এটিএম কার্ড ব্যবহারের নিয়ম – (For Beginners)

বর্তমানে ব্যাংকে কোনো একাউন্ট চালু করলেই সবাইকে একটি এটিএম কার্ড দেয়। কিন্তু, অনেক মানুষই এটি ব্যবহার করতে পারে না। তাই আজকে এটিএম কার্ড ব্যবহারের নিয়ম নিয়ে আলোচনা করবো।

বর্তমান প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। আগে মানুষ ব্যাংক থেকে চেক দিয়ে টাকা তুলত। কিন্তু এখন এটিএম কার্ড দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে।

এখন প্রায় সব জায়গায় এটিএম মেশিন স্থাপন করা রয়েছে। তাই, খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া এটিএম কার্ড ব্যবহার করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায়।

মূলত এটিএম কার্ড কি?

এটিএম কার্ড (ইংরেজীতেঃ ATM CARD) হলো প্লাস্টিক জাতীয় এক ধরনের কার্ড যা ব্যাংক থেকে প্রদান করা হয়।

এই কার্ড ব্যবহার করে বিভিন্ন কাজ যেমন এটিএম বুথ থেকে টাকা তোলা, অনলাইন কেনাকাটা করা, ইত্যাদি কাজ করা যায়।

একে অনেক সময় শপিং কার্ড ও বলা হয়।

এটিএম কার্ড কোথায় পাওয়া যায়?

নতুনদের মনে প্রশ্ন জাগতে পারে এটিএম কার্ড কিভাবে তৈরি করব কিংবা এটি কোথায় পাওয়া যায়।

এটিএম কার্ড মূলত ব্যাংক থেকে প্রদান করা হয়। প্রতিটি ব্যাংকেই অনেকগুলো এটিএম কার্ড থাকে। যখন কেউ একটি একাউন্ট খুলে তখন একটি কার্ডের সাথে ঐ একাউন্ট যুক্ত করে দেওয়া হয়।

ব্যাংক থেকে এই কার্ড প্রদান করার অন্যতম কারন হচ্ছে এই কার্ড ব্যবহার করে ATM booth এর মাধ্যমে খুব সহজেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায়।

তাছাড়া, গ্রাহকরা যেন অর্থনৈতিক লেনদেনে আরো অনেক সুবিধা পায় সেজন্য প্রতিটি ব্যাংকেই এটিএম সেবা চালু রয়েছে।

ব্যাংক গ্রাহকদের সুবিধার জন্য ব্যাংক একাউন্ট খোলার পরেই একটি এটিএম কার্ড দিয়ে দেওয়া হয়। এবং প্রতিটি শহরের প্রতিটি গ্রামেই এটিএম বুথ স্থাপন করা হয়।

যেন, এসব এটিএম বুথ ব্যাবহার করে গ্রাহকরা খুব সহজেই টাকা উত্তোলন করে পারে।

এটিএম কার্ড কি কাজে ব্যবহার করা হয়? – Advantage of ATM card

বিভিন্ন কাজে এটিএম কার্ড ব্যবহার করা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ন কাজগুলো নিচে আলোচনা করা হলো।

  • টাকা উত্তোলনের কাজে
  • মানি ট্রান্সফার
  • অনলাইন শপিং
  • ব্যাংকের মোবাইল এপ্লিকেশন সেবা

তাছাড়াও ATM CARD এর ইত্যাদি আরো অনেক সুবিধা আছে।

যেমনঃ

  • Faster Payment
  • Avoid fees and service charges
  • Security
  • Lower fees for tax payments, ইত্যাদি।

এটিএম কার্ড ব্যবহারের সহজ নিয়ম

আমরা অধিকাংশ ক্ষেত্রেই মেশিন থেকে টাকা উত্তোলনের জন্য এটিএম কার্ড ব্যবহার করে থাকে। তো, কিভাবে এটিএম কার্ড ব্যবহার করে বুথ থেকে টাকা তুলতে হয়, অর্থাৎ এটিএম কার্ড ব্যবহারের নিয়ম কি সে বিষয়টি নিচে এখন আলোচনা করা যাক।

এটিএম কার্ড মূলত দেখতে আয়তাকার আকৃতির হয়। কার্ডের একপাশে সিম কার্ডের মতো একটি স্লট(Slot) দেওয়া থাকে। এবং অন্যপাশে Bank account details দেওয়া থাকে।

অনেকেই কিভাবে এটিএম কার্ড মেশিনে ডুকাতে হয় সে বিষয়টি জানেন না। অর্থাৎ, এটিএম কার্ড উল্টো করে মেশিনে ডুকানোর ফলে মেশিন থেকে টাকা তুলতে পারে না। তাই, মনযোগ দিয়ে পড়তে থাকুন।

অতিরিক্ত পড়াঃ

কিভাবে এটিএম কার্ড এটিএম বুথে প্রবেশ করাতে হয়?

কিছু কিছু এটিএম কার্ডে একটি তীর চিহ্ন (Arrow sign) দেওয়া থাকে, ঐ তীর চিহ্ন অনুযায়ী এটিএম মেশিনে কার্ড প্রবেশ করাতে হয়।

অর্থাৎ, যে দিকে তীরের মুখ থাকবে ঐ দিকটি আগে প্রবেশ করাতে হবে। আর অবশ্যই Right direction এ কার্ড প্রবেশ করাতে হবে। সেক্ষেত্রে যে দিকে সিম কার্ডের মতো স্লট কিংবা তীর চিহ্ন থাকে তা উপরের দিকে থাকতে পারে।

ভুল করে কার্ড উল্টো ডুকিয়ে ফেলবেন না যেন।

ডাচ বাংলা ব্যাংক এটিএম কার্ড এর ক্ষেত্রে কোনো তীর চিহ্ন থাকে না। সেক্ষেত্রে, সিম কার্ডের স্লটটি উপরে রেখে সামনের দিক দিয়ে কার্ড প্রবেশ করাতে হয়।

এটিএম কার্ড থেকে কিভাবে টাকা তুলব?

এটিএম কার্ড থেকে টাকা তুলার জন্য আপনাকে প্রথমে একটি এটিএম বুথ খুজে বের করতে হবে। প্রতিটি শহরেই একাধিক এটিএম মেশিন থাকে।

তারপর এটিএম মেশিন থেকে টাকা তোলার জন্যঃ

  • এটিএম কার্ড মেশিনে প্রবেশ করান।
  • আপনার কার্ডের পিন নাম্বার দিন।
  • টাকা উত্তোলন (ইংরেজীঃ Cash Withdrawal) আপশন বেছে নিন
  • টাকা পরিমান লিখুন
  • এরপর, রিসিট চাইলে “হ্যা” আর না চাইলে “না” বাটনে ক্লিক করে দিলেই মেশিন থেকে ক্যাশ টাকা বের হয়ে আসবে।
  • এরপর, আরো লেনদেন না করতে চাইলে “না” বাটনে ক্লিক করে সমাপ্ত করুন।

এটিএম কার্ড দিয়ে শপিং

অনলাইন কিংবা অফলাইন থেকে কেনাকাটার জন্য আপনি এটিএম কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।

তবে, সে এটিএম কার্ড একটি ক্রেডিট/ ডেবিট কার্ড হতে হবে। অর্থাৎ, আপনার কার্ডের মধ্যে Holder name, card number, expire date, CVC ইত্যাদি থাকলে আপনি বুজবেন আপনার টা একটি ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড।

যদি আপনার কার্ডটি একটি ক্রেডিট/ডেবিট কার্ড হয় এবং আপনি অনলাইনে কোনো পণ্য কিনতে চান তাহলে প্রথমে সে ই-কমার্স ওয়েবসাইটে প্রবেশ করুন।

তারপর,

  • আপনার পণ্যটি Add to Cart করুন।
  • Checkout করার পর পেমেন্ট মেথড হিসেবে Pay Credit or Debit Card বাছাই করুন।
  • কার্ড ডিটেইলস ইমপুট করুন।
  • “Pay” বাটনে ক্লিক করুন।

এরপর আপনার পেমেন্ট সম্পূর্ন হবে। এবং আপনার পণ্যটি আপনি কিছুক্ষন বা কিছুদিনের মধ্যে ডেলিভেরি পেয়ে যাবেন।

এটিএম কার্ড ব্যবহারে সতর্কতা

এটিএম কার্ড ব্যবহারের সময় অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে বড় বিপদ হতে পারে।

সতর্কতা যেগুলো খেয়াল রাখতে হবেঃ

  • এটিএম বুথ থেকে কার্ড দিয়ে টাকা উঠানোর সময় সঠিক পিন নাম্বার দিতে হবে। যদি ৩ বারের বেশি ভুল পিন নাম্বার দিয়ে টাকা উঠানোর চেষ্ঠা করে তাহলে কার্ডটি মেশিনের ভেতরে পরে যাবে। এবং, পুনরায় সার্ভিস চার্জ দিয়ে আরেকটি কার্ড বানিয়ে নিতে হবে।
  • এটিএম কার্ড দিয়ে অনালাইনে কোনো ওয়েবসাইটে পেমেন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওয়েবসাইটির ইউআরএল(URL)-টি https দিয়ে শুরু কিনা। https/padlock icon থাকলে আপনি নিশ্চিন্তে আপনার ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট করতে পারেন।
  • কার্ডের পিন নাম্বার অথবা CVC আত্বীয়-স্বজন কাউকে বলা যাবে না।

এটিএম কার্ডের ক্ষেত্রে এসব বিষয়গুলো খেয়াল রাখা আপনার একান্তই জরুরী।

শেষ কথা

আশা করি এটিএম কার্ড ব্যবহারের নিয়ম সম্পর্কে আইডিয়া পেয়েছেন। এখন আপনি ব্যাংক একাউন্ট খুলে একটি এটিএম কার্ড নিতে পারেন। এবং সে কার্ড দিয়ে বিভিন্ন কাজ যেমন টাকা উত্তোলন, শপিং ইত্যাদি কাজ খুব সহজেই করতে পারবেন।

এটিএম কার্ড সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থাকলে তা নিচে কমেন্ট করে জানান।

আরো পড়ুনঃ

Avatar of Shakib Hasan

Blogger and SEO Expert. Founder of Techbdtricks. I always try to explore something new and let the people know about that. Keep me in your prayers.

Leave a Comment