google.com, pub-2818299811453184, DIRECT, f08c47fec0942fa0

ওয়ার্ডপ্রেস থিম কি ? WordPress Theme সম্পর্কে বিস্তারিত

ওয়ার্ডপ্রেস থিম কি ? ওয়ার্ডপ্রেস থিম হলো এক ধরনের ওয়েব টেমপ্লেট যার মাধ্যমে ওয়েবসাইট নিজের মতো করে ডিজাইন করা যায়। আরো সহজ ভাবে বলতে গেলে ওয়ার্ডপ্রেস থিম হলো ওয়েবসাইটের রেডিমেড ডিজাইন। এক্ষেত্রে কোনো ডেভেলোপার আগে থেকে একটি থিম ডেভেলোপ করে ইন্টারনেটে দিয়ে রাখে, এবং যে কেউ চাইলেই সেই থিম ডাউনলোড করে নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারে।

ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় CMS যার মাধ্যমে কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি করা যায়।

আর ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরির প্রধান হাতিয়ার হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম।

আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটি থিম ইন্সটল করেন তাহলে আপনার ওয়েবসাইট দেখতে হুবহু সেই থিমের মতো হয়ে যাবে।

তো আজকের আর্টিকালে আমরা ওয়ার্ডপ্রেস থিম (WordPress Theme Bangla) সম্পর্কে বিস্তারিত জানবো।

ওয়ার্ডপ্রেস থিম কি?(What is WordPress Theme)

ওয়ার্ডপ্রেস থিম হলো এক ধরনের ওয়েব টেমপ্লেট বা রেডিমেড ডিজাইন।

ইন্টারনেটে অনেক ধরনের ওয়ার্ডপ্রেস থিম আছে যেগুলো আপনি আপনার নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন। এবং থিমটির ডেমো (Theme Demo) দেখতে যে রকম ঠিক সেরকম ডিজাইনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার পরপরই ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করতে হয়। থিম ইন্সটল করার সাথে সাথেই আপনার ওয়েবসাইট দেখতে থিমের মতো হয়ে যাবে। এবং পরবর্তীতে থিমটিকে আপনার নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে হবে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কি?

ওয়ার্ডপ্রেস থিমকে নিজের মতো করে কাস্টমাইজ করারে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বলে।

এক্ষেত্রে, আপনি যখন একটি থিম ইন্সটল করবেন তখন আপনার ওয়েবসাইটটি দেখতে হুবহু থিমের মতো হয়ে যাবে। থিমের মধ্যে যা যা ছবি, অডিও, ভিডিও বা টেক্সট থাকে সবকিছু আপনার ওয়েবসাইটে ইনপুট হয়ে যাবে।

কিন্তু, এই ছবিগুলো কিংবা টেক্সটগুলো তো আর আপনার প্রয়োজন নাও হতে পারে। তাই এই ছবিগুলো কেটে দিয়ে কিংবা লেখাগুলো পরিবর্তন করে নিজের মতো করে ওয়েবসাইট ডিজাইন করে নিতে হয়। একেই মূলত , ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বলে।

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কি

ওয়ার্ডপ্রেস থিম কি এবং কাস্টমাইজেশন কি তা আপনার যথাযথভাবে জেনেছি। কিন্তু ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কি? এটি কি কাস্টমাইজেশনের মতোই একই জিনিস?

না।

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট হলো কোডিং করে শুরু থেকে নতুন একটি থিম তৈরি করা।

থিমের সাহায্যে ওয়েবসাইটের কোনো কিছু যেমনঃ টেক্সট, অডিও, ভিডিও পরিবর্তন করাকে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বলে কিন্তু থিমের জেনারাল স্ট্রাকচার পরিবর্তন করা কিংবা নতুন থিম তৈরি করাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বলে।

এক্ষেত্রে, আপনাকে কোডিং তথা, html, css, javascript জানতে হবে। তা না হলে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে পারবেন না।

আপনি যদি ওয়াডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখেন, তাহলে থিম কাস্টমাইজেশন অটোমেটিক শিখে যাবেন।

