অনেক সময় দেখা যায় গুগল ম্যাপ বাংলাদেশ এ জায়গার নাম , রাস্তার নাম কিংবা কোনো স্থাপনার নাম ভুল হয়ে যায়। তখন আপনার ম্যাপের এই লোকেশন Edit কিংবা Delete করে দিতে চাই। আপনি যদি জেনে না থাকেন যে কিভাবে গুগল ম্যাপ এডিট করা যায় তাহলে জটপট আর্টিকালটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলুন।
আপনি কি গুগল ম্যাপ এ জায়গার নাম এডিট কিংবা ডিলিট করতে চান? কিংবা গুগল স্যাটেলাইট ম্যাপ এ আপনার এলাকার নাম ভুল? বাংলা ম্যাপ এ রাস্তার নাম ভুল দেখাচ্ছে? তাহলে Google Maps Edit করুন সহজ উপায়ে।
কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব এটা হয়তো অনেকেই জানি। কিন্তু, গুগল ম্যাপে যুক্ত করা ঠিকানা এডিট করার প্রক্রিয়া বা ডিলিট করার নিয়ম জানি না।
তাই, আজকে আপনাদের বুঝিয়ে দিব কিভাবে গুগল ম্যাপ এডিট করতে হয়। বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল টপিকে চলে যাই –
গুগল ম্যাপ কি?
গুগল ম্যাপ হলো ডিজিটাল ম্যাপ; সমস্ত পৃথিবীর মানচিত্র। এটি গুগলের একটি সেবা।
গুগল ম্যাপ মোবাইল ভার্সন এবং ওয়েবসাইট ভার্সন দুভাবেই পাওয়া যায়। এর সাহায্যে খুব সহজেই আমার বর্তমান লোকেশন খুঁজে পেতে পারি।
তাছাড়া, কোথাও যেতে চাইলে কিভাবে যেতে হবে তার আইডিয়া নেওয়ার জন্য আমরা গুগল ম্যাপ ব্যবহার করে থাকি। গুগল ম্যাপে এখন অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, যা সাহায্যে গুগল ম্যাপ লাইভ লোকেশন দেখাতে সক্ষম। একটি গাড়িকে রাস্তা চিনিয়ে গন্তব্যে পৌছে দিতে সক্ষম এই অ্যাপ।
সবচেয়ে বড় কথা হলো, গুগল ম্যাপ থেকে আয় করার সুযোগও রয়েছে।
কিন্তু অনেক সময় দেখা যায়,গুগল ম্যাপের যেকোনো তথ্য ভুল সংরক্ষন করা হয়। এই ভুল চাইলেই সহজে সংশোধন করে নেওয়া যায়।
তাই, এখন আমরা জানব, কিভাবে গুগল ম্যাপ এডিট করা যায় বা ভুল সংশোধন করা যায়।
কিভাবে গুগল ম্যাপ লোকেশন এডিট করতে হয়? – How to Edit Google Maps Location
গুগল ম্যাপ জায়গার নাম পরিবর্তন করতে হলে আপনার একটি ডিভাইস (মোবাইল অথবা কম্পিউটার) থাকা আবশ্যক। এবং সেই ডিভাইসে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি আপনি মোবাইল দিয়ে গুগল ম্যাপ এডিট করতে চান তাহলে Google Maps app টি ইন্সটল করা থাকতে হবে।
আর যদি কম্পিউটার দিয়ে এডিট করতে চান তাহলে আপনার কম্পিউটারে যেকোনো একটি ব্রাউজার ইন্সটল করা থাকতে হবে।
আজকে আমরা কিভাবে গুগল ম্যাপ এডিট করা যায় তা কম্পিউটারের মাধ্যমে দেখাবো। কিন্তু কম্পিউটারের নিয়ম এবং মোবাইল ফোনের নিয়ম একই রকম।
গুগল ম্যাপ এডিটের জন্য প্রথমে আপনার একটি গুগল একাউন্ট অবশ্যই লাগবে। তাই আগে দেখে নিন কিভাবে নতুন গুগল একাউন্ট তৈরি করতে হয়।
কিভাবে গুগল ম্যাপ এডিট করা যায় তার নিয়ম – Google maps Edit
যদি কম্পিউটার দিয়ে গুগল ম্যাপ এডিট করতে চান তাহলে আপনার পছন্দমতো যেকোনো ব্রাউজারে গিয়ে ‘Google Maps’ লিখে সার্চ করুন। আর মোবাইল দিয়ে ম্যাপ এডিট করতে হলে Google Maps application টি চালু করুন।
এরপর নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১। গুগল ম্যাপে প্রবেশ করার পর বাম-পাশে উপরে একটি মেনু বার দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন
![কিভাবে গুগল ম্যাপ এডিট করা যায়? [In Details Guideline] 2 google maps menu](https://techbdtricks.com/storage/2022/02/google-maps-menu-1024x537.png)
২। মেনু বারের নিচের দিকে Edit the Map নামের একটি অপশন আছে, সেখানে ক্লিক করুন।
![কিভাবে গুগল ম্যাপ এডিট করা যায়? [In Details Guideline] 3 edit the map](https://techbdtricks.com/storage/2022/02/edit-the-map-1024x632.png)
৩। গুগল ম্যাপের মেনু থেকে Edit the Map-এ ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসবে। যেমনঃ
- Missing Address – গুগল ম্যাপে কোনো এড্রেস ভুল হলে তা এখান থেকে এডিট করতে হবে।
- Missing place – কোনো জায়গার নাম উল্লেখ্য না থাকলে তা এডিট করতে চাইলে এইটাতে ক্লিক করতে হবে।
- missing Road – কোনো রাস্তা ভুল থাকতে তা এডিট করার জন্য এখানে ক্লিক করতে হবে।
- Wrong Information – গুগল ম্যাপ-এ কোনো ইনফরমেশন ভুল থাকলে তা এই অপশন থেকে সংশোধন করতে হবে
- You opinion about maps – এই অপশন থেকে গুগল-কে আপনার মতামত জানাতে পারবেন।
সুতরাং, কোনো ইনফরমেশন ভুল থাকলে যদি গুগল ম্যাপ এডিট করতে চান তাহলে এখান থেকে Wrong Information অপশনটিতে ক্লিক করুন।
![কিভাবে গুগল ম্যাপ এডিট করা যায়? [In Details Guideline] 4 edit wrong information](https://techbdtricks.com/storage/2022/02/edit-wrong-information-1024x591.png)
৪। তারপর আপনি যে জায়গা বা রাস্তার নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেখানে ক্লিক করুন
![কিভাবে গুগল ম্যাপ এডিট করা যায়? [In Details Guideline] 5 click a place or road](https://techbdtricks.com/storage/2022/02/click-a-place-or-road-1024x412.png)
৫। যেকোনো রাস্তা বা জায়গায় ক্লিক করলে আপনি তা পরিবর্তন করার অপশন পাবেন। যদি আপনার ক্লিক করা Place-এর আগে থেকে না দেওয়া থাকে তাহলে ২ টি অপশন পাবেন। যথাঃ
- Change Name or other details – নাম অথবা অন্য তথ্য এডিট করার জন্য এই অপশনে ক্লিক করবেন
- Close or remove – জায়গাটি গুগল ম্যাপ থেকে ডিলিট করে দেওয়ার জন্য এই অপশনে ক্লিক করবেন।
আর যদি এমন জায়গায় ক্লিক করেন, যেটা আগে কখনোই গুগল ম্যাপে যুক্ত করা হয় নি, তাহলে Add a missing place নামের অপশন আসবে। আপনি সেখানে ক্লিক করে দিবেন।
![কিভাবে গুগল ম্যাপ এডিট করা যায়? [In Details Guideline] 6 change name google maps](https://techbdtricks.com/storage/2022/02/change-name-google-maps-1024x528.png)
৬। Name, Address, Road, Photo, contact ইত্যাদি প্রয়োজনীয় ইনফরমেশন চেঞ্জ বা এডিট করা হয়ে গেলে Send বাটনে ক্লিক করে দিবেন।
![কিভাবে গুগল ম্যাপ এডিট করা যায়? [In Details Guideline] 7 send editted information](https://techbdtricks.com/storage/2022/02/send-editted-information-1024x675.png)
আপনার এডিট করা তথ্যগুলো৷ send করে দিকে গুগল তা review করবে। যদি আপনার ইনফরমেশন সঠিক মনে হয় তাহলে তা গুগল ম্যাপে এডিট করে দিবে।
গুগল ম্যাপ এডিট করার সময় যা যা খেয়াল রাখতে হবে
আপনি কখনোই ভুল তথ্য দিয়ে গুগল ম্যাপ এডিট করবেন না।
কারন গুগল ম্যাপ মানুষের উপকারের কাজে নিয়োজিত। যদি আপনি ভুল তথ্য দিয়ে গুগল ম্যাপ এডিট করতে চান তাহলে অনেক মানুষের ক্ষতি হবে।
এতে করে গুগলেরও ক্ষতির সম্মখিন হতে হবে। এর ফলে আপনার আইডি তারা বাতিল করে দিতে পারে। তাই, চেষ্টা করবেন সঠিক তথ্য দিয়ে গুগল ম্যাপে contribute করার।
Read More:
কিভাবে গুগল একাউন্ট ডিলিট করতে হয়
Conclusion – গুগল ম্যাপ লোকেশন এডিট
এতোক্ষন মন দিয়ে আর্টিকাল পড়ার জন্য ধন্যবাদ। আর্টিকালটি পরে আপনি আশা করি ক্লিয়ার হয়েছেন যে কিভাবে গুগল ম্যাপ এডিট করা যায় । গুগল ম্যাপ এডিট করুন এবং সঠিক তথ্য দিয়ে এডিট করুন। গুগল ম্যাপ সংশোধনের সময় সতর্ক থাকবেন যাতে আবার কোনো প্রকার ভুল না হয়ে যায়।
গুগল ম্যাপে বেশি বেশি কন্ট্রিবিউট করুন এবং দেশের মানুষের সেবার কাজে নিয়জিত থাকুন। আর দৈনন্দিন এরকম কাজের কাজের ট্রিপস পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। আমাদের সাথে ফেসবুকে যুক্ত থাকুন।