google.com, pub-2818299811453184, DIRECT, f08c47fec0942fa0

মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায় – সহজ ৩টি মাধ্যম

বিভিন্ন উপায়ে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা যায়। আপনি ইচ্ছা করলে বিভিন্ন অ্যাপ যেমন Imo, WhatsApp, Viber, TrueCaller ইত্যাদি ব্যবহার করে অথবা পুলিশের মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে যেকোনো মানুষের পরিচয় বের করতে পারবেন। আজকের আর্টিকাল জুড়ে থাকছে কিভাবে একটি মোবাইল নাম্বার দিয়ে পরিচয় খুজে বের করতে হয় ।

এখানে আমরা ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার জন্য ৩ টি উপায় দেখবো। উপায়গুলো হলোঃ

  1. Messaging and Calling app ব্যবহার করে।
  2. TrueCaller app এর মাধ্যমে।
  3. পরিশেষে, পুলিশের সাহায্য নিয়ে পরিচয় বের করার উপায়।

1. Messaging and Calling app এর মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায়

আমরা ভিডিও কলে কথা বলার জন্য Imo, WhatsApp, Viber ইত্যাদি অ্যাপ্লিকেশান ব্যবহার করে থাকি। এগুলোকে Messaging and Calling app বলা হয়। ফোন নাম্বার দিয়ে পরিচয় বের করার জন্য প্রাথমিক অবস্থায় আমরা এসকল অ্যাপ-গুলো ব্যবহার করতে পারি।

এক্ষেত্রে, যে নাম্বারের পরিচয় জানতে চাচ্ছি সে নাম্বার দিয়ে উল্লিখিত অ্যাপ-গুলোর যেকোনো একটিতে একাউন্ট খোলা থাকতে হবে।

এখন আসা যাক, কিভাবে এই Messaging and Calling app দিয়ে পরিচয় বের করা যায়?

Imo-এর মাধ্যমে

বাংলাদেশে প্রায় ৩৩ মিলিয়ন ইমো ব্যবহারকারী রয়েছে, অর্থাৎ ৩ কোটি ৩০ লাখ। প্রতিটি ইমু একাউন্ট খোলার সময় ব্যবহারকারীদের কাছ থেকে ফোন নাম্বার এবং নাম, ঠিকানা ইত্যাদি ইনফরমেশন চাওয়া হয় এবং সেগুলো ইমুর ডাটাবেজে সেভ করে রাখা হয়।

তাই যখন আপনি মোবাইল নাম্বার দিয়ে ইমুতে সার্চ করবেন, যদি সে নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করা হয়ে থাকে তাহলে তার আইডি এবং নাম, ছবি ইত্যাদি ইনফরমেশন আপনি পেয়ে যাবেন।

যদি ইমুতে পরিচয় খুজে না পান তাহলে আপনার কাছে আরেকটি অপশন আছে, সেটি হলো WhatsApp.

WhatsApp এর মাধ্যমে

Facebook, WhatsApp এগুলো একই কম্পানি অর্থাৎ Meta কম্পানির সার্ভিস এবং বাংলাদেশে 10 মিলিয়নেরও বেশি মানুষ নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে।

যদিও সংখ্যাটা ইমু ব্যবহারকারীর চেয়ে কম, হতে পারে আপনি ফোন নাম্বার দিয়ে যার পরিচয় বের করতে চাচ্ছেন সে ইমু ব্যবহার করে না কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। তাই, ইমুর মাধ্যমে নাম্বার দিয়ে কারো পরিচয় খুজে না পেলে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে খুজে পাওয়ার চেষ্ঠা করুন।

সেজন্য, আপনাকে নাম ছাড়া নাম্বারটি মোবাইলে সেভ করতে হবে। এবং তারপর হোয়াটসঅ্যাপ এ গিয়ে নাম্বারটি লিখে সার্চ করতে হবে।

