google.com, pub-2818299811453184, DIRECT, f08c47fec0942fa0

সহজে ইংরেজি শেখার উপায় – Easy English Learning Tips

ইংরেজি বর্তমান বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা,অফিস কিংবা যোগাযোগে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু, আমাদের দেশের সিংহভাগ শিক্ষার্থী ইংরেজি বিষয়টিকে ভয় পায়।কারণ,তারা সহজে ইংরেজি শেখার উপায়গুলো নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারে না কিংবা তাদেরকে শিখিয়ে দেয়া হয়না। সহজে ইংরেজি শেখার উপায় না জানার ফলস্বরূপ বছরের পর বছর ধরে ইংরেজি পড়ার পরেও এই ভাষায়  স্বতঃস্ফূর্ত হতে পারে না। আজ আমরা এই আর্টিকেলে আপনাদেরকে এমন ১০ টি উপায় জানাবো যার মাধ্যমে আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন।তাহলে চলুন জেনে নেয়া যাক ইংরেজি শেখার সহজ উপায়গুলো

একনজরে দেখে নেয়া যাক সহজে ইংরেজি শেখার সেরা দশটি উপায়:

  • ইংরেজি গ্রামার জানুন
  • সঠিক ও স্পষ্ট  উচ্চারণ শিখুন
  • নতুন নতুন শব্দ শিখুন
  • ইংরেজিতে ভাবুন
  • পরীক্ষা হিসেবে না নিয়ে আনন্দ নিয়ে পড়ুন
  • আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করুন
  • নিয়মিত ইংরেজি ম্যাগাজিন,পত্রিকা,বই ইত্যাদি পড়ুন
  • ইংরেজি গান শুনুন ও মুভি দেখুন
  • ইংরেজি চর্চার সঙ্গী খুঁজুন
  • নিজের সাথে কথা বলুন 

১/ইংরেজি গ্রামার জানুন

যেকোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হলে আমাদের দরকার সে ভাষার ব্যাকরণ বা গ্রামার জানা। একটি ভাষার ব্যাকরণের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সে ভাষার বর্ণের উচ্চারণ,শব্দ ও বাক্যের গঠন,শব্দ ও বাক্যের শ্রেণী,বাক্যে অবস্থিত পদগুলোর প্রকারভেদ, বাক্যে ক্রিয়ার কাল ইত্যাদি। সুতরাং ইংরেজি জানতে হলে প্রথমে Basic English Grammar যেমন: Parts of Speech,Structure of Sentences,Tense ইত্যাদির ব্যাপারে ভালো জ্ঞান অর্জন করতে হবে। 

২/সঠিক ও স্পষ্ট  উচ্চারণ শিখুন

যেকোনো ভাষা ঠিকভাবে শেখার প্রথম শর্ত হচ্ছে সেই ভাষার বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ শেখা। ইংরেজি বর্ণগুলোর সঠিক ও স্পষ্ট  উচ্চারণ ঠিকভাবে না জানলে পরবর্তীতে তা ইংরেজি শেখায় বাঁধা হয়ে দাড়ায়। তাই আপনি যদি সহজে ইংরেজি শিখতে চান তবে শুরুতেই বর্ণ ও শব্দের উচ্চারণ সঠিকভাবে শিখুন এবং সবসময় ধৈর্য নিয়ে শব্দের ও বাক্যের সঠিক ও স্পষ্ট উচ্চারণ করার চেষ্টা ধরে রাখুন। 

৩/নতুন নতুন শব্দ শিখুন

ভালো ইংরেজি শিখতে শব্দভান্ডারকে উন্নত করা বা নতুন শব্দ শেখার কোনো বিকল্প নেই। তাই সবসময় নতুন নতুন শব্দ জানার চেষ্টা করুন।আলাদা একটি খাতা তৈরি করুন ইংরেজি শব্দ নোট করার জন্য। যখনি নতুন কোনো শব্দ শিখবেন দ্রুত নোট করে নিন সঠিক ও স্পষ্ট উচ্চারণ ও বাংলা অর্থসহ। মাঝে মাঝে সেগুলো রিভিশন দিন।এভাবে আস্তে আস্তে আপনার শব্দভান্ডার যত উন্নত হবে, ইংরেজি আপনার কাছে তত সহজ হয়ে উঠবে। নতুন শেখা শব্দগুলোকে শুধু নোট করেই থেমে থাকবেন না যেন!বরং সেগুলোকে দৈনন্দিন জীবনে সঠিকভাবে ব্যবহার করুন।

