ফেসবুক একাউন্ট খোলার সময় আমাদের একটি মোবাইল নাম্বার দিতে হয় যেন কোনো সময় আইডি হারিয়ে গেলে কিংবা পাসওয়ার্ড ভুলে গেলে সে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা কিংবা পাসওয়ার্ড পূনরূদ্ধার করা যায়।
আপনার সাথেও কি এরকমটাই হয়েছে? অর্থাৎ আপনার ফেসবুক আইডি হারিয়ে গেছে কিংবা খুজে পাচ্ছেন না বা লগিন করতে পারছেন না, এরকম কিছু? যদি তাই হয়ে থাকে তাহলে আজকের পোস্ট পড়ে খুব সহজেই মোবাইল নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি বের করতে পারবেন।
মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার উপায়
যদি আপনার ফেসবুক আইডি হারিয়ে গিয়ে থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে সে ফেসবুক আইডি খুজে বের করতে পারবেন।
কিন্তু মনে রাখবেন, যদি আপনার সিম কার্ডটি বন্ধ অবস্থায় থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়ে আইডি বের করা গেলেও সে আইডির পাসওয়ার্ড পূনরূদ্ধার করা যাবে না। ফলে ইউজার,পাসওয়ার্ড মনে না থাকলে সে আইডিতে লগিন করতে পারবেন না।
তাই, আপনার সিম কার্ডটি চালু আছে তা আগে নিশ্চিত করুন। এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। ফেসবুকে প্রবেশ করুন
আপনি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করতে চাচ্ছেন সেহেতু প্রথমে আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে। আপনি ইচ্ছা করলে ফেসবুক অ্যাপ কিংবা যেকোনো ব্রাউজার দিয়ে ফেসবুকে প্রবেশ করতে পারেন।
২। ফেসবুক লগিন পেইজে যান
ফেসবুকে প্রবেশের পর যদি সেখানে অন্য কোনো আইডি লগিন করা অবস্থায় থাকে তাহলে সে আইডি Log out করে ফেসবুক লগিন পেইজে যেতে হবে। আর যদি কোনো আইডি লগিন করা না থাকে তাহলে ফেসবুকে প্রবেশের পর অটোমেটিক আপনাকে লগিন পেইজে নিয়ে যাওয়া হবে।
৩। Forgotten Password এ ক্লিক করুন
এ পর্যায়ে আপনাকে Forgotten Password এ ক্লিক করার মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি সার্চ করতে হবে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি নিচে ছবি যুক্ত করে দিয়েছি। ছবিটির দিকে লক্ষ করুন।
৪। ইমেইল এড্রেস অথবা মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি সার্চ করুন
ফেসবুক Forgotten Password এ ক্লিক করার পর একটি অপশন আসবে যেখানে আপনি আপনার ইমেইল এড্রেস অথবা মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি সার্চ করতে পারবেন। এই পর্যায়ে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখে Search বাটনে ক্লিক করবেন। নিচের ছবিটি অনুসরন করুন।
৫। আপনার ফেসবুক আইডি দেখুন এবং সিলেক্ট করুন
মোবাইল নাম্বার কিংবা ইমেইল এড্রেস দিয়ে ফেসবুকে আইডি সার্চ করার পর উক্ত নাম্বার অথবা ইমেইল এড্রেস দিয়ে কোনো একাউন্ট খুলা হয়েছে কিনা তা দেখতে পারবেন। যদি এখানে আপনার আইডি দেখানো হয় তাহলে সে আইডির পাসওয়ার্ড পুনরূদ্ধার করতে Continue করুন।
মনে রাখবেন, Continue করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ৬ ডিজিটের একটি OTP কোড যাবে যা পরবর্তী ধাপে (পাসওয়ার্ড পুনরূদ্ধার করতে) আপনার কাজে লাগবে।
৬। ছয় ডিজিটের OTP কোড বসিয়ে দিন
এই পর্যায়ে আপনার মোবাইল নাম্বারে একটি ছয় ডিজিটের কোড যাবে। আপনাকে সে কোডটি বসিয়ে দিয়ে Continue করতে হবে। নিচের ছবিটি খেয়াল করলেই বুঝতে পারবেন।
এটি একটি Security Code. উক্ত মোবাইল নাম্বার এবং ফেসবুক আইডির মালিক যে আপনি সেটা যাচাই করার জন্য এই সিস্টেম ব্যবহার করা হয়।
৭। ফেসবুক আইডির একটি নতুন পাসওয়ার্ড দিন
এখন আপনি আপনার ফেসবুক আইডি পেয়ে গেলেন এবং ফেসবুক কতৃপক্ষ সিকোরিটি কোডের মাধ্যমে আপনাকে যাচাই করে নিয়েছে। এখন আপনি আপনার আইডির পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
আপনাকে Create a new password নামক একটি পেইজে নিয়ে যাওয়া হবে এবং সেখানে একটি বক্স পাবেন যেটাতে লেখা থাকবে Enter a new password.
উক্ত বক্সে আপনাকে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তাহলেই আপনি আপনার ফেসবুক আইডিতে লগিন করার জন্য নতুন পাসওয়ার্ড পেয়ে যাবেন।
৮। ফেসবুক আইডিতে লগিন করুন
এবার আপনি আপনার মোবাইল নাম্বার এবং নতুন পাসওয়ার্ডটি দিয়ে Facebook Login করতে পারবেন। বন্ধুরা, জেনে গেলেন কিভাবে মোবাইল নাম্বার দিয়ে একটি ফেসবুক আইডি বের করতে হয় এবং পাসওয়ার্ড রিসেট করে আইডিতে লগিন করতে হয়।
মোবাইলে নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার পদ্ধতি
মোবাইল হোক কিংবা কম্পিউটার, নাম্বার দিয়ে ফেসবুক একাউন্ট বের করার পদ্ধতি একই রকম। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে কম্পিউটারে সবাই ব্রাউজার(Chrome, firefox, etc) দিয়ে ফেসবুক চালায় আর মোবাইলে ফেসবুক চালানোর জন্য ব্যবহার করা হয় ফেসবুক অ্যাপ।
আপনি চাইলে মোবাইলের ওয়েব ব্রাউজার থেকেও উপরোক্ত নিয়মে মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুক আইডি বের করতে পারবেন।
মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা সংক্রান্ত প্রশ্নবলি (FAQs)
মোবাইল নাম্বার দিয়ে কিভাবে ফেসবুক আইডি বের করা যায়?
ইমেইল ও ফোন নাম্বার ছাড়া কি ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করা যায়?
ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করার জন্য অবশ্যই ইমেইল অথবা মোবাইল নাম্বার এই দুটি জিনিসের যেকোনো একটি আপনার কাছে থাকতে হবে। কেননা, ফেসবুকের সিকরিটি কোড পাওয়ার জন্য এই দুটি মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম নেই।
শেষ কথা
মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার উপায় তো অনেক সহজ কথা, এখন চাইলে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় ও বের করা যায়।
আপনার ফেসবুক আইডি নিয়ে যেকোনো সমস্যা যেমন ফেসবুক আইডি রিকভারি, পাসওয়ার্ড রিসেট ইত্যাদি তাহলে নিচে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা যায় এটা বুঝে থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।