একটি ওয়েবসাইট বানাতে গেলে ডোমেইন হোস্টিং এর প্রয়োজন পরে। ডোমেইন হোস্টিং কি এবং ডোমেইন হোস্টিং এর দাম কেমন হতে পারে, কিভাবে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করতে হয় সে বিষয়ে প্রথমাবস্থায় হয়তো সবার ধারনা থাকে না। তাই, যারা ভাবছেন একটি নতুন ওয়েবসাইট বানাবেন কিন্তু কিভাবে ডোমেইন হোস্টিং ক্রয় করবেন তা বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আমাদের আজকের আর্টিকালটি।
আজকের আর্টিকালে ডোমেইন হোস্টিং এর দাম থেকে নিয়ে শুরু করে কিভাবে একটি ডোমেইন এবং একটি হোস্টিং কিনে ওয়েবসাইট বানাতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো।
তাছাড়া, ডোমেইন হোস্টিং কিনার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে এবং কি কি বিষয় বর্জন করতে হবে সবকিছু আজকের এই আর্টিকালের মাধ্যমে জানতে পারবেন।
চলুন প্রথমে জেনে নেওয়া যাক, ডোমেইন হোস্টিং কি।
ডোমেইন হোস্টিং কি?
ডোমেইন এবং হোস্টিং দুটি সম্পূর্ন আলাদা জিনিস। এগুলো মূলত ওয়েবসাইট তৈরির কাজে ব্যবহৃত হয়। আর বর্তমান যুগে একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিসীম।
ডোমেইনঃ ডোমেইন (Domain) হলো একটি ওয়েবসাইটের নাম অথবা ঠিকানা।
হোস্টিংঃ হোস্টিং (Hosting) হলো একটি ওয়েবসাইটকে ইন্টারনেট এ সংরক্ষন করার জন্য নির্দিষ্ট জায়গা, স্পেস বা মেমুরী।
একটি ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান। কেবলমাত্র এই দুটি জিনিস হলেই একটি ওয়েবসাইট তৈরি করা যায়।
ডোমেইন হোস্টিং মূলত ভাড়া নিতে হয়। সারা বিশ্বে অনেক হোস্টিং প্রোভাইডার আছে যারা এগুলো ভাড়া দিয়ে থাকে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলোঃ Bluehost, Hostgator, Siteground, Inmotion, ইত্যাদি।
আরো পড়ুনঃ
- ডোমেইন কি? কিভাবে একটি ডোমেইন কিনতে হয়
- ওয়েবসাইটের সুন্দর নাম খুজে বের করার প্রক্রিয়া
- ওয়েব হোস্টিং কি? হোস্টিং এর দাম ও কেনার কৈশল
ডোমেইন হোস্টিং কেনার খরচ কত?
ডোমেইন হোস্টিং এর খরচ কম্পানিভেদে বিভিন্ন রকম হয়।
একটি ডোমেইনের খরচ সাধারনত $10 থেকে $20 পর্যন্ত হয়ে থাকে।
আর একটি হোস্টিং এর দাম প্রতিমাসে $3 থেকে $5000 পর্যন্তও হতে পারে। আপনি যত দাম দিয়ে হোস্টিং কিনবেন তত ভালো সার্ভিস পাবেন।
যদিও একটি ডোমেইন কিনতে সাধারণত প্রতি বছরে $10.00 খরচ হয়, বিভিন্ন ওয়েব হোস্টিং কোম্পানি হোস্টিং প্যাকেজের সাথে একটি ডোমেইন নাম এক বছরের জন্য ফ্রিতে দিয়ে থাকে।
সেক্ষেত্রে আপনি যদি এক বছরের জন্য $30-$100 খরচ করে একটি হোস্টিং কিনেন তাহলে আপনি ডোমেইন হোস্টিং একসাথে পেয়ে যাচ্ছেন।
অর্থাৎ, বাংলা টাকায় ২০০০ – ৫০০০ টাকার ভিতরে ডোমেইন হোস্টিং পেয়ে যাবেন।
বাংলাদেশি কম্পানিগুলোতে ডোমেইন হোস্টিং এর দাম কত?