৪/ইংরেজিতে ভাবুন

আমরা কোনোকিছু ভাবি বাংলাতেই।অধিকাংশ সময় দেখা যায় আমরা ইংরেজিতে কোনোকিছু বলতে চাইলে আগে মনে মনে  বাংলায় বাক্যটি ভাবি,এরপরে ইংরেজিতে বলি বা লিখি। এজন্য আমাদের সময় বেশি লাগে।কেমন হয় যদি আমরা যা লিখতে বা বলতে চাই সেটাকে ইংরেজিতেই ভাবতে পারি?তাই প্রতিদিন অবসর সময়ে চেষ্টা করুন কিছুটা সময় সবকিছু ইংরেজিতে ভাবতে।এটা একটু সময়সাধ্য কাজ কিন্তু চর্চার সাথে সাথে অভ্যাস হয়ে যাবে। 

৫/পরীক্ষা হিসেবে না নিয়ে আনন্দ নিয়ে পড়ুন

আমাদেরকে ছোটো থেকে এমনভাবে ইংরেজি শেখানো হয় যে আমরা ইংরেজিকে একটি পরীক্ষা হিসেবে ধরে নেই।ফলে সবসময় ভুল করার একটি প্রবণতা থেকেই যায়।ইংরেজিকে ভীতি হিসেবে না নিয়ে বরং আগ্রহ নিয়ে পড়তে শুরু করুন,একটি ভাষা হিসেবে শিখতে শুরু করুন।দেখবেন আস্তে আস্তে ভয় ও জড়তা কেটে যাবে।নিজেকে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ দিন ঠিক খেলার মতো এবং সেসব চ্যালেঞ্জ পূরণ করার চেষ্টা করুন প্রতিদিন।ধীরে ধীরে দেখবেন আপনার কাছে ইংরেজি শেখাটা আনন্দদায়ক হয়ে উঠেছে। 

৬/ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করুন

আধুনিক তথ্য প্রযুক্তি জীবন নানা ক্ষেত্রে আমাদের জীবনকে সহজ করেছে ঠিক তেমনি আপনি তথ্য প্রযুক্তির বিভিন্ন উপকরণ ব্যবহার করতে পারেন সহজে ইংরেজি শেখার মাধ্যম হিসেবে। বর্তমানে কোনো শব্দের অর্থ জানতে আমাদেরকে আর ডিকশনারি খুঁজতে হয় না।আপনার মুঠোফোনে থাকা গুগল ট্রান্সলেটর কিংবা বিভিন্ন অ্যাপস আপনাকে অনায়াসে খুঁজে দিতে পারে একটি শব্দের অর্থ। তাই যেখানেই থাকুন না কেন নতুন কোনো শব্দ মাথায় আসলে কিংবা চোখে পড়লে দ্রুত সেটার অর্থ জেনে নিন। এছাড়াও ইংরেজির listening, speaking এগুলো অনুশীলন করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস কিংবা অনলাইন কোর্স পাওয়া যায়। সেগুলো ব্যবহারের মাধ্যমে আপনি খুব ভালোভাবে ও সহজে ইংরেজি শিখতে পারেন। ইংরেজি শেখার এই সফরে Youtube হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী। ইউটিউব-এ গিয়ে ‘ইংরেজি শেখার সহজ উপায়’ লিখে সার্চ করলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। নিজের পছন্দের ধরন অনুযায়ী সেগুলো দেখা বা শোনা আপনার ইংরেজি শেখার অন্যতম সহজ উপায় হতে পারে৷ 

৭/ নিয়মিত ইংরেজি ম্যাগাজিন,পত্রিকা,বই ইত্যাদি পড়ুন

নিয়মিত ইংরেজি পত্রিকা,ম্যাগাজিন ও বই পড়া সহজে ইংরেজি শেখার অত্যন্ত কার্যকরী উপায়গুলোর মধ্যে একটি।  এগুলো নিয়মিত পড়লে নতুন নতুন শব্দ ও সেগুলোর ব্যবহারের সাথে পরিচিত হওয়া যায়। প্রতিদিন ইংরেজি দৈনিক পত্রিকা যেমন The Daily Star, Daily Sun, The Business Standard ইত্যাদির মতো পত্রিকাগুলো ন্যূনতম একটি পড়ুন। নতুন নতুন শব্দগুলো একটি নোটবুকে নোট করুন সঠিক বানান, উচ্চারণ ও অর্থসহ। এছাড়া পত্রিকা, বই কিংবা ম্যাগাজিন থেকে শেখা শব্দগুলো সঠিকভাবে দৈনন্দিন জীবনে প্রয়োগ করুন। এতে করে দক্ষতা বাড়বে ও আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে৷ 

৮/ ইংরেজি গান শুনুন ও মুভি দেখুন

শুধু ইংরেজি শব্দ জানলে যে তা ইংরেজি বলার জন্য যথেষ্ট তা কিন্তু নয়। মানুষ ছোটবেলা থেকে যে ভাষা শুনে অভ্যস্ত হয় সে ভাষা ঠিকভাবে বলতেও পারে।তাই ইংরেজি শুনে উচ্চারণ বলার ধরন আয়ত্ত করতে ইংরেজি গান শোনা ও মুভি দেখা হতে পারে একটি ভালো উপায়। এর মাধ্যমে বিনোদনের সাথে সাথে নিজের ইংরেজি দক্ষতা উন্নত করা যায়। 

৯/ ইংরেজি চর্চার সঙ্গী খুঁজুন

যখন আপনার ইংরেজি গ্রামার ও শব্দভান্ডার উন্নত হতে থাকবে এবং ইংরেজি বলাটা অনেকটাই আয়ত্তে চলে আসবে তখন আশেপাশের ইংরেজি ভালো জানা ব্যক্তিদের থেকে চর্চা করার সঙ্গী খুঁজুন।দৈনন্দিন জীবনের নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলা চালিয়ে যান।কথা বলার সময় মনে কোনো ভীতি রাখা যাবে না। এতে করে ধীরে ধীরে ইংরেজি বলার দক্ষতা আরো সহজ হয়ে যাবে এবং একজন সঙ্গী অপরজনের ভুল ধরিয়ে দেয়ার মাধ্যমে ভাষার পারদর্শীতা বাড়বে। 

১০/নিজের সাথে কথা বলুন

মনে রাখবেন,আপনিই আপনার সবচেয়ে বড় বন্ধু।যখন একা থাকবেন কিংবা অবসর সময় পাবেন তখন নিজের সাথেই ইংরেজিতে  বিভিন্ন কথা বলুন। এই পদ্ধতি ইংরেজি শিখতে অনেক বেশি সাহায্য করে।এই পদ্ধতিকে আরো ফলপ্রসূ করতে আয়না ব্যবহার করতে পারেন।আয়নার সামনে দাড়িয়ে নিয়মিত নিজের সাথে ইংরেজিতে কথা বলা চর্চা করুন। এটি আপনার ইংরেজি চর্চার সাথে সাথে সবার সামনে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। 

আমাদের শেষ কথা

তাহলে,সহজে ইংরেজি শেখার উপায় নিয়ে আমাদের শেষ কথা এই যে নিয়মিত দেখুন,জানুন  আর দেরী না করে লক্ষ্য স্থির করুন ও লেগে পড়ুন আপনার নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রচেষ্টায়। বর্তমান পৃথিবীতে ইংরেজি শিক্ষার আর কোনো বিকল্প নেই। তাই অবহেলায় সময় নষ্ট না করে আপনার সুবিধাজনক উপায়গুলো বাছাই করে ও কঠোর পরিশ্রম করে আপনিও অর্জন করে ফেলুন ইংরেজি ভাষার দক্ষতা!

আরো পড়ুনঃ

Check Also

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম [২০২৪ আপডেট]

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম অনেক সহজ। একটা সময় বিমানের টিকেট কাটা খুবই কষ্টসাধ্য এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *