌদি আরবের খেলার দিন আপনি ফেসবুকে “Argentina vs Saudi Arabia Live” লিখে সার্চ করবেন।
তাহলে আর্জেন্টিনা আর সৌদির খেলার দেখার অনেকগুলো লাইভ ভিডিও চলে আসবে। সেখান থেকে যেটিতে আপনার ভালো লাগে সেটিতে সরাসরি বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে পারবেন।
তবে, যেহেতু, ফেসবুকে বিভিন্ন মানুষ খেলাগুলো স্ট্রিমিং করে সেহেতু ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হবে।
ফিফা ফুটবল বিশ্বকাপ স্কোর জানার উপায়
google sports snippet এর মাধ্যমে এখন সহজেই যেকোনো খেলার আপডেট স্কোর পাওয় যায়। এজন্য যে খেলার স্কোর জানা প্রয়োজন সে খেলার নাম গুগলে লিখে সার্চ করলেই স্কোর আপডেট সহ বিস্তারিত সব কিছু চলে আসে।
আপনি যদি ফিফা ফুটবল বিশ্বকাপের স্কোর জানতে চান তাহলে শুধুমাত্র গুগলে “Fifa world Cup” লিখে সার্চ করুন। তাহলেই বিশ্বকাপ ফুটবল খেলার স্কোর জানতে পারবেন।
শুধু তাই না, সেখানে কোন দল কোন পজিশনে আছে অর্থাৎ Standing, পররবর্তী ম্যাচ ইত্যাদি নানা তথ্য পেয়ে যাবেন।
আরো পড়ুনঃ গুগল একাউন্ট খোলার নিয়ম
এছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনি ফিফা ফুটবল বিশ্বকাপ খেলার লাইভ স্কোর জানতে পারবেন।
সর্বশেষ
২০২২ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল লাইভ দেখার উপায় এতোক্ষনে আপনারা জেনে গেছেন। এখন আপনি চাইলে ঘরে বসে অনলাইনে ফিফা বিশ্বকাপ দেখতে পারবেন।
কিন্তু, বাইরে বসে খেলা দেখার মজাই আলাদা। আমাদের এলাকায় প্রতি বিশ্বকাপ খেলার সময় বড় পর্দায় লাইভ খেলা দেখানো হয়। আপনাদের এলাকায়ও যদি বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা লাইভ 2022 দেখানো হয় তাহলে নিচে কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন।