google.com, pub-2818299811453184, DIRECT, f08c47fec0942fa0

এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

এটিএম বুথ Banking ব্যবস্থাকে অনেক সহজ করে দিয়েছে। কয়েক বছর আগে যখন এটিএম ছিল না তখন টাকা তোলার জন্য আমাদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু ATM booth আবিষ্কারের পর ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। তাই আজকে আমরা এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে জানব।

এটিএম (ATM) শব্দটির পূর্ণরূপ হলোঃ Automatic Teller Machine.

বাংলায় একে বলা হয় স্বয়ংক্রিয় টেলার মেশিন। এটি মূলত একটি ব্যাংক সার্ভিস।

অর্থাৎ, ব্যাংক চেক দিয়ে টাকা তোলার Alternative হিসেবে মানুষ এটিএম বুথ ব্যবহার করে।

একটি ব্যাংক একাউন্ট খুললে সেই ব্যাংক থেকে একটি কার্ড প্রদান করা হয়ে থাকে। সে কার্ড দিয়েই মূলত এটিএম বুথ থেকে টাকা তুলতে হয়।

উদাহয়নস্বরূপ, কেউ ব্যাংক একাউন্ট খুললে সেই একাউন্টের সাথে এটিএম কার্ডের একটি সংযোগ করে দেওয়া হয়।

ফলে কেউ যদি এটিএম কার্ড ব্যবহার করে বুথ থেকে টাকা তুলে তাহলে ঐ পরিমান টাকা তার ব্যাংক একাউন্ট থেকে কেটে নেওয়া হয়।

তো, চলুন এটিএম বুথ থেকে টাকা তোলায় প্রক্রিয়া বিস্তারিত জেনে নেওয়া যাক-

ব্যাংক থেকে টাকা তোলার জন্য কেন ATM booth ব্যবহার করব?

ATM booth ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। প্রথমত, এটিএম বুথ আমাদের অনেক সময় বাচায়। এটিএম বুথ চালু হওয়ার আগে মানুষ ব্যাংক থেকে টাকা তোলার জন্য bank cheque book ব্যবহার করত। কিন্তু এখন আর এগুলোর দরকার হয় না।

এখন ATM CARD এর ভেতরেই লাখ টাকা নিয়ে ঘুরা যায়, এবং যখন দরকার হয় তখন বুথ থেকে টাকা তোলা যায়।

তাছাড়া, আগে টাকা তোলার জন্য ব্যাংকে যেতে হতো, এখন প্রতিটি গ্রামে গ্রামে এটিএম বুথ থাকায় টাকা তোলার জন্য আর ব্যাংকে যেতে হয় না। খুব সহজেই ব্যাংকের টাকা এটিএম বুথ থেকে তুলে নেওয়া যায়।

তাহলে আমরা জানলাম, এটিএম বুথ ব্যবহারের সুবিধা হলোঃ

  • কম সময়ঃ এটিএম বুথ থাকায় অধিক সময় ব্যয় করে আর ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা লাগে না। কম সময়েই টাকা উত্তোলন করা যায়।
  • সহজলভ্যঃ একটি ব্যাংক দেখা গেছে প্রতি জেলার মধ্যে ১ টি করে থাকে। কখনো কখনো ২ টি বা ৩ টি। কিন্তু, এটিএম বুথ প্রতিটি গ্রামের বাজারে বাজারে থাকার কারনে এটি খুব সহজেই পাওয়া যায়। ফলে টাকা তোলার জন্য গ্রাহকদের অনেক উপকার হয়ে থাকে।
  • কম সার্ভিস চার্জঃ একটি ব্যাংক চেক ব্যবহার করলে ৫-৬ টাকা লেগে যায়। কারন, টাকা দিয়ে তা কিনে নিতে হয়। কিন্তু, এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুললে সার্ভিস চার্জ খুবই কম লাগে। তা অতি নগণ্য।
  • নিরাপত্তাঃ অনেক গ্রাহকের বাড়ি থেকে ব্যাংক অনেক সময় অনেক দুরে হয়ে থাকে। ফলে, টাকা নিয়ে বাড়িতে আসতে ডাকাতের কিংবা ছিনতাই কারীর ভয় থাকে। কিন্তু, এটিএম বুথ নিজ গ্রামে থাকায়, সেখান থেকে টাকা তুলে বাড়িয়ে আনতে আর ভয় থাকে না। এখানে সর্বাধিক নিরাপত্তা বজায় থাকে।

এটিএম বুথ থেকে একদিনে কত টাকা তোলা যায়?