আপনি যদি বাংলাদেশ থেকে ডোমেইন হোস্টিং কিনেন তাহলে খুব অল্প টাকায় একটি ওয়েবসাইট বানাতে পারবেন।
এক্ষেত্রে ১৫০০ টাকা থেকে ৫০০০ টাকা খরচ করলে বাংলাদেশি কম্পানিগুলো থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন।
কিছু কিছু কম্পানি এর চেয়ে কম দামে ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকে। কিন্তু আমি সাজেস্ট করবো, আজাইরা সাইট থেকে না কিনে কিছু টাকা বেশি খরচ হলেও বিশ্বস্ত কম্পানি থেকে ডোমেইন হোস্টিং ক্রয় করার জন্য।
বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কম্পানি ও তাদের মূল্য তালিকাঃ
provider | Hosting price | Hosting type | Storage | Domain Price (.com) |
1.Exon Host | ২২৫০ টাকা/বছর | Basic | 5gb | ৬৯৯ টাকা |
2.Hostever | ১৫০০ টাকা/বছর | Basic | 5gb | ৭৫০ টাকা |
3.Web Host BD | ১৫০০ টাকা/বছর | Basic | 2gb | ৯৫০ টাকা |
4.MyLightHost | 3000 টাকা/বছর | Basic | 5gb | ৯৫০ টাকা |
5.HostMight | ২০০০ টাকা/বছর | standard | 5gb | ৬৯৯ টাকা |
এখানে উল্লেখিত দামে যেকোনো কম্পানি থেকে হোস্টিং কিনলে এক বছরের জন্য ডোমেইন ফ্রি পাবেন। কিন্তু পরবর্তী বছর তা আরেকটু বেশি দাম দিয়ে রিনিও বা নবায়ন করতে হবে।
বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কম্পানি কোনগুলো?
বাংলাদেশে অনেক ভালো ভালো ডোমেইন হোস্টিং প্রোভাইডার রয়েছে। তারা কম দামের মধ্যে মুটামুটি অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে।
নিচে কয়েকটি বাংলাদেশি ডোমেইন হোস্টিং কম্পানির নাম বলে দিচ্ছি যাদের উপর আপনি বিশ্বাস রাখতে পারেন।
Hostever: এটি খুব ভালো একটি ডোমেইন হোস্টিং কম্পানি। আমি নিজেও তাদের অনেক সার্ভিস ব্যবহার করে থাকি। তাদের কাছ থেকে আপনি বিকাশ দিয়ে ডোমেইন হোস্টিং ক্রয় করতে পারবেন। এখানে ডোমেইন হোস্টিং দাম অন্য কম্পানি থেকে তুলনামূলকভাবে কম।
Exonhost: এখানে ডোমেইন হোস্টিং এর দাম একটু বেশি। কিন্তু তাদের ডোমেইন হোস্টিং সার্ভিস খুবই মনমুগ্ধকর। তাদের কাছ থেকে হোস্টিং কিনলে ওয়েবসাইটে অনেক ভালো স্পিড পাবেন। ফলে এসইও-তে র্যাংক করতে এটি আপনাকে অনেক সহায়তা করবে।
DianaHost: শুনেছি ডায়নাহোস্ট ও নাকি খুব ভালো মানের হোস্টিং সার্ভিস দিয়ে আসছে। কিন্তু আমি কখনো ব্যবহার করিনি। তবে এখানে ডোমেইন হোস্টিং এর দাম খুবই অল্প। এটিও বাংলাদেশের মধ্যে সেরা ডোমেইন হোস্টিং প্রোভাইডার।
তাছাড়াও বাংলাদেশে Web Host BD, MyLightHost, HostMight মতো আরো অনেক ভালো সেরা মানের ডোমেইন হোস্টিং কম্পানি আছে।
ডোমেইন হোস্টিং কেনার আগে যে বিষয়গুলো দেখে নেওয়া উচিত
ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চাইলে ডোমেইন হোস্টিং কিনতে হবেই।
তবে, ডোমেইন হোস্টিং কেনার আগে কিছু জিনিস দেখে ক্রয় করা উচিত। তা না হলে ভবিষ্যতে তা নিয়ে আফসোস করতে হতে পারে।
ডোমেইন হোস্টিং কেনার আগে যা যা দেখে নিতে হবেঃ
ডোমেইন হোস্টিং এর দাম
ডোমেইন হোস্টিং কেনার আগে এর দাম সম্পর্কে আগে ভালো ধারনা নিয়ে নিতে হবে। অনেক কম্পানি আছে খুব কমদামে ডোমেইন হোস্টিং সার্ভিস দেওয়ার লোভনীয় প্রস্তাব দেয়, তাদের কাছ থেকে কখনোই ডোমেইন হোস্টিং কেনা যাবে না।
আবার, অনেক কম্পানি আছে তুলনামূলক অনেক বেশি দাম চেয়ে থাকে। নতুনদের জন্য এতো দাম দিয়ে ডোমেইন হোস্টিং কেনাকে আমি নিরুৎসাহিত করবো।
কম্পানিটি বিশ্বাসযোগ্য কিনা
অনেক কম্পানি আছে যাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং কেনার পর ঐ কম্পানি ব্যানিশ হয়ে যায়। কিংবা প্রতারণা করে আপনার ওয়েবসাইট তারা তাদের দখলে নিয়ে নেয়। এবং চড়া দামে তা অন্য কারো কাছে বিক্রি করে দেয়।
এরকম প্রতারক ডোমেইন হোস্টিং কম্পানি প্রচুর রয়েছে। তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। ভালো এবং বিশ্বাসযোগ্য কম্পানি থেকে ডোমেইন হোস্টিং ক্রয় করতে হবে।
হোস্টিং স্পেস
আপনি যদি নতুন সাইট তৈরি করতে চান তাহলে আপনার জন্য ১ জিবি হোস্টিং যথেষ্ট। আর এক জিবি হোস্টিং এর দাম ১০০০-১৫০০ টাকা হতে পারে।
হয়তো আপনাকে ডোমেইন হোস্টিং কম্পানিগুলো ২ জিবি কিংবা ৪ জিবি হোস্টিং নেওয়ার জন্য বলতে পারে। তাই, তাদের কথায় কান দিয়ে বাড়টি খরচ না করাই উত্তম হবে।
ওয়েবসাইটে যত কন্টেন্টই রাখুন না কেন, এক বছরে ১ জিবি এর বেশি আপনার দরকার হবে না আশা করি।
হোস্টিং আপ টাইম
যদিও বর্তমানে সব ডোমেইন হোস্টিং কম্পানিগুলোই ১০০% আপটাইম বলে মার্কেটিং করে। কিন্তু অনেক কম্পানি আছে যাদের সার্ভার ৭০% কিংবা ৮০% আপটাইম থাকে।
তাই আপনি ১০০% আপ টাইম গ্যারান্টি পাচ্ছেন কিনা তা দেখে ডোমেইন হোস্টিং কেনা উচিত। তা না হলে মাসের মধ্যে আপনার সাইট ১২-১৩ ঘন্টা ডাউন থাকবে।
ফলে ওয়েবসাইটের অনেক ভিজিটর হারাবেন। এবং এটি এসইও র্যাংকিং এর জন্যও অনেক খারাপ।
মানি ব্যাক গ্যারান্টি
ডোমেইন হোস্টিং কেনার ক্ষেত্রে মানি ব্যাক গ্যারান্টি থাকলে অনেক সুবিধা। অধিকাংশ কম্পানিগুলো তাদের সার্ভিসের জন্য ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকে।
তো, আপনি যে কম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনবেন তারা যদি মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকে তাহলে ৩০ দিন ব্যবহারে তাদের সার্ভিস পছন্দ না হলে আপনি টাকা ফেরত নিতে পারবেন।
তাই, ডোমেইন হোস্টিং কেনার আগে অবশ্যই মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে কিনা তা দেখে নিন।
কাস্টমার সাপোর্ট
একটি ওয়েবসাইট তৈরি করার পর সে ওয়েবসাইটে অনেক ট্যাকনিকাল ইস্যু হতে পারে। এক্ষেত্রে ডোমেইন হোস্টিং কম্পানি থেকে সাপোর্ট নেওয়ার প্রয়োজন হতে পারে।
নতুন অবস্থায় আপনি সকল ট্যাকনিকাল প্রবলেম সমাধান করতে পারবেন না। এক্ষেত্রে যদি, হোস্টিং কম্পানি থেকেও সাপোর্ট পাওয়া না যায় তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর হতে পারে না।
তাই, ডোমেইন হোস্টিং কেনার আগে তাদের সাপোর্ট সম্পর্কে ধারনা নিয়ে নিন। তাদের সাপোর্ট ভালো কিনা কিংবা মেসেজ রিপ্লাই দিতে কত সময় নেয় ইত্যাদি যাচাই করার মাধ্যমে ডোমেইন হোস্টিং কিনুন।
ডোমেইন হোস্টিং কেনার পর কিভাবে ওয়েবসাইট বানাবো?
ডোমেইন হোস্টিং কেনার পর আপনাকে একটি সি প্যানেল দেওয়া হবে। মূলত সেখান থেকে যেকোনো একটি ওয়েবসাইট বিল্ডার ইন্সটল করার মাধ্যমে ওয়েবসাইট বানাতে হয়।
যেহেতু, ওয়ার্ডপ্রেস সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডার, তাই আমি বলবো সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নেওয়ার জন্য।
তারপর, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগিন করে প্রথমেই একটি ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করতে হবে।
থিম ইন্সটল করলেই আপনার সুন্দর ডিজাইনের একটি ওয়েবসাইট হয়ে যাবে। এখন আপনার ওয়েবসাইত ম্যানেজ করার জন্য আরো কিছু জিনিস লাগতে পারে। যেমন কন্টেন্ট বা আর্টিকাল, ওয়ার্ডপ্রেস প্লাগিন, ইত্যাদি।
আমাদের শেষ কথা
ডোমেইন হোস্টিং কি? এক কথায়, ডোমেইন হোস্টিং হলো ওয়েবসাইট তৈরির অত্যাবর্শকীয় উপাদান। ডোমেইন হোস্টিং এর দাম ১৫০০ টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
আশা করি, ডোমেইন হোস্টিং এবং এদের দাম সম্পর্কে একটি স্পষ্ট ধারনা পেয়েছেন। যদি, আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানান।