ব্লগ তৈরি করার নিয়ম – (পেইড এবং ফ্রি উপায়)

আপনি কি ব্লগ তৈরি করার নিয়ম সম্পর্কে একটি পরিপূর্ন গাইডলাইন পেতে চাচ্ছেন। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারন, আজকের আর্টিকালে আমি ১০ মিনিটে শুরু থেকে একটি ব্লগ তৈরি করার নিয়ম সম্পর্কে আলোচনা করবো।

হ্যা, আজকের আর্টিকাল পড়ে আপনি সাধারন কম্পিউটার স্কিল দিয়ে ১০ মিনিটে একটি ব্লগ সাইট বানিয়ে নিতে পারবেন। এর জন্য কোনো প্রকার কোডিং শেখার প্রয়োজন হবে না।

আর, এই গাইডটি শুধুমাত্র নতুনদের জন্য যারা ভাবছেন একটি ব্লগ তৈরি করে সেখানে লেখালেখির মাধ্যমে টাকা আয় করবেন।

ব্লগ তৈরি করার প্রক্রিয়া একদম সহজ। কিন্তু এক্ষেত্রে আপনাকে কিছু টাকা খরচ করে ওয়েবসাইট বানাতে হবে। তাছাড়া ফ্রিতেও ব্লগ বানানো যায়। কিন্তু ফ্রি ব্লগ থেকে টাকা আয় করা কঠিন।

তাই, আজকে ফ্রি এবং পেইড উভয় প্রকার ব্লগ তৈরি সম্পর্কে অবগত হতে যাচ্ছেন। প্রথমে জানাবো কিভাবে একটি পেইড ব্লগ অর্থাৎ টাকা দিয়ে ডোমেইন-হোস্টিং কিনে ব্লগ তৈরি করবেন।

তারপর, ফ্রি ব্লগ তৈরি করার প্রক্রিয়া দেখিয়ে দিব।

সে সাথে একটি ব্লগ থেকে কিভাবে টাকা আয় করা যায় তাও আলোচনা করা হবে। আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় প্রবেশ করি-

ব্লগ কি – What is a blog?

ব্লগ হচ্ছে একধরনের ওয়েবসাইট যা মূলত লেখালেখি করার জন্য তৈরি করা হয়। আপনার অনেক সময় নিউজ ব্লগ এবং পার্সোনাল ব্লগ সম্বন্ধে শুনে থাকি যেখানে প্রতিনিয়ত যথাক্রমে নিউজ এবং সেলিব্রেটিদের পার্সোনাল কথাবার্তা প্রকাশ করা হয়ে থাকে।

তবে আজকের আর্টিকালটি পড়ে আপনি কল্পনা করা যায় এমন যেকোনো ধরনের ব্লগ তৈরি করে নিতে পারবেন।

ব্লগ নামটি এসেছে ওয়েবলগ থেকে। যিনি ব্লগ প্রকাশ করে অর্থাৎ নিয়মিত নিজের ওয়েবসাইটে লেখালেখি করে তাকে বলা হয় ব্লগার। আর এই পেশাকে বলা হয় ব্লগিং পেশা

ব্লগিং এর ক্ষেত্রে একজন ব্যাক্তির নির্দিষ্ট টপিকের উপর তা ইচ্ছামত আর্টিকাল লিখতে পারে এবং লেখালেখির মাধ্যমে আয় করতে পারে।

মনে রাখবেন, অন্যের ওয়েবসাইটে লেখালেখি করাকে ব্লগিং বলে না বরং কন্টেন্ট রাইটার (Content Writer) বলে। ব্লগিং করার জন্য, আপনার নিজস্ব একটি ওয়েবসাইট থাকতে হবে। এবং সেখানে প্রতিনিয়ত আর্টিকাল পাবলিশ করে যেতে হবে।

তো, চলুন দেখে নেওয়া যাক ব্লগিং করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করবেন, অর্থাৎ ব্লগ তৈরি করার নিয়ম কি-

কিভাবে একটি ব্লগ তৈরি করা যায়?

ব্লগ মূলত ২ উপায়ে তৈরি করা যায়। তা হলো-

  1. পেইড উপায়
  2. ফ্রি উপায়

এই দুই উপায়েই যেকোনো ধরনের ব্লগ তৈরি করা যায়। তবে আগেই বলে রাখা ভালো, ফ্রি উপায়ে ব্লগ তৈরি করে টাকা আয় করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে।

তাই, যেহেতু আপনি টাকা পয়সা আয় করার জন্য একটি ব্লগ তৈরির নিয়ম জানতে চাচ্ছেন, তাই অল্প কিছু খরচ করে পেইড উপায়ে ওয়ার্ডপ্রেস দিয়ে প্রোফেশনাল ব্লগ তৈরি করলেই ভালো হবে। তাহলে আপনি তাড়াতাড়ি সফল হতে পারবেন।

তানাহলে, ফ্রি উপায়ে ব্লগ তৈরি করে সেখান থেকে আর্নিং করতে অনেক সময় লেগে যাবে।

ব্লগ তৈরি করতে কি কি প্রয়োজন হয়?

ফ্রি উপায়ে ব্লগ তৈরি করতে মূলত একটি ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন ছাড়া আর কিছুই লাগে না।

কিন্তু পেইড উপায়ে ব্লগ তৈরি করতে হলে ডিভাইস ইন্টারনেট কানেকশন বাদেও আরো কিছু জিনিস প্রয়োজন হয়।

ওয়ার্ডপ্রেস দিয়ে পেইড ব্লগ তৈরি করতে যা যা প্রয়োজনঃ

  • ডোমেইন
  • হোস্টিং
  • ওয়েবসাইট বিল্ডার (ওয়ার্ডপ্রেস)
  • ওয়ার্ডপ্রেস থিম
  • ওয়ার্ডপ্রেস প্লাগিন

জেনে রাখা ভালোঃ ডোমেইন হলো ব্লগের নাম যা ঠিকানা বা এড্রেস হিসেবে ব্যবহৃত হয়। আর হোস্টিং হলো আপনার ওয়েবসাইটের ফাইলগুলো( টেক্সট, ছবি, ভিডিও, ইত্যাদি) রাখার জন্য একটা স্পেস বা ম্যামরী।

কোন উপায়ে ব্লগ তৈরি করবো – ফ্রি নাকি পেইড?

আপনি চাইলে ফ্রি উপায়ে একটি ব্লগ তৈরি করতে পারেন অথবা টাকা দিয়ে পেইড উপায়ে ব্লগ তৈরি বানাতে পারেন।

পেইড ওয়েবসাইটে ফ্রি ওয়েবসাইটের চেয়ে একটু বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। যেমন আপনি যদি Blogger দিয়ে ফ্রি ওয়েবসাইট বানিয়ে গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করতে চান তাহলে সেক্ষেত্রে Blogger আপনার কাছ থেকে কিছু অর্থ রেখে দিবে।

তাছাড়া ফ্রি ব্লগে ভিজিটর আনাও একটু কষ্টসাধ্য ব্যাপার। বেশিরভাগ ভিজিটর সেখানে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে আনতে হয়। এসইও করে এই ধরনের ব্লগ রেংক করানো ও একটু কষ্টকর হয়ে যায়।

তাই আমার সাজেশন থাকবে পেইড উপায়ে ব্লগ তৈরি করার জন্য। কেননা সেখানে সম্পূর্ন মালিকানা আপনার হাতে থাকে এবং ব্লগটি দেখতে প্রোফেশনাল মনে হয়। তবে অবশ্যই নামীদামী কম্পানি থেকে ডোমেইন হোস্টিং ক্রয় করবেন।

পেইড উপায়ে ব্লগ তৈরি করার নিয়ম

পেইড উপায়ে ব্লগ তৈরি করার জন্য কয়েকটি জিনিস লাগে যা উপরে আলোচনা করেছি। সে জিনিসগুলো সংগ্রহ করা হয়ে গেলে একটি ওয়েবসাইট বিল্ডার দিয়ে ব্লগ তৈরি করতে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

ধাপগুলো হলোঃ

  1. ব্লগের নাম নির্বাচন করুন।
  2. হোস্টিং ক্রয় করুন।
  3. ওয়েবসাইট বিল্ডার ইন্সটল করুন। (recommended: WordPress)
  4. ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল।
  5. ব্লগে আর্টিকাল প্রকাশ করুন।

1. ব্লগের নাম নির্বাচন করুন

ব্লগ তৈরি করার জন্য প্রথমে ব্লগের জন্য একটি নাম বাছাই করতে হবে। আর এই নামকে বলা হয় ডোমেইন নেম। গ্রহনসাধ্য রয়েছে এমন একটি ডোমেইন আপনাকে বাছাই করতে হবে।

বাংলাদেশ থেকে বিকাশে টাকা দেওয়ার মাধ্যমে বিভিন্ন কম্পানি থেকে ডোমেইন ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন, বছরে বছরে এটি আবার টাকা দিয়ে রিনিউ করতে হবে।