আপনি বর্তমানে ATM booth থেকে Card দিয়ে একদিনে সর্বোচ্চ ১ লাখ টাকা তোলতে পারবেন।

তবে, কিছু ব্যাংক রয়েছে যারা দৈনিক ৫০ হাজার টাকার বেশি তুলতে দেয় না। তাছাড়া, এটিএম বুথ থেকে একদিনে কত টাকা তোলা যায় তা অনেক সময় নির্ভর করে Bank account এর ধরন এবং ATM card এর প্রকৃতির উপর।

অর্থাৎ, কিছু ব্যাংকের ক্ষেত্রে আপনার একাউন্ট যদি VIP ACCOUNT হয় তাহলে বেশি টাকা তুলতে পারবেন। আর যদি সাধারন আকাউন্ট হয় তাহলে কম টাকা তুলতে পারবেন।

তবে আপনি একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা তুলতে পারবেন।

Student account এর ক্ষেত্রে এটিএম বুথ থেকে দৈনিক ৫০ হাজার টাকার বেশি তুলা যায় না।

প্রশ্নঃ এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়?

উত্তরঃ ১ লাখ টাকা

প্রশ্নঃ এটিএম বুথ থেকে সর্বনিম্ন কত টাকা তোলা যায়?

উত্তরঃ ৫০০ টাকা

এটিএম বুথ থেকে টাকা তোলার শর্তঃ

এটিএম থেকে আপনি খুব সহজে টাকা তুলতে পারবেন। কিন্তু সে জন্য আপনার একটি ATM card থাকতে হবে। বিভিন্ন ধরনের কার্ড হয়ে থাকে। যেমনঃ ATM card, debit card, credit card, visa card, master card, lifestyle card, ইত্যাদি।

তারপর, কিছু ব্যাংকের এটিএম বুথ আছে যেখানে অন্য ব্যাংকের Transition করতে দেয় না। তো সেক্ষেত্রে আপনার কার্ড নির্দিষ্ট বুথে Allow করে কিনা তা নিশ্চিত হতে হবে।

যেমনঃ ডাচ্ বাংলা ব্যাংক shopping card দিয়ে আপনি টাকা তুলতে গেলে কেবল তাদের এটিএম থেকেই টাকা তুলতে হবে। অন্য কোনো এটিএম এই কার্ড দিয়ে টাকা তুলতে অনুমতি দেয় না।

তো, এটিএম থেকে টাকা তোলার জন্য আপনার

  • একটি এটিএম কার্ড থাকতে হবে।
  • উক্ত কার্ড সাপোর্ট করে এমন এটিএম বুথ হতে হবে।

ATM বুথ থেকে টাকা তোলার নিয়ম

এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম শুরু থেকে বিস্তারিত লিস্ট আকারে আলোচনা করা হলোঃ

  • একটি এটিএম বুথ খুজে পান।
  • এটিএম মেশিনের সামনের দিকে কার্ড প্রবেশের জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকে। সেখানে আপনার এটিএম কার্ড প্রবেশ করান।
  • কার্ড প্রবেশের সাথে সাথে এটিএম মেশিনের স্ক্রিনে দেখতে পাবেন আপনাকে আপনার কার্ডের ৪ ডিজিটের পিন নাম্বার(4 digit PIN number) দিতে বলবে।
  • এটিএম মেশিনে সংখ্যা লেখার বাটন (KEYPAD) দেওয়া থাকবে সে বাটন ক্লিক করে আপনার কার্ডের ৪ সংখ্যার পিন নাম্বার দিয়ে দিন।
  • পিন দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। আপনি যেহেতু টাকা উত্তোলন করতে চাচ্ছেন তাই Cash Withdrawal বাটনে ক্লিক করে দিন। ( এটিএম মেশিনের Display সাধারনত Touch screen হয় না, তাই স্ক্রিনে টার্চ করতে যাবেন না, আপনার যে অপশনটি বাছাই করা দরকার তার পাশেই মেশিনের মধ্যে বাটন থাকে, সে বাটনে চাপ দিতে হবে।)
  • এরপর আপনাকে টাকার সংখ্যা দিতে বলা হবে। আপনি কত টাকা তুলতে চান তা KEYPAD চেপে অংকে লিখুন।
  • আপনি একবারে সর্বনিন্ম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২০, ০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন।
  • তারপর আপনার সামনে আরেকটি অপশন আসবে যে আপনি কি Transition Receipt চান কিনা। “YES” চাপলে টাকার সাথে একটি রিসিট বের হয়ে আসবে এবং আপনার একাউন্ট থেকে ৩-৫ টাকা চার্জ কেটে নিবে। আর “NO” চাপলে শুধুমাত্র আপনার টাকা এটিএম মেশিন থেকে বের হয়ে আসবে, এক্ষেত্রে কোনো রিসিট আপনি পাবেন না।
  • টাকা বুজে পাওয়ার পর পরিশেষে আরেকটি অপশন আসবে যে আপনি আরো Transition করতে চান কিনা। যদি আরো টাকা তুলতে চান তাহলে “YES”, আর তা না হলে “NO” বাটনে ক্লিক করে সমাপ্তি করুন।
  • টাকা তোলা সমাপ্ত হয়ে গেলে এটিএম বুথ থেকে আপনার কার্ডটি সংগ্রহ করে নিন।

আপনি যদি ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম কিংবা ডাচ বাংলা এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম জানতে চান তাহলে উভয় ক্ষেত্রে ঠিক একই প্রক্রিয়া অবলম্বন করতে হবে।

উক্ত প্রক্রিয়ায় আপনি যেকোনো এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

তবে, যেকোনো এটিএম বুথ থেকে টাকা তোলার সময়ই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে।

সতর্কতা

এটিএম বুথ থেকে টাকা তোলার সময় আপনাকে অবশ্যই কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। তা না হলে পড়তে পারেন অনেক বিপদে।

এটিএম বুথ থেকে টাকা তুলার সময় অনেক মানুষকে আমি বিপদে পড়তে দেখেছি। তাই, নিচের সতর্কতাগুলো ভালোভাবে পড়ে নিন।

  • প্রথমত, আপনার এটিএম কার্ডের পিন নাম্বার যেন কেউ না জানে। যদি কেউ পিন নাম্বার জেনে যায়, তাহলে চুরি করে কিংবা ছিনতাই করে আপনার কার্ড থেকে টাকা তুলে নিতে পারবে।
  • এটিএম বুথ থেকে টাকা তুলে তা অবশ্যই চেক করে নিবেন। কারন, এটিএম মেশিনের ভেতর থেকে অনেক সময় জাল নোট কিংবা ছেড়া টাকা বের হতে পারে।
  • যেকোনো সমস্যায় এটিএম বুথের manager এর সাথে আলাপ করবেন। অচেনা অন্য কারো সাথে আলাপ করতে যাবেন না।
  • চুর কিংবা ছিনতাইকারীদের কাছ থেকে নিরাপদে থাকবেন। কারন, অধিকাংশ চুর, ছিনতাইকারী এবং প্রতারকরা এখন এটিএম বুথের আশেপাশে অবস্থান করে।

শেষ কথা

এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম আপনারা জেনে গেছেন। আশা করি এখন এটিএম কার্ড এবং এটিএম বুথ ব্যবহার করে ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ন কথা হচ্ছে, এটিএম থেকে আপনি খুব সহজেই টাকা উত্তোলন করতে পারবেন, কিন্তু উপরের সতর্কতাগুলো আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে।

যদি এই আর্টিকালটি পড়ে আরো কোনো কিছু জানার বাকি থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানান। আমি উত্তর দিয়ে আপনার সমস্যা সমাধানের চেষ্ঠা করবো।

আরো পড়ুনঃ

Check Also

উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় একাউন্ট খোলার নিয়ম 2024

উপায় (UPay) এর মাধ্যমে লেন-দেন করার জন্য উপায় একাউন্ট খোলার নিয়ম জেনে রাখা উচিত। উপায় …

2 comments

  1. আমি ডাজ বাংলা বুধ থেকে একদিনে কত টাকা উঠাতে পারব

    • সর্বোচ্চ ৫০ হাজার টাকা। তবে কিছু কিছু একাউন্টের লিমিট আরো কম থাকে। যেমন স্টোডেন্ট একাউন্ট থেকে দৈনিক ২০ হাজারের বেশি তোলা যায় না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *