একটি ওয়েবসাইটের প্রধান আকর্ষী হচ্ছে এর নাম বা ডোমেইন। তাই, ওয়েবসাইট তৈরি করার আগে আমাদেরকে অনেক রিসার্চ করে একটি সুন্দর নাম খুজে বের করতে হয়। আজকের আর্টিকালে আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনারা ওয়েবসাইটের সুন্দর নাম খুজে বের করবেন।
একটি সঠিক ডোমেইন নাম কীভাবে নির্বাচন করবেন তা জানতে আর্টিকালটি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
ওয়েবসাইটের নামকে কি বলে?
ওয়েবসাইটের নামকে বলা হয় ডোমেইন। একটি ওয়েবসাইট বানাতে হলে প্রথমে ওয়েবসাইটের নাম রাখতে হয়। অর্থাৎ, একটি ডোমেইন কিনে নিতে হয়।
এই ডোমেইনটি লিখে যদি ইন্টারনেটে কেউ সার্চ করে তাহলে সেই ওয়েবসাইটটি সবাই ভিজিট করতে পারে।
কেন ওয়েবসাইটের সুন্দর নাম রাখা দরকার?
অনেকে অনেক কারনে ওয়েবসাইট তৈরি করে থাকে।
এবং অধিকাংশ মানুষ ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যে ভুলটি সবার আগে করে তা হলো ওয়েবসাইটের জন্য একটি খারাপ মানের নাম পছন্দ করা।
এবং একারনে কিছুদিন যেতে না যেতেই ওয়েবসাইটটি নিয়ে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে।
তাই ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এর জন্য একটি ভালো মানের নাম তথা ডোমেইন নেমের প্রতি নজর দেওয়া দরকার।
এটি আপনার কাজ করার আগ্রহকে বাড়িয়ে দিবে। এবং আপনার কাছে মনে হবে আপনি একটি কম্পানি তৈরি করতেছেন।
তাছাড়া, একটি ভালো মানের ডোমেইন নাম পারে ওয়েবসাইটে রিটার্নিং ভিজিটর (Returning Visitors) নিয়ে আসতে।
- কিভাবে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসবো
- কেন ওয়েবসাইট থাকা দরকার
ওয়েবসাইটের নাম রাখতে গিয়ে যত ঝামেলা
আমরা এটা সকলেই জানি কেউ একবার একটা নামের ডোমেইন কিনে নিলে পরে আর সেটা কেউ কিনতে পারে না যদিনা সেটা Expired হয়।
তাই, ওয়েবসাইটের ডোমেইন নাম কিনতে গিয়ে আমাদের যত ঝামেলা। যখনই একটি নাম পছন্দ হয় এবং সেটি কিনতে যাই তখনই দেখি সেটি available না।
তাই অনেক খুজাখুজি করে, রিসার্চ করে একটি সুন্দর এবং আকর্ষনীয় ডোমেইন নাম খুজে বের করতে হয়। এটি সত্যিই খুব বেদনাদায়ক একটি ব্যপার।
কিভাবে ওয়েবসাইটের সুন্দর নাম খুজে বের করতে হয় সেটা আপনাকে দেখাবে কিন্তু এর আগে জেনে নিতে হবে যে ডোমেইন নাম কেনার সময় আপনাকে কি কি বিষয় বর্জন করতে হবে।
ওয়েবসাইটের নাম রাখার সময় যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে
আপনি আপনার ওয়েবসাইটের নাম রাখার সময় কিছু জিনিস খেয়াল রাখলেই হলো।
ভালো মানের ডোমেইন সিলেক্ট আপনাকে করতে হলে এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে খেয়াল করবেন।
অবশ্যই .com ডোমেইন নেওয়ার চেষ্টা করবেন
আমাদের দেশের মানুষ ওয়েবসাইট বলতে এর নামের শেষে .com থাকবে এটা ধরে নেয়।
তাছাড়া, আপনি যদি কোনো কিছু লিখে গুগলে সার্চ করেন তাহলে সেখানে কয়টি .com ছাড়া অন্য এক্সটেনশন দেখতে পান?
অবশ্যই খুব কম।
গুগল সার্চ রেজাল্টে বেশিরভাগসময় .com ডোমেইনগুলোই সবার আগে থাকে।
তাই যেন মানুষের মনে রাখতে সুবিধা হয় এবং গুগলে রেংক করা যায় সেজন্য ওয়েবসাইটের নাম রাখার সময় চেষ্টা করবেন .com ডোমেইন নেওয়ার জন্য।
ডোমেইন নামটি যেন ১৫ শব্দের বেশি না হয়
অনেকে কি-ওয়ার্ডকে টার্গেট করার জন্য কিংবা সঠিক শব্দের ব্যবহার করার জন্য ডোমেইনকে করে তুলে অনেক লম্বা বা দীর্ঘ।
এতে করে যে সমস্যাটি হয় তা হলো ইউজারদের মনে রাখতে কষ্ট হয়।
তাই ভুলেও শব্দের অর্থ মিলাতে গিয়ে কিংবা কি-ওয়ার্ড টার্গেট করতে গিয়ে ডোমেইনে লম্বা না বানানোই উত্তম।
সব সময় চেষ্টা করবেন এটি যেন ১৫ শব্দের কম হয়, কিন্তু ৭-১০ শব্দের মধ্যে হলে আপনার জন্য ভালো
অবশ্যই নামের মধ্যে কোনো হাইফেন কিংবা সংখ্যা বর্জন করুন।
অনেক ডোমেইন নাম বাছাই করার সময় হাইফেন কিংবা সংখ্যা ব্যবহার করে থাকে।
কেননা অনেকের দুটি শব্দের ডোমেইন পছন্দ কিন্তু যখনই কিনতে যায় তখন সেটি কিনতে পারে না কারন available থাকে না।
তখন তারা দুটি শব্দের মাঝে একটি হাইফেন ব্যবহার করে কিংবা ডোমেইনের আগে-পরে সংখ্যা ব্যবহার করে।
উদাহরনঃ
- Tech-bd-tricks.com
- techbdtricks101.com
কিন্তু আপনাকে এগুলো বর্জন করতে হবে। কারন এসব ডোমেইনের ওয়েবসাইট রেংক করতে সমস্যা হয়। এগুলো এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট নাম নয়।
এবার চলুন দেখে নিই কিভাবে ওয়েবসাইটের সুন্দর নাম খুজে বের করতে হয়।
কিভাবে ওয়েবসাইটের জন্য সুন্দর নাম খুজে বের করব
আমরা কিভাবে ওয়েবসাইটের জন্য ডোমেইন নাম খুজি বা রিসার্চ করি?
হয়তো BlueHost এ যাই, এবং আমাদের পছন্দের নামটি সেখানে লিখে সার্চ করি , যদি available থাকে তাহলে নিয়ে নিই আর তানাহলে BlueHost কিছু নাম সাজেস্ট করে সেগুলো থেকে যেকোনো একটি নাম আমাদের ওয়েবসাইটের জন্য নিয়ে নিই।
কিন্তু, ডোমেইন রিসার্চ করার এটি সঠিক প্রক্রিয়া কখনোই না। কারন সুন্দর ডোমেইন নাম বাছাই আপনারা একটি টুলস ব্যবহার করে খুব সহজেই করতে পারেন। সেটি হলো LeanDomainSearch
কিভাবে LeanDomainSearch এর মাধ্যমে সুন্দর ডোমেইন নেম খুজে পাবেন?
LeanDomainSearch হচ্ছে available ডোমেইন খুজে বের করার এক কিংবদন্তী অনলাইন টুলস।
আপনি যে বিষয় নিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান তা সেখানে লিখলেই এটি আপনাকে available রয়েছে এমন হাজার হাজার ডোমেইন সাজেস্ট করবে।
যেমন ধরুন আপনি ব্লগিং নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে চাই। তাহলে আপনি কি করবেন?
LeanDomainSearch এ প্রবেশ করুন
এর পর আপনার কাঙ্খিত কি-ওয়ার্ডটি লিখে এখানে সার্চ করুন। যেমনঃ blogging
এরপর সেখানে আপনি হাজার হাজার ওয়েবসাইটের সুন্দর এবং আর্কষনীয় নাম দেখতে পাবেন। আপনার যেই নামটি ভাল লাগে শুধুমাত্র সেটি নিয়ে নিন।
এবং তারপর আপনার পছন্দকৃত নামটি নেমচিপ কিংবা গুড্যাডি থেকে কিনে নিন।
এর থেকে সহজ উপায় আর হতে পারে না ওয়েবসাইট এর জন্য ভালো নাম খুজে পাওয়ার জন্য।
নিউজ সাইটের জন্য কিভাবে সুন্দর নাম রিসার্চ করবেন
প্রথমে চিন্তা করুন নিউজ সাইটের জন্য কি কি কিওয়ার্ড হতে পারেন।
নিউজ সাইটের জন্য বিভিন্ন শব্দ আপনি আপনার ডোমেইনে রাখতে পারেন যেমনঃ
- news
- update
- latest
- times
- paper
- journalist
- report
- message
- bulletin
এবং ইত্যাদি।
এসব কিওয়ার্ডের .com ডোমেইন নাম তো আর available পাবেন না। এর সাথে আপনাকে কিছু যুক্ত করে নিতে হবে। যেমন
- dailyreport.com
- todaytimes.com ইত্যাদি।
আপনি যদি উপরে কিভাবে LeanDomainSearch এর মাধ্যমে সুন্দর ডোমেইন নেম খুজে পাবেন দেখানো উপায়ে এখানের যেকোনো একটি কি-ওয়ার্ড লিখে সার্চ করেন তাহলে আপনি হাজার হাজার ডোমেইন নাম পেয়ে যাবেন।
সেখান থেকে আপনার পছন্দ মতো নিউজ সাইটের জন্য সুন্দর নাম নিয়ে নিতে পারবেন।
ব্লগ সাইটের সুন্দর নাম নির্বাচন
আমরা যারা ব্লগিং করি বা করতে চাই তাদের একটি ওয়েবসাইট লাগে। আর এই ওয়েবসাইটের জন্য দরকার হয় একটি ডোমেইন নামের।
তো ব্লগ সাইটের ডোমেইন নাম উপরে দেখানো পদ্ধতিতে বের করতে পারবেন।
এর জন্য LeanDomainSearch এ বিভিন্ন কি-ওয়ার্ড লিখে সার্চ করবেন যেগুলো ব্লগিং রিলেটেড।
যেমন আপনি যদি একটি টেক ব্লগ খুলতে চান তাহলে আপনার কিওয়ার্ড হতে পারে tech, technology, techno, tehcy
যদি এফিলিয়েট ব্লগ খুলতে চান তাহলে আপনার কিওয়ার্ড হতে পারে reviews, review, offer, buy, sell, price, best ইত্যাদি।
যে যে নামগুলো আপনাকে বর্জন করতে হবে
প্রথমেই বলেছি হাইফেন এবং সংখ্যাযুক্ত নাম বর্জন করতে হবে। তারপর, যেই নামের ট্রেডমার্ক লাইসেন্স করা আছে সে সকল নাম বর্জন করতে হবে।
আপনি যদি আমাজনে এফিলিয়েট করতে চান তাহলে আপনার ওয়েবসাইটের ডোমেইন নামের মধ্যে amazon শব্দটি রাখা যাবে না।
আর ডোমেইন নামের ট্রেডমার্ক আছে কিনা সেটি চেক করে নিবেন এখান থেকে – https://trademark-search.marcaria.com
আর শুনতে খারাপ লাগে এবং নাম বর্জন করুন। অবৈধ, নোংরা নাম নেওয়া থেকে বিরত থাকুন।
Conclusion
আবারও স্বরন করিয়ে দিচ্ছি যে ওয়েবসাইট বানানোর আগে এর জন্য চমৎকার দেখে একটি নাম বের করুন।
কেননা, যদি একটি অপ্রত্যাশিত নাম দিয়ে সাইট বানিয়ে ভালো পর্যায়ে নিয়ে যান তখন এটি খুব সহজে পরিবর্তন করা যাইবে না।
তাই ভালো করে ডোমেইন রিসার্চ করুন। ভালো ডোমেইন সংরক্ষন করুন। ভালো মানের ডোমেইন খুজে বের করুন। তারপর সুন্দর নাম দিয়ে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করুন।
পরবর্তী আর্টিকালে কি নিয়ে জানতে চান?
আরো পড়ুনঃ
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই!
এতো সুন্দর প্রতিবেদন তুলে ধরার জন্য….. সত্যি বলতে বিশদভাবে এমন কেউ সহজে লিখেছেন বলে মনে হয় না।।
আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য