নগদ থেকে টাকা ইনকাম করার উপায়

আমরা নগদ একাউন্ট ব্যবহার করে লেনদেন করি। কিন্তু, নগদ থেকে টাকা ইনকাম করা যায় এটি কি আপনি আগে থেকে জানতেন? শুনে একটু অবাক হতে পারেন। তবে, আমি মিথ্যা বলছি না। নগদ একাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনিও। এজন্য, শুধু একটি নগদ একাউন্ট থাকলেই হবে।

নগদ থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় তা নিয়ে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। নগদ রেফার করার নিয়ম, নগদ রেফার করে টাকা ইনকাম ও নগদ থেকে ক্যাশব্যাক পাওয়ার উপায় শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।

নগদ কি

নগদ হচ্ছে বাংলাদেশের একটি মোবাইল ব্যাংকিং সেবা। বিকাশের নাম তো প্রায় সবাই জানে। নগদ হচ্ছে বিকাশের মতো একটি মোবাইল ব্যাংকিং সেবা। যা দিয়ে আপনি বাংলাদেশের যেকোনো স্থানে টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও, নগদ একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ, পে বিল, এবং যেকোনো ধরণের পেমেন্ট করতে পারবেন। এছারাও, নগদ একাউন্টের অনেক সুবিধা রয়েছে যা আপনি ব্যবহার করার সময়ই বুঝতে পারবেন।

নগদ থেকে টাকা ইনকাম

অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে, নগদ থেকে টাকা ইনকাম করা যায়। নগদ একাউন্ট থাকলে, আপনি কয়েকটি পদ্ধতিতে টাকা ইনকাম করতে পারবেন। নগদ একাউন্ট থেকে টাকা আয় করা যাবে এমন কয়েকটি পদ্ধতি নিচে তালিকা আকারে উল্লেখ করে দিয়েছি।

  • নগদ রেফার করে টাকা ইনকাম
  • নগদ এজেন্ট হয়ে টাকা ইনকাম
  • নগদ থেকে ক্যাশব্যাক নিয়ে ইনকাম
  • নগদ দিয়ে লেনদেন করে টাকা ইনকাম

উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে আপনার নগদ একাউন্ট ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন, নগদ একাউন্ট থেকে টাকা আয় করার উপায়গুলো বিস্তারিত জেনে নেয়া যাক।

নগদ রেফার করে টাকা ইনকাম

আপনার যদি একটি নগদ একাউন্ট থাকে তবে আপনার বন্ধুদের সাথে নগদ অ্যাপ রেফার করে নগদ থেকে টাকা ইনকাম করতে পারবেন। রেফার করার জন্য নগদ অ্যাপ ওপেন করে রেফার অপশন থেকে যাকে রেফার করতে চান, তার নাম্বার লিখবেন এবং রেফার করবেন। এরপর, যাকে রেফার করেছেন, তিনি নগদ থেকে একটি ম্যাসেজ পাবেন।

যাকে রেফার করেছেন, তিনি ম্যাসেজে থাকা লিংকে ক্লিক করে নগদ অ্যাপ ইন্সটল করলে আপনি পাবেন ১০০ টাকা বোনাস। বিকাশ রেফার করে টাকা ইনকাম করার মতো করেই এই পদ্ধতিতে আপনি নগদ রেফার করে টাকা ইনকাম করতে পারবেন। যতবার সফলভাবে রেফার করবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন।

নগদ এজেন্ট হয়ে টাকা ইনকাম

নগদ এজেন্ট হলে প্রতি হাজার টাকা লেনদেন করার জন্য নির্দিষ্ট পরিমাণে কমিশন পাবেন নগদ থেকে। আমাদের দেশের প্রায় সব জায়গাতেই দেখবেন অনেকেই নগদের এজেন্ট নিচ্ছে। নগদ এজেন্ট হলে প্রতি হাজার টাকা লেনদেন করার জন্য নগদ থেকে আপনাকে কমিশন দিবে। আপনার কাছে থেকে যখন কেউ টাকা উত্তোলন বা ক্যাশ আউট করবে, তখন প্রতি হাজার টাকার জন্য ৪ টাকা ১০ পয়সা কমিশন পাবেন।

আপনার যদি কোনো দোকান থাকে, তবে সেখানে নগদের এজেন্ট নিয়ে বাড়তি টাকা ইনকাম করতে পারবেন। প্রতি মাসে তাদের দেয়া টার্গেট পূরণ করতে পারলে আলাদা করে কমিশন পাবেন। এছাড়াও, এজেন্টদের জন্য বিশেষ অফার থাকে যদি তারা টার্গেট পূরণ করতে পারে।

নগদ থেকে ক্যাশব্যাক নিয়ে ইনকাম

নগদ থেকে ক্যাশব্যাক নিয়ে টাকা ইনকাম করতে পারবেন। নগদ থেকে প্রায় প্রতিদিন বিভিন্ন ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। মোবাইল রিচার্জ, পেমেন্ট, পে বিল করার জন্য নির্দিষ্ট পরিমানে ক্যাশব্যাক দিয়ে থাকে নগদ। অফারগুলো লুফে নিয়ে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও, অনেক সময় ৫০% ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। এসব অফার থেকে লেনদেন করা টাকার অর্ধেক টাকা ক্যাশব্যাক পাবেন।

নগদ দিয়ে লেনদেন করে টাকা ইনকাম

নগদ প্রায় অনেকদিন যাবত একটি ক্যাম্পেইন চালাচ্ছে। আপনি হয়তো টিভি বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে, নগদ দিয়ে লেনদেন করার জন্য এবং পেমেন্ট করার জন্য বিএমডাব্লিউ গাড়ি দিচ্ছে। এছাড়াও, নগদ দিয়ে লেনদেন করেও অনেকে মোটরসাইকেল এবং গাড়ি জিতেছে। আপনার নগদ একাউন্ট থেকে কেনাকাটা করে পেমেন্ট করার পর ক্যাশব্যাক পাবেন এবং ভাগ্যে থাকলে গাড়ি বা মোটরসাইকেল জিততে পারেন।

স্মার্টফোন, ট্যাব্লেট পিসি সহ আরও অনেক অফার রয়েছে। নগদ অ্যাপ দিয়ে লেনদেন করে এসব অফার লুফে নিতে পারেন আপনিও। এজন্য, একটি নগদ একাউন্ট তৈরি করে নগদ অ্যাপ থেকে লেনদেন করে ক্যাশব্যাক নিতে পারবেন। এভাবে করে সহজেই নগদ থেকে টাকা ইনকাম করতে পারবেন।

নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্ট খোলার জন্য *167# কোড ডায়াল করতে হবে। এরপর, আপনার কাছে ৪ ডিজিটের একটি পিন কোড চাইবে। পিন কোড লিখে সেন্ড করবেন। আবারও, আপনার দেয়া পিন কোডটি কনফার্ম করতে বলবে, পিন কোডটি লিখে আবারও সেন্ড করতে হবে। এরপর, আপনি কোন ধরণের একাউন্ট করতে চান, তা লিখে দিয়ে সেন্ড করবেন। (1. Regular, 2. Islamic) । অতঃপর, আপনার ফোনে একটি নগদ থেকে ম্যাসেজ আসবে যে আপনার নগদ একাউন্টটি এপ্রুভ হয়েছে।

এভাবে করে সহজেই নগদ একাউন্ট খোলার কোড ডায়াল করে নগদ একাউন্ট তৈরি করে নিতে পারবেন। নগদ একাউন্ট খোলার বিস্তারিত নিয়ম নিচে ধাপে ধাপে উল্লেখ করে দিয়েছি। নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে নগদ একাউন্ট তৈরি করে নগদ থেকে টাকা ইনকাম করতে পারবেন।

ধাপ ১ – আপনার ফোনের ডায়াল প্যাড ওপেন করে *167# কোডটি ডায়াল করুন।

নগদ একাউন্ট খোলার কোড
নগদ একাউন্ট খোলার কোড

ধাপ ২ – এরপর, আপনার থেকে একটি পিন কোড চাইবে। এমন একটি পিন কোড দিবেন, যা আপনি মনে রাখতে পারবেন। কারণ, এই পিন কোড দিয়ে পরবর্তীতে আপনাকে লেনদেন করতে হবে। পিন কোডটি কারও সাথে শেয়ার করবেন না। একাউন্ট এর সুরক্ষার জন্য এই পিন কোডটি ব্যবহার করতে হয়। পিন কোড লিখে সেন্ড করবেন।

নগদ থেকে টাকা ইনকাম করার উপায়
নগদ থেকে টাকা ইনকাম করার উপায়

ধাপ ৩ – সেন্ড করার পর আবারও পিন কোড চাইবে। আবারও পিন কোড লিখে সেন্ড করবেন।

নগদ থেকে টাকা ইনকাম
নগদ থেকে টাকা ইনকাম

ধাপ ৪ – এবার আপনার থেকে জানতে চাইবে আপনি কোন ধরণের একাউন্ট তৈরি করতে চান। রেগুলার একাউন্ট নির্বাচন করলে আপনার টাকার উপর ইন্টারেস্ট বা সুদ দেয়া হতে পারে। ইসলামি একাউন্ট নির্বাচন করলে একাউন্টের টাকার উপর কোনো প্রকার ইন্টারেস্ট দেয়া হবে না। ১ বা ২ লিখে আপনি যে একাউন্ট করতে চান, সেটি নির্বাচন করবেন।

নগদ একাউন্ট
নগদ একাউন্ট

অতঃপর, তারা আপনার একাউন্টটি এপ্রুভ করে দিবে। একাউন্ট এপ্রুভ হয়েছে কি না জানার জন্য নগদ থেকে একটি ম্যাসেজ পাবেন। যদি নগদ থেকে ম্যাসেজ আসে, তাহলে বুঝতে পারবেন যে আপনার নগদ একাউন্টটি এপ্রুভ হয়েছে। এই পদ্ধতিতে নগদ একাউন্ট তৈরি করলে আপনার সিমটি যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, তার তথ্য দিয়েই নগদ একাউন্ট তৈরি হবে।

আপনি যদি পরবর্তীতে নগদ একাউন্ট এর এনআইডি তথ্য পরিবর্তন করতে চান, তবে নতুন করে জাতীয় পরিচয় পত্র সাবমিট করতে হবে। নগদ অ্যাপ ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। নগদ একাউন্ট সফলভাবে তৈরি করা হলে এরপর থেকে উপরে উল্লিখিত পদ্ধতিগুলোর মাধ্যমে নগদ থেকে টাকা ইনকাম করতে পারবেন।

FAQ

নগদ থেকে টাকা ইনকাম করার উপায় কী?

নগদ থেকে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। মোবাইল রিচার্জ করে ক্যাশব্যাক, পেমেন্ট করে ক্যাশব্যাক সহ বিভিন্ন ক্যাশব্যাক অফার নিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও, নগদ অ্যাপ রেফার করে টাকা ইনকাম করতে পারবেন।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে নগদ থেকে টাকা ইনকাম করার উপায় নিয়ে আলোচনা করেছি। এছাড়াও, কিভাবে নগদ একাউন্ট খুলতে হয় তার একটি পদ্ধতি নিয়েও আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকলে আপনার মতামত জানাতে ভুলবেন না যেন। যেকোনো সমস্যায় কমেন্ট করবেন।

Avatar of Shakib Hasan

Blogger and SEO Expert. Founder of Techbdtricks. I always try to explore something new and let the people know about that. Keep me in your prayers.

Leave a Comment