2. হোস্টিং ক্রয় করুন

হোস্টিং হলো আপনার ব্লগ অনলাইন করার একটি মাধ্যম। এটিকে অনেকে সার্ভার বা ওয়েব হোস্টিং সার্ভার নামে চিনে। একটি ব্লগ বা ওয়েবসাইট বানাতে ওয়েব হোস্টিং অত্যাবশ্যকীয়।

এটিও আপনি বিভিন্ন কম্পানি থেকে কিনে নিতে পারবেন। এবং হোস্টিংও যদি আপনি ১ বছরের জন্য কিনেন তাহলে পরবর্তী বছর আবার সেটি রিনিউ করতে হবে। এবং রিনিউ করার খরচ কেনার খরচ থেকে বেশি হয়ে থাকে।

বি.দ্রঃ ডোমেইন এবং হোস্টিং কিনার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনার কেনা ডোমেইনটি একটি হোস্টিং এর সাথে কানেক্ট করা।অর্থাৎ, nameserver update করা। কিন্তু একই কম্পানি থেকে প্রথমবার ডোমেইন হোস্টিং ক্রয় করলে অটোমেটিক ডোমেইনের সাথে হোস্টিং-এর নেম সার্ভার সংযুক্ত হয়ে যায়।

3.ওয়েবসাইট বিল্ডার ইন্সটল করুন

তো ডোমেইন হোস্টিং সেটাপ করার পর আপনার প্রথম কাজ হলো ওয়েবসাইট বিল্ডার ইন্সটল করে।

ওয়েবসাইট বিল্ডার হিসেবে আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারেন। ওয়ার্ডপ্রেস হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডার।

আপনি যখন একটি হোস্টিং কিনবেন তখন আপনাকে একটি সিপেনেল দেওয়া হবে। সেই সিপেনেল থেকে আপনি আপনার সার্ভার কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ, আপনি সেখানে বিভিন্ন ওয়েবসাইট রাখতে পারবেন, ওয়েবসাইটের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, ওয়েবসাইটের বেক-আপ রাখতে পারবেন ইত্যাদি।

যেহেতো ওয়েবসাইটের ডিজাইন সহ বিভিন্ন দিক যেমন আর্টিকাল পাবলিশ করা, পেইজ ক্রিয়েট করা ইত্যদি ম্যানেজ করতে ওয়ার্ডপ্রেসের দরকার হয়, সেহেতু সিপেনেল থেকে আপনাকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নিতে হবে ।

এর জন্য নিচে গেলে ওয়ার্ডপ্রেস নামক একটি অপশন আপনারা দেখতে পারবেন। শুধু আপনাকে সেখানে ক্লিক করে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নিতে হবে।

দেখে নিন- কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়

ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর কিভাবে লগিন করবো?

ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল করা হয়ে গেলে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার সম্পূর্ণ ব্লগ সাইট কন্ট্রোল করতে পারবেন।

এর জন্য আপনাকে ওয়ার্ডপ্রেসে লগিন করতে হবে। ওয়ার্ডপ্রেসে লগিন করার জন্য আপনার সাইটের এড্রেসের পর wp-admin লিখে যেকোনো ব্রাউজারের উ-আর-এল বক্সে সার্চ করতে হবে । উদাহরনঃ www.Abcd.com/wp-admin

তারপর ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সময় যেই ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়েছিলেন তা দিয়ে লগিন করতে হবে।

4. ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল

এখন ওয়ার্ডপ্রেস ইন্সটল করা হয়ে গেছে কিন্তু আপনার সাইট এখনও পুরোপুরি তৈরি হয় নি। কারন আপনার সাইটের কোনো কাঠামো বা ডিজাইন এখনো ঠিক করা হয়নি।

সাইটের কাঠামো ঠিক অর্থাৎ ব্লগ ডিজাইন করার জন্য করার জন্য WordPress Theme ইন্সটল করতে হবে।

থিম ইন্সটল করার জন্য বামপাশের মেনু থেকে appearance-এ চলে যাবেন। এবং সেখান থেকে Theme অপশনে গিয়ে আপনার যে থিমটি পছন্দ হয় তা বাছাই করে নিবেন। এবং সেটি ইন্সটল করে এক্টিবেট করে ফেলুন।

তারপর আপনার ওয়েবসাইটে প্রবেশ করুন। এবং দেখতে পাবেন সেখানে নতুন একটি ডিজাইন তৈরি হয়ে গেছে।

5.ব্লগে আর্টিকাল প্রকাশ করুন

ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করার ফলে আপনার ব্লগ তৈরি করা হয়ে গেছে। এখন আপনি ইচ্ছামতো সেখানে আর্টিকাল প্রকাশ করতে পারবেন ।

ব্লগে আর্টিকাল প্রকাশের জন্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের বামপাশের মেনু থেকে Post অপশনে যেতে হবে।

তারপর আপনার আর্টিকালের একটি টাইটেল দিয়ে সুন্দর করে আর্টিকাল লিখতে হবে।

তারপর Publish বাটনে ক্লিক করলেই আর্টিকালটি প্রকাশিত হয়ে যাবে।

ফ্রি উপায়ে ব্লগ তৈরি করার নিয়ম

ফ্রি ব্লগ তৈরি করতে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না। আপনার যদি Blogger.com স্বমন্ধে আইডিয়া থাকে তাহলে ঘরে বসেই ২ মিনিটেই একটি ফ্রি ব্লগ তৈরি করে নিতে পারেন। কিন্তু সেক্ষত্রে আপনি কোনো উচ্চমানের ডোমেইন নাম পাবেন না। আপনাকে সাব-ডোমেইন ব্যবহার করতে হবে।

যেমনঃ www.mydomain.blogspot.com

ব্লগার একাউন্ট কিভাবে খুলবো তা জানতে বিস্তারিত পড়ুন- বিনামূল্যে ওয়েবসাইট তৈরির নিয়ম

ফ্রি ব্লগ সাইট তৈরি করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে blogger.com এ। তারপর নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবেঃ

১। Create Your Blog বাটনে ক্লিক করুন।

ফ্রি ব্লগ তৈরি করার নিয়ম

২। আপনার ব্লগের একটি টাইটেল দিন।

ব্লগের টাইটেল দিন

৩। ফ্রি ব্লগের জন্য একটি URL বাছাই করুন। যেমনঃ letestbdnews.blogspot.com

ফ্রি ব্লগের URL বাছাই করুন

ব্যাস, হয়ে গেল আপনার ফ্রি ব্লগ। এখন এখানেও থিম অপশন রয়েছে। সেখান থেকে যেকোনো একটি ডিজাইন সিলেক্ট করে দিলেই আপনার ওয়েবসাইটতি ওয়ি ডিজাইনের মতো হয়ে যাবে।

ব্লগ তৈরি করে আয় করা যায় কিভাবে?

এবার হচ্ছে মূল পাঠ। কারন, আপনি একটি ব্লগ খুলে রেখে দিলেন কিন্তু সেখান থেকে কোনো আয় হচ্ছে না। এটা তো আর হয় না। তাই আপনাকে আয় করতে হবে। ব্লগ তৈরি করে আয় করার উপায়গুলো হলোঃ

  1. গুগল এডসেন্সের মাধ্যমে ব্লগ থেকে টাকা আয়।
  2. ডিজিটাল মার্কেটিং করে আয়
  3. এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
  4. ব্যাকলিংক বিক্রি করে টাকা আয়
  5. সাইটের এসইও করে অর্থ উপার্জন
  6. অন্যান্য সাইটের জন্য ক্লায়েন্ট জোগার করে দিয়ে রোজগার
  7. স্পন্সর বিজ্ঞাপন দিয়ে এবং ইত্যাদি উপায়ে ব্লগ তৈরি করে আয় করা যায়।

তো ব্লগ তৈরি করে কিভাবে এর থেকে আয় করা যায় তা আরো বিস্তারিত জানতে নিচের আর্টিকালটি পড়ুন দেখে নিন-

শেষ কথা

আশা করি ব্লগ তৈরি করার নিয়ম সম্পর্কে পরিপূর্ন একটি ধারনা অর্জন করেছেন। এখন আপনি চাইলে ফ্রি অথবা পেইড উভয় উপায়ে ব্লগ তৈরি করতে পারবেন।

আপনি যদি ব্লগ তৈরি করে আয় করতে চান তাহলে আজই একটি নতুন ব্লগ তৈরি করে ফেলুন। এবং সেখানে লেখালেখি করার মাধ্যমে আয় করা শুরু করে দিন।

আর ব্লগিং করতে গেলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করুন। আমি আপনাকে ফ্রিতে সাহায্য করার চেষ্টা করবো।

Blogger and SEO Expert. Founder of Techbdtricks. I always try to explore something new and let the people know about that. Keep me in your prayers.

1 thought on “ব্লগ তৈরি করার নিয়ম – (পেইড এবং ফ্রি উপায়)”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.