ফ্রি ওয়ার্ডপ্রেস থিম কি

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেই থিমগুলো বিনামূল্যে ব্যবহার করা যায় তাকে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম বলে।

ফ্রি ওয়ার্ডপ্রেস থিমগুলো সাধারন ডিজাইনের হয় এবং অনেক ফিচার এ সমস্ত থিমের মধ্যে থাকে না।

যেমন,

এখানে ইচ্ছামতো ফন্টের স্টাইল পরিবর্তন করা যায় না, ইচ্ছামতো Sticky Header এবং sticky widget সেট করা যায় না, বিভিন্ন সুবিধা যেমন Post View counter, post share button ইত্যাদি পাওয়া যায় না। তাছাড়াও ফ্রি ওয়ার্ডপ্রেস থিমের ক্ষেত্রে আরো অনেক ফিচার থেকে বঞ্চিত হতে হয়।

তবে, কিছু ফ্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম রয়েছে, যেগুলো ফ্রি হলেও কিছুটা প্রিমিয়ামের মতো বাড়তি সুবিধা পাওয়া যায়। যেমনঃ Astra, Ocean WP, Hestia ইত্যাদি।

প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম কি

ওয়ার্ডপ্রেসে যে থিমগুলো টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয় তাকে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম বলে।

প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিমগুলো খুব সতর্কতার সাথে কোডিং করে তৈরি করা হয়। এতে করে ওয়েবসাইটের সম্পূর্ন নিরাপত্তা নিশ্চিত থাকে।

তাছাড়া, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমে বাড়তি অনেক সুবিধা পাওয়া যায়। যেমন ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমের নিজস্ব পেইজ বিল্ডার প্লাগিন (Page Builder Plugin) থাকে যার মাধ্যমে ইচ্ছামতো ওয়েবসাইটের পেইজ ডিজাইন করা যায়।

তাছাড়া প্রিমিয়াম থিমের মধ্যে অনেকগুলো প্রোফেশনাল ডেমু ডিজাইন থাকে। যেগুলো ইনপুট করে ওয়েবসাইটকে একটি প্রোফেশনাল চেহারা দেওয়া যায়।

তারপর, বিভিন বাড়তি সুবিধা যেমন Sticky header, Sticky Widget, Post view Counter, Post share Button ইত্যাদি একটি প্রিমিয়াম থিমের মধ্যে পাওয়া যায়।

ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমের দাম কেমন হয়ে থাকে?

বিভিন্ন রকম প্রিমিয়াম থিমের দাম বিভিন্ন রকম। ২০ ডলার থেকে শুরু করে থিমের দাম ৪০০ ডলার পর্যন্ত হতে পারে। আবার কিছু থিম আছে Yearly টাকা দিয়ে ব্যবহার করতে হয়।

মূলত, অধিকাংশ ভালো ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমগুলোর দাম ৬০ ডলার হয়ে থাকে।

আবার কিছু থিম ৩০ ডলার কিংবা ৪০ ডলারে কিনতে পাওয়া যায়। কিন্তু সেগুলোতেও ফিচার লিমিটেশন থাকে।

ওয়ার্ডপ্রেসের অধিকাংশ প্রিমিয়াম থিমগুলো আপনি Themeforest.net থেকে পেয়ে যাবেন। আর এখানে সবচেয়ে বেশি সংখ্য বিক্রি হয়েছে যে থিমটি তা হলো Avada WordPress Theme.

Themeforest এ Avada এর মূল্য ৬০ ডলার যা বাংলাদেশি টাকায় ৫১০০ টাকা।

আরো পড়ুনঃ ওয়েবসাইট তৈরির খরচ কত?

ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন কিভাবে করব ?

ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন বলতে ওয়েবসাইট ডিজাইনকে বুঝানো হয়ে থাকে।

আপনি থিম কাস্টমাইজেশনের মাধ্যমে আপনার ওয়েবসাইট কিংবা ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন করতে পারেন।

ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন বা কাস্টমাইজেশনের মধ্যে রয়েছেঃ

  • Menu Design
  • Widget Design
  • Heading Design
  • Block Design
  • Font Design
  • typography design
  • single post Design
  • Home page design ইত্যাদি।

এগুলো কাস্টমাইজ করার জন্য আপনার ওয়ার্ডপ্রেস ডেসবোর্ড থেকে Customize option এ যেতে হবে। Dashboard > Appearance > customize.

আর যদি কোনো পেইজ ডিজাইন করতে চান তাহলে আপনারকে একটি Page Builder plugin এর সাহায্য নিতে হবে যেমন Elementor.

আপনার সাইটে যদি Elementor ইন্সটল করা থাকে তাহলে যেই পেজটি কাস্টমাইজ করতে চান সেটিতে প্রবেশ করুন।

এবং উপরে দেখতে পাবেন লেখা আছে Edit With Elementor. ঐখানে ক্লিক করে এডিটিং বা ডিজাইন করা শুরু করে দিন। (এর জন্য আপনাকে ডেসবোর্ডে লগিন করা থাকতে হবে)

নিচের ছবিটি লক্ষ করুন-

Edit with Elementor

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন চাহিদা

বর্তমানে বিশ্বে প্রায় ৪০% ওয়েবসাইট করা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। তাহলে আমরা বুঝতেই পারছি যে ১০০ টি সাইট এর মধ্যে ৪০ টি সাইটই তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে।

এখন আপনি যদি ফাইবার, আপওয়ার্ক কিংবা ফ্রীল্যান্সার এ ওয়ার্ডপ্রেস এর কাজ এর জন্য সন্ধান করেন, তাহলে দেখবেন সেখানে ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক কাজ রয়েছে।

তার মানে অনলাইন মার্কেটপ্লেসে ওয়ার্ডপ্রেসের চাহিদা ব্যাপক।

আবার লোকাল মার্কেটেও এর অনেক চাহিদা রয়েছে। তার কারণ ছোট প্রতিষ্ঠানগুলো বেশির ভাগ সময় ওয়ার্ডপ্রেস দিয়ে তাদের ওয়েবসাইট তৈরি করে থাকে।

তো আপনি যদি খুব ভালো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতে পারেন, তাহলে এটি দিয়ে আপনার ক্যারিয়ার গড়তে পারবেন বলে আমি আশাবাদি।

কিন্তু একটা কথা না বললেই নয়। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কাজ খুবই সহজ। যে কেউ এটি ১ ঘন্টা সময় দিয়ে শিখে নিতে পারে। তাই, যদি প্রোফেশনাল মানের ডিজাইনার না হতে পারেন তাহলে আপনার কাজের কোনো চাহিদা মার্কেটপ্লেসে থাকবে না।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আয়

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করে আয় করতে পারেন আপনি ২ ভাবে।

১। ফ্রিলান্সিং করে

২। নিজের ওয়েবসাইট তৈরি করে

আপনি যদি খুব ভালোভাবে এই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখতে পারেন তাহলে অনলাইন মার্কেটপ্লেস যেমন fiverr, UpWork, Freelancer এ আপনার সার্ভিস দিয়ে আয় করতে পারবেন।

আবার আপনি চাইলে আপনি নিজের একটি সাইট ডিজাইন করার মাধ্যমে ওয়েবসাইট থেকে আয় করতে পারবেন বিভিন্ন উপায়ে।

উপসংহার

আশা করি, ওয়ার্ডপ্রেস থিম কি এই সম্পর্কে পরিপূর্ন একটি ধারনা পেয়েছেন। এরকম ওয়ার্ডপ্রেস নিয়ে বিভিন্ন ট্রিপস পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

আর আমাদের ওয়েবসাইটের সকম পোস্ট সবার আগে পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে আজই জয়েন করে ফেলুন।

Check Also

ব্লগ থেকে কি ধরনের আয় হয়

ব্লগ থেকে কি ধরনের আয় হয় -Passive Income and Active Income

ব্লগ থেকে কি ধরনের আয় হয় এটি নিয়ে অনেক মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *