CPA মার্কেটিং, একটি অনলাইন ইনকামের পথ। যে সম্পর্কে আমাদের অনেক বন্ধুরাই জানে না। অথচ বর্তমান তথ্য প্রযুক্তির ডিজিটাল সময়ে অধিকাংশ মানুষ চাইছে অনলাইন থেকে ইনকাম করতে। তাই আমাদের জানা উচিত সিপিএ মার্কেটিং কি, সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে, কিভাবে সিপিএ মার্কেটিং করতে হয় এবং কিভাবে সিপিএ মার্কেটিং থেকে আয় করা যায়। আর তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অনলাইন ইনকামের একটি গুরুত্বপূর্ণ সেক্টর বা প্লাটফর্ম CPA (সিপিএ) মার্কেটিং।
এই আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন CPA (সিপিএ) মার্কেটিংয়ের সুবিধা, অসুবিধাসহ যাবতীয় বিষয়। যা থেকে আপনি খুব সহজেই একটি অনলাইন ইনকামের রাস্তা খুঁজে পাবেন।
জেনে নিই অ্যাফিলিয়েট মার্কেটিং কী
সিপিএ মার্কেটিং কি সেটি বোঝার জন্য আমাদের প্রথমে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানতে হবে। কেননা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানা ছাড়া আপনি কখনোই CPA Marketing কি তা বুঝতে পারবেন না।
তাই সংক্ষেপে যদি বলি তাহলে, অ্যাফিলিয়েট মার্কেটিং হল এমন একটি মার্কেটিং যেখানে আপনি একটি পণ্য বিক্রয় করার জন্য কমিশন পাবেন, কিন্তু CPA মার্কেটিং-এ আপনি ব্যবহারকারীর গৃহীত পদক্ষেপের উপর (অর্থাৎ যারাই আপনার মাধ্যমে কাজ করবে) তার জন্য কমিশন পান। আসুন সিপিএ মার্কেটিং কি সেটি ভালোভাবে বুঝার জন্য এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ি।
CPA (সিপিএ) এর পূর্ণাঙ্গ রূপ কী
সিপিএ মার্কেটিং কি তা বোঝার আগে আসুন সিপিএ মার্কেটিং এর পূর্ণরূপ জেনে নেই। CPA এর পূর্ণরূপ হল Cost Per Action। অর্থাৎ আপনার মাধ্যমে একজন গ্রাহক যত ধরনের কার্যক্রমে অংশ নিবেন, তার জন্য আপনি কমিশন পাবেন।
সিপিএ মার্কেটিং কি
সিপিএ (কস্ট পার অ্যাকশন) মার্কেটিং হল একটি অনলাইনে পণ্য বিক্রির কৌশল। তবে এটি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে একটু ভিন্ন। অ্যাফিলিয়েট মার্কেটিং-এ, আপনি কোনো পণ্য বা পরিষেবা বিক্রি করার জন্য কোম্পানির থেকে কিছু কমিশন পান। কিন্তু CPA-তে আপনি কিছু বিক্রি না করেও টাকা উপার্জন করতে পারেন।
CPA মার্কেটিং-এ, আপনি পণ্য বিক্রি, ফর্ম জমা, অ্যাপ ইনস্টল, সাইন আপ, সফ্টওয়্যার ডাউনলোড ইত্যাদির মতো কাজগুলি সম্পূর্ণ করার জন্য কমিশন পাবেন।
সিপিএ, পিপিএ ছাড়াও এতে পে পার লিড (পিপিএল) অন্তর্ভুক্ত রয়েছে। CPA অ্যাফিলিয়েটরা এই সমস্ত প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা করে একটি নির্দিষ্ট ফি পায় যা একজন গ্রাহক বা ব্যবহারকারী নেয় বা সম্পূর্ণ করে।
সোজাকথায় আপনার ওয়েবসাইট বা প্লাটফর্ম থেকে কেউ কোনো পণ্য ক্রয় করলে, ফর্ম জমা করলে, কোনো অ্যাপ ইনস্টল করলে, কোথাও সাইন আপ করলে, কোনো সফ্টওয়্যার ডাউনলোড করলেই আপনি কমিশন পাবেন।
সিপিএ মার্কেটিং মডেল কীভাবে কাজ করে
সিপিএ মার্কেটিং কি, অর্থাৎ সিপিএ মার্কেটিং-এর আদ্যোপ্রান্ত ভালোভাবে বুঝতে হলে আপনাকে সিপিএ মার্কেটিং মডেল বুঝতে হবে। CPA মার্কেটিং কৌশল সম্পর্কে কথা বলতে গেলে, প্রধানত আমরা তিনটি উপাদান দেখতে পাব।
১। বিজ্ঞাপনদাতা
একজন বিজ্ঞাপনদাতা একটি কোম্পানি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তিও হতে পারে। যার নির্দিষ্ট কাজগুলি সম্পূর্ণ করার জন্য একজন অ্যাফিলিয়েট কমিশন পেয়ে থাকেন।
২। অ্যাফিলিয়েট
অ্যাফিলিয়েট প্রথমে সিপিএ নেটওয়ার্কে যোগদান করে। এরপর তারা বিজ্ঞাপনদাতার জন্য সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে মার্কেটিং করে।
এই মার্কেটিংয়ের ফলে অ্যাফিলিয়েটরা বিজ্ঞাপনদাতার কাছে অর্গানিক এবং বিপুল পরিমাণ ট্র্যাফিক নিয়ে আসে। যখন এইসব ট্রাফিকের মাধ্যমে গ্রাহকরা বিজ্ঞাপনদাতার কাজগুলি সম্পূর্ণ করে তখন এই গ্রাহকদের কাজের বিনিময়ে অ্যাফিলিয়েটরা কমিশন পেয়ে থাকেন।
৩। CPA প্লাটফর্ম
CPA প্লাটফর্ম হল বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ, Instagram ইত্যাদি অনলাইন চ্যানেল। একজন অ্যাফিলিয়েট এইসব প্লাটফর্মে তার কন্টেন্টর মধ্যে বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপন গুলি প্রচার।
আর প্রচারিত এইসব বিজ্ঞাপন গুলির মাধ্যমে যখন কোনো ভিজিটর বিজ্ঞাপন গুলোতে ক্লিক করে বিজ্ঞাপনদাতার কাজ গুলো যেমন পণ্য ক্রয়, ফর্ম জমা, অ্যাপ ইনস্টল, সাইন আপ, সফটওয়্যার ডাউনলোড ইত্যাদি করে, তখন এইসব কাজ করিয়ে দেওয়ার জন্য কিংবা এইসব কাজে সহযোগিতার জন্য বিজ্ঞাপন দাতা সেই অ্যাফিলিয়েটকে কমিশন দিয়ে থাকে।যাকে সহজ বংলায় আমরা দালালি বা ব্রোকার বলে থাকি।
আসুন আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝার চেষ্টা করি।
ধরা যাক, একটি কানাডিয়ান কোম্পানি অর্ডার দিল যে, তাদের কোম্পানিতে কিছু কানাডিয়ান লোককে যোগ করতে হবে। এর জন্য তারা একটি ফর্ম দিয়ে বলল, এই ফরমটি কোনো কানাডিয়ান দ্বারা পূরণ করাতে পারলে, প্রতিটি ফর্ম পূরণের জন্য ১ ডলার করে আপনাকে দেয়া হবে।
এখন আপনি এই ফরমটি আপনার নিজস্ব ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ, Instagram ইত্যাদিতে প্রকাশ করলেন।
এরপর আপানার সিপিএ লিঙ্কটি ফলো করে কোনো কানাডিয়ান যখনই ইমেইল আর নম্বর দিয়ে ফর্ম পূরন করবে, তখনই আপনি একটা কমিশন পেয়ে যাবেন।
এই কাজগুলোকেই সিপিএ এর ভাষায় বলা হয় একেকটি লিড। প্রতিটি লিড যদি ১ ডলার করে হয়, তাহলে ২০ আপনার আয় হবে ২০ ডলার। আর এভাবেই সিপিএ মার্কেটিং এর বিষয়টি কাজ করে।
CPA নেটওয়ার্ক কি
CPA নেটওয়ার্ক হলো এমন একটি সংস্থা যারা ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ, Instagram এর ওনার বা মালিকের সাথে বিজ্ঞাপনদাতাদের সাথে সংযোগ করিয়ে দেয়। বাজারে অনেক সিপিএ নেটওয়ার্ক প্রোগ্রাম রয়েছে যেগুলোতে সহযোগীরা অর্থাৎ অ্যাফিলিয়েটরা যোগদান করতে পারে এবং বিজ্ঞাপনদার পণ্য বা পরিষেবার প্রচারের মাধ্যমে কমিশন উপার্জন করতে পারে।
এই CPA নেটওয়ার্কগুলি অ্যাফিলিয়েট ম্যানেজারও নিয়োগ করে যারা কোম্পানিগুলিকে তাদের প্রয়োজনের জন্য সেরা অ্যাফিলিয়েট লোকদের নির্বাচন করতে সাহায্য করে। আপনি যদি সেরা সিপিএ নেটওয়ার্ক লিখে গুগলে অনুসন্ধান করেন তবে আপনি সমস্ত সিপিএ নেটওয়ার্ক প্রোগ্রাম পাবেন যেগুলিতে আপনি যোগ দিতে পারেন।
বাজারের কিছু সেরা CPA নেটওয়ার্ক হল-
কিভাবে CPA মার্কেটিং করবেন (CPA Marketing Tips)
এতক্ষণে আমরা বুঝতে পেরেছি যে, সিপিএ মার্কেটিং কি, চলুন এবার জেনে নিই কিভাবে CPA মার্কেটিং করতে হয়। আমরা এখানে CPA মার্কেটিং করার সেরা কিছু টিপস শেয়ার করেছি। যা অনুশীলন করে আপনি CPA মার্কেটিং করে অর্থ উপার্জন করতে পারেন।
CPA নেটওয়ার্কে যোগ দিন
CPA মার্কেটিং থেকে অর্থ উপার্জন করতে হলে, প্রথমে আপনাকে এমন CPA নেটওয়ার্কে যোগ দিতে হবে যা আপনার জন্য সেরা। একটি CPA নেটওয়ার্কে যোগদান করার সময়, আপনি কোন ধরনের কোম্পানির অফার প্রচার করতে চান তার পরিকল্পনা সম্পর্কে জানতে হবে।
আপনি যদি সেরা একটি CPA নেটওয়ার্কে যোগ দিতে চান, তাহলে আপনাকে এটা নিয়ে ভাল ভাবে গবেষণা করতে হবে। তাহলেই আপনি একটি নির্ভরযোগ্য CPA নেটওয়ার্ক খুঁজে পেতে পারবেন। অনেক CPA নেটওয়ার্ক আছে যাদের প্রোগ্রামে যোগদান করার জন্য আপনাকে অনুমোদনও নিতে হবে। আর সেখানে আপনাকে বলতে হবে কিভাবে আপনি বিজ্ঞাপনদাতাকে উপকৃত করতে পারবেন।
সেরা অফার খুঁজুন
CPA নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ওয়েবসাইটগুলি সার্চ ইঞ্জিনের মতো কাজ করে যেখানে আপনি সেরা CPA অফারগুলি অনুসন্ধান করতে এবং খুঁজে পেতে পারেন। আপনি কীওয়ার্ড, নেটওয়ার্ক, বিভাগ, মূল্য ইত্যাদির ভিত্তিতে CPA ওয়েবসাইটগুলিতে আপনার পছন্দসই নানান অফার অনুসন্ধান করতে পারবেন। আর এই প্রক্রিয়ায় আপনি আপনার জন্য ভালো অফার খুঁজে পেতে পারেন।
ট্রাফিকের জন্য কৌশল তৈরি করুন
CPA অফার গুলি সঠিকভাবে প্রচার করতে, আপনাকে একটি সঠিক ট্রাফিক কৌশল তৈরি করতে হবে। এইজন্য আপনাকে আপনার ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ, Instagram এ CPA অফার প্রচার করে কমিশন পেতে পারেন। অথবা আপনি পেইড PPC মার্কেটিং এর মাধ্যমে CPA অফার প্রচার করতে পারেন।
CPA অফারগুলিকে প্রচার করার জন্য সেরা ট্রাফিক উৎস গুলো হলো,
এসইও
আপনি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন অনুযায়ী আপনার ওয়েবপেইজ কাস্টমাইজ করতে পারেন এবং সেগুলিকে ভালো ভালো কীওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে পারেন এবং ট্রাফিক আনতে পারেন।
পিপিসি মার্কেটিং
এটি একটি অর্থপ্রদানের মার্কেটিং যেখানে আপনি লক্ষ্য লক্ষ্য দর্শকদের কাছে CPA অফারগুলি সরবরাহ করতে পারেন। পিপিসি মার্কেটিং-এ, সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন প্রদর্শিত হয়।
সোশ্যাল মিডিয়া
আপনি যে কোনও একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি চমৎকার পেশাদার পৃষ্ঠা তৈরি করতে পারেন এবং সেখানে আপনার অনুসরণকারীদের বাড়িয়ে CPA অফারগুলি প্রচার করতে পারেন। এছাড়াও আপনি সামাজিক মিডিয়া বিজ্ঞাপনের মাধ্যমে CPA অফার প্রচার করতে পারেন।
CPA মার্কেটিং এর মাধ্যমে কীভাবে অর্থ উপার্জন করবেন?
আমরা অনেকেই জানি না যে, CPA মার্কেটিং এর মাধ্যমে গুগল অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর চেয়ে ভালো ইনকাম করার সুযোগ রয়েছে। কেননা এখানে বিজ্ঞাপনদাতাদের শুধুমাত্র ব্যবহারকারীর বিভিন্ন কাজের জন্য জন্য অর্থ প্রদান করতে হবে।
অর্থাৎ যখন একজন ব্যবহারকারী অ্যাফিলিয়েটের লিঙ্ক দিয়ে বিজ্ঞাপনদাতার বিশেষ কাজগুলি যেমন: পণ্য ক্রয়, ফর্ম জমা, অ্যাপ ইনস্টল, সাইন আপ, সফটওয়্যার ডাউনলোড ইত্যাদি সম্পন্ন করেন, তখন সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন অ্যাফিলিয়েটরা পেয়ে থাকেন। আর এটাই হলো অ্যাফিলিয়েটের উপার্জন।
আপনার পণ্য কোথায় প্রচার করব?
- ফেসবুক
- ব্লগিং
- পিন্টারেস্ট
- ইউটিউব
- সামাজিক মাধ্যম
- প্রদত্ত বিজ্ঞাপন
সিপিএ মার্কেটিং এ কী কী ধরণের কাজ থাকে?