সার্চ রেজাল্টে নাম্বারটি প্রদর্শিত হবে এবং নাম্বারের সাথে ব্যক্তির নাম এবং ছবি (যদি থাকে) প্রদর্শন করা হবে। আপনি তার প্রোফাইলে গিয়ে অন্যান্য ইনফরমেশন ও দেখতে পাবেন যদি দেওয়া থাকে। সার্চ রেজাল্টে ব্যক্তির নাম না দেখালে তার প্রোফাইলে ঢুকে Add to Contacts এ ক্লিক করুন। তাহলে দেখবেন first name এবং last name এর জায়গায় অটোমেটিক নাম দেখাবে।

এভাবে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে একজনের পরিচয় খুজে বের করতে পারবেন। যদি ইমু, হোয়াটসঅ্যাপ কোনোটিই কাজ না করে তাহলে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার জন্য সর্বশেষ যে Messaging and Calling app এর উপর আপনি আস্থা রাখতে পারেন তা হলো Viber.

Viber এর মাধ্যমে

যদিও বাংলাদেশে Viber এর ব্যবহারকারী তেমন নাই তবুও আপনি একবার এর মাধ্যমে পরিচয় খোজার চেষ্ঠা চালাতে পারেন। Viber এ মোবাইল নাম্বার দিয়ে পরিচয় খোজার জন্য একই নিয়ম অনুসরন করতে হবে।

অর্থাৎ, আপনি নাম ছাড়াই মোবাইল নাম্বারটি সেভ করবেন এবং Viber এ গিয়ে নাম্বারটি সার্চ করলেই ঐ ব্যক্তির নাম, ঠিকানা, প্রোফাইল পিকচার ইত্যাদি পরিচয় পেয়ে যাবেন।

এভাবে আপনি বিভিন্ন Messaging and Calling app দ্বারা অনুসন্ধান চালাতে পারেন। যদি বারবার Messaging and Calling অ্যাপ দিয়ে কারো পরিচয় খুজে পেতে ব্যার্থ হোন তাহলে আরেকটি অ্যাপ ব্যবহার করতে পারেন সেটি হলো TrueCaller.

2. TrueCaller এর মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় খুজে পাওয়ার উপায়

TrueCaller হলো একটি Caller ID & Call Blocking App. মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ ট্রুকলার এর মাধ্যমে খুব সহজেই আপনি জানতে পারবেন নাম, ঠিকানা এবং ছবি। তাছাড়া মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস হিসেবেও আপনি এটি ব্যবহার করতে পারেন।

উপরে আমরা Messaging and Calling app দিয়ে পরিচয় বের করার যে উপায়গুলো দেখেছি সেগুলো শুধুমাত্র স্মার্টফোন ব্যবহারকারীর পরিচয় খুজে পেতে সহায়তা করবে। কেননা স্মার্টফোন ব্যাতীত Imo, WhatsApp, Viber, অথবা এসকল Messaging and Calling app-গুলো চালানো সম্ভব নয়।

কিন্তু, TrueCaller বা এ জাতীয় পরিচয় বের করা apps-এর মাধ্যমে আপনি যেকোনো মোবাইল ব্যবহারকারীর পরিচয় খুজে বের করতে পারবেন।

তো, TrueCaller অ্যাপটি কিভাবে কাজ করে এবং কিভাবে এটি একটি মোবাইল নাম্বার দিয়ে পরিচয় খুজে পেতে আপনাকে সাহায্য করবে তা আগে জেনে নেওয়া উচিত।

TrueCaller কিভাবে কাজ করে?

TrueCaller মূলত ক্রাউডসোর্সিং (Crowdsourcing) এর মাধ্যমে কাজ করে। কি এই ক্রাউডসোর্সিং?

ক্রাউডসোর্সিং হলো যারা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোন অ্যাপের মাধ্যমে বিভিন্ন তথ্য জমা দেয় তাদের কাছ থেকে তথ্য বা মতামত নিয়ে ডাটাবেজে জমা করে রাখা।

মনে করুন, আপনি TrueCaller-এ একটি একাউন্ট খুলেছেন। তো, একাউন্ট খোলার সময় অবশ্যই আপনি আপনার নাম , ঠিকানা ইত্যাদি পরিচয় দিয়েছেন, তাই না?

এখন আপনার এসকল তথ্যগুলো জমা করে রাখার নাম হচ্ছে ক্রাউডসোর্সিং যা এই TrueCaller অ্যাপটি করে থাকে।

শুধু তাই না, এই অ্যাপটি ব্যবহারকারীর তথ্য সংরক্ষনের পাশাপাশি ব্যবহারকারীর মোবাইলে সেভ করার সকল কন্টাক্টস নাম্বারের এর তথ্য সংরক্ষন করে থাকে।

TrueCaller ব্যবহার করতে হলে আপনাকে আপনার মোবাইলের Contacts Permission দিতে হবে। ফলে আপনার মোবাইলে সেভ করা যত নাম্বার রয়েছে সবগুলোর তথ্য এই TrueCaller অ্যাপটি নিয়ে তার ডাটাবেজে সংরক্ষন করে রাখবে।

এভাবে তাদের সকল ইউজারদের সেভ করা নাম্বার তারা সংরক্ষন করে রাখে এবং যখনই কেউ কোনো নাম্বার লিখে সার্চ করে সাথে সাথে তাদের ডাটাবেজ থেকে তথ্য নিয়ে এসে প্রদর্শন করা হয়।

TrueCaller অ্যাপটির 200 million active users রয়েছে এবং 3 billion numbers তাদের ডাটাবেজে সংরক্ষিত আছে। তো বুঝতেই পারছে কি বিশাল পরিমান তথ্য তাদের কাছে রয়েছে। এই বিশালতার মাঝে হয়তো আপনার নাম্বারও খুজে পাওয়া যাবে।

কিভাবে TrueCaller এর মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করব?

TrueCaller অ্যাপ এর মাধ্যমে যদি কারো পরিচয় বের করতে চান তাহলে অবশ্যই তার মোবাইল নাম্বার আপনার জানা থাকতে হবে। যদি যার পরিচয় জানতে চাচ্ছেন তার মোবাইল নাম্বার আপনার জানা থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনার মোবাইলে TrueCaller অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন।

তারপর, আপনাকে এখানে একটি একাউন্ট খুলতে হবে। নিচে আমরা একাউন্ট তৈরি করা থেকে শুরু করে কিভাবে মোবাইল নাম্বার সার্চ করে পরিচয় বের করতে হয় তা বিস্তারিত দেখবো।

TrueCaller-এ একাউন্ট তৈরি করা

Truecaller এ আপনি ফ্রি একাউন্ট খুলতে পারবেন। এটি ফ্রি এবং পেইড উভয় ভার্সনে পাওয়া যায়।

ট্রুকলারে ফ্রি একাউন্ট খুলার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

Step 1:

ট্রুকলার অ্যাপ্লিকেশান এ প্রবেশ করুন। প্রবেশ করার সাথে সাথে আপনার মোবাইলের Calls, Contacts, and SMS Permission চাইবে। আপনাকে Permission বা অনুমতি দিয়ে দেওয়ার জন্য Continue এ ক্লিক করতে হবে।

Step 2:

এরপর MakeTruecaller your default phone app অর্থাৎ আপনি কি ডিফল্ট অ্যাপ হিসেবে ট্রুকলার ব্যবহার করতে চান কিনা তার অপশন আসবে।

অ্যাপটি ডিফল্ট করে নিলে একটি সুবিধা আছে। সুবিধাটি হলো কেউ যদি Unknown Number থেকে আপনাকে কল অথবা মেসেজ দেয় তাহলে তার নাম ভেসে উঠবে।

ট্রুকলারকে ডিফল্ট অ্যাপ হিসেবে সেট করে দিতে “Set as default phone app” অপশনে ক্লিক করুন।

Step 3:

তৃতীয় ধাপে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

সেজন্য বাংলাদেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন এবং Continue তে ক্লিক করুন।

Continue তে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি OTP কোড যাবে সেটি দিয়ে আপনার রেজিস্ট্রেশন সম্পুর্ন করতে হবে।

Step 4:

এই ধাপে আপনাকে Facebook, Google, অথবা Manually উপায়ে একটি প্রোফাইল তৈরি করতে হবে।

আমি সবসময় Google ব্যবহার করে প্রোফাইল ক্রিয়েক্ট করাকে প্রাধান্য দেই।

গুগল একাউন্ট দিয়ে প্রোফাইল ক্রিয়েট করার জন্য এখান থেকে Google বাটনে ক্লিক করুন এবং আপনার গুগল একাউন্ট সিলেক্ট করে দিন।

TrueCaller এ মোবাইল নাম্বার সার্চ করে এটা কার নাম্বার কিভাবে জানবো?

TrueCaller অ্যাপ-এ একাউন্ট খোলা হয়ে গেলে আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে নাম, ঠিকানা ইত্যাদি পরিচয় বের করতে পারবেন।

তাছাড়া, অপরিচিত নাম্বার থেকে যদি কেউ কল অথবা মেসেজ দেয় তাহলে তার নাম মোবাইলের স্ক্রিনে দেখাবে।

এখন মনে করুন ০১৭৪৩৫১৫৭০৫ এই নাম্বার টা কার নামে রেজিস্ট্রেশন তা জানতে চাচ্ছেন, তাহলে আপনি প্রথমে TrueCaller অ্যাপ এ প্রবেশ করবেন এবং উপরে সার্চ বক্সে গিয়ে এই নাম্বারটা লিখে সার্চ করবেন।

তাইলে দেখবেন এটা কার নাম্বার তা আপনি পেয়ে যাবেন। এভাবে ট্রুকলারে সার্চ করে আপনি মোবাইল নম্বর দিয়ে পরিচয় বের করতে পারবেন। তাছাড়া Truecaller Paid অ্যাপ-এ আপনি যেকোনো মোবাইল নম্বর যাচাই করতে পারবেন। অর্থাৎ, প্রতারক, স্পেমার ইত্যাদি Identify করতে পারবেন।

আরো পড়ুনঃ

3. পুলিশের সাহায্যে ফোন নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায়

উপরে দেখানো উপায়গুলো দিয়ে যদি কাজ না হয় তাহলে সর্বশেষ উপায় হচ্ছে পুলিশ। পুলিশ অথবা অন্য যেকোনো আইনের লোক চাইলেই মোবাইল অপারেটরের সাহায্য নিয়ে মোবাইল নাম্বার ট্র্যাক করে লোকেশন, বর্তমান লোকেশন, নাম, ছবি, ঠিকানা, কল হিস্ট্রি ইত্যাদি সবকিছু এক নিমিষেই বের করে ফেলতে পারে।

তাই, আপনার যদি ফোন নাম্বারের পরিচয় জানা জরুরি হয় এবং উপরের দেখানো নিয়মগুলো প্রয়োগ করে আপনি ব্যর্থ হোন তাহলে আপনাকে পুলিশের সাহায্য নিতেই হবে। হতে পারে, কেউ আপনাকে অচেনা নাম্বার থেকে হুমকি দিচ্ছে অথবা বার বার কল দিয়ে বিরক্ত করছে, অমতাবস্থায় পুলিশের কাছে যাওয়া অধিক বুদ্ধিমানের কাজ।

আরো পড়ুনঃ হারানো মোবাইল খুজে পাওয়ার উপায়

পরিচয় খুজে পেতে পুলিশ কিভাবে সাহায্য করবে?