সিপিএ মার্কেটিং এ বেশ কিছু কাজ রয়েছে যেমন,
- বিভিন্ন ধরনের সার্ভের অর্থাৎ জরিপের কাজ করা
- বিভিন্ন ধরনের লাইভ চ্যাটিং ওয়েবসাইট বা অ্যাপে রেজিস্ট্রেশন বা সাইন ইন করানো।
- নানান ধরনের গেইম, সফটওয়্যার, অ্যাপস বা বিভিন্ন এক্সটেনশন ডাউনলোড করা ইত্যাদি।
- কোনো নির্দিষ্ট কোম্পানির নিউজলেটার ইমেইলের মাধ্যমে সাবস্ক্রাইব করিয়ে দেওয়া।
সিপিএ মার্কেটিং এর সুবিধা
সিপিএ মার্কেটিং একজন অ্যাফিলিয়েট এবং বিজ্ঞাপনদাতা উভয়ের জন্য খুবই উপকারী, তাই এর বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন –
সিপিএ মার্কেটিং-এ, অ্যাফিলিয়েটরা ব্যবহারকারীর ক্রিয়াকলাপ বা বিভিন্ন কার্যক্রমের জন্য একটি কমিশন পায়, এতে অ্যাফিলিয়েটকে ব্যবহারকারীর ওয়ালেট অ্যাক্সেস করতে হবে না।
যেহেতু বিজ্ঞাপনদাতারা সিপিএ মার্কেটিং থেকে সরাসরি ফলাফল পান, তাই এতে কমিশনও ভালো হয়।
মার্কেটে অসংখ্য CPA নেটওয়ার্ক পাওয়া যায়, সেগুলো থেকে আপনার পছন্দসই এবং দক্ষতার ভিত্তিতে যেকোনো নেটওয়ার্কে যোগ দিতে পারেন।
CPA মার্কেটিংয়ে, বিজ্ঞাপনদাতা ভাল ফলাফল পান কারণ অ্যাফিলিয়েট এমন ভাবে কাজ করে যাতে তার ভিজিটরা তাকে বিশ্বাস করে এবং তার দ্বারা সুপারিশকৃত কাজগুলি অনুসরণ করে।
সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট এবং বিজ্ঞাপনদাতা উভয়ের জন্যই ব্যবহার করা সহজ।
সিপিএ মার্কেটিং এর অসুবিধা (পিপিসি মার্কেটিং এর অসুবিধা)
CPA মার্কেটিং অনেক সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে যেমন-
সিপিএ বিপণনের নিয়মগুলি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের চেয়ে কঠোর কারণ বিজ্ঞাপনদাতার একটি নির্দিষ্ট পরিমাণ ট্রাফিকের প্রয়োজন হয়।
ভালো ভালো CPA নেটওয়ার্কের অনুমোদন পাওয়া সহজ নয়। সাধারণত, একটি CPA নেটওয়ার্কে যোগদান করার জন্য, আপনার একটি ভালো র্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে।
CPA মার্কেটিং-এ আপনাকে নির্দিষ্ট পরিমাণ ভিজিটরদের কাছে পৌঁছাতে হবে কিংবা একটি ভালো পরিমাণ ভিজিটর আপনার ওয়েবসাইটে আসতে হবে। আর এরজন্য আপনাকে দক্ষতার সহিত সঠিক কৌশল তৈরি করতে হবে। যে কাজ করতে এই লাইনে নতুন একজনের যথেষ্ট সময় লাগতে পারে।
CPA মার্কেটিংয়েও বেশ প্রতারণা রয়েছে। আপনি যদি সঠিক CPA নেটওয়ার্কে যোগদান করতে না পারেন তাহলে আপনি প্রতারণার শিকার হতে পারেন।
সিপিএ মার্কেটিং করতে কী কী লাগে?
ইতিমধ্যেই আমরা বুঝতে পেরেছি CPA মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং প্রায় ধরতে গেলে একই। এই কারণে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যা যা প্রয়োজন হয়, CPA মার্কেটিং করতেও একই বিষয় গুলো লাগবে। তাই যারা এইসব বিষয়ে নতুন তাদের জন্য বলছি কী কী লাগবে।
অনলাইন ইনকামের প্রথম শর্ত হলো নিজস্ব একটি ভালো মানের ওয়েবসাইট। একটি ভালো ভিজিটর বা ট্রাফিকসম্পন্ন ব্লগ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল অবশ্যই CPA মার্কেটিং এর প্রথম কাজ। কেননা এইসব ব্লগ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলেই আপনি আপানার অ্যাফিলিয়েট বা সিপিএ লিঙ্ক শেয়ার করবেন।
দ্বিতীয় বিষয় হলো অবশ্যই একটি বিশ্বাস্ত এবং ভালো মানের একটি সিপিএ নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে সেখানে নিজের একটি অ্যাকাউন্ট করে রেজিস্টার হওয়া।
উপরের সব বিষয় পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারলে এবার আসবে আপনার দক্ষতার পালা। একজন অ্যাফিলিয়েট সবকিছু ঠিকমতো করার পরও যদি এই কাজে দক্ষ না হন, তাহলে কখনোই CPA মার্কেটিং এ উন্নতি করা সম্ভব নয়।
তাই সিপিএ নেটওয়ার্ক থেকে যে কাজগুলো আপনি নিবেন, সেগুলো আপনার সাইটে আসা ভিজিটর বা ট্রাফিকদের সেই কাজ করতে বিভিন্নভাবে উতসাহিত করে তুলতে হবে। সেজন্য ভালো ভালো উন্নত মানের কন্টেন্ট পোস্ট করতে হবে। আর এখানেই হচ্ছে একজন দক্ষ অ্যাফিলিয়েটের কাজ।
উপরের কাজ গুলো করার কারণে আপনি যে অর্থ পাবেন, তা সঠিকভাবে আনার জন্য আপনাকে পেমেন্ট সিস্টেম ভেরিফাই করতে হবে। আর এই জন্য যা যা লাগবে সেগুলো তৈরি করতে হবে। যেমন দেশের বাইরের ক্লাইন্ট এর কাজ করতে গেলে আপনার অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট বা পে পাল থাকতে হবে।
এইসব পদক্ষেপ যদি আপনি সুষ্ঠুভাবে করতে পারেন তাহলে সহজেই সিপিএ মার্কেটিং এ উন্নতি করতে পারবেন।
সচারচর জিজ্ঞাস্য প্রশ্ন
প্রশ্ন – CPA মার্কেটিং এর পূর্ণরূপ কি?
CPA মার্কেটিং এর পূর্ণরূপ হল Cost Per Acquisition বা Cost Per Action।
প্রশ্ন – CPA মার্কেটিং কি এখনও লাভজনক?
হ্যাঁ, CPA মার্কেটিং এখনও লাভজনক কারণ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এবং ব্যবহারকারীরা প্রতিদিন ইন্টারনেটে অনেক ধরনের কাজ করে থাকে।
প্রশ্ন – CPA নেটওয়ার্ক কি?
CPA নেটওয়ার্ক হল এমন ওয়েবসাইট যা বিজ্ঞাপনদাতা এবং সহযোগীদের একসাথে সংযুক্ত করতে কাজ করে।
প্রশ্ন–সিপিএ মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং পার্থক্য কী?
সিপিএ মার্কেটিং থেকে অর্থ উপার্জন করা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে সহজ কারণ এতে আপনি শুধুমাত্র ব্যবহারকারীর পদক্ষেপ নেওয়ার জন্য অর্থ পান।
যেখানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে পণ্য বিক্রি থেকে টাকা পাওয়া যায়। আপনি যদি সঠিক কৌশল নিয়ে সিপিএ মার্কেটিং করেন তবে আপনি একটি ভাল পরিমাণ আয় করতে পারেন।
উপসংহার
আশাকরি পাঠক, আজকের পোস্ট আপনাদের অনেক ভালো লেগেছে এবং সিপিএ মার্কেটিং কি এবং কিভাবে সিপিএ মার্কেটিং করতে হয় সে বিষয়ে পুরোপুরি ধারনা পেয়েছে। আমরা এই পোস্ট থেকে জানালাম সিপিএ মার্কেটিং কি? কিভাবে CPA মার্কেটিং কাজ করে? কিভাবে CPA মার্কেটিং থেকে টাকা আয় করা যায়। আশাকরি এই আর্টিকেল থেকে উপকৃত হয়ে আপনারা অনলাইনে সিপিএ মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে সমর্থ হবেন।