এই ব্যাপারে পুলিশের কাছ থেকে সাহায্য পেতে হলে প্রথমে আপনাকে অবশ্যই থানায় গিয়ে একটি জিডি করতে হবে। কেন আপনি থানায় জিডি করবেন? হতে পারে অচেনা নাম্বার থেকে কেউ কল দিয়ে আপনাকে বিরক্ত করছে অথবা আপনাকে হুমকি দিচ্ছে।

সেক্ষেত্রে সে ব্যাক্তির পরিচয় জানার জন্য অবশ্যই আপনার একটি জিডি করা উচিত। থানায় জিডি করা সম্পূর্ন ফ্রি।

জিডি করা হলে পুলিশ সিম কম্পানির সাহায্য নিয়ে ১ ঘন্টার ভেতরে সে ব্যাক্তির পরিচয় জেনে যাবে।

প্রশ্ন আসতে পারে পুলিশ কিভাবে সিম নাম্বার দিয়ে পরিচয় বের করবে। আসলে প্রত্যেকটি সিম রেজিস্ট্রেশন করার সময় জাতীয় পরিচয়পত্র নাম্বার , ফিঙ্গারপিন্ট ইত্যাদি ইনফরমেশন নেওয়া হয়। এই ইনফরমেশনগুলো সিম কম্পানির কাছে সংরক্ষিত থাকে। তাই তারা সহজেই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে বের করে ফেলতে পারে এই নাম্বার টা কার নামে রেজিস্ট্রেশন করা আছে।

মানুষের সচারাচর জিজ্ঞাসা (FAQs)

Truecaller ব্যবহার করা কি নিরাপদ?

হ্যা, ট্রুকলার অ্যাপ ব্যবহার করা ১০০% নিরাপদ। তবে, যেহেতু একাউন্ট খোলার সময় আপনার মোবাইলে Contacts Permission নিয়ে নেয় সেহেতু আপনার মোবাইলে যত নাম্বার সেভ করা আছে সেগুলো তাদের হাতে চলে যায় এবং অন্য কেউ নাম্বার সার্চ করলে তাদের ইনফরমেশনগুলো দেখানো হয়।

নাম্বার বন্ধ থাকলে পরিচয় বের করা যাবে?

হ্যা, নাম্বার বন্ধ থাকলেও আপনি মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করতে পারবেন। কারন, সিম রেজিস্ট্রেশনের সময় দেওয়া পরিচয়পত্র ডাটাবেজে সেভ করা রয়েছে। তবে ফোন নাম্বার বন্ধ থাকলে কারো পক্ষে লোকেশন ট্র্যাকিং করা সম্ভব নয়। কিন্তু, পরিচয় বের করা অবশ্যই সম্ভব।

TrueCaller এ পরিচয় ভুল দেখানোর কারন কি?

অনেকসময় আমরা মোবাইলে বিভিন্ন নামে বিভিন্ন নাম্বার সেভ করি। যেমনঃ My love, Wife, Husband ইত্যাদি। সেক্ষত্রে TrueCaller এর ডাটাবেজে এই রূপক নামগুলোই সংরক্ষন করা হয় এবং কেউ নাম্বার দিয়ে সার্চ করলে এই ভুল নামগুলোই দেখানো হয়। কিন্তু পুলিশের মাধ্যমে পরিচয় খুজে বের করলে সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই।

আমাদের শেষ কথা

কিভাবে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা যায়, সে বিষয়টি যথাযথভাবে ব্যাখ্যা করার চেষ্ঠা করেছি।চ সংক্ষিপ্ত করে বললে, ” ইমু, হোয়ার্টস এপ, ভাইবার, ট্রুকলার অ্যাপ, এবং পুলিশের সাহায্য নিয়ে আজানা নাম্বারের পরিচয় বের করতে পারবেন”। উপায়গুলো অনুসরন করে মোবাইল নাম্বার দিয়ে জানুন তার ছবি নাম ও ঠিকানা এবার আপনার হাতে সবকিছু। যেকোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নিচে কমেন্ট করুন, আর পোস্টটি শেয়ার করে আপনার কাছে রেখে দিন।

Check Also

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম [২০২৪ আপডেট]

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম অনেক সহজ। একটা সময় বিমানের টিকেট কাটা খুবই কষ্টসাধ্য